Monday 30 March 2015

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম বার্ষিকী সম্মেলন ।

সমাজের বৃহত্তর অংশের মানুষকে আসন্ন সংগ্রামে সামিল করতে হবে : তপন সেন 


দুর্গাপুর , ২৯শে মার্চ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম  বার্ষিকী সম্মেলনর দ্বিতীয় ও শেষ দিনে সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমরেড তপন সেন । তিনি বলেন যে ভারতের ইস্পাত শিল্পে সি.আই.টি.ইউ এর প্রভাব বিস্তারে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) অন্যতম চালিকাশক্তি । এমনকি সি.আই.টি.ইউ গঠনের সময়েও এইচ.এস.ই.ইউ অন্যতম ভূমিকা পালন করেছে । আজ ইস্পাত শিল্পে  বিশ্ব জোড়া সংকটের মধ্যেও রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল গত ৫ বৎসরে প্রায় ১২,০০০ কোটি পুঁজি বিনিয়োগের মাধ্যমে ইস্পাত শিল্পে  সম্প্রসারন ঘটিয়েছে । এই সম্প্রসারনের  আন্দোলন গড়ে তোলার জন্য এইচ.এস.ই.ইউ অন্যতম পথ প্রদর্শক । এমনকি ইস্কো বাঁচানো আন্দোলনেও এইচ.এস.ই.ইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । গত সাধারন নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের নেতৃত্বাধীন বিশ্ব পুঁজিবাদ ভারতে তাদের স্বাভাবিক মিত্র মোদি সরকারকে পেয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নয়া অর্থনৈতিক নীতির স্টীম রোলার চালানোর চক্রান্ত জোড়ালো করছে । অন্যদিকে মোদি সরকার বল্গাহীন ভাবে নয়া অর্থনৈতিক নীতি প্রয়োগ করার লক্ষ্যে জমি বিল , শ্রম-সংস্কার বিলের মত একাধীক জনবিরোধী আইন পাশ করাচ্ছে । এই নীতির বিরুদ্ধে  সি.আই.টি.ইউ ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নকে নিয়ে সারা দেশে লড়াই গড়ে তোলার সাথে সাথে একক ভাবেও লড়াই-সংগ্রাম পরিচালনা করছে । একই সাথে , সি.আই.টি.ইউ শ্রমজীবি মানুষের লড়াইকে আরও মজবুত ও সম্প্রসারিত করার জন্য সমাজের বৃহত্তর অংশের শোষিত-লাঞ্ছিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় । এক্ষেত্রে তিনি এইচ.এস.ই.ইউ কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানান । কমরেড তপন সেন , দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের শোচনীয় অবস্হার কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করে বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার থেকে ঠিকা শ্রমিকদের বেতন বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেও , ঠিকা শ্রমিকরা প্রাপ্য বেতন পাচ্ছে না । এই বিষয়ে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন । সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রেখেছেন বিধায়ক ও বর্ধমান জেলার সি.আই.টি.ইউ এর সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জী । সম্মেলন চলাকালীন প্রয়াত কমরেড ডি.কে.মজুমদারের মরদেহ সম্মেলনস্হলে নিয়ে আসা হলে , নেতৃবৃ্ন্দ ও প্রতিনিধিবৃন্দ শেষ শ্রদ্ধা জানান । দীর্ঘ রোগভোগের পর গতকল রাত্রিবেলায় তাঁর মৃত্যু হয় । তিনি মিশ্র ইস্পাত কারখানায় ( এ.এস.পি ) এইচ.এস.ই.ইউ গড়ে তোলার জন্য ১৯৬০ এর দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তিনি মিশ্র ইস্পাত কারখানায় ( এ.এস.পি ) এইচ.এস.ই.ইউ এর প্রাক্তন যুগ্ম-সম্পাদক ।

