Saturday 25 January 2014

লাভপুর গনধর্ষন সহ রাজ্যে খুন – সন্ত্রাস ও ধর্ষনরাজের প্রতিবাদে সরব হল দুর্গাপুর ইস্পাতের কারখানার শ্রমিকরা ~

দুর্গাপুর , ২৫শে জানুঃ – আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে প্ল্যান্ট সিভিলে , লাভপুরে আদিবাসী যুবতীর গনধর্ষন সহ গোটা পঃ বঙ্গে জুড়ে মহিলাদের উপর এবং বিরোধী রাজনৈতিক কর্মী , বিশেষ করে বামপন্হীদের উপর নৃশংস আক্রমন নেমে এসেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে , তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ( HSEU ) DSP-শাখার পক্ষ থেকে এক শ্রমিক-কনভেনশনের আয়োজন করা হয় । ব্যপক সংখ্যায় শ্রমিকের উপস্হিতিতে কনভেনশন কার্যতঃ সভার রূপ নেয় । কমঃ স্বপন মজুমদার বলেন যে , পার্ক স্ট্রীট থেকে লাভপুর - সর্বত্র তৃণমূল সরকার ব্যর্থ হয়েছে মহিলাদের ইজ্জত রক্ষা করতে । পুলিশ নিষ্ক্রিয় । সেই সুযোগে , তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে সমাজবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে , মেয়েদের ইজ্জত লুঠ করছে , তোলাবাজির রাজ কায়েম করছে । আর এই সমাজবিরোধীদের তৃণমূল ব্যবহার করছে উপর এবং বিরোধী রাজনৈতিক কর্মী , বিশেষ করে বামপন্হীদের উপর নৃশংস হামলা চালানোর জন্য ,  শ্রমিক আন্দোলন দমন করার জন্য । এই নৈরাজ্য প্রতিরোধে শ্রমিকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান । কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।

Friday 17 January 2014

শ্রদ্ধায়-স্মরণে-শপথে দুর্গাপুর ইস্পাতনগরীতে উদযাপিত কমরেড জ্যোতি বসুর জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণ অনুষ্ঠান

দুর্গাপুর , ১৭ই জানুঃ : আজ , দুর্গাপুর ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে  বর্ষ ব্যাপি  কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণ অনুষ্ঠান হোল আলোচনাসভার মধ্য দিয়ে । সকালে , এই উপলক্ষ্যে , বি’জোনের হিন্দুস্তান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের দফ্তর বি টি রণদিভে ভবনে আয়োজিত হয় রক্তদান শিবির । মোট ৩৫জন রক্তদাতা রক্তদান করেছেন । ডঃ এস.নাথ চৌধুরীর নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার একটি মেডিক্যাল টীম রক্ত সংগ্রহ করেন ।
       সন্ধ্যায় , ভীড়ে-ঠাসা  দেশবন্ধু ভবনে আয়োজিত আলোচনা সভা , মনে করিয়ে দেয় , ইস্পাতনগরীর সাথে কমরেড জ্যোতি বসু ও কমরেড বি টি রণদিভের দীর্ঘ সম্পর্কের রেশ আজও অম্লাণ । সভার শুরুতে , প্রয়াত কমরেডদের এবং  বাংলা ও ভারতের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের দেহাবসানে গভীর শোকপ্রকাশ করে নীরবতা পালন করা হয় । এরপর , কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত , বসে আঁকা – প্রবন্ধ – আবৃতি – গান ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতায় সফল প্রতিযোগীদের হাতে বিশেষ সন্মান তুলে দেওয়া হয় ।
   আলোচনা সভায় , ভারতের শ্রমিক আন্দোলনে   কমরেড বি টি রণদিভের অবিস্মরনীয় অবদান ও দুর্গাপুরের শ্রমিক-আন্দোলনের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা আলোচনা করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ অজিত মুখার্জী এবং ভারত তথা বিশ্ব কমিউনিষ্ট আন্দোলনের কিংবদন্তী নেতা কমরেড জ্যোতি বসু ও দুর্গাপুরের শ্রমিক-আন্দোলনের গড়ে তোলার জন্য তাঁর অসামান্য অবদানের  বিষয়ে আলোচনা করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )–র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য  কমঃ রথীন রায় । সভার কাজ পরিচালনা করেন কমঃ সুখময় বোস । এই সভায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )–র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে গ্রন্হিত ,”দুই কিংবদন্তী ও সংগ্রামী দুর্গাপুর “ নামে স্মারক –গ্রন্হ ও “ দুর্গাপুরের ২৯ শহীদ “ নামে ফোল্ডারটি আনুষ্ঠানিক ভাবে  প্রকাশ করেন কমঃ রথীন রায় ও কমঃ অজিত মুখার্জী।কমঃ রথীন রায় ও কমঃ অজিত মুখার্জীর হাতে বই দু-টি তুলে দেন ভারতের কমিউনিষ্ট পার্টি( মার্কসবাদী )–র বর্ধমান জেলা কমিটির সদস্য ও  ভারতের কমিউনিষ্ট পার্টি( মার্কসবাদী )–র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ভারপ্রাপ্ত জোনাল সম্পাদক কমঃ সুবীর সেনগুপ্ত ।






























