Wednesday 30 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানায় সহ রাজ্যে সুস্হ গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্হা ধ্বংস করার নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )

                                                        

দুর্গাপুর,৩০শে সেপ্টে : দুর্গাপুর ইস্পাত কারখানায় সহ রাজ্যে সুস্হ গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং  কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্হা ধ্বংস করার নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) । গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন-স্বীকৃতি নির্বাচনে ঐতিহাসিক জয়লাভের পরে আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর দফ্তর বি.টি.রণদিভে ভবনে আয়োজিত এক ভীড়ে-ঠাসা সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ইউনিয়নের ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । তিনি এই ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে সমস্ত দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত কর্মরত শ্রমিক-কর্মচারী সহ অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অভিনন্দন জানান । এছাড়াও মৃত শ্রমিক-কর্মচারীদের পোষ্য,ঠিকা শ্রমিক,উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ও তাদের পরিবারবর্গ,দুর্গাপুরের জনগন এবং সেভ ডেমোক্র্যাসি ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অভিনন্দন জানান । একই সাথে তিনি সুষ্ঠ নির্বাচন পরিচালনায় পুলিশ-প্রশাসন ও সি.আই.এস.এফ এর সদর্থক ভূমিকার প্রশংসা করেন । তিনি এই নির্বাচনকে প্রহসনে পরিনত করার জন্য তৃণমূলী দুষ্কৃতিদের লাগাতার সন্ত্রাসের কঠোর ভাষায় নিন্দা করে বলেন যে তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাসের জন্য প্রায় ৩০০ জন শ্রমিক ভোটদান করার জন্য কারখানায় প্রবেশ করতে পারে নি । এমনকি তৃণমূলী সন্ত্রাসের জন্য কারখানার ভেতরে কমপক্ষে ৩০ জন ভোটদান করতে পারে নি। ২৮শে সেপ্টেঃ রাতে তৃণমূলী দুষ্কৃতিরা  ৩৬ জন শ্রমিক-কর্মচারীর কোয়ার্টার বাড়ীতে হামলা চালায় । কিন্তু দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা বীরত্বের সাথে এই তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করে ভোট দিয়ে সি.আই.টি.ইউ এর প্রতি পুনরায় আস্হা জানিয়েছেন ।  অন্যান্য ইউনিয়ন এমনকি,  তৃণমূলের ইউনিয়নকে যারা ভোট দিয়েছেন ,সেই শ্রমিকদের , নিজের ভোট নিজে দেওয়ার জন্য – তিনি অভিনন্দন জানান ।  কমঃ বিশ্বরূপ ব্যানার্জী বলেন যে জন্মলগ্ন থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) দুর্গাপুর ইস্পাতের শ্রমিকর স্বার্থে লড়াই করছে । তাই দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারী শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে প্রবলতম আন্দোলন গড়ে তোলার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) কে পুনরায় নির্বাচিত করেছে । ২০১১ সালের ইউনিয়ন-স্বীকৃতি নির্বাচনে ইউনিয়ন পেয়েছিল ৩৮.৭৪% ভোট । এই নির্বাচনে , শ্রমিক-সংখ্যা হ্রাস হলেও ইউনিয়নের ভোট বেড়ে হয়েছে ৪২.৭০% ।
তিনি অবিলম্বে ডি.এস.পি কর্তৃপক্ষকে কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর জন্য সাম্প্রতিক জারী করা সমস্ত সার্কুলার , কর্মরতদের উপর জলের উপর চার্জ ও হাসপাতালের ডায়েট-চার্জ অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহার করার দাবী জানিয়েছেন এবং কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য কোয়ার্টার ও জমির যথাযথ লিজ-লাইসেন্সিং এর ব্যবস্হার দাবী জানিয়েছেন । একই সাথে তিনি অবিলম্বে সি.আই.টি.ইউ করার অপরাধে উচ্ছেদ হওয়া ৩৫০০ ঠিকা-শ্রমিকদের পূনর্বহাল , মৃত শ্রমিক-কর্মচারীদের পোষ্যের চাকুরী ও কারখানার সেফটি-বিষয় কমিটির সক্রিয় করার দাবী জানিয়েছেন এবং ডিএসপি কর্তৃপক্ষের একাংশর রাজনৈতিক-পক্ষালম্বনের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন ।
ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় বলেন যে এই ঐতিহাসিক বিজয় , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে, ইউনিয়ন ও দুর্গাপুরে প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বরের শহীদ হওয়ার ৫০-তম বার্ষিকীতে , শহীদদ্বয় আশীষ-জব্বরের উদ্দেশ্যে উৎসর্গ করছে । তিনি বলেন যে  ইউনিয়নের এই ঐতিহাসিক বিজয় আরও একবার প্রমান করল যে ইস্পাতনগরী সহ দুর্গাপুর তথা ইস্পাত শ্রমিকরা অতীতেও সন্ত্রাসের কাছে মাথা নত করে নি , আজও করছে না । সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমঃ রথীন রায় বলেন যে শ্রমিক-স্বার্থে কাজ করতে ইচ্ছুক যে কেউ  স্বেচ্ছায় ইউনিয়নে যোগ দিতে পারে ।
এদিকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বার্তার স্রোত আসতে আরম্ভ করেছে । ইতিমধ্যে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , কয়লা শ্রমিকদের পক্ষে কমঃ জীবন রায়,ইস্পাত শ্রমিকদের পক্ষে কমঃ পি.কে.দাস , বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ । অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুরের কংগ্রেস নেতা শ্রী সুদেব রায় , দুর্গাপুর ইস্পাতের আই.এন.টি.ইউ.সি নেতা বিশ্বজিত বিশ্বাস,দুর্গাপুর ইস্পাতের আই.এন.টি.টি.ইউ.সি নেতা জয়ন্ত রক্ষিত সহ অন্যান্যরা ।
আগামীকাল , ইউনিয়নের পক্ষ থেকে এই অবিস্মরণীয় বিজয়ের জন্য ইস্পাতনগরীতে বিকাল ৫-০০ টাঃ , ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে আশীষ মার্কেট পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের ডাক দেওয়া হয়ছে ।


