Sunday 31 May 2015

তৃণমূলের সন্ত্রাসের কাছে মাথা নত নয় : দৃপ্তভঙ্গীতে জানিয়ে দিল ইস্পাতনগরী ।

                                                             

দুর্গাপুর ,৩১শে মে :আজ বিকালে , ইস্পাতনগরীর রাস্তায় সূর্যের আলোর মত দেদীপ্যমান লালঝান্ডার দৃপ্ত মিছিল আশীষ মার্কেট থেকে চন্ডিদাস মার্কেট ( প্রায় ৭ কিলোমিটার ) পর্যন্ত যায় । গত ১৭ই মে বঙ্কিমচন্দ্র এভিন্যুতে , নেপালের ভূমিকম্প দূর্গতদের সাহায্যের জন্য যখন পার্টি কর্মীরা অর্থ সংগ্রহ করছিলেন তখন তৃণমূলী দুষ্কৃতিরা নৃশংস হামলা চালায় , ১৫ জন পার্টি কর্মী গুরুতর আহত হয় । ২ জন  পার্টি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তৃণমূলী দুষ্কৃতিরা ত্রানের জন্য সংগৃহীত অর্থ লুঠ করে । এর প্রতিবাদে গত ১৯শে মে পার্টির ডাকে প্রতিবাদ কর্মসূচী ও পুনরায় ত্রান সংগ্রহের জন্য যখন পার্টি ও বিভিন্ন গন-সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ বঙ্কিমচন্দ্র এভিন্যুতে যাচ্ছিলেন তখন পুলিশের উপস্হিতে  তৃণমূলী দুষ্কৃতিরা ভয়াবহ আক্রমন চালায় । এই আক্রমনে প্রায় মহিলা সহ ৪০ জন আহত হন । এদের মধ্যে ২৪ জনের আঘাত ছিল গুরুতর এবং ৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় । গুরুতর জখম অবস্হায় হাসপাতালে ভর্তি করতে হয় পার্টি নেতা সুশান্ত ব্যানার্জীকেও । দুটি ঘটনায় পার্টির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু উল্টে পুলিশ সাজানো মামলায় , গতকাল গভীর রাতে  পার্টি নেতা সুশান্ত ব্যানার্জীকে গ্রেফ্তার করে । আজ আদালতে তোলা হলে ,  কমঃ সুশান্ত ব্যানার্জী জামিনে মুক্তি পান । এই ঘটনায় দুর্গাপুরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ।
এই পরিস্হিতে , ভারতর কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদীর ) দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে আজ , তৃণমূলের লাগাতার সন্ত্রাসর বিরুদ্ধে ও গণতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রামকে জোরদার করার জন্য মিছিলের ডাক দিলে , হাজার হাজার মানুষ মিছিলে যোগদান করেন । মিছিলে যুবক ও মহিলাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত ।  
ভারতর কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদীর ) দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় জানান যে এই সন্ত্রাসের মধ্যেও পার্টি কর্মীরা ইস্পাতনগরী বাড়ী বাড়ী ও দোকানে গেছেন নেপালের ভূমিকম্প দূর্গতদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করার জন্য ও ইস্পাতনগরীর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অর্থ সাহায্য করেছেন এবং তার ফলে নেপালের ভূমিকম্প দূর্গতদের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকা সংগৃহীত হয়ছে । এর জন্য তিনি দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর মানুষকে অভিনন্দন জানিয়েছেন ।





Wednesday 27 May 2015

কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।

                                                                   

কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।
দুর্গাপুর,২৬শে মে : দেখতে দেখতে পেরিয়ে গেল কেন্দ্রে মোদি সরকারের ১ বছর । ‘ আচ্ছে দিনে ’-র অলীক স্বপ্নের বিভোরতা কেটে ,’ বুঢ়া দিনে ‘-র রুক্ষ জমিতে কর্পোরেট দুনিয়ার সেবক এবং হিংস্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা শক্তির পৃষ্ঠপোষক মোদি সরকারের জন-বিরোধী স্বরূপ ফুটে উঠতে বেশী সময় লাগে নি । ভূমি-বিল , শ্রম-সংস্কার বিলের মত মারাত্মক পদক্ষেপ কৃষক-শ্রমিকের জীবন-জীবিকায় অশনিসংকেত বয়ে এনেছে । তাই সি.আই.টি.ইউ. এর পক্ষ থেকে ২৬শে মে সারা দেশে কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর পূর্তির দিন – প্রতিবাদ দিবস হিসাবে পালন করা হয় ।

      ইস্পাতনগরীতে এদিন হর্ষবর্ধন রোডের আপনজন মাঠে ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি (সি.আই.টি.ইউ. )এর পক্ষ থেকে বিক্ষোভ–প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ বিজয় সাহা , আশীষ মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সভাপতিত্ব করেন কমঃ বিজয় সাহা ।উপস্হিত ছিলেন কমঃ পি.কে.দাস।সভা শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । 


Sunday 24 May 2015

সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আয়োজিত হল রক্ত-দান শিবির ।

                                                           

দুর্গাপুর ,২৪শে মে :আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে আগামী ৩০শে মে  সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । প্রতি বছর প্রচণ্ড গরমে দুর্গাপুরে রুগীদের জন্য  রক্তের আকাল দেখা দেয় । এই রক্তর চাহিদা মেটানোর জন্য সি.আই.টি.ইউ সহ অন্যান্য বামপন্হী সংগঠন ধারাবাহিকভাবে রক্ত-দান শিবিরের আয়োজন করে । ইতিমধ্যে নেপালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের জন্য ত্রান সংগ্রহ করতে গিয়ে গত ১৯শে মে তৃণমূলীদের বিভৎস আক্রমনে রক্ত ঝড়েছে প্রায় ৫০ জন সি.আই.টি.ইউ সহ অন্যান্য গণ-সংগঠনের কর্মীদের , গুরুতর জখম হয়েছেন ২৪ জন , ৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় , ২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন । তৃণমূলীরা বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে , ভাঙ্গচূড় চালায় । পুলিশের উপস্হিতিতে এই ঘটনা হলে , পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করে । উল্টে , মিথ্যা মামলায় ৯ জন কে জড়ানো হয়েছে । কিন্তু এই কঠিন পরিস্হিতির মধ্যেও আজকে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । ৪ জন মহিলা সহ মোট ৫০ জন এই রক্ত-দান শিবিরে রক্তদান করেন । রক্ত-দান শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সভাপতি কমরেড রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Saturday 23 May 2015

দুর্গাপুরের শ্রমিকরা প্রমান করছে রক্তপাত ঘটিয়ে তৃণমূল সরকার পঃ বঙ্গের গণ আন্দোলন দমন করতে পারবে না : শ্যামল চক্রবর্তী

                                                     

দুর্গাপুর , ২৩শে মে : আজ , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের মাঠে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে, গত ১৯শে মে নেপালে ভূমিকম্প-দূর্গতদের ত্রান-সংগ্রহের জন্য সিপিআইএম - সিআইটিইউ সহ বিভিন্ন গন-সংঘঠনের জমায়েতে তৃণমূলীদের বীভৎস হামলা ও বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ভীড়ে ঠাসা এক গণ-কনভেনশনে একথা বলেন সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী । তিনি বলেন যে ৭০’এর দশক থেকে দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের উপর শাসকশ্রেনীর বর্বোরোচিত আক্রমন চলছে । বারে বারে রক্তাত হয়েছে দুর্গাপুরের শ্রমিকরা । কিন্তু দমাতে পারে নি দুর্গাপুরের শ্রমিক আন্দোলনকে । তৃণমূল সরকার গঠিত হওয়ার পর থেকে তৃণমূলীদের উপর্যুপরি আক্রমনের শিকার হয়ছে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । কিন্তু কোন মতেই মাথা নত করে নি দুর্গাপুরের শ্রমিকরা । তাদের এই অদ্যম্য মনোভাব অতীতের মতই সারা পঃ বঙ্গের শ্রমিক আন্দোলন ও গণ – আন্দোলনকে উজ্জীবিত করছে , পথ দেখাচ্ছে । শাসকশ্রেনী যেন ভুলে না যায় যে বামপন্হীদের রক্ত যত ঝড়বে , বামপন্হীদের শক্তি তত বাড়বে । গত ৩০শে এপ্রিলের সর্বাত্তক ধর্মঘট বুঝিয়ে দিয়েছে  সেই কথাই প্রমান করেছে ।
 এর আগে, সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত জানান যে  ইস্পাতনগরীতে ১৯শে মে’র নৃশংস ঘটনাকে রাজ্য সিআইটিইউ এর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা করা হয়ছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের সাথে সারা রাজ্যের শ্রমিকরা ও রাজ্য সিআইটিইউ দৃঢ় ভাবে আছেন । এছাড়াও কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশ গোপাল চৌধুরী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সভাপতি কমঃ রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিনয়ন্দ্রেকিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , পঙ্কজ সরকার , সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু চক্রবর্তী সহ শ্রমিক ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । এর আগে কমঃ শ্যামল চক্রবর্তী ও কমঃ দীপক দাসগুপ্ত সহ এক প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি ১৯শে মে’র নৃশংস হামলায় গুরুতর জখম কমরেডদের দেখে আসেন । এদিকে ১৯শে মে’র নৃশংস হামলার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ চলছে । কবিগুরু থেকে এক বিশাল মিছিল সেইল আবাসন অঞ্চলে পরিক্রমা করে ।

                                                       







Wednesday 20 May 2015

গতকাল দুর্গাপুরে তৃণমূলের ফ্যাসিাবাদী কায়দায় বিভৎস হামলায় জখম সিপিআইএম নেতা-কর্মীদের দেখে এলেন পার্টি নেতৃবৃন্দ ।

                                                          

