Monday 29 September 2014

ভারতের কমিউনিষ্ট আন্দোলনের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ও বামফ্রন্ট সরকারের যুগান্তকারী ভূমিকার কথা তরুন প্রজণ্মের কাছে তুলে ধরতে হবে : অমল হালদার

                                         
দুর্গাপুর , ২৯শে সেপ্টেঃ : ভারতের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীন ভারতে কমিউনিষ্টদের অসামান্য লড়াই ও কমিউনিষ্ট পার্টির গৌরবোজ্জল ভূমিকা বিকৃত করে দেখানোর চেষ্টা চলছে । এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের কাছে বিশেষ করে তরুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে । আজ সিটি সেন্টারের ন্যাশানাল বুক এজেন্সি ও গণশক্তির দফ্তরে ভারতের কমিউনিষ্ট আন্দোলনের কিংবদন্তী নেতা ও সিপিআইএম এর প্রথম পলিটব্যুরোর “ নবরত্ন “ এর অন্যতম কমরেড এম . বাসবপুন্নাইয়ার জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক পোষ্টার-প্রদর্শনীর উদ্বোধন করে এসে এক জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । তিনি আরও বলেন যে , ধনী পরিবারের সন্তান  কমরেড এম . বাসবপুন্নাইয়া কমিউনিষ্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি গড়ে ওঠার প্রারম্ভিক পর্যায়ে  অন্যান্য  কমিউনিষ্ট নেতৃত্বের  মত  সর্বস্ব পার্টিকে দান করেছিলেন তাই নয় , তিনি ও তাঁর স্ত্রী কমরেড জগদম্বিকা পার্টির স্বার্থে নিজেদের জীবন কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য উৎসর্গ করে ছিলেন । ভারতের কমিউনিষ্ট আন্দোলনের প্রতিটি বাঁকে এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) গড়ে তোলা ও প্রসারের জন্য কমরেড এম . বাসবপুন্নাইয়ার অসামান্য তাত্বিক অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে । তিনি এই ইতিহাসের কথা তুলে ধরার জন্য আরও বেশী বই পড়া ও পড়ানোর উদ্যোগ গ্রহনের জন্য পার্টির সভ্য-সমর্কদের কাছে আহ্বান জানান । কমরেড অমল হালদার একই সাথে শারদোৎসব উপলক্ষ্যে মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বই এর একটি বুকস্টলের উদ্বোধন করেন । গণশক্তির সহায়তায় দুর্গাপুর মধ্য লোক্যাল কমিটির উদ্যোগে এই বুকস্টলটি করা হয়েছে । এছাড়াও  আজকের সভায় বক্তব্য রাখেন কমঃ মহাদেব পাল । উপস্হিত ছিলেন কমঃ সুশান্ত ব্যানার্জী , মহাব্রত কুন্ডু , নরেন শিকদার সহ অন্যান নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।





Thursday 25 September 2014

দুর্গাপুরে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ - বিরোধী সেমিনার ।

                                              

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , বেনাচিতির আনন্দধারা ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর-২ পশ্চিম জোনালের বেনাচিতি পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ,” সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপদ ও আজকের সময় “ – শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় । বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । তিনি বলেন যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরে ভারতে সাম্প্রদায়িকতা শক্তি দৈহিক শক্তি , সামাজিক ও মতাদর্শগত দিক থেকে ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে উদ্যোত হয়েছে কারন এই শক্তি ভারতে কর্পোরেট-রাজের উদার অর্থনীতিবাদের সর্বনাশা নীতির বিরুদ্ধে মানুষের বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধকে চূর্ন করার জন্য মানুষে মানুষে বিভেদ তৈরি করার জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে । ইতিমধ্যে গত তিন মাসে সারা ভারতে বিজেপি-আরএসএস বাহিনীর উষ্কানিতে , ১২৯ টি দাঙ্গা হয়েছে , ১৫ জন নিহত হয়ছে ও প্রায় ৬০০টি দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে । মৌলবাদী শক্তিও এই সুযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকতে চাইছে । রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে কড়া হাতে মোকাবিলা করেছিল কিন্তু বর্তমানে তৃণমূলের সরকারের সুবিধাবাদী নীতি ও বামপন্হীদের প্রতি সন্ত্রাসের পরিবেশ তৈরি সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উথ্থানের রাস্তা করে দিচ্ছে । জনগনকে সাথে নিয়ে একমাত্র  কমিউনিষ্ট ও বামপন্হীরাই  এই সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির মোকাবিলা করতে পারে । সেই লক্ষ্যে পার্টি-সদস্যদের শিক্ষিত ও দীক্ষিত হয়ে উঠতে হবে । সেমিনারে সভাপতিত্ব করেন কমঃ মহাদেব পাল । 


