Wednesday 29 October 2014

পঃ বঙ্গে চরম নৈরাজ্য , বধ্যভূমি মাকরা গ্রাম : প্রতিবাদে ইস্পাতনগরী ।

                                                             


দুর্গাপুর , ২৯ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে সারা রাজ্য জুড়ে তৃণমূলের চরম সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ও বীরভূমে মাকরা গ্রামে নৃশংস হত্যাকান্ড-লুঠতরাজের বিরুদ্ধে এক পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় এই চরম নৈরাজ্যের বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় । একই সাথে , আজ বীরভূমে বামফ্রন্টের প্রতিনিধিদলের পুলিশী-গ্রেফ্তারের তীব্র প্রতিবাদ জানানো হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও সলিল দাসগুপ্ত । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।  

                                                           

Thursday 23 October 2014

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন ।

                                                           

দুর্গাপুর , ২৩ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর রানাপ্রতাপ রোডে  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  কমিটির দুর্গাপুর ১বি জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত  ৫-নং আঞ্চলিক কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল বইপত্রের একটি বুক স্টলের  উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সুশান্ত ব্যানার্জী ।  অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

Wednesday 22 October 2014

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ।

                                                            

দুর্গাপুর , ২২ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , প্রতি বছরের মত এবারও ইস্পাতনগরীর তিলক রোডে ডেভিড-তিলক সেক্টর কমিটির উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের চালু হয় । বুক স্টলটি উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় বলেন যে আজকের জটিল রাজনৈতিক পরিস্হিতে , মতাদর্শগত সংগ্রাম জোরদার করতে এবং সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের ভূমিকা অপরিহার্য । তিনি উৎসবের মাঝে ধারাবাহিকভাবে  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বুক-স্টল করার জন্য কর্মীদের  অভিনন্দন জানান । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ আল্পনা চৌধুরী,বিজন জোয়ারদার , স্বপন সরকার , আর.বি.রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । সঞ্চালনা করেন কমঃ সীমান্ত তরফদার । 

                                                      

Sunday 19 October 2014

প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকার – ইস্পাতনগরীর দুই অসীম সাহসী গণ-সংগ্রামের সৈনিকের স্মরনসভা ।

                                                                      
দুর্গাপুর , ১৯ শে অক্টোঃ : আজ  সন্ধ্যায় , ইস্পাতনগরীর তানসেন রোড সেক্টর অফিসে আয়োজিত হয় সদ্য  প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকারের স্মরণসভা । গত ১৫ই সেপ্টেঃ আকস্মিক প্রয়াত হয়েছেন কমরেড সৌমিত্র ঘোষ । তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় টি.এ.বিল্ডিং –এ কর্মরত ছিলেন । ২০০৮ সাল এর পঞ্চায়েত নির্বাচন , বিশেষ করে ২০১১ সালের বিধানসভার নির্বাচনের পরে তৃণমূল ও প্রতিক্রিয়াশীল শক্তির তীব্র আক্রমনের মুখে দাঁড়িয়ে কমরেড সৌমিত্র ঘোষ কর্মস্হল এবং ইস্পাতনগরীর বাসস্হান অঞ্চলে অসীমসাহসিকতার সাথে সিআইটিইউ-সিপিআইএম ও সেক্টর সংগঠনের কাজ চালিয়ে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্ঠি করে নজীর  রেখে গেছেন । গত ১৭ই সেপ্টেঃ প্রয়াত হয়েছেন কমরেড অনিমেষ সরকার । তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন । বিগত শতাব্দীর ৬০’ ও ৭০’দশকে ইস্পাতনগরী দুর্গাপুরে শাসক কং দলের মাস্তানবাহিনী ও পুলিশ-আধা সামরিক বাহিনীর সাথে লাল ঝান্ডার পতাকার নীচে সামিল দুর্গাপুরের শ্রমিকদের লাগাতার লড়াইয়ে অন্যতম আগুসারি সৈনিক কমরেড অনিমেষ সরকার ।বারে বারে হিংস্র শারীরিক  আক্রমনের শিকার হয়েছিলেন ।   এমনকি , এইসময়ে পুলিশী-জুলুম প্রতিরোধ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ছিলেন । কিন্তু তা সত্বেও অকুতভয় কমরেড অনিমেষ সরকার হিন্দুস্হান স্টিল এমপ্লয়জ ইউনিয়ন – সেক্টর সংগঠন সহ কৃষক-সংগঠনের কাজও চালিয়ে যান এবং পার্টি সভ্যপদ লাভ করেন ।

     তানসেন সেক্টর অফিসে এরিয়া-২ আয়োজিত ভীড়ে ঠাসা আজকের এই স্মরণসভায় প্রয়াত কমরেড সৌমিত্র ঘোষ ও অনিমেষ সরকার এর আদর্শকে অনুসরন করে আজকের এই প্রতিকূল পরস্হিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের   চরম জন-বিরোধী নীতির বিরুদ্ধে  অসীম সাহসিকতায় গণ-সংগ্রামকে বিকসিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় , সিআইটিইউ এর সর্বভারতীয় নেতৃত্ব ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কমঃ জীবন রায় এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর জোনাল ১এর সদস্য কমঃ সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস । 