   আজ সকালে , সম্মেলন শুরু হলে গণসংগীত পরিবেশন করে লহরী শিল্পী-গোষ্ঠী । দু-দিন ব্যাপি সম্মেলন মোট ৪৯ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন । সম্মেলন কমরেড  রথীন রায় কে সভাপতি , কমরেড বিশ্বরূপ ব্যানার্জী কে এইচ.এস.ই.ইউ ( দুর্গাপুর ইস্পাত শাখার ) ওবি – কনভেনর ও কমরেড রামপঙ্কজ গাঙ্গুলী কে এইচ.এস.ই.ইউ (মিশ্র ইস্পাত শাখার ) ওবি – কনভেনর নির্বাচিত করেছে । 


Saturday 28 March 2015

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম বার্ষিকী সম্মেলন ।

শ্রেনী থাকলে , শ্রেনী সংগ্রাম থাকবে , শ্রমিকশ্রেনীর ঐক্য গড়ে তুলতে হবে – দীপক দাসগুপ্ত   

             

দুর্গাপুর , ২৮শে মার্চ : আজ থেকে ইস্পাত নগরীর ১নং বিদ্যাসগর এভ্যিন্যুর বি.টি. রণদিভে ভবনের সংলগ্ন কমঃ দিলীপ মজুমদার নগর - কমঃ এম.কে.পান্ধে ভবন – কমঃ বিনয় লাহিড়ী মঞ্চে শুরু হল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক – কর্মচারীদের সংগঠন ঐতিহ্যবাহী হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ২ –দিন ব্যাপি ৫৪ – তম বার্ষিকী সম্মেলন । সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরী সেজে উঠছে রক্তপতাকায় । বিগত শতাব্দীর ৬০ –এর দশকে উত্তাল দিনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সংক্ষেপে এইচ.এস.ই.ইউ ) এর পথ চলা শুরু । অতিক্রম করেছে রক্তাত ১৯৭২-৭৭ এর দিনগুলি । বামফ্রন্ট সরকারের গৌরবময় ৩৪ বৎসরে অধিকার প্রতিষ্ঠা ও নয়া অর্থনৈতিক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলনের অগ্রনী এইচ.এস.ই.ইউ সারা ভারতে শ্রমিক আন্দোলনে অন্যতম দিশারী , তথাকথিত ‘ পরিবর্তন ‘ এর জমনায় তৃণমূলীদের নগ্ন আক্রমনের শিকার হবে , এ আর আশ্চর্যের কি ! তৃণমূলী দুষ্কৃতিদের একের পর এক হিংস্র শারীরিক আক্রমনের শিকার হয়ছেন এইচ.এস.ই.ইউ এর নেতৃত্ব সহ সদস্যরা । ইউনিয়ন অফিস বি.টি.রণদিভে ভবনে আক্রমন করে ভাঙ্গচুড় চালিয়েছে । তৃণমূলী দুষ্কৃতিদের গ্রেফ্তার করার বদলে তৃণমূলের দলদাসে পরিনত পুলিশ এইচ.এস.ই.ইউ এর নেতৃত্ব সহ সদস্যদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা রুজু করেছে । কিন্তু শত আঘাতেও টলানো যায় নি ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন এইচ.এস.ই.ইউ কে । বরং এইচ.এস.ই.ইউ এর অসামান্য লড়াকু মনোভাব , দুর্গাপুর – আসানসোল শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনে প্রেরনা জোগাচ্ছে । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম  বার্ষিকী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে এইচ.এস.ই.ইউ এর অসামান্য গৌরবজ্জ্বল সংগ্রামী ভূমিকা স্মরন করে দুর্গাপুরের লড়াকু ইস্পাত শ্রমিকদের কূর্ণিশ জানালেন সি.আই.টি.ইউ এর রাজ্য সম্পাদক কমরেড দীপক দাসগুপ্ত । উদ্বোধনী ভাষনে কমরেড দীপক দাসগুপ্ত বলেন যে জন্মলগ্ন থেকে সংকটাপন্ন পুঁজিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমাজতান্ত্রিক দুনিয়ার বিস্তারে ভীত হয়ে কেইনসের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে যে সোশ্যাল-ওয়েলফেয়ার স্টেটের নীতি গ্রহন করেছিল ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির পতনের পরে , তা বাতিল করে চরম শোষন-বঞ্চনামূলক নয়া উদার অর্থনীতি ও বিশ্বায়নের নীতি গ্রহন করে সরাসরি মুষ্টিমেয় ধনীদের স্বার্থে সমাজের সম্পদ ব্যবহার করছে । ভারতে ১৯৯১ সাল নয়া উদার অর্থনীতির সূচনা করে মনমোহন থেকে মোদি – ধনী ও কর্পোরেটদের সেবা করার নীতি নিয়েছে । ১৯৯১ সালে নয়া উদার অর্থনীতির সূচনার সময়ের থেকে  সি.আই.টি.ইউ সতর্ক করেছিল এবং লড়াই-ধর্মঘট শুরু করে । এই সময় কালে নয়া উদার অর্থনীতির বিরুদ্ধে সর্বভারতীয় ১৩টি ধর্মঘট হয়ছে । বিগত দুটি সর্বভারতীয় ধর্মঘটে আই.এন.টি.ইউ.সি. যোগদান করেছে । সাম্প্রতিককালে কয়লা শ্রমিকদের অভূতপুর্ব ঐক্যবদ্ধ ধর্মঘট বেতন-বৃদ্ধির জন্য ছিল না , ছিল দেশের কয়লা শিল্পকে মোদি সরকারের দেশী-বিদেশী কর্পোরেটের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই । নয়া উদার অর্থনীতির বিরুদ্ধে ভারতের শ্রমিকশ্রেনীর লড়াইকে ঐক্যবদ্ধ ও রাজনৈতিক লড়াইতে পরিনত করতে হবে । এক্ষেত্রে , তিনি রাষ্ট্রায়ত্ব শ্রমিকদের ‘ শ্রমিক-আভিজাত্য ‘ সম্পর্কে সতর্ক করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও বেকার যুবদের সংগঠিত করার জন্য সংগঠিত শ্রমিক আন্দোলনের দায়িত্বের কথা স্মরন করিয়ে দেন । তিনি বলেন যে নয়া উদার অর্থনীতির ভয়াবহ পরিনতিতে ভারতের শ্রমিকদের ৯৩% অসংগঠিত ক্ষেত্রের । এরা নির্মম শোষনের শিকার । বর্তমানে মোদি-সরকার আরও ব্যপকভাবে নয়া উদার অর্থনীতির প্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র ও সংগঠিত ক্ষেত্রকে ধ্বংস করতে চাইছে , চাইছে শ্রম-আইনের সংশোধন করে  শ্রমিকদের দাসে পরিনত করতে । তাই লড়াই-ধর্মঘটের রাস্তায় যাওয়া ছাড়া শ্রমিকশ্রেনীর আর কোন রাস্তা নেই । শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিশ্ব পুঁজিবাদ বস্তাপচা উত্তর-আধুনিকতা তত্বের মাধ্যমে শ্রেনীর পরিবর্তে ব্যাক্তির ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিকে বড় করে দেখিয়ে শ্রমিকশ্রেনীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় । কিন্ত যতক্ষন শ্রেনী থাকবে , থাকবে শ্রেনী-বৈষম্য ও শ্রেনী-শোষন । তাই সি.আই.টি.ইউ যথার্থভাবেই শ্রেনী দৃষ্টিভঙ্গীতে   শ্রমিকশ্রেনীর ঐক্যবদ্ধ  আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর ।