Tuesday 29 September 2015

তৃণমূলের সন্ত্রাসকে পরাস্ত করে দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর অভূতপূর্ব জয় ।

                                                                  


দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় । শ্রমিক-কর্মচারীদের `ভোট দেওয়ার উৎসাহ ছিল চোখে পড়ার মত । সমস্ত রকম সন্ত্রাস-ভীতিকে উপেক্ষা করে ৯৩.৩৮ % ভোট পরে । সমস্ত ব্যালট গোনার পরে দেখা যায় যে মোট ভোটার ৯১২৯ জনের মধ্যে ভোট দিয়েছেন ৮৫২৫ জন । বাতিল ভোট – ৭০ ।হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) পেয়েছে ৩৬৪২ টি , আই.এন.টি.টি.ইউ.সি ৩২৮১ , আই.এন.টি.ইউ.সি ১১১৫ , এ.আই.টি.ইউ.সি ১১৭ টি, বি.এম.এস ২৪০ ও এ.আই.ইউ.টি.ইউ.সি ৬০টি ভোট পেয়েছে ।এর ফলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) সোল বার্গেনিং এজেন্ট হিসাবে নির্বাচিত হল। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় ,  নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) অভূতপূর্ব জয়ের জন্য,দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন ।
  এর আগে , দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের দিন ঘোষনার হওয়ার পরের থেকে কারখানা ও ইস্পাতনগরী বিভিন্ন জায়গায় তৃণমূল সন্ত্রাস সৃষ্টির প্রচেষ্টা চালায় । ২৬ ও ২৭শে সেপ্টেঃ রাত্রিবেলায় ইস্পাত শ্রমিকদের কোয়ার্টার অথবা বাড়ীতে হুমকি প্রদর্শন এবং ২৭শে সেপ্টেঃ কারখানার আর.এম.এইচ.পি. বিভাগে শ্রমিকদের মারধোর ইত্যাদি ঘটনা ঘটায় । এর প্রতিবাদে আর.এম.এইচ.পি. বিভাগে দল-মত-নির্বিশেষ সমস্ত শ্রমিকরা তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করতে বাধ্য হয় । খবর পাওয়ার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও আই.এন.টি.ইউ.সি এর নেতৃবৃন্দ কারখানায় গিয়ে রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর উচ্চ আধিকারিকদের কাছে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন । রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর আধিকারিকদের একাংশ , আই.এন.টি.টি.ইউ.সি এর পক্ষ অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । কিন্তু আর.এম.এইচ.পি. বিভাগে শ্রমিকদের চাপে এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃত্বের অনমনীয় মনোভাবের জন্য , রাত্রি পৌনে বারোটা নাগাদ রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর উচ্চ আধিকারিকরা আলোচনায় বসতে বাধ্য হয় এবং ভোর ৩-৩০ মিঃ পর্যন্ত আলোচনা চলে । নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা এবং ভোটারদের ভোটদানের অবাধ ব্যবস্হা বন্দোবস্ত থাকবে – এই প্রতিশ্রুতি দিলে আলোচনার মীমাংসা হয় ।
 কিন্তু , তা সত্বেও , গতকাল রাত্রিবেলায় ইস্পাতনগরী ও সংলগ্ন বৃহত্তর দুর্গাপুরে শ্রমিকদের কোয়ার্টার/বাড়ীতে , তৃণমূলের বাইক বাহিনী হুমকি প্রদর্শন ও হামলা চালায় । আজও ভোটদান পর্ব শুরু হলে , তৃণমূলের বাইক বাহিনী হুমকি প্রদর্শন ও হামলা চালায় ।  তবুও ইস্পাত শ্রমিকরা ইস্পাত-দৃঢ় মনোভাব নিয়ে ভোট দিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে জয়যুক্ত করেন ।


Saturday 26 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(এইচ.এস.ই.ইউ) কে জয়ী করার আহ্বান জানিয়ে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলে।


দুর্গাপুর ,২৬শে সেপ্টেঃ : আজ  সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে বিকাল ৪-০০ টাঃ  ইস্পাতনগরীর শহীদ আশীষ-জব্বর/নেতাজী ভবনের সংলগ্ন অঞ্চল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সহ বৃহত্তর শ্রমজীবি মানুষের বিশাল মিছিল কনিষ্ক রোড-লিঙ্ক রোড ধরে ৫ কিমি অতিক্রম করে  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে পৌঁছায় । পথের দুপাশে বহু মানুষ ও জেনারেল শিফট ফেরৎ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা লাল ঝাণ্ডার এই দীর্ঘ মিছিল উৎসাহ ভরে দেখছিলেন । গত বিধানসভা নির্বাচনে পরে অনুষ্ঠিত দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) সর্বোচ্চ ভোট পায় । এরপরই, সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে  শুরু হয় তৃণমূলীদের ,শ্রমিক-কর্মচারী ও সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার ও ভোটদানের অধিকার, লুঠ করার সন্ত্রাস । তৃণমলীরা বিগত দুর্গাপুরের পৌর নির্বাচন ও লোকসভা নির্বাচনে বুথ দখল করে , সরাসরি ভয়ংকর  সন্ত্রাস চালিয়ে শ্রমিক-ভোট লুঠ করে অথবা ভোট বানচাল করে করে একে একে গায়ের জোড়ে অধিকার করেছে ডিএসপি পিপলস্ কো-অপাঃ ব্যাঙ্ক , ডিএসপি কনজিউমার কো-অপাঃ , এস.বি.এস.টি.সি. , ডি.পি.এল. ও এ.বি.এল. ও খুব সাম্প্রতিক এ.এস.পি. মাল্টি-পারপাস কো-অপাঃ এবং এন.এস.পি.সি.এল ও এফ.এস.এন.এল এর ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ রাজ্য প্রশাসন এই সমস্ত ঘটনায় নীরব থেকে শাসকদলকে মদত জুগিয়েছে – এই অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ পৌঁছেছে চরমে । লাল ঝান্ডার নীচে জমায়েতর সংখ্যা আরও বাড়ছে । আগামী ২৯শে সেপ্টেঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন হবে । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । এই পরিস্হিতে,দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ করার দাবীতে এবং - নিজের ভোট নিজে দাও , যাকে ইচ্ছা তা’কে দাও এবং রাষ্ট্রায়ত্ব শিল্প ধ্বংস করার চক্রান্ত রুখতে ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক অধিকারকে অক্ষুন্ন রাখতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(এইচ.এস.ই.ইউ) কে জয়ী করুন -  এই শ্লোগানকে সামনে রেখে সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলালেন দুর্গাপুরের শ্রমজীবি মানুষ । মিছিলে ছিলেন কমরেড অমল হালদার ,আভাস রায়চৌধুরী,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,গৌরাঙ্গ চ্যাটার্জী,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তী, মহাব্রত কুন্ডু,মহাদেব পাল,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত  সহ সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

মিছিলের শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,গৌরাঙ্গ চ্যাটার্জী ও বিশ্বরূপ ব্যানার্জী । সভায় সভাপতিত্ব করেন কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী ।



Friday 25 September 2015

মিশ্র ইস্পাত কারখানার সমবায়ের ‘প্রহসন-নির্বাচনে’ অধিকাংশ শ্রমিকরা ভোট দিলেন না ।



দুর্গাপুর ,২৫শে সেপ্টেঃ : তৃণমূলের  ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার রাষ্ট্রায়ত্ত সেইলের এর মিশ্র ইস্পাত কারখানাও । গত ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের ‘ প্রহসন নির্বাচন’ হল । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে ৪৬টি আসনের ( সর্বমোট ১৬টি কনস্টিটিউয়েন্সির) প্রতিটির  জন্য মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত দুষ্কৃতি সহ তৃণমূলীরা সব মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয় হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট(এ.এস.পি.)তে  তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় , মাত্র ২১ টি আসনে  ‘প্রহসনের নির্বাচন’ হয়।  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে , ২১ টি আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছিল । মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা বিপুল ভাবে সেই ডাকে সারা দিয়ে , তৃণমুলীদের সন্ত্রাসের মাধ্যমে নির্লজ্জ ভাবে সমবায় দখলের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানালো । যে ২১টি আসনে ( ৫ টি কনস্টিটিউয়েন্সির )  ‘প্রহসনের নির্বাচন’ হয় , সেখানে ভোটার ছিল ৪৯৯ জন । ভোটদানে বিরত ছিলেন ৩১৭ জন ( ৬৪% )।

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার দাবীতে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলের জোরকদম প্রস্তুতি চলছে ।

                                                        

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার দাবীতে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলের জোরকদম প্রস্তুতি চলছে ।

দুর্গাপুর ,২৫শে সেপ্টেঃ :আগামীকাল  সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে বিকাল ৪-০০ টাঃ  ইস্পাতনগরীর শহীদ আশীষ-জব্বর/নেতাজী ভবনের সংলগ্ন অঞ্চল থেকে শ্রমজীবি মানুষের বিশাল মিছিল যাবে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে । গত বিধানসভা নির্বাচনে পরে অনুষ্ঠিত দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) সর্বোচ্চ ভোট পায় । এরপরই, সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে  শুরু হয় তৃণমূলীদের ,শ্রমিক-কর্মচারী ও সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার ও ভোটদানের অধিকার, লুঠ করার সন্ত্রাস । তৃণমলীরা বিগত দুর্গাপুরের পৌর নির্বাচন ও লোকসভা নির্বাচনে বুথ দখল করে , সরাসরি ভয়ংকর  সন্ত্রাস চালিয়ে শ্রমিক-ভোট লুঠ করে অথবা ভোট বানচাল করে করে একে একে গায়ের জোড়ে অধিকার করেছে ডিএসপি পিপলস্ কো-অপাঃ ব্যাঙ্ক , ডিএসপি কনজিউমার কো-অপাঃ , এস.বি.এস.টি.সি. , ডি.পি.এল. ও এ.বি.এল. ও খুব সাম্প্রতিক এ.এস.পি. মাল্টি-পারপাস কো-অপাঃ এবং এন.এস.পি.সি.এল ও এফ.এস.এন.এল এর ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ রাজ্য প্রশাসন এই সমস্ত ঘটনায় নীরব থেকে শাসকদলকে মদত জুগিয়েছে – এই অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ পৌঁছেছে চরমে । লাল ঝান্ডার নীচে জমায়েতর সংখ্যা আরও বাড়ছে । আগামী ২৯শে সেপ্টেঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন হবে । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । এই পরিস্হিতে,দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ করার দাবীতে এবং - নিজের ভোট নিজে দাও , যাকে ইচ্ছা তা’কে দাও – এই শ্লোগানকে সামনে রেখে সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলাবেন দুর্গাপুরের শ্রমজীবি মানুষ । মিছিলে থাকবেন কমরেড অমল হালদার সহ সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

Sunday 20 September 2015

তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা বৃহত্তর লড়াই এর প্রস্তুতি নিচ্ছে ।



দুর্গাপুর ,২০শে সেপ্টেঃ : তৃণমূলের  ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার এবার রাষ্ট্রায়ত্ত সেইলের এর মিশ্র ইস্পাত কারখানা । আগামী ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের ‘নির্বাচন’ হওয়ার কথা । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত দুষ্কৃতি সহ তৃণমূলীরা মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । তৃণমূলি দুষ্কৃতিদের জমায়েত দেখে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে থেকে হামলার আশংকা করে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কর্তৃপক্ষের কাছে সি.আই.এস.এফ মোতায়েনের আবেদন করা হলেও,কর্তৃপক্ষ কোন এক অজানা কারনে নিষ্ক্রিয় থাকে । এমন কি রাজ্য সরকারের মনোনীত রিটার্নিং অফিসার ঐ দিনই দুর্গাপুরের  বাইরে ছিলেন ! থানায় অভিযোগ জানানো হলেও ,পুলিশ এখনও কোন ব্যবস্হা নেয়নি ।পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয় হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.)তে  তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় ,কিছু আসনে  ‘ প্রহসনের ‘ নির্বাচন হতে চলেছে বলে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে , ২/১ তিলক রোডের দফ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয় । ইউনিয়নের পক্ষ থেকে দাবী করা হয়ছে যে বিগত ৩০-৩৫ বৎসর ধরে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) সমবায়গুলিতে  শান্তিপূর্ন নির্বাচন হয়েছে এবং শ্রমিক-আধিকারিকরা অধিকাংশ সময়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে নির্বাচিত করেছে সমবায়গুলিকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবং ইউনিয়নের সুপরিচালনায় সমবায়গুলি গত ৩০ বৎসরে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথীন রায় বলেন যে কেবল এ.এস.পি. নয় ডি.এস.পি. সহ দুর্গাপুরে অন্যান্য রাষ্ট্রায়ত্ত কারখানার একের পর এক  সমবায় অথবা ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে , তৃণমূল সন্ত্রাস চালিয়ে দখল করেছে । আসলে লাল ঝাণ্ডার নীচে মানুষ আরোও বেশী জমায়েত হচ্ছে দেখে তৃণমূলের বুক কাঁপছে । তাই সন্ত্রাস সৃষ্ট করে শ্রমিকদের দমাতে চাইছে , এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য শ্রমিক আন্দোলনকে ধ্বংস করতে চাইছে । কিন্তু, তৃণমূলের এই সন্ত্রাস বিরুদ্ধে ও এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এ.এস.পি. দল-মত নির্বিশেষ শ্রমিকদের নিয়ে বৃহত্তর লড়াই গড়ে তোলার জন্য রাস্তায় আছে,থাকবে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে , আগামী ২৩শে সেপ্টেঃ মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের মুষ্টিমেয় আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছে ।

Saturday 19 September 2015

রাজ্যের গনতন্ত্র ভূলুন্ঠিত : রুখে দাঁড়ানোই সময়ের আহ্বান – সেভ ডেমোক্রাসী ফোরামের সভায় মত বিশিষ্টদের ।

                                                            


দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ : আজ ইস্পাতনগরীর তিলক রোড ময়দানে সেভ ডেমোক্রাসী ফোরামের ডাকে এক প্রকাশ্য সভায় বর্তমানে রাজ্যে গনতন্ত্র ভূলন্ঠিত এবং সেই গনতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলী,আব্দুল মান্নান,বিকাশ রঞ্জন ভট্টাচার্য,চঞ্চল চক্রবর্তী সহ রাজ্যের ও দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ । সভা ঘিরে দুর্গাপুরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে । আজকের সভায় উপচে পড়া ভীড় তারই প্রমান । সভার সূচনায় দুর্গাপুর সেভ ডেমোক্রাসী ফোরামের আহ্বায়ক রঞ্জিত মুখার্জী ( এ্যাডভোকেট ) বলেন যে বিগত ২০১১ সাল থেকে সারা রাজ্যের সাথে দুর্গাপুরে গনতন্ত্রের নিধন-যজ্ঞ চলছে । হাজার হাজার শ্রমিককে বিরোধী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার ‘অপরাধে’ কারখানার থেকে উচ্ছেদ করা হয়েছে । রাজনৈতিক কারনে জীবিকার উপর এমন আক্রমন সারা ভারতে এক বিরলতম ঘটনা ।শাসকদল একের এক স্হানীয় স্তরের নির্বাচনে  - পৌরসভা,সমবায় অথবা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে গায়ের জোরে দখল করেছে,বিরোধী সংগঠনের অফিস দখল করেছে ,ভাঙ্গচূর চালিয়েছে ,পুড়িয়ে দিয়েছে । বিরোধী সংগঠনের নেতা-কর্মীদের উপরে নৃশংস শারীরিক আক্রমন চালিয়ে খুন করা হয়েছে , অনেকে গুরুতর আহত হয়েছেন । এমনকি , মহিলারাও এই আক্রমনের হাত থেকে রেহাই পান নি । পুলিশ অপরাধীদের গ্রেফ্তার করার বদলে বিরোধীদের হেনস্হা করছে । এই পরিস্হিতে, দুর্গাপুরের দল-মত-নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেভ ডেমোক্রাসী ফোরাম গড়ে তুলেছেন । আব্দুল মান্নান বলেন যে রাজ্যের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জী কে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করেছেন গনতন্ত্রকে নিধন করার জন্য নয় । বামফ্রন্ট সরকারে বিরোধীতা করে রাজ্যে ‘পরিবর্তন ‘ আনার লড়াইতে আমিও নেতৃত্বের সারিতে ছিলাম ,কিন্তু আজ যখন রাজ্যের গনতন্ত্রের ভূলন্ঠিত , সমাজের সব অংশের মানুষ আক্রান্ত হচ্ছেন , এমন কি তৃণমূল করেন তারাও আক্রান্ত হচ্ছেন তখন রাজ্যে গনতন্ত্র পুনুরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে । বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী চঞ্চল চক্রবর্তী রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা উল্ল্যখ করেন । বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য বলেন যে গণতন্ত্র একটি অধিকার , কারোর দয়ার দান নয় । মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকার পঃ বঙ্গের মানুষের সেই অধিকার ছিনিয়ে নিতে চেয়ে একের পর এক চরম অগনতান্ত্রিক কাজ করে চলেছেন । কিন্তু পঃ বঙ্গের গনতন্ত্র প্রিয় মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছেন । দুর্গাপুরের মানুষও সেই প্রচেষ্টায় সামিল হয়েছেন । শ্রী অশোক গাঙ্গুলী বলেন যে আইনের চোখে সবাই সমান – এই নীতি আজ রাজ্যে রক্ষিত হচ্ছে না । মহিলাদের উপরে অকথ্য অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছে , এমনকি শাসকদল ধর্ষনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে । এই ভয়ংকর নৈরাজ্য থেকে আমাদের প্রিয় পঃ বঙ্গকে রক্ষা করতে গেলে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে । সভায় সভাপতিত্ব করেন এস.আর.সিনহা এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার সুব্রত সিনহা । 




https://www.youtube.com/watch?v=j4dvl1G0XUc&feature=youtu.be

                         https://www.youtube.com/watch?v=ljr6M8a_d-w&feature=youtu.be


Tuesday 15 September 2015

তীব্র আক্রমনের শিকার হয়েও রাষ্ট্রায়ত্ব শিল্প দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ।



দুর্গাপুর ,১৫ই সেপ্টেঃ : পঃ বঙ্গে শ্রীমতি মমতা ব্যানার্জী নেতৃত্বে তৃণমূল সরকার সাড়ে চার বছরে দুর্গাপুর শিল্পাঞ্চলে একদিকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে অন্যদিকে  শ্রমিক অধিকারের উপর তীব্র আঘাত নেমে এসেছে । বিশেষতঃ তীব্র আক্রমন নেমে এসেছে  রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইলের অন্তর্ভূক্ত দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের উপরে । তৃণমূলের দুষ্কৃতিরা এ পর্যন্ত ৩৫০০ জন দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিক কে সি.আই.টি.ইউ করার ‘ অপরাধে ’ কাজের জায়গা থেকে উচ্ছেদ করেছে । তৃণমূলের দুষ্কৃতিরা কারখানার ভিতরে ও ইস্পাতনগরীতে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে,বহু শ্রমিক গুরুতর আহত হয়েছেন । উচ্ছেদ হওয়া বহু ঠিকা শ্রমিকের পরিবার ভেসে গেছে । একের পর এক শ্রমিক-সমবায় তৃণমূলীরা গায়ের জোড়ে বিনা নির্বাচনে দখল করেছে । আসলে তৃণমূল সরকার আসার পরেও দুর্গাপুর ইস্পাত কারখানায় ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) বিপুল ভোটে জয়ী হওয়ার পরে তৃণমূল সরাসরি সন্ত্রাস সৃষ্টির পথ ধরে । কিন্তু তৃণমূলের এই অবর্নণীয় সন্ত্রাসে বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়ার পরিবর্তে রাজ্যের পুলিশ প্রশাসন অসংখ্য মিথ্যা মামলায় সি.আই.টি.ইউ এর নেতা-কর্মীদের জড়িয়েছে । অন্যদিকে তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাস নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ নীরবতা পালন করছে যা পরোক্ষে কারখানা ও ইস্পাতনগরীতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে সাহায্য করছে । আবার , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ যখন কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে একের পর স্বৈরাচারী কায়দায় শ্রমিকবিরোধী পদক্ষেপ নিচ্ছে তখন তৃণমূলী ইউনিয়ন কর্তৃপক্ষের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরোধীতা না করার জন্য শ্রমিকদের ভুল বোঝানোর চেষ্টা করছে । একইভাবে,মোদী সরকার রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করার নীতির বিরোধীতার করার বদলে , ঐক্যবদ্ধ  শ্রমিক আন্দোলনেরই বিরোধীতা করছে তৃণমূলী ইউনিয়ন ! কিন্তু তৃণমূলী ইউনিয়ন ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এই পারস্পরিক দেওয়া-নেওয়ার খেলা আজ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের কাছে স্পষ্ট হয়ে গেছে । আজ দুর্গাপুর ইস্পাত কারখানার অ্যাডমিন বিল্ডিং এ এক বিশাল প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ওবি-কনভেনর ( ডিএসপি শাখা) কমরেড বিশ্বরূপ ব্যানার্জী । তিনি বলেন যে অতীতের মত বর্তমানেও এইচ.এস.ই.ইউ সন্ত্রাসের সামনে মাথা নত করে নি ,করবেও না । গত সাড়ে চার বছরে একথা প্রমানিত হয়েছে । ডিএসপি র কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ যে একাধিক অন্যায় ও অনায্য সিদ্ধান্ত নিয়েছে ,তা প্রত্যাহার না করা পর্যন্ত এইচ.এস.ই.ইউ তীব্র আন্দোলন গড়ে তুলবে । একই সাথে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের স্বৈরাচারী সিদ্ধান্তকে পরিবর্তনের জন্য প্রত্যেক শ্রমিক প্রতিটি শ্রমিক ইউনিয়নকে যৌথ ভাবে লড়াই গড়ে তুলতে হবে । ১৯-দফা দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) আন্দোলন চালাচ্ছে । গত এক সপ্তাহের মধ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) র ডাকে ১৯-দফা দাবীতে ডিএসপি র কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের নিয়ে পর পর দুটি বিশাল প্রতিবাদ সভা হল । সভা চলাকালীন কমঃ অরুন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধিদল সি.ই.ও এর দফ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন এবং প্রতিনিধিদলের সদস্য কমঃ ললিত মিশ্র আলোচনার বিষয় সভাকে জানান । এছাড়াও ,আজকের সভায় বক্তব্য রাখেন মনোজ হাজরা ( ওউন ইয়োর ওউন হাউস  ওনার্স অ্যাসোঃ ),শ্যামল দত্ত ( স্টীল এমপ্লঃ ফোরাম) ,অশোক চক্রবর্তী ( এক্স- এমপ্লঃ ওয়েলফেয়ার   অ্যাসোঃ ) ও অনীতা মাল ( ইস্পাতনগরীর মহিলাদের পক্ষে )। সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।


Friday 11 September 2015

অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী সমবায় নির্বাচনে সি.আই.টি.ইউ প্রার্থীদের মনোনয়ন পত্র লুঠ করল তৃণমূলীরা ।

                                                                 

দুর্গাপুর,১১ই সেপ্টেঃ – আজ, কেন্দ্রীয় রাষ্ট্রায়াত্ত সংস্হা অ্যালয় স্টিল প্ল্যান্টের(এসপি) কর্মী-সমবায় এসপি এমপ্লয়িজ মাল্ট-পারপাস কোঃ-অপাঃ আসন্ন নির্বাচনে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে , কারখানার অভ্যন্তরে সি.আই.এস.এফ এর প্রহরাধীন অ্যাডমিন বিল্ডিং এর কোঃ-অপঃ অফিস থেকে তৃণমূলীরা ৪৬টি মনোনয়ন পত্রই ছিনিয়ে নেয় । প্রসংগত আগামী ২৩শে সেপ্টেঃ ঐ কর্মী-সমবায়ের নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে । এই ঘটনায়,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে লিখিত ভাবে এসপি র জিএম ( পি এ্যান্ড এ ) ও রাজ্য সমবায় বিভাগের সংশ্লিষ্ট এ.আর.সি.এস কে জানানো হয়েছে । এছাড়াও রাজ্যপালের কাছে গোটা ঘঠনা ফ্যাক্স মারফৎ জানানো হয়েছে । স্হানীয় ওয়ারিয়া থানাতে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ।

Thursday 10 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর মৌন প্রতিবাদ ধরনা ।

                                                            

দুর্গাপুর , ১০ই সেপ্টেঃ : আজ , এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর  পক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল চত্বরে থেকে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত এর মৌন প্রতিবাদ ধরনা ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয় । গত কয়েক দিনে ,‘দূষিত রক্ত’ রোগীর শরীরে দেওয়ার জন্য ৪ জন রোগীর মৃত্যু হয়েছে বলে মৃত রোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কর্মসূচী চলাকালীন এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ডিএসপি র মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেসের ডঃ অশোক সিং এর কাছে এক স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল ও স্বাস্হ্য পরিষেবার উন্নতি ও মেইন হাসপাতালকে পূর্ব গরিমায় ফেরানোর দাবী জানানো হয় ।

এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেইল ও দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রমান্বয় অবহেলা ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান গুলির বানিজ্যিক স্বার্থ দেখতে গিয়ে দুর্গাপুরের অত্যন্ত নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান মেইন হাসপাতাল কে পঙ্গু করার চেষ্টা হচ্ছে । এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বারংবার দাবী জানানো স্বত্বেও স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের স্হায়ী নিয়োগ করা হয় নি । ফলে বর্তমানে ৬১০ বেডের হাসপাতালে সাকুল্যে মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ফলে ,যে হাসপাতালে ( ইন্ডোর ও আউটডোর মিলে ) বছরে প্রায় ১,২০,০০০ রোগী চিকিৎসা করান , বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এবং অত্যন্ত প্রয়োজনীয় ব্লাড ব্যাঙ্ক রক্ত সরবরাহ করে – অপ্রতুল সংখ্যায় চিকিৎসা কর্মীর জন সেই পরিষেবা দারুনভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় স্হায়ী কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বসানোর দাবী জানানো হয়েছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।

Wednesday 9 September 2015

কোয়ার্টার ও জমির লিজ-লাইসেন্সিং নিয়ে ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে তুমুল বিক্ষোভ ।

                                                                   
                                                                  

দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আজ,দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং ), কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং নিয়ে  ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে এক গণ-জমায়েতে ,দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুমুল বিক্ষোভ দেখান । বহু পুলিশ ও সিআইএসফ মোতায়েন থাকলেও , বিশাল জমায়েতের ফলে নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং )-র প্রবেশ পথ কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে । ডি.এস.পি কর্তৃপক্ষ কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর সুযোগ হটাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা নিদারুন বিপদে পড়েছেন । কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং মৃত  শ্রমিক-কর্মচারীদের পরিবারের বিধবা স্ত্রী কে কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর ন্যায্য পাওনার আদায়ের জন্য এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিকভাবে একক ও যৌথ আন্দোলন গড়ে তোলার সাথে সাথে কর্তৃপক্ষের কাছে গণ-সমর্থনের ভিত্তিতে এক বিকল্প প্রস্তাব পেশ করা হয় । কিন্তু,পরিবর্তনের জমানায় শাসকদলের বদান্যতায় শ্রমিক-কর্মচারীদের অধিকারে অগনতান্ত্রিক হস্তক্ষেপে বেশ পারদর্শী হয়ে উঠছে ডি.এস.পি কর্তৃপক্ষ বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয় । আরও অভিযোগ যে ডি.এস.পি কর্তৃপক্ষ সম্পূর্ন স্বৈরাচারী কায়দায় গত ২০শে আগষ্ট এক সার্কুলার জারী করে কোয়ার্টার লাইসেন্সিং এর জন্য এক হাস্যকর-উদ্ভট নির্দেশিকা জারী করেছে । এই নির্দেশিকায় মুষ্টিমেয়র এর জন্য  কোয়ার্টার লাইসেন্সিং কথা বলা হলেও অধিকাংশ কে পথে বসানোর রাস্তা দেখানো হয়েছে । অন্যদিকে , এই সার্কুলারে , আগে যারা কোয়ার্টার লিজ-লাইসেন্সিং নিয়েছেন , তাদের ওপরেও মারাত্মক আক্রমন নামিয়ে আনা হয়েছে বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । গণ-জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , ডি.এস.পি কর্তৃপক্ষ কে হুঁশিয়ারী  দিয়ে বলেন যে কোন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র সদস্যরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে । তিনি অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করার দাবী জানিয়ে , ডি.এস.পি কর্তৃপক্ষ কে জেবিসি তে আলোচনার দাবী জানান । তিনি বলেন যে আজকের এই সুবিশাল জমায়েত যে গণ-অসন্তোষের প্রতিফলন করছে , তা যদি ডি.এস.পি কর্তৃপক্ষ বুঝতে না পারে তবে আগামী ১৫ই সেপ্টেঃ আরও বিশাল জনস্রোত আছড়ে পড়বে ডি.এস.পি এর সি.ই.ও. দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )।অন্যদিকে,তিনি অভিযোগ করেন যে ডি.এস.পি কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলায় ডিএসপি মেইন হাসপাতাল রোগীদের মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে । প্রতিবাদে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ) এর পক্ষ থেকে আগামীকাল ডিএসপি মেইন হাসপাতালে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত মৌন গণ-অবস্হান ও প্রতীকী অনশনের কর্মসূচী নেওয়া হয়েছে ।  এছাড়াও বক্তব্য রাখেন কাজল মজুমদার [এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)],সুব্রত ভট্টাচার্য [ আইএনটিইউসি],বি.ডি.সিং [ স্টিল এমপ্ল: ফোরাম ], অশোক চক্রবর্তী [ এক্স এমপ্ল: ওয়েলফেয়ার অ্যাসোঃ ] এবং মনোজ হাজরা [ ওউন ইয়ো: ওউন হাউস ওনার্স অ্যাসোঃ] । সভা চলাকালীন , ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দিয়ে আসেন । প্রতিনিধিদলের পক্ষে কমঃ ললিত মিশ্র সভাকে কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়বস্তু , সভায় জানান । সভায় সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 