                                                                     

ইস্পাত-নগরীর সংলগ্ন অঞ্চলের গ্রামাঞ্চলে কৃষক-জাঠা , সমর্থনে এগিয়ে এলেন দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাতের শ্রমিকরা ।

দুর্গাপুর , ১৯ শে অক্টোঃ : আজ  সকালে,পারুরিয়া অঞ্চল কৃষক-সভার পক্ষ থেকে ট্যাবলো সহ সুসজ্জিত কৃষক-জাঠা  ইস্পাত-নগরীর সংলগ্ন পারুরিয়া গ্রাম থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কমলপুরে শেষ হয় । জাঠা শুরুর আগে বক্তব্য রাখেন গণ-আন্দোলনের নেতা কমঃ নির্মল ভট্টাচার্য ।কৃষকদের সাথে জাঠায় অংশ নিয়েছেন লাউদোহা থানা অঞ্চল কৃষকসভার সহ-সভাপতি কমঃ অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ  এবং মিশ্র ইস্পাতের শ্রমিকরা । বিকেলে , শোভাপুর-বিজরা অঞ্চল পক্ষ থেকে  সুসজ্জিত কৃষক-জাঠা  ইস্পাত-নগরীর সংলগ্ন বিজরা গ্রাম থেকে বেরিয়ে শোভাপুর গ্রামে শেষ হয় । জাঠা শুরুর আগে বক্তব্য রাখেন লাউদোহা থানা অঞ্চল কৃষকসভার সহ-সভাপতি কমঃ অমিয় বাওরা । এছাড়াও , জাঠা চলাকালীন আরেক সভায় বক্তব্য রাখেন শোভাপুর-বিজরা কৃষকসভার অঞ্চল সম্পাদক কমঃ রবি সোরেন ও জাঠা শেষে  বক্তব্য রাখেন  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে কমঃ স্বপন মজুমদার । ।কৃষকদের সাথে জাঠায় অংশ নিয়েছেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । 

                             





Thursday 16 October 2014

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অমানবিক কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপি কৃষক-জাঠার সমর্থনে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক-কর্মচারীরা ।

                                                 


দুর্গাপুর , ১৬ ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ,১০-দফা  দাবীর ভিত্তিতে  সারা ভারত  কৃষকসভার পঃ বঙ্গ প্রাদেশিক কমিটির ডাকে ৫-দিন ব্যাপি চলা কৃষক-জাঠার সমর্থনে , হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ )-র ডাকে ইস্পাতনগরীর বি’জোনের চণ্ডীদাস বাজারে অনুষ্ঠিত হয় এক সংহতি-সভা । প্রসংগত , বিগত শতাব্দীর ৬০-এর দশক থেকে শ্রমিক-কৃষক মৈত্রী বন্ধনকে জোড়ালো করার শ্লোগানকে হাতে-কলমে প্রয়োগ করে , দুর্গাপুর মহকুমায় শক্তিশালী কৃষক-আন্দোলন গড়ে তুলে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন সারা ভারতে নজীর সৃষ্টি করেছে । আজকের সভায় বক্তব্য রাখেন , হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( ডিএসপি-শাখা )-র ওবি-কনভেনর কমঃ অরুণ চৌধুরী ও কৃষকসভার শোভাপুর-বিজরা অঞ্চল-সম্পাদক রবি সোরেণ । সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । 

Wednesday 15 October 2014

পঃ বঙ্গে তৃণমূল-বিজেপি-র সাম্প্রদায়িক মেরুকরনের রাজনীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

                                                           


দুর্গাপুর , ১৫ ই অক্টোঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে , পঃ বঙ্গে  তৃণমূল ও বিজেপি-র মদতে   মৌলবাদী ও সাম্প্রদায়িকতা শক্তির আস্ফালনের বিরুদ্ধে জনগনের মধ্যে সর্বস্তরে সৌভাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এক বিশাল সুসজ্জিত মিছিল বি-জোন পোষ্টাফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজারে শেষ হয় । মিছিলে শ্রমিক-কর্মচারীদের  সাথে পা মেলান বহু সংখ্যক মহিলা ও যুব-ছাত্র । 

Saturday 4 October 2014

শারোদৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই বিক্রীর কেন্দ্রের উদ্বোধন ।


                                                           

দুর্গাপুর , ১ লা অক্টোঃ :১৯৬৬ সাল থেকে প্রতিবছরের মত এবারও ইস্পাতনগরীতে পার্টিকর্মীরা  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই বিক্রীর স্টল খুলে বসলেন । আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির বিভিন্ন লোক্যাল কমিটির উদ্যোগে যথাক্রমে চণ্ডীদাস অ্যাভিন্যু ও তানসেন রোডে দুটি বুক স্টলের উদ্বোধন করা হয় । চণ্ডীদাস অ্যাভিন্যু এর বুক স্টলের উদ্বোধন করেন কমঃ আল্পনা চৌধুরী । তানসেন রোডের বুক স্টলের উদ্বোধন করেন কমঃ সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ কিংকর ঘোষ ও সঞ্চালনা করেন কমঃ সলিল দাসগুপ্ত ।