   অন্যদিকে , রাজ্যে মমতা ব্যানার্জী নেতৃত্বধীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে কমরেড দীপক দাসগুপ্ত বলেন যে ক্রমশঃ প্রকাশ হয়ে যাচ্ছে যে আপদমস্তক দূর্নীতিগ্রস্হ তৃণমূল মোদি-সরকারের জনবিরোধী নীতির পাশে আছে এবং সংসদে ভোট দিয়েছে । অন্যদিকে রাজ্যে শ্রমিক-আন্দোলন ভাঙ্গার জন্য গুণ্ডা লেলিয়ে দিয়েছে এবং রাজনৈতিক কারনে দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হাজার হাজার শ্রমিককে কাজের জায়গা থেকে উৎখাত করেছে । তাই সি.আই.টি.ইউ কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী ও শ্রমিক ঐক্য বিনাসকারী সাম্প্রদায়িক নীতির সাথে সাথে রাজ্যে তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় শাসন পরিচালনার বিরুদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছে । কমরেড দীপক দাসগুপ্ত  সম্মেলনের সাফল্য কামনা করে আগামীদিনে এইচ.এস.ই.ইউ কে  রাজ্য ও দেশ আসন্ন আন্দোলনের জন্য প্রয়োজনীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ইস্পাত কর্মী ও প্রাক্তন সাংসদ ও অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক কমঃ জীবন রায় ।
আজ সকালে , সম্মেলনের সূচনায় রক্তপতাকাদ্বয় উত্তোলন করেন এইচ.এস.ই.ইউ এর সভাপতি কমঃ অজিত মুখার্জী এবং স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের( এস .ডব্লু .এফ.আই ) এর সভাপতি ও সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , তপন সেন , পি.কে.দাস , বিনেয়ন্দ্র কিশোর চক্রবর্তী , অরুন চৌধুরী , রাম পঙ্কজ গাঙ্গুলী , অর্ধেন্দু দাক্ষী প্রমূখ ।। উদ্বোধনী সংগীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখা ।  সম্মেলনে আলোচনার
  সম্মেলনে আলোচনার জন্য রিপোর্ট পেশ করেন কমঃ অরুন চৌধুরী । বিভাগীয় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৮০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রেখেছেন আই.এন.টি.ইউ.সি এর পক্ষে রজত দীক্ষিত ও এ.আই.টি.ইউ.সি এর পক্ষে আমীর হায়দার । সম্মেলনে এইচ.এস.ই.ইউ এর পক্ষ থেকে গত ২রা-৪ঠা ফেব্রুঃ মুচিপাড়া থেকে বার্ণপুর পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহনকারীদের সম্বর্ধনা দেওয়া হয় । প্রতিনিধিদের আলোচনা শুরু হয়ছে । আগামীকাল সম্মেলন শেষ হবে ।








Friday 27 March 2015

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ৫৪ – তম বার্ষিকি সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল শ্রমজীবি মহিলা ও যুব শ্রমিক কনভেনশন ।

                                                                   


    দুর্গাপুর , ২৭শে মার্চ : আগামী দু-দিন ইস্পাত নগরীর ১নং বিদ্যাসগর এভ্যিন্যুর বি.টি. রণদিভে ভবনের সংলগ্ন কমঃ দিলীপ মজুমদার নগর - কমঃ এম.কে.পান্ধে ভবন – কমঃ বিনয় লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত হবে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক – কর্মচারীদের সংগঠন ঐতিহ্যবাহী হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ৫৪ – তম বার্ষিকি সম্মেলন ।
 আজ বিকালে এই উপলক্ষ্যে সম্মলনস্হলে পৃথকভাবে অনুষ্ঠিত হল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর শ্রমজীবি মহিলা শাখার ৭ম কনভেনশন ও যুব শ্রমিক শাখার ৮-ম কনভেনশন । অনুষ্ঠানের সূচনায় শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , গৌরাঙ্গ চ্যাটার্জী , মনীষা চক্রবর্তী , পি কে দাস , অরুন চৌধুরী , রামপঙ্কজ গাঙ্গুলী , ব্রজমানিক চক্রবর্তী , দেবাশীষ পাল , সন্ধ্যা মন্ডল , সুমনব্রত দাস প্রমূখ ।
শ্রমজীবি মহিলা শাখার ৭ম কনভেনশনে উদ্বোধনী ভাষনে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় শ্রমজীবি মহিলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা কমঃ মনীষা চক্রবর্তী রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে বিজেপি সরকারে জনবিরোধী নীতির জন্য শ্রমজীবি মানুষের উপরে তার ধ্বংসাত্মক প্রভাবের কথা ব্যাখ্যা করে , এই নীতির বিরুদ্ধে শ্রমজীবি মহিলাদের মজবুত সংগঠন গড়ে তোলার আহ্বান জানান । কনভেনশনে ১০৫ জন শ্রমজীবি মহিলা প্রতিনিধি যোগদান  করেন এবং ২৫  জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়ছে ।
 যুব শ্রমিক শাখার ৮-ম কনভেনশনে উদ্বোধনী ভাষনে সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সম্পাদকমন্ডলীর সদস্য ও বিধায়ক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন যে সি.আই.টি.ইউ খোলাখুলি ভাবে সমাজতন্ত্রের পক্ষে সওয়াল করে এবং সমাজ পরিবর্তনের পক্ষে লড়াই-সংগ্রাম করে । আজ পঃ বঙ্গ তথা ভারত জুড়ে শ্রমজীবি মানুষের জীবন-জীবিকার উপরে শাসক শ্রেনীর যে ভয়াবহ আক্রমন চলছে , তার বিরুদ্ধে শ্রমিকশ্রেনীর ইস্পাত দৃঢ় সংগঠন গড়ে তুলতে হলে , যুব শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে । কনভেনশনে ২২৮ যুব শ্রমিক প্রতিনিধি যোগদান করেন এবং ৪০ জনকে নিয়ে ডিএসপি শাখার ও ১৫ জনকে এসপি শাখার নতুন কমিটি গঠিত হয়েছে ।
কনভেনশনের শেষে , সম্মলনস্হলে আজ  “ বিশ্ব নাট্য-দিবস “ উপলক্ষ্যে  ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখার পক্ষ থেকে আবৃতি – সঙ্গীত – নাটক পরিবেশন করা হয় । 






Thursday 26 March 2015

তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় হামলার বিরুদ্ধে প্রতিরোধ তীব্র কর : ইস্পাতনগরী ডাক ।

                                                           

তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় হামলার বিরুদ্ধে প্রতিরোধ তীব্র কর : ইস্পাতনগরী ডাক ।
দুর্গাপুর ,২৬শে মার্চ : গতকাল রাতে ইস্পাতনগরীর বি-জোনের আর্যভট্ট রোডে ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর দুর্গাপুর ইউনিটের সিআইটিইউ ইউনিয়নের সাধারন সম্পাদক কমরেড রঞ্জিত শর্মার বাড়ীতে ঢুকে একদল সশস্ত্র তৃণমূলী হামলা চালালে রঞ্জিত শর্মা ও তার দাদা গুরুতর জখম হয় এবং পরিবারের অন্যান্য সদস্য এবং মহিলারা নিগ্রীহিত হয়ছেন । আগামীকাল ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর ইউনিয়ন  নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এই হামলা চালানো হয় । রঞ্জিত শর্মা ও তার দাদাকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে , কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফ্তার করেনি ।

 এই ঘটনার প্রতিবাদ জানিয়ে , আজ ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর ভারতী ভলিবল ময়দান থেকে শুরু হয়ে বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এস এন বোস রোডে শেষ হয় । মিছিল থেকে অবিলম্বে কমরেড রঞ্জিত শর্মার উপর হামলাকারী দুষ্কৃতিদের গ্রেফ্তার ,আগামীকাল ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর শ্রমিক ইউনিয়ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবী ওঠে  এবং   তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় হামলার বিরুদ্ধে প্রতিরোধ তীব্র করার আহ্বান জানানো হয় ।

Sunday 22 March 2015

ক্রেতা সমবায় দখল করার বিরুদ্ধে ইস্পাতনগরীর রাস্তায় মানুষের ঢল ।

                                                        