দুর্গাপুর , ২০শে মে : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির এক প্রতিনিধি দল দুর্গাপুর আসেন । প্রতিনিধি দলে ছিলেন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য মল্লিক , অমল হালদার , বংশ গোপাল চৌধুরী , আভাষ রায়চৌধুরী , শেখ সাইদুল হক , সন্তোষ দেবরায় , মহাব্রত কুন্ডু , নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত । প্রতিনিধি দলটি প্রথমে যান  ডিএসপি মেইন হাসপাতালে । সেখানে ভর্তি গুরুতরভাবে জখম কমরেড তুষারকান্তি ঘোষ ( ২০১০ সালে মালয়শিয়ায় আয়োজিত বয়স্কদের এশিয়াডে ৫ কিমি হাঁটা প্রতিযোগীতায় ভারতীয় প্রতিনিধি ), জয়ন্ত কুমার দাস, শিশির বাউরী ও অজিত মাইতির সাথে কথা বলেন ও চিকিৎসার বিষয়ে খোজ-খবর করেন । পরে মিশন হাসপাতালে ভর্তি গুরুতরভাবে জখম  কমরেড সুশান্ত ব্যানার্জী ও দেবু দাসের সাথে দেখা করেন, চিকিৎসকদের সাথে কথা বলেন । প্রতিনিধি দলটি গুরুতরভাবে জখম মহিলানেত্রী কমরেড মিতা ভট্টাচার্য এর সাথেও দেখা করেন ।
      গতকাল তৃণমূলের নৃশংস হামলায় গুরুতর জখম হয়েছেন ২৪ জন পার্টি নেতা-কর্মী । এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন । এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে ।
          কমরেড অমল হালদার জানিয়েছেন যে ইস্পাতনগরীতে তৃণমূলের নৃশংস হামলার বিরুদ্ধে উপযুক্ত প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলার জন্য পার্টির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আজ পার্টির পক্ষ থেকে সমস্ত বর্ধমান জেলা জুড়ে গতাকাল ইস্পাতনগরীতে তৃণমূলের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের কর্মসূচী নেওয়া হয়েছে । এছাড়াও গতাকাল পার্টি কর্মীদের উপর হামলায় যুক্তদের চিন্হিত করে গ্রে্ফ্তার ও উপযুক্ত শাস্তির জন্য পুলিশ ও প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপের জন্য পার্টি পক্ষ থেকে দাবী জানানো হয়েছে বলে কমরেড অমল হালদার জানিয়েছেন ।

           





Tuesday 19 May 2015

ইস্পাতনগরীতে তৃণমূলী দুষ্কৃতিদের ভয়ংকরতম হামলা , জখম বহু ।


                                                     


দুর্গাপুর,১৯শে মে : আজ বিকালে ,দুর্গাপুর ইস্পাতনগরীতে পুলিশের উপস্হিতিতে  তৃণমূলী দুষ্কৃতিরা ফ্যাশিষ্ট কায়দায় ভয়ংকরতম হামলা সংগঠিত করেছে । হামলা চালিয়ে বহু সিপিআইএম নেতা ও কর্মী ( মহিলা সহ ) কে নৃশংসভাবে জখম করেছে । গুরুতর আহত পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় ও লাল্টু সেনগুপ্ত সহ বহু পার্টি কমরেড । তৃণমূলী দুষ্কৃতিরা দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতাল ঘিরে ফেলে । আহতদের ভর্তি করতে বাধা দেয় । আহতদের মিশন হাসাতাল ও সিটি নার্সিং হোমে নিয়ে যেতে হয় । দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দফ্তর বি.টি.রণদিভে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে । একটি বাইক জ্বালিয়ে দেয় ও জোনাল কমিটির গাড়ী সহ বহু স্কুটার-মোটর সাইকেল –সাইকেল ভাঙ্গচূর করে । গত রবিবার , তৃণমূলী দুষ্কৃতিরা ১৫ জন পার্টি সদস্যকে মারধোর করে,নেপালে ভূমিকম্পে দুর্গতদের জন্য সংগৃহীত সংগৃহীত অর্থ লুঠ করে । এর প্রতিবাদে আজ পার্টির পক্ষ ইস্পাতনগরীর আইনস্টাইন পোষ্ট অফিস মোড়ে থেকে মিছিল ও সভার আয়োজন করা হলে , সেখান থেকে তৃণমূলী দুষ্কৃতিরা  হামলা  শুরু করে এবং পরে বি.টি.রণদিভে ভবনে হামলা চালায় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও ,পুলিশ পুরোপুরি  নিষ্ক্রিয় ছিল ।

শেষ খবর পাওয়া পর্যন্ত , গুরুতর আহত অবস্হায়  মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ সুশান্ত ব্যানার্জী ও দেবব্রত দাস এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ অজিত মাইতি , শিশির বাউরী ,জয়ন্ত দাস ও তুষার ঘোষ । এছাড়াও আরও অনেকের আঘাত গুরুতর হলেও তাদের প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন আহত সিপিআই(এম) কর্মীদের উপর হুমকী,ভীতি-প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়েই দুর্গাপুরে ছুটে আসেন কমঃ বংশগোপাল চৌধুরী ,আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ । আসেন কমঃ জীবন রায় , বিনয়ন্দ্রকিশোর চক্রবর্তী সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।