Monday 7 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হায় গুরুতর অব্যবস্হা : সিআইটিইউ এর তীব্র প্রতিবাদ ।

                                                             


দুর্গাপুর , ৭ই সেপ্টেঃ : গত কয়েক দিনের মধ্যে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়ছে । অভিযোগ উঠছে যে মেইন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের  ‘দূষিত রক্ত ‘ ঐ রোগীদের শরীরে দেওয়ায় ,তাদের মৃত্যু হয় । এ বিষয়ে তদন্তের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দল গতকাল রাত্রি বেলায় হাসপাতালে এসে সরেজমিন তদন্ত চালায় ।
এ দিকে আজ সকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ ও দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হার ধারাবাহিক অবক্ষয়র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেধে ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মেইন হাসপাতালে মৌন মিছিল করা হয় । বিকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র দফ্তর বি.টি.রণদিভে ভবনে এক সাংবাদিক সম্মেলনে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র  ডিএসপি শাখার ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জি জানান যে ডিএসপি কারখানার চিকিৎসা পরিষেবা তথা মেইন হাসপাতালের সর্ব ক্ষেত্রে অবক্ষয় কারন হল সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের লাগাতার অবহেলা । তিনি বলেন যে ৬১০-বেডের এই হাসপাতালে ডিএসপি ও এসপির কর্মরত  প্রায় ১২,০০০ শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও মেডিক্লেম, স্হানীয় বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকুরীরত এবং বহিরাগতরা  ইনডোর ও আউটডোরে চিকিৎসা করান । বছরে গড়ে ১,২০,০০০ জন চিকিৎসা করান । মেডিক্লেম ও বহিরাগত রোগীদের চিকিৎসা বাবদ বছরে ১০ কোটি টাকা আয় করে হাসপাতাল । বছরে গড়ে ৫,০০০০০ বায়োকেমিক টেষ্ট,৪০০০০ এক্স রে ,৪০০০ সিটি স্ক্যান,৫০০০ ইউএসজি ,মাইনর অপারেশন ৫০০০ এবং ৩০০০ মেজর অপারেশন হয়। আউটডোরে প্রতিদিন গড়ে ১২০০ রোগী চিকিৎসার জন্য আসেন । এহেন এক গুরুত্বপূর্ন হাসপাতালে চিকিৎসক – নার্স – ফার্মাসিষ্ট সহ অন্যান্য চিকিৎসা কর্মীদের সংখ্যা অপ্রতুল ।এই মূহুর্তে হাসপাতালে ,  মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ২০০৬ সালে তৎকালীন সেইলের চেয়ারম্যান তৎকালীন সিআইটিইউ এর সভাপতি এম কে পান্ধে কে লিখিতভাবে হাসপাতালে ১৩৯ জন কে স্ট্যাটুটারি রিক্রুটমেন্টর প্রতিশ্রুতি দিলেও  আজও তা পালন করে নি । গত ২৯শে আগষ্ট সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যানকে চিঠি দিয়ে হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন ও শূন্য পদে লোক নিয়োগের দাবী জানিয়েছেন । এর মধ্যেই রোগী মৃত্যুর যে অভিযোগ উঠেছে তাকে দূর্ভাগ্যজনক বলে , এই ঘটনাকে সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের ধারাবাহিক অবহেলা ও অকর্মন্যতা কে দায়ী করেছেন  হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র সভাপতি রথীন রায় । তিনি বলেন যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন না করা হলে ,এই ঘটনা আরও হতে পারে ।  
রোগী-মৃত্যুর প্রতিবাদে, অবিলম্বে মেইন হাসপাতালের চিকিৎসা ব্যবস্হার উন্নতীর জন্য প্রয়োজনীয় ব্যবস্হা সহ অন্যান্য দাবীতে , আগামী ৯ই সেপ্টঃ , ডিএসপি র নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং) এ হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ বৃহত্তম নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।

সূত্রের খবর - আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগের পিট সাইটে এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন ঠিকা শ্রমিক জখম হয়েছেন । এদের মধ্যে ৪ জনের অবস্হা আশংকাজনক । আহতদের ডিএসপি মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Tuesday 1 September 2015

সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মিছিলে উত্তাল হয়ে উঠল ইস্পাতনগরী ।


দুর্গাপুর , ১লা সেপ্টে: : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ আজকের  মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন সাংসদ সেখ সাইদুল হক  । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , মলয় ভট্টাচার্য , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী সাইদুল হক । সভাপতিত্ব করেন শ্রী অরুণ চৌধুরী ।