দুর্গাপুর ,২২শে মার্চ : নির্বাচনে পরাজয় নিশ্চিত , তৃণমূলী দুষ্কৃতিরা হিংস্র আক্রমন চালিয়ে জোর করে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রেতা সমবায় দখল করেছে । অভিযোগ উঠেছে তৃণমূলীদের গনতন্ত্রের এই নিধন যজ্ঞে  প্রত্যক্ষ ও পরোক্ষে মদত জুগিয়েছে রাজ্য প্রশাসন ,সমবায় দফ্তর , পুলিশ এমনকি  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ । গত ২রা -৩রা মার্চ মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার সময় ইস্পাতনগরীর বেনাচিতি হাউসে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রেতা সমবায়ের সদর দফ্তর সশস্ত্র দুষ্কৃতিরা ঘিরে রাখে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) প্রার্থীরা বেনাচিতি হাউসে পৌঁছালে ,তাদের উপরে নৃশংস আক্রমন চালানো হয় । ১৪জন গুরুতর আহত হয় । পুলিশের উপস্হিতিতে এই হামলা চলে । প্রশাসন নিষ্পৃহ থাকে । এইভাবে বিনা নির্বাচনে  ক্রেতা সমবায়ের দখল নিয়েছে তৃণমূলীরা । শত আক্রমন চালিয়েও দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) কে তৃণমূলীরা উৎখাত করতে পারে নি । বরং , অতীতের মতই দুর্গাপুরে শ্রমিক আন্দোলন সহ অন্যান্য গণ-আন্দোলনের প্রেরণা জুগিয়ে চলেছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) , দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের আশা-ভরসার জায়গা হিসেবে অটুট রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র ভূমিকা । তাই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে হামলা চালিয়ে বিনা নির্বাচনে  ক্রেতা সমবায়ের দখল নিয়েছে তৃণমূলীরা ।

আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র ডাকে তৃণমূলীদের ক্রেতা সমবায়ের দখলের ঘৃন্য ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু এর বি.টি. রণদিভে ভবন থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বি-জোনের  বিভিন্ন রাস্তা ঘুরে ইউনিয়ন দফ্তরে শেষ হয় ।মিছিলে   শ্রমিক সহ ছাত্র-যুব-মহিলা-কৃষক সহ বিভিন্ন গণ-সংগঠন অংশ নেয় । 

                                 

Monday 16 March 2015

পার্ক স্ট্রিট থেকে রানাঘাট – মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে দীর্ঘতর হচ্ছে মহিলাদের উপর সীমাহীন নির্যাতনের তালিকা ।

                                                             


দুর্গাপুর , ১৬ই মার্চ : এ কোন বাংলা ? -  এই প্রশ্ন মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে । পার্ক স্ট্রিট গণ-ধর্ষনের শিকার সুজেট জর্ডান থেকে রানাঘাটের ৭৪ বৎসর বয়সী ‘ মাদার – সুপিরিয়র ‘ – পঃ বঙ্গের  মহিলা মুখ্যমন্ত্রীর আমলে ক্লীশে হয়ে যাওয়া ‘ রেপ ‘ এর শিকার হওয়া নারীর মর্মদন্তু লজ্জার তালিকা যখন দীর্ঘতর করছে , তখন সাড়ে তিন বছর পরে হটাৎ মুখ্যমন্ত্রীর ঘুম ভেঙ্গেছে ! কিন্তু মুখ্যমন্ত্রীর ‘ তুচ্ছ ঘটনা’-র বাহবায় ( ! ) বলীয়ান ধর্ষকরা এখন বেপরোয়া , লাগামহীন । পুলিশ তৃণমূলের দলদাস , প্রশাসন পঙ্গু । পঃ বঙ্গে এখন নরক গুলজার ।

  প্রতিবাদে আজ সন্ধ্যায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১-এ ও ১-বি  জোনাল কমিটির আহ্বানে বিভিন্ন গণসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রামাঞ্চলে মোমবাতি মিছিলে যোগদান করেন । ডেভিড হেয়ার , রঘুনাথপুর ও সেইল আবাসন অঞ্চলে ৩টি পৃথক মিছিলে ব্যপক সংখ্যায় মহিলা সহ অন্যান্যরা অংশগ্রহন করেছেন ।

                                          

Friday 13 March 2015

‘ পরিবর্তন ‘ এর টাকা কোথায় পেলে ? – হিসাব চেয়ে ইস্পাতনগরীর রাস্তায় মিছিলে জনজোয়ার ।

                                                         

দুর্গাপুর , ১৩ই মার্চ : সরকারি হিসেবে ( এসএফআইও ) সারদা সহ প্রায় ২০০ টি চিটফান্ড  ৬০,০০০ কোটি টাকা গায়েব করেছে । এই টাকা বিগত ২০১১ সালে পঃ বঙ্গের বিধানসভা নির্বাচনে , তৃণমূলের তথাকথিত ‘ পরিবর্তন ‘ এর জন্য ব্যয় করা হয়েছিল – সেই অভিযোগ আগেই উঠেছিল । বর্তমানে সিবিআই এর তদন্তে তা আরও প্রকাশ্যে আসছে ।  রাজ্য জুড়ে  ‘ পরিবর্তন ‘ এর টাকার হিসাবের দাবী  জোড়ালো হচ্ছে । আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে এ-জোন , বি-জোন ও সি-জোন এবং সেইল আবাসন অঞ্চলে তিনটি পৃথক মিছিল ‘ পরিবর্তন ‘ এর টাকার হিসাবের দাবী  করে ইস্পাতনগরীর বিভিন্ন অঞ্চলে পথ পরিক্রমা করেন । 

Wednesday 4 March 2015

তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের অবসানের শপথ নিতে ৮ই মার্চ ব্রিগেড চলার ডাক দিল ইস্পাতনগরী দুর্গাপুর ।

                                                            

দুর্গাপুর , ৪ঠা মার্চ : বিগত ৪৮ ঘন্টায় ইস্পাতনগরী সাক্ষ্যী হয়ছে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস ও গনতন্ত্রের নিধনযজ্ঞের । রাজ্য প্রশাসন – পুলিশ ও ডিএসপি কর্তৃপক্ষের মদতে তৃণমূলিরা দখল করেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কনজিউমার কো-অপাঃ । শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন তৃণমূল কনজিউমার কো-অপাঃ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত ২-৩রা মার্চ মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্ধারিত দিনে দুষ্কৃতিকারীদের দিয়ে ইস্পাতনগরীর বেনাচিতি হাউসে কনজিউমার কো-অপাঃ এর দফ্তর  ঘিরে রাখে তৃণমূলীরা ।  সিআইটিইউ প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করতে গেলে , তৃণমূলের নেতা জয়ন্ত রক্ষিত ,সুকান্ত রক্ষিত , চিরঞ্জীব মুখার্জীর নেতৃত্বে  তাদের উপর ভয়াবহ আক্রমন চালানো হয় । দশ জন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতা  গুরুতর আহত হয় । কমঃ দীপক ঘোষকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করতে হয় । ৩রা মার্চ আবার তৃণমূলীদের আক্রমনে গুরুতর জখম হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতা ও ক্রীড়াবিদ কমঃ সুকান্ত দাস ও শুভ্রাংশু কুমার ঘোষ । দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়ছে এবং চিকিৎসা চলছে । শেষোক্ত জনের কিডনি ট্রান্সপ্ল্যানটেশন হয়ছে ।  এই ভয়াবহ সন্ত্রাস চালিয়ে তৃণমূলীরা “ বিনা নির্বাচনে “কনজিউমার কো-অপাঃ দখল করার পরে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে । কিন্তু আজ সেই  ইস্পাতনগরী হুমকির বিরুদ্ধে লাল ঝান্ডার মিছিলে ছয়লাপ হল , আহ্বান জানালো তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় শাসনের অবসানকে জোরদার করতে – ৮ই মার্চ ব্রিগেড চলো । আজকে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে  বি-জোন পোষ্ট-অফিস থেকে চণ্ডিদাস বাজার , সেইল সমবায় আবাসন অঞ্চল ও ইস্পাতনগরী সংলগ্ন গ্রামাঞ্চলে কমলাইতলা থেকে রঘুনাথপুরে ৩টি পৃথক মিছিলে ব্যপক সংখ্যায় মানুষ উপস্হিত ছিলেন ।