সেইল কর্তৃপক্ষের অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ : একতরফা বোনাসের ঘোষনার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের প্রবল বিক্ষোভ ।

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : শ্রমিক ইউনিয়ন গুলির সাথে বার্ষিক পূজা বোনাসের আলোচনা চলাকালীন , গতকাল সেইল কর্তৃপক্ষ অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করে  একতরফা ভাবে গত বছরের হারেই এ বছরের বার্ষিক বোনাস প্রদানের কথা ঘোষনা করল । গত ১৫ই সেপ্টেঃ , কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জন্য সেইল কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়ন গুলির বার্ষিক পূজা বোনাসের আলোচনা ভেস্তে যায় । গত আর্থিক বছরে সেইলের বিপুল মুনাফা করেছে । শ্রমিক ইউনিয়ন গুলি তাই বার্ষিক বোনাস বৃদ্ধির দাবী জানায় । কিন্তু সেইলের ,” সুদিন “ মানে যে শ্রমিক-কর্মচারীদের “ সুদিন “ নয় , সেইল কর্তৃপক্ষের একতরফা ঘোষনা তাই আরেকবার প্রমান করল । সেইল কর্তৃপক্ষের এই অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ও শ্রমিক ইউনিয়নদের সাথে আলোচনা করে ন্যায়সংগত বর্ধিত বোনাস ঠিক করতে হবে  - এই দাবীতে  আজ সেইলের সর্বত্র এসডব্লিউএফআই ( সিআইটিউ )-র ডাকে  শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন ।
আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )-র ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন । এক বিশাল মিছিল প্রশাসনিক ভবন পরিক্রমা করে । মিছিলের শেষে এক বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী । ইস্কো কারখানায় ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট করেন কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদর ।

  

Tuesday 23 September 2014

রাজ্যে গনতণ্ত্র বাঁচাও এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের গণ-অবস্হান


 দুর্গাপুর , ২২শে সেপ্টেঃ   : আজ , সিটি সেন্টারে ডিএলসি দফ্তরের সামনে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের ডাকে গন-অবস্হানে বহু মানুষ যোগদান করেন । রাজ্যে গনতণ্ত্র বাঁচাও , নারীদের উপর আক্রমন – অত্যাচার বন্ধ কর , বামপন্হী কর্মীদের উপর সন্ত্রাস বন্ধ ও ঘরছাড়াদের ঘরে ফেরাও , যাদবপুর ইউনিভার্সিটি সহ সর্বত্র শিক্ষাক্ষেত্রে  নৈরাজ্য বন্ধ কর , অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা , বন্ধ কল-কারখানা অবিলম্বে খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা গ্রহন প্রভৃতি একগুচ্ছ দাবীতে আজকের এই গণ-অবস্হান হয় । বক্তব্য রেখেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বীরেশ্বর মন্ডল , লোকনাথ দাস ( আরএসপি ) , অনীত মল্লিক ( ফঃ বঃ ) , রবীন্দ্রনাথ ঠাকুর ( সিপিআই ) সহ অন্যান্য নেতৃত্ব । সভা পরিালনা করেন সভাতিমন্ডলীর সদস্য কমঃ রথীন রায় , বিমল চক্রবর্তী , সুশান্ত ব্যানার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুর । সভা শেষে এক বিশাল মিছিল সিটি সেন্টার প্রদক্ষিন করে । 



Sunday 21 September 2014

কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারকে স্মরণ করল ইস্পাতনগরী ।

                                                       

দুর্গাপুর , ২১ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চণ্ডীদাস বাজার মোড়ে অনুষ্ঠিত হল ভারতের কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারের স্মরণে অনুষ্ঠিত হল এক কুসংস্কার –বিরোধী সভা । সভায় বক্তব্য রাখেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শ্রী রামপ্রনয় গাঙ্গুলী । সভায় কুসংস্কার –বিরোধী অনুষ্ঠান পরিবেশন করে অন্ডাল বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা । সভার সঞ্চালনা করেন অরুন্ধতী ভাদুরী ও সভাপতিত্ব করেন অশোক ভাদুরী ।


                 

Saturday 20 September 2014

জনবিরোধী তৃণমূল সরকার ও কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

                                                         

দুর্গাপুর , ২০ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর বি’জোনর বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজার মোড়ে শেষ হয় । অবিলম্বে সারদায় প্রতারিতদের উপযুক্ত ক্ষতিপূরন ও দোষীদের শাস্তি , নারীদের উপর আক্রমন ও নির্যাতন বন্ধ , যাদবপুর ও রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্র-ছাত্রীদের পুলিশ ও তৃণমূলীদের নৃশংস আক্রমনে দোষীদের শাস্তি ও যাদবপুরের উপাচার্যের অপসারন , উচ্চহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যহার , বামপন্হীদের উপর আক্রমন বন্ধ প্রভৃতি দাবীতে এই মিছিল হয় । মিছিলের শেষে বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত ।

   



Thursday 18 September 2014

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।

                                                         

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।

দুর্গাপুর , ১৮ই সেপ্টেঃ : আজ বিকালে , যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে , এস-এফ-আই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মিছিলে  পা মিলালেন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও যুবরা । মিছিলে অংশগ্রহন করেন  মহিলা -  শিক্ষক – শ্রমিক – কর্মচারী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা । সিটি সেন্টারের  শহীদ বিমল দাসগুপ্ত ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় এবং সিটি সেন্টার অঞ্চলের বিভিন্ন রাস্তা ঘুরে বিগ বাজারের সামনে শেষ হয় । 

        

Wednesday 17 September 2014

ন্যায্য ও উপযুক্ত বর্ধিত বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক - কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখালেন ।

দুর্গাপুর , ১৭ই সেপ্টেম্বর : আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির পাদদেশে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ )  আওহ্বানে ন্যায্য ও উপযুক্ত বর্ধিত বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক – কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখালেন । প্রসংগত , স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) ক্রমান্বয়ে ভারী মুনাফা করলেও , বিগত বেশ কয়েক বৎসর ধরে , শ্রমিক – কর্মচারীদের বোনাস বাড়ানোর ন্যায়সংগত দাবীকে উপেক্ষা করে চলেছে । আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ওবি – কনভেনর কমঃ অরুন চৌধুরী । 

ইস্পাতনগরীতে ,” রমেন দাস –ধীরেন দেব স্মারক আলোচনা “

দুর্গাপুর , ১৩ই সেপ্টেম্বর : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি’জোনে ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি. টি . রণদিভে ভবনে , পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর ইস্পাত ১ দুর্গাপুর শাখার পক্ষ থেকে ” রমেন দাস –ধীরেন দেব স্মারক আলোচনা “ - সভার আয়োজন করা হয় । সমাজ – সংস্কৃতি – রাজনীতি : এই সময় শীর্ষক - আলোচনায় অংশগ্রহন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ সৈয়দ তনভীর নাসরিন , বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভাপ্রসন্ন নন্দী মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য্য । সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার সন্দীপ লাহা । সভাপতিত্ব করেন শ্রী দীপক দেব ।

Sunday 7 September 2014

১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে পথসভা ।

                                                  