Sunday 12 January 2014

কমরেড জ্যোতি বসু – র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে গান – আবৃতি ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা

দুর্গাপুর , ১২ই জানুঃ : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে  কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে গান – আবৃতি ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল ইস্পাতনগরীর বি’জোনের বি টি রণদিভে ভবনে । সকালে অনুষ্ঠিত হয় গান – আবৃতি প্রতিযোগীতা । বিকালে অনুষ্ঠিত হয় তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগীতা , সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।সকালের  অনুষ্ঠানের সূচনায় কমঃ সলিল দাসগুপ্ত বলেন ভারতের মেহেনতী মানুষের অন্যতম শিক্ষক ছিলেন কমঃ জ্যোতি বসু ও বি টি রণদিভে এবং দুর্গাপুরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের । এই দুই মহান নেতা ভারতে মার্কসবাদ-লেনিনবাদের প্রসার ও প্রয়োগে যে অসামান্য অবদান রেখেছেন এবং প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ স্মরণে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যগে ইস্পাতনগরীতে গত ১ বৎসর ধরে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছ । এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের সাথে কমঃ জ্যোতি বসুর জীবন ও সংগ্রামের উপর পোষ্টার-প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-প্রতিযোগীতাও আয়োজিত হয়েছে । আগামী ১৭ই জানুঃ , ইস্পাতনগরী-র বি’জোনের দেশবন্ধু ভবনে কমরেড জ্যোতি বসু–র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান।সেখানে প্রতিযোগীতায় সফল অংশগ্রহনকারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সন্মান।ঐ দিন সকালে বি টি রণদিভে ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত হবে এক রক্তদান শিবির । 

















Sunday 5 January 2014

কমরেড জ্যোতি বসু – র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে বসে আঁকো প্রতিযোগীতা

দুর্গাপুর , ৫ই জানুঃ : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে  কমরেড জ্যোতি বসু –র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে বসে আঁকো প্রতিযোগীতা  অনুষ্ঠিত হোল জোনাল দফ্তর আশীষ-জব্বর সংলগ্ন এ’জোন মেজর পার্কে । ইস্পাতনগরীর মধ্যস্হলে  আলসে শীতের সকালে উজ্জ্বল রৌদ্র গায়ে মেখে  এ’জোন মেজর পার্ক মুখরিত হয়ে উঠল শিশু ও কিশোর-কিশোরীদের কলতানে । দ্বাদশ শ্রেনী পর্যন্ত বিভিন্ন বয়সের জন্য তিনটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে ক্ষুদে প্রতিযোগীরা । আগামী ১৭ই জানুঃ , ইস্পাতনগরী-র বি’জোনে কমরেড জ্যোতি বসু – র জন্মশতবর্ষ ও কমরেড বি টি রণদিভের স্মরণে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান । সেখানে প্রতিযোগীতায় সফল অংশগ্রহনকারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সন্মান । 








