Friday 30 October 2015

মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তদের সংগঠন ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্হ্য শিবির ।


দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ ইস্পাতনগরীর বিধান ভবনে মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তদের সংগঠন ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র উদ্যোগে কোলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগীতায় স্বাস্হ্য সচেতনতা ও স্বাস্হ্য পরীক্ষার শিবির আয়োজিত হয় । শিবিরে ৪০০ জন প্রাক্তন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন । কেবল মাত্র সদস্যদের জন্য এই শিবির কে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।  
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মিশ্র ইস্পাত কারখানার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সোমদেব দাস । এছাড়াও উপস্হিত ছিলেন মিশ্র ইস্পাত কারখানার জিএম ( পারসোন্যাল),জিএম ( ওয়ার্কস),দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের সংগঠনের পক্ষে শ্রী অশোক চক্রবর্তী ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সম্পাদক পি.কে.দাস ।
অনুষ্ঠানটির উদ্দেশ্য ও ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র ইতিবৃত্ত সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক শ্রী ব্রজমানিক চক্রবর্তী । ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শ্রী সত্যরঞ্জন দাস ।

অর্থোপেডিক, নিউরোলজি ও গ্যাষ্ট্রো এন্টোলজি – এই তিন বিষয়ে স্বাস্হ্য পরীক্ষা করেন পিয়ারলেস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ।



Tuesday 27 October 2015

বার্ষিক বোনাসের দাবীতে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল এ শ্রমিক আন্দোলন জোড়ালো হচ্ছে : দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের অবস্হান বিক্ষোভ-মিছিল ।




দুর্গাপুর,২৭শে অক্টোঃ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকরা বার্ষিক বোনাসের ( চলতি কথায় ‘পূজো বোনাস’ নামে পরিচিত ) দাবীতে অবস্হান বিক্ষোভ করেন ।
দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) দফ্তরে সকাল ৯-৩০ মিঃ থেকে বিকাল ৪-৩০ মিঃ পর্যন্ত এই বিক্ষোভ চলে । বিক্ষোভ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল ইডি ( ওয়ার্কস) দফ্তরে অবিলম্বে ন্যায্য ও সন্মানজনক বোনাসের দাবীতে ও ইতিমধ্যে জমা দেওয়া ধর্মঘটের নোটিশের কথা স্মরণ করিয়ে এক স্মারক লিপি জমা দেয় । আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ও কবিরঞ্জন দাসগুপ্ত । বক্তব্য রাখেন কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ । বিক্ষোভ সমাবেশের শেষে এক বিশাল মিছিল কারখানায় প্রদক্ষিন করে ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরাও কারখানার গেটে অবস্হান বিক্ষোভ করেন বার্ষিক বোনাসের দাবীতে অবস্হান বিক্ষোভ করেন এবং বিক্ষোভ চলাকালীন ইউনিয়ন নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ জমা দেন । গত ২৫শে অক্টোঃ , ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ )এর সভায় সেইলের সর্বত্র বোনাসের দাবীতে ধর্মঘটের নোটিশ জমা দেওয়ার স্বিদ্ধান্ত নেওয়া হয় । আজকের বিক্ষোভ সমাবেশে থেকে গত ১৯শে অক্টোঃ মিশ্র ইস্পাত কারখানায় কর্মরত অবস্হায় দুর্ঘটনায় মৃত ঠিকা শ্রমিক সেখ হাসুর পরিবারের একজনের স্হায়ী চাকুরীর দাবীও জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন  মলয় ভট্টাচার্য ও বিজয় সাহা । সভাপতিত্ব করেন আর.পি.গাঙ্গুলী ।




Wednesday 21 October 2015

শারদোৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলের উদ্বোধন হল ।


দুর্গাপুর,২০শে অক্টোঃ : আজ, সন্ধ্যায় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত আঞ্চলিক কমিটি গুলির উদ্যোগে , ইস্পাতনগরীর আশিষ মার্কেট ও চণ্ডিদাস বাজারে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের দুটি বুক স্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় বলেন যে মেহেনতি মানুষের শোষন মুক্তির লড়াই এ চেতনা শানিত করার সাথে সাথে আজ ভারত জুড়ে সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তোলার জন্য মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য অপরিহার্য হাতিয়ার । তিনি সাম্প্রদায়িক শক্তিগুলির চক্রান্তের বিষয়ে পার্টি সদস্যদের  উৎসবের দিনগুলিতে সদা সতর্ক নজর রাখার জন্য আহ্বান জানান । এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



বোনাসের ন্যায্য দাবীতে ধর্মঘটের প্রস্তুতিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের ধারাবাহিক লড়াই অব্যাহত ।



দুর্গাপুর, ২১শে অক্টোঃ : বিগত ২০১৪-১৫ আর্থিক বছরে, রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সংক্ষেপে সেইল কেন্দ্রীয় সরকারের ঘরে সমস্ত ট্যাক্স মিটিয়ে দিয়ে ২০৯৩ কোটি টাকার মুনাফা করে । কিন্তু তা সত্বেও সেইল কর্তৃপক্ষ গত ১৫ই অক্টোঃ প্রোডাকশন – প্রোডাক্টিভিটির সভায় ইউনিয়নগুলির প্রতিনিধিদের জানায় যে চলতি বছরে তারা শ্রমিকদের কোন বাৎসরিক বোনাস ( APLRS) দিতে পারবে না । সেইল কর্তৃপক্ষের এহেন অযৌক্তিক-অমানবিক-ঔদ্ধত্বপূর্ণ আচরনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েছেন । দুর্গাপুর ইস্পাত কারখানার    শ্রমিকদের মধ্যে এই বিক্ষোভ চরম আকার ধারন করেছে । নিয়মানুসারে বিগত আর্থিক বছরের ফলাফল অনুযায়ী বর্তমান বছরের বাৎসরিক বোনাস দেওয়া হয় যা দুর্গাপুর ইস্পাতের ক্ষেত্রে বরাবর পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম উৎসব দুর্গাপুজার আগেই দেওয়া হয় বলে পূজা বোনাস নামে পরিচিত ।
দুর্গাপুর ইস্পাত কারখানার ইতিহাসে এই প্রথম শারোদৎসবের আগে সেইল কর্তৃপক্ষ কোন বোনাস না দেবার কথা ঘোষনা করেছে । অথচ বিগত আর্থিক বছরে ( ২০১৪-১৫ ) সেইলের নিট মুনাফা হয় ২০৯৩ কোটি টাকা যার মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ছিল ৫০৩ কোটি টাকা । ২০১৩-১৪ আর্থিক বছরে  সেইলের নিট মুনাফা ছিল ২৬১৬ কোটি টাকা । ২০১৩-১৪ আর্থিক বছরে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ছিল ৪১৬ কোটি টাকা । অর্থাৎ ২০১৩-১৪ আর্থিক বছরে তুলনায় ২০১৪-১৫ আর্থিক বছরে সেইলের নিট মুনাফা কমলেও ২০১৩-১৪ আর্থিক বছরে তুলনায় ২০১৪-১৫ আর্থিক বছরে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ২২% বৃদ্ধি পায় । এর ফলে , সেইল কর্তৃপক্ষের বাৎসরিক বোনাস ( APLRS) চলতি কথায় পূজা বোনাস না দেওয়ার ঘোষনায়,দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে গত ১৬ই অক্টোঃ দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ই.ডি. ওয়ার্কসের দফ্তরে প্রবল গনবিক্ষোভ,মিছিল ও পরের দিন ,অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাস,ইচ্ছুক শ্রমিক-কর্মচারী সহ অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টারের লিজিং অথবা লাইসেন্সিং,কর্তৃপক্ষের একতরফা ভাবে শ্রমিকদের উপর  চাপানো  জল ও ডায়েট চার্জ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের উপর চাপানো কোয়ার্টার পেনাল রেট অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহারের দাবীতে হুঁশিয়ারী দিয়ে ই.ডি. ওয়ার্কসের কাছে ধর্মঘটের নোটিশ দেওয়া হয় । একই সাথে ১৬ই অক্টোঃ থেকে ১৯শে অক্টোঃ ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে কারখানার প্রতিটি বিভাগে দাবীগুলির সমর্থনে গণ-সাক্ষর সংগ্রহ অভিযানে শ্রমিক-কর্মচারীরা অভূতপূর্ব সাড়া দেয় । ১৯শে অক্টোঃ , ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে কারখানার প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানদের কাছে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারপরে কোক ওভেন বিভাগ থেকে শুরু হয় এক ঐতিহাসিক মিছিল । মিছিল যায় সিইও দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )। সাম্প্রতিককালের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের এরকম অভূতপূর্ব বিশাল মিছিল দেখা যায় নি । মিছিল শেষে সেইল কর্তৃপক্ষের কুশপুত্তলিকা দাহ করা ।
এ দিকে , দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের পুজা বোনাস না হওয়ার দুর্গাপুর সহ সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্হায় প্রত্যক্ষ প্রভাব পড়েছে । দুর্গাপুর সহ আসানসোল ও বর্ধমানের ছোট-বড় ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ ,যারা সারা বছর ধরে পূজোর সময়ে কেনাকেটার উপর অনেকটা নির্ভরশীল,তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছেন ।
এর ফলে সামগ্রিকভাবে , বোনাস বা এক্সগ