Wednesday 26 February 2014

কমঃ সুবোধ বিশ্বাসের জীবনাবসান ।


                               


দুর্গাপুর , ২৬শে ফেব্রুঃ : প্রয়াত হলেন কমরেড সুবোধ বিশ্বাস । দীর্ঘদিন ধরে তিনি কয়েকটি জটিল রোগে ভুগছিলেন । গতকাল রাত্রি ১০-৩০ মিঃ তাঁর জীবনাবসান হয় । আজ সকালে , আশীষ-জব্বর ভবনে প্রয়াত কমরেডের মৃতদেহ নিয়ে আসা হলে , অপেক্ষমান জনতা শোক-বিহ্বল হয়ে পড়েন । প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মরদেহ রক্ত-পতাকায় আচ্ছাদিত করেন , ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমঃ অজিত মুখার্জী । এরপরে , একে একে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , বীরেশ্বর মন্ডল , সন্তোষ দেবরায় , বিনয় চক্রবর্তী , বিপ্রেন্দু চক্রবর্তী , সুশান্ত ব্যান্যার্জী সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ । সিপিআই-র পক্ষ থেকেও মাল্যদান করা হয় । এরপরে মরদেহ নিয়ে যাওয়া হয় বি’জোনে বি টি রণদিভে ভবনে ।সেখানে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গন-সংগঠনের পক্ষ থেকে প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । পরে , প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন  হয়েছে । তাঁর মৃত্যুতে ,  ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে , প্রয়াত  কমরেড সুবোধ বিশ্বাসের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে । 

  সংক্ষিপ্ত জীবনী :  ভারতের মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য এবং দুর্গাপুর ইস্পাত ১এ ( অবিভক্ত ) লোক্যাল কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের জন্ম হয়েছিল ১৯৪৫ সালে অধুনা বাংলাদেশে । দেশভাগের পর উত্তর ২৪ পরগনার বনগায় বসবাস করেন এবং শিক্ষান্তে ৬০-এর দশকের গোড়ায় দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে যোগদান করেন এবং তাঁর বামপন্হী অবস্হানের জন্য , প্রথম থেকেই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলেন ও অচিরেই নেতৃত্বের পর্যায় উন্নীত হয়েছিলেন  এবং পর্যায়ক্রমে ইউনিয়নের সাংগঠনিক-সম্পাদক , সহ-সভাপতি , যুগ্ম-সম্পাদকের  দায়িত্ব পালন করেছিলেন । ১৯৬৮ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত পার্টির সদস্য ছিলেন । মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী-পুত্র-পুত্রবধু সহ অন্যান্য আত্মীয়-স্বজনদের । সহজ-সরল জীবনযাত্রায় অভ্যস্ত প্রয়াত কমঃ সুবোধ বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । 


         

















Monday 24 February 2014

এনজিএস-র ফয়সালা ও বেতন চুক্তি নিয়ে সেইল কর্তৃপক্ষের টালবাহানার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।

 দুর্গাপুর , ২৪শে ফেব্রুঃ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচএসইইউ )-র ডাকে , অবিলম্বে এনজিএসএর ফয়সালার মাধ্যমে বেতন-চুক্তি
 ও উপযুক্ত পে-ফিক্সেসন এর দাবীতে , দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে ইডি ওয়ার্কসের সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।দীর্ঘ ২বৎসর ধরে টালবাহানা করার পরে  গত ২৫শে জানুঃ সেইল কর্তৃপক্ষ , ইউনিয়নগুলির সাথে এনজিএসএর মৌ-চুক্তি করে , যা সেইল-ভূক্ত শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার করেছিল । কিন্তু , অচিরেই পে-ফিক্সেসন নিয়ে সেইল-কর্তৃপক্ষের টালবাহানা , ইস্পাত শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে । আজকের বিক্ষোভ-সভায় বক্তারা , অবিলম্বে এনজিএসএর চুক্তি ও উপযুক্ত পে-ফিক্সেসন এর দাবীতে সমগ্র সেইল-শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও কমঃ ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 

Friday 21 February 2014

ইস্পাতনগরীতে সাড়ম্বরে উদযাপিত হোল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

দুর্গাপুর ,২১শে ফেব্রুঃ – “ একুশ আমার বুকের ভেতর টগবগিয়ে ছোটে ..”     আজ , ইস্পাতনগরীতে সাড়ম্বরে উদযাপিত হোল  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । সকালে প্রথম অনুষ্ঠানটি হয়   , ইস্পাতনগরীর বি’জোনে , ‘ ভাষা শহীদ উদ্যানে ‘ । গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -১ নং লোক্যাল কমিটি , বাংলা ভাষা চেতনা সমিতি ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান ও শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে । বক্তব্য রাখেন শ্রী দীপক দেব ও দিশারী মুখোপাধ্যায় । পরে ,সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বহু বিশিষ্ট শিল্পী ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক-শিল্পী শ্রী অনির্বান দাসগুপ্ত ।


     সকালে , অপর অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর এ’জোন মেজর পার্কে । গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -২ নং  লোক্যাল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন   শ্রী আরতি বসু । উদ্বোধনী সংগীত পরিবেশন করে লহরী শিল্পী-গোষ্ঠী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত-শিল্পী শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত । বহু বিশিষ্ট কবি স্বরচিত কবিতা পাঠ করেন । এই উপলক্ষ্যে আয়োজিত  ১ম-২য় শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বর্ণমালা লেখার ও ৩য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হস্তলিখন প্রতিযোগীতায় , বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন ।এই অনুষ্ঠানে , প্রকাশিত হয় গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের ইস্পাত -২ নং  লোক্যাল কমিটির মুখপত্র ‘ যুগের যাত্রী ‘ –র মাতৃভাষা দিবস সংখ্যার ফোল্ডার ।সমগ্র  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অশোক দাস ।















Sunday 16 February 2014

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( দুর্গাপুর ইস্পাত শাখা )-র আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া-প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ।

দুর্গাপুর , ১৬ই ফেব্রুঃ : আজ , ইস্পাতনগরীর  নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হোল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( দুর্গাপুর ইস্পাত শাখা )-র আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া-প্রতিযোগীতা । ক্রীড়া-প্রতিযোগীতার উদ্বোধন করেন শ্রমিক-নেতা কমঃ জীবন রায় এবং সংগঠনের রক্ত-পতাকা উত্তোলন করেন সিআইটিউ-এর বর্ধমান জেলার সম্পাদক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি কমঃ অজিত মুখার্জী । মোট ৪১টি ইভেন্টে , ২৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । নারী-পুরুষ – শিশু –বৃদ্ধ নির্বিশেষ সকল বয়েসের প্রতিযোগীরা  নির্ধারিত প্রতিযোগীতায় বিপুল উৎসাহে যোগদান করেন । বৃষ্টি-বিঘ্নিত দিনে প্রতিযোগী-অভিভাবক – দর্শকদের উপস্হিতিতে মুখরিত হয়ে উঠেছিল নেহেরু স্টেডিয়ামে । জন্মলগ্ন থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের সংগ্রামের আশাভরসার প্রতীক হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন , ইস্পাতনগরীর খেলাধূলা – সাংস্কৃতিক কার্যকলাপ – রক্তদান – সেবামূলক কাজেও অগ্রগন্য ভূমিকা পালন করেছে । আজকের ক্রীড়া-প্রতিযোগীতা , সেই সুবিপুল কার্যকলাপের মুকুটে আরও একটি পালক যুক্ত করলো । নেহেরু স্টেডিয়ামকে এই ক্রীড়া-প্রতিযোগীতায় ব্যবহার করতে দেওয়ার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । দুর্গাপুরের বিভিন্ন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সফল  প্রতিযোগীতাদের হাতে পুরষ্কার তুলে দেন । 

                   











 

Saturday 8 February 2014

৯ইফেব্রুঃ ব্রিগেড চলো – আহ্বানে যুবদের পথসভা ।

দুর্গাপুর , ৮ই ফেব্রুঃ : - ৯ইফেব্রুঃ ব্রিগেড চলো আহ্বানে এবং রাজ্যে টেট দূর্নীতি, মহিলাদের উপর আক্রমনের বিরুদ্ধে ও গনতন্ত্র রক্ষার স্বার্থে  , ভারতের গনতান্ত্রিক যুব ফেডাঃ –এর দুর্গাপুর বি-জোন ১ ও ২ নং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে চণ্ডীদাস বাজারে এক পথসভার আয়োজন করা হয় । বক্তব্য রাখেন , ভারতের গনতান্ত্রিক যুব ফেডাঃ –এর দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য কমঃ অঞ্জন রায় ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডাঃ –এর বর্ধমান জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমঃ কবি ঘোষ । সভাপতিত্ব করেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডাঃ –এর দুর্গাপুর ১এ জোনাল কমিটির সভাপতি কমঃ সুমন্ত্র ব্যানার্জী । 

     


 

Thursday 6 February 2014

৯ই ফেব্রুঃ ব্রিগেড চলো , সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গড়ে তোল প্রতিরোধ

দুর্গাপুর , ৬ই ফেব্রুঃ : ৯ই ফেব্রুঃ ব্রিগেড চলো , পঃ বঙ্গ জুড়ে তৃণমূল যে খুন-সন্ত্রাস – ধর্ষনের রাজত্ব কায়েম করছে , সারদা-টেট সহ বিভিন্ন দূর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যান্যার্জীর সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১-এ জোনাল কমিটির ডাকে দুটি পৃথক বড় মিছিল যথাক্রমে ইস্পাতনগরীর বি-জোন ও সেইল সমবায়ের বিভিন্ন স্হান পরিক্রমা করে । মিছিলের শেষে যথাক্রমে চন্ডীদাস বাজার ও কবিগুরুর দ্বিতীয় বাস-স্টপে দুটি পৃথক পথ সভায় বক্ত্যব্য রাখেন যথাক্রমে কমঃ সলিল দাসগুপ্ত ও স্বপন মজুমদার । বক্তারা সারা পঃ বঙ্গ জুড়ে তৃণমূলের নেতৃত্বে যে ভয়ংকর সন্ত্রাস-নৈরাজ্যের রাজত্ব চলেছে , কেন্দ্রের কং-সরকারের জন-বিরোধী নীতি এবং বিজেপি-র নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তির উথ্থানের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হতে এবং সেই লক্ষ্যে ৯ই ফেব্রুঃ ব্রিগেড সমাবেশকে সফল করার আবেদন জানান । বহু পথচলিতি মানুষ দাঁড়িয়ে থেকে বক্ত্যব্য শোনেন ।