Friday 3 January 2014

ASP কারখানা বাঁচাতে পথে নামলেন শ্রমিকরা



দুর্গাপুর , ৩রা জানুঃ : ASP কারখানা বাঁচাতে পথে নামলেন  রাষ্ট্রায়ত্ব  ইস্পাত-উৎপাদনকারী সংস্হা SAIL-এর একমাত্র বিশেষ ইস্পাত-উৎপাদন ইউনিট দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার(ASP) শ্রমিকরা ।ইতিমধ্যে , ASP-র স্হায়ী শ্রমিকদের সংখ্যা বিপজ্জনকভাবে হ্রাস পেয়ে ৭২০০ থেকে নেমে হয়েছে মাত্র ১০৩৯ জন । কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল SAIL-র অন্যান্য কারখানা , এমন কি সংলগ্ন দুর্গাপুর ইস্পাত কারখানা থেকেও সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না । SAIL-র অন্যান্য কারখানায় বিপুল অর্থ বিনিয়োগ করে আধুনিকীকরন ও সম্প্রসারনের কাজ চলছে । কিন্তু , দেশ – বিদেশে  ASP-র উৎপাদিত পণ্যের বিপুল চাহিদা থাকা সত্বে , আধুনিকীকরন-সম্প্রসারনের  জন্য কোনো বিনিয়োগ করা হয় নি । SAIL-এর বিশেষজ্ঞ সংস্হা  CET ( Centre for Engineering & Technology ) ASP-কে লাভজনক সংস্হায় পরিনত করার জন্য মাত্র ১০৯৬ কোটি টাকার বিনিয়োগের সুপারিশ করলেও , SAIL-কর্তৃপক্ষ এখনও সেই বিষয়ে কোনো উচ্চ্যবাচ্য করে নি । SAIL- কর্তৃপক্ষের এই উদাসীনতার বিরুদ্ধে , সিআইটিউ – আইএনটিউসি ও আইএনটিটিউসি কে নিয়ে গঠিত ASP-র স্হায়ী ও ঠিকা শ্রমিকদের যৌথমঞ্চের ডাকে আজ এক বিশাল প্রতিবাদ মিছিল কারখানার মধ্যে মিছিল করে ASP-র মেইনগেটে অবস্হান-বিক্ষোভসভা করেন । বিক্ষোভসভা চলাকালীন  যৌথমঞ্চের পক্ষ থেকে SAIL-র চেয়ারম্যানের কাছে পাঠানোর  জন্য ASP-র ED-র  কাছে এক স্মারকলিপি জমা দেওয়া হয় । এই স্মারকলিপিতে অবিলম্বে CET-র সুপারিশ মেনে ASP-র আধুনিকীকরন-সম্প্রসারন এবং ASP-র উৎপাদন স্বাভাবিক রাখার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা ও ASP-র মধ্যে উপযুক্ত সিনার্জীর দাবী জানানো হয় । বিক্ষোভসভায় , ASP-র স্হায়ী ও ঠিকাশ্রমিক সংগঠনগুলির থেকে বক্তব্য রাখা হয় । বক্তব্য রাখেন , রামপঙ্কজ গাঙ্গুলী , বিজয় সাহা , তাপস মাঝী ( CITU ), সুদীপ্ত দাস , অশোক দত্ত , চন্দন ঘোষ ( INTUC ) ও কাঞ্চন রায় , গনেশ মন্ডল ( INTTUC ) । সভাপতিত্ব করেন বিকাশ ঘটক ( INTUC ) ।