Tuesday 13 May 2014

তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত গনতন্ত্র , বিপন্ন সংবিধান , রক্তাত পশ্চিম বঙ্গ – ভারতব্যাপি প্রতিবাদে সামিল হল দুর্গাপুর ।

দুর্গাপুর , ১৩ই মে : শাসকদল তৃণমূলের হাতে রক্তাত হল পঃ বঙ্গ , খুন করা হল গনতন্ত্রকে , ধর্ষিত হল ভারতের সংবিধান । ১৬-তম লোকসভার নির্বাচনে , পঃ বঙ্গের  ৫-দফার  নির্বাচনকে , পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ সহযোগীতায়  প্রহসনে পরিনত করেছে তৃণমূল । নীরব দর্শকের ভূমিকা পালন করে নির্বাচন কমিশন প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে তৃণমূলকে সহায়তা করেছে । শয়ে শয়ে বুথে রিগিং করেছে , লক্ষ লক্ষ মানুষের ভোটাধীকার কেড়েছে , ভোট দেওয়ার অপরাধে হাজার হাজার ভোটার রক্তাত হয়েছে তৃণমূলের হাতে । নির্বাচনকে প্রহসনে পরিনত করার বিরুদ্ধে ভোটারদের সাহসী লড়াইয়ের পাশে থাকার অপরাধে সিপিআইএম ও অন্যান্য  বামপন্হী কর্মীদের উপর নৃশংস আক্রমন নামিয়ে এনেছে তৃণমূল । তৃণমূলের এই চরম অগনতান্ত্রিক , অসাংবিধানিক নারকীয় হিংস্র আক্রমনে   স্বাধীন ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়ে । এরই বিরুদ্ধে , আজ সারা ভারতব্যাপি প্রতিবাদে কর্মসূচীতে সামিল হল দুর্গাপুর ।
   এই উপলক্ষ্যে , বামফ্রন্টের ডাকে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে সিটি সেন্টার পরিক্রমা করে শেষ হয় এসবিএসটিসি বাস স্ট্যান্ডে । মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ও বর্ধমান–দুর্গাপুর লোকসভার সাংসদ কমঃ সাইদুল হক ।

    
    











Sunday 4 May 2014

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের ৪৮-তম বার্ষিক চক্র অনুষ্ঠিত হল ।

দুর্গাপুরে , ১লা মে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুরের বিটি রণদিভে ভবনে , কমঃ ঝর্ণা দাসগুপ্ত ভবনের কমঃ সুজাতা ভট্টাচার্য ও কমঃ বিনোদ সিং মঞ্চে অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের ৪৮-তম বার্ষিক  যৌথ চক্র । অনুষ্ঠানের  সুচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন কমঃ সুজাতা পাল । শহীদবেদীতে মাল্যদানের পর মূল অনুষ্ঠানের কাজ শুরু হয় । উদ্বোধনী ভাষন দেন সর্বভারতীয় শ্রমিকনেতা কমঃ জীবন রায় । এরপর রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক কমঃ সমীর বক্সী । ১৭০ জন প্রতিনিধির উপস্হিতে রিপোর্টের উপরে প্রানবন্ত আলোচনা করেন  ৫ জন। সন্মেলন যথাক্রমে দুর্গাপুর চক্রের ৩২-জন ও দুর্গাপুর – ২ এর,৩২ এবং ৩৪ জনের নতুন কমিটি নির্বাচিত করেছে । দুর্গাপুর চক্রের সভাপতি ও  সম্পাদক নির্বাচিত হয়ছেন যথাক্রমে কমঃ অমলেন্দু বিশ্বাস ও মিতালী সাহা । দুর্গাপুর -২ এর সভাপতি ও  সম্পাদক নির্বাচিত হয়ছেন যথাক্রমে কমঃ সুস্মিতা দত্ত ও কমঃ বিকাশ নিয়োগী ।অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলার সম্পাদক ও সভাপতি কমঃ আশীষ হাজরা ও সুজাতা পাল । 

      






Thursday 1 May 2014

প্রতিরোধের নয়া মেজাজে মে’দিবস পালিত হল ইস্পাতনগরী দুর্গাপুরে ।

দুর্গাপুরে , ১লা মে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুরে সর্বত্র বিপুল উৎসাহ – উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল ১২৪ তম আন্তর্জাতিক মে’দিবস । গতকাল ১৬-তম সাধারন নির্বাচনে পঃ বঙ্গের অন্যান্য জায়গার সাথে রক্তাত হয়েছে ইস্পাতনগরী দুর্গাপুর । নৃশংস আক্রমনের শিকার হয়েছেন বহু বামপন্হী নেতা-কর্মী । কিন্তু ভয়াবহ সন্ত্রাসের সামনেও ইস্পাতনগরী আত্মসমর্পন করেনি । প্রতিরোধের মেজাজ টের পেয়েছে শত্রুপক্ষ , পিছু হটতে বাধ্য হয়েছে । ইস্পাতনগরীর লালঝাণ্ডার প্রতিরোধের ব্যঞ্জনায় এবছরের মে’দিবস তাই আরও রক্তিম,আরও ভাস্বর হয়ে উঠল ।  
       আজ সকালে , যথারীতি মূল অনুষ্ঠানটি হয় আশীষ মার্কেটের এবং সংলগ্ন জব্বরবাগে শহীদ আশীষ-জব্বরের শহীদ বেদী স্হলে । রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস . ই . ইউ )-র সভাপতি কমঃ অজিত মুখার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , জীবন রায় , সাইদুল হক , সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত , পি কে দাস , ব্রজমানিক চক্রবর্তী , অরুণ চৌধুরী , রামপঙ্কজ গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
    সকালে , মে’দিবসের অনুষ্ঠান পালিত হয় ও রক্তপতাকা উত্তোলন করা হয় ১নং বিদ্যাসাগর এভিন্যুতে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস . ই . ইউ ) ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের দফ্তর বিটি রনদিভে ভবন , লালা লাজপৎ রায় রোডে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়নের দফ্তরে ও শহীদ আশীষ জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে কমঃ অজিত মুখার্জী ও পি কে দাস , জি এস দাস ও সন্তোষ দেবরায় । বিকালে বিটি রনদিভে ভবন মে’দিবস উপলক্ষ্যে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন শ্রমিকনেতা কমঃ জীবন রায় , অরুণ চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ কমঃ অজিত মুখার্জী ।
 
    
       






















   

ইস্পাতনগরীতে তৃণমূলীদের হাতে আক্রান্ত পার্টি-নেতৃত্বকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ।

দুর্গাপুর , ১লা মে : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তৃণমূলীদের হাতে আক্রান্ত বর্ষীয়ান পার্টি ও শ্রমিক নেতা কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল , নির্বাচনে,ইস্পাতনগরীতে পার্টির নেতৃত্বে ভোটাররা তৃণমূলের রিগিং চালানোর চেষ্টা রুখে দেয় । এতে ক্ষিপ্ত হয়ে ভোট শেষ হওয়ার পরেও  তৃণমূলী দুষ্কৃতিরা বিভিন্ন জায়গায় সিপিইএম কর্মী-নেতৃত্ব ও পোলিং এজেন্টদের উপর হামলা চালায় । সন্ধ্যা ৬-৩০ নাগাদ ,ইস্পাতনগরীর এ’জোনের দুর্গাপুর থানার থেকে ঢিল ছোঁড়া দুরত্বে  কাজী নজরুল ইসলাম রোডের গুরু তেগবাহাদুর পাব্লিক স্কুলের বুথে সামনে  ৮নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর  মৃগেন পালের নেতৃত্বে কুখ্যাত সমাজবিরোধী  বিধান রাও ও অন্যান্য সমাজবিরোধীরা মারাত্মক অশ্ত্রশস্ত্র নিয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য  কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষের উপর আক্রমন চালায় , টাকা-পয়সা ছিনিয়ে নেয় । কোনমতে তারা  রক্ষা  পেলেও , গুরুতর জখম ঐ দুজনকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও , পুলিশ এখনও কাউকে গ্রেফ্তার করে নি । বর্ষীয়ান দুই নেতার উপরে তৃণমূলের এই নৃশংস আক্রমনে ইস্পাতনগরীতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়ছে ।