Thursday 30 April 2015

সাধারন ধর্মঘটে ইস্পাতনগরীতে সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত সারা ।

                                                           


দুর্গাপুর , ৩০ শে এপ্রিল : আজ , মমতার পুলিশ-প্রশাসন ও তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে  বামফ্রন্টের ডাকে পৌর নির্বাচনে তৃণমূলের ভোট লুঠ ও পঃ বঙ্গে গনতন্ত্রের নিধন যজ্ঞের বিরুদ্ধে ১২ ঘন্টা ব্যাপি সাধারন ধর্মঘটে ইস্পাতনগরীতে সাধারন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিল । ইস্পাত কারখানায় ধর্মঘট ছিল আংশিক । বিকালে , ধর্মঘট সফল হওয়ার জন্য , ইস্পাতনগরীর মানুষকে অভিনন্দন জানিয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে আশীষ মার্কেট , বি.টি.রণদিভে ভবন ও কবিগুরু মোড় থেকে ৩ টি মিছিল যথাক্রমে এ-জোন ,বি-জোন ও সেইল আবাসন অঞ্চলে পরিক্রমা করে ।

প্রয়াত হলেন পার্টির আঞ্চলিক কমিটির সদস্য কমরেড প্রদীপ ( রবি ) দাস ।

                                           

দুর্গাপুর , ৩০ শে এপ্রিল : গত ২৮ শে এপ্রিল দীর্ঘ রোগভোগের পর ,মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন পার্টির প্রাক্তন জোনাল কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৫নং আঞ্চলিক কমিটির সদস্য কমরেড প্রদীপ ( রবি ) দাস । বয়স হয়েছিল ৫৬ । প্রয়াত কমরেড প্রদীপ ( রবি ) দাস এর স্ত্রী –পুত্র –কন্যা ও জামাতা বর্তমান । মরদেহ আশীষ-জব্বর ভবনে নিয়ে আসা হলে মরদেহে মাল্যদান করে শোকজ্ঞাপন করেন কমঃ রথীন রায় ,সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য্য ,সুবীর সেনগুপ্ত প্রমূখ । তাঁর মৃত্যুতে দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও প্রয়াত কমরেডের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে ।

সংক্ষিপ্ত জীবনী : প্রয়াত কমরেড প্রদীপ ( রবি ) দাস এর জন্ম অধুনা বাংলাদেশে । দুর্গাপুরে মামার বাড়ীতে থাকাকালীন অবস্হায় বামপন্হী আন্দোলনের সংশ্পর্ষে আসেন ও যুব সংগঠনের কাজে যুক্ত হয়েছিলেন । ১৯৮৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । একদিকে দারিদ্রতার সাথে লড়াই , অন্যদিকে পার্টি ও সংগঠনের বিস্তারের জন্য নিরন্তর চেষ্টা করে গিয়েছেন । পরে দুর্গাপুর পৌর নিগমে চাকুরীর সুবাদে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে ডি.এম.সি এমপ্লয়িজ ইউনিয়নের সক্রিয় সদস্যে পরিনত হয়েছিলেন । নির্ভিক ,দরদী ও সদা হাস্যময়  প্রয়াত কমরেড প্রদীপ  দাস ( রবি দা নামে সমাধিক পরিচিত ছিলেন ) এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

Wednesday 29 April 2015

৩০শে এপ্রিলের সাধারন ধর্মঘট ভাঙ্গতে ইস্পাতনগরীতে তৃণমূলের সন্ত্রাস ,মানুষ রুখে দাঁড়াচ্ছে ।

                                             

দুর্গাপুর , ২৯শে এপ্রিল : জন বিচ্ছিন্ন তৃণমূলের এখন একমাত্র সম্বল ঠ্যাঙ্গারে বাহিনী আর সন্ত্রাস । গতকাল , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির প্রচারের গাড়ীর উপর তৃণমূলের সশস্ত্র বাহিনী বি-জোন জে.সি.বোস বস্তি অঞ্চলে হামলা চালালে গুরুতর জখম হয়েছেন মহিলানেত্রী কমরেড সন্ধ্যা মন্ডল সহ আশীষ মিশ্র ,বাপ্পা দে ,তোতন মল্লিক ও গাড়ীর ড্রাইভার । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।  আজকে গাড়ীর মালিক কে ভয় দেখিয়ে গাড়ী না দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে ।