দুর্গাপুর , ৭ই সেপ্টেম্বর : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর  সি’জোনে ভগৎ সিং মোড়ে  ও বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ে  , ১৫-ই সেপ্টেম্বর  সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে দুটি পৃথক পথসভা হয় । মূল্যবৃদ্ধি রোধ – সাম্প্রদায়িকতা – পঃ বঙ্গে তৃণমূলী সন্ত্রাস – ঘরছাড়া হাজার হাজার বামপন্হীদের ঘরে ফেরানো – মহিলাদের উপর তৃণমূলীদের নৃশংস অত্যাচার বন্ধে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ সহ অন্যান্য দাবীতে আাগামী ১৫-ই সেপ্টেম্বর  সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতের ডাকা হয়েছে । পথসভার বক্তারা এই দাবীগুলির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে , আাগামী ১৫-ই সেপ্টেম্বর  সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতকে ঐতিহাসিক জমায়েতে পরিনত করার আহ্বান জানান । সি’জোনে ভগৎ সিং মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ সলিল দাসগুপ্ত ও সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ের  পথসভায় বক্তা ছিলেন কমঃ আশীষ মিশ্র , স্বপন মজুমদার ও সভাপতিত্ব করেন কমঃ স্বপন ব্যানার্জী । 





Wednesday 3 September 2014

শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল ।

                                                  


দুর্গাপুর , ৩ রা সেপ্টেম্বর : আজ , ইস্পাতনগরীর এ’জোনে লালা লাজপৎ রায় রোডে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর ইউনিয়ন দফ্তরের সামনে ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ২৬ – তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল । গত ১৩ই জুলাই  তারিখে শহীদ নিমাই অধিকারীর শহীদ দিবসের দিন থেকে ১৬টি দলকে নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হয়েছিল । ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর উদ্যোগে ১৯৮৮ সাল থেকে দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী টুর্ণামেন্টটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই টুর্ণামেন্টের সম্পূর্ন খরচা শ্রমিকদের দানে সংগৃহীত অর্থের মাধ্যমে করা হয় বলে  টুর্ণামেন্ট কমিটির পক্ষে শ্রী আশীষ মিশ্র ও নিমাই ঘোষ জানিয়েছেন । বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানায়  ৩৫০০ এর বেশী  ঠিকা-শ্রমিক উচ্ছেদ হলেও এবং নানা প্রতিকুলতার মধ্যে প্রতিবছরের মত এবারও টুর্ণামেন্টটি সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার জন্য ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর পক্ষে কমঃ লাল্টু সেনগুপ্ত ইস্পাতনগরীর  শ্রমিক ও ক্রীড়াপ্রেমী মানুষদের অভিনন্দন জানিয়েছেন ।
আজকের খেলা শুরু হওয়ার আগে শহীদ নিমাই অধিকারী , প্রয়াত কমঃ পরিতোষ ভট্টাচার্য ও মহঃ রফিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রী সন্তোষ দেবরায় , মহাব্রত কুন্ডু , লাল্টু সেনগুপ্ত , প্রফুল্ল মন্ডল , সুখময় বোস , বিভূ চক্রবর্তী , কাজল চ্যাটার্জী , তাপস সরকার  প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক  শ্রী সি.এস.সিনহা ( জি এম , পি অ্যান্ড এ ) , দুর্গাপুরের প্রাক্তন মেয়র শ্রী রথীন রায় , প্রাক্তন সাংসদ শ্রী সুনীল খাঁ প্রমূখ ।
বিপুল জনসমাগমের মধ্যে উত্তেজনাপূর্ন ফাইন্যাল  খেলায় ভারতী ভলিবল ক্লাব  ৪ - 0   গোলে দিশারী সংঘ (ইস্পাতনগরী ) কে পরাজিত করে । টুর্ণামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন  শেখ জসীমউদ্দীন (দিশারী সংঘ ) , ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন  কৌশিক বাউরী (ভারতী ভলিবল ) । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নবারুন অ্যাথেলেটিক ক্লাব ।














Monday 1 September 2014

সাম্রাজ্যবাদ-বিরোধী মহা মিছিলে উত্তাল ইস্পাতনগরী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শপথ নিল ।

                                

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের মহা মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । চিরাচরিত প্রথায়  ধামস-মাদল বাজিয়ে বহু আদিবাসী মানুষও যোগ দিয়েছেন বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন মহানাগরিক শ্রী রথীন রায় । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , লাল্টু সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী রথীন রায় । শোক প্রস্তাব পাঠ করে , মিছিলে অংশগ্রহন করার জন্য ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ – র  আহ্বায়ক শ্রী অরুণ চৌধুরী সবাইকে অভিনন্দন জানান ।