 কিন্তু জনগন এই সন্ত্রাসের উপযুক্ত জবাব দিয়েছেন । আজকে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ৩০শে এপ্রিলের সাধারন ধর্মঘটের  সমর্থনে চণ্ডীদাস বাজার মোড় , তানসেন মোড় ,ভগৎ সিং – সেইল কো-অপারেটিভ মোড় ও আশীষ মার্কেটে পথসভা হয় । মহিলা সহ ব্যপক সংখ্যায় মানুষ পথসভায় অংশ নিয়েছেন । 


Sunday 12 April 2015

ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির জন্মদিবস ও জাতীয় পথনাটক দিবস ।

                                                                

দুর্গাপুর , ১২ই এপ্রিল : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির ৬১-তম জন্মদিবস ও পথনাটক দিবস । বিশ্বখ্যাত নাট্যকার সফদর হাসমি , গাজিয়াবাদে তাঁর বিখ্যাত পথনাটক হল্লা -বোল প্রদর্শন করার সময় , কংগ্রেসী-ঘাতক বাহিনীর নৃশংস আক্রমনে ১লা জানুয়ারী ১৯৮৯ সালে আহত হয়ে পরের দিন মারা যান । তাঁর জন্মদিবসকে জাতীয় পথনাটক দিবস হিসাবে উদযাপন করা হয় ।
আজ এই উপলক্ষ্যে , ইস্পাতনগরীতে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘে ( ইস্পাত ১ ও ২ নং আঞ্চলিক কমিটি ) , ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত শাখা ) , পঃ বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ ( দুর্গাপুর ) এবং কিশোর বাহিনী (দুর্গাপুর ইস্পাত ) পক্ষ থেকে চণ্ডীদাস বাজারে পথ-নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত করা হয় । এর আগে ডেভিড হেয়ার মোড়ে এখন সংক্ষিপ্ত পথসভায় আজকের দিনটির তাৎপর্য ও বর্তমানে পঃ বঙ্গে গনতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে শিল্পী –সাহিত্যিকদের ভূমিকার কথা স্মরন করিয়ে বক্তব্য রাখেন শ্রী সলিল দাসগুপ্ত ও সীমান্ত তরফদার । বক্তারা গতকাল রাত্রিবেলায় ইস্পাতনগরীর ডেভিড-কাশীরাম অঞ্চলে গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমঃ বি.টি.রায় , বিনয় অধিকারী ও স্বপন বরুয়ার বাড়ীতে তৃণমূলী দুষ্কৃতিদের হামলার তীব্র নিন্দা করেন । পথসভার শেষে শিল্পী-সাহিত্যিকরা মিছিল করে ডেভিড হেয়ার মোড় থেকে চণ্ডীদাস বাজারে যান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।
   সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাতিত্ব করেন শ্রী মৃণাল ব্যানার্জী ও বক্তব্য রাখেন শ্রী অশোক দাস । সংগীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত শাখা ) ও লহরীর শিল্পীবৃন্দ । কবিতা পরিবেশন করে কিশোর বাহিনীর শিল্পীরা ও স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন শিল্পীরা । সবশেষে শিল্পায়ন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে নাটক - সক্রেটিস  প্রদর্শিত হয় ।



Tuesday 7 April 2015

প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী ।

                                                       

দুর্গাপুর , ৭ই এপ্রিল : গত ৫ই এপ্রিল প্রয়াত হয়েছেন পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী । ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তাঁর মৃত্যু হয় । মাত্র ৩৪ বৎসর বয়সে তাঁর মৃত্যু হয় । প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরীর বিধবা মা , স্ত্রী ও ৭ বৎসরের শিশুপুত্র বর্তমান ।

প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী ইস্পাতনগরী সংলগ্ন ধোবিঘাটে বসবাস করতেন । ডিওয়াইএফআই এবং বস্তি সংগঠনের সক্রিয় সদস্য প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী ২০১৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । তিনি ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ধোবিঘাটে ২নং শাখার সভ্য ছিলেন । তাঁর মৃত্যুতে পার্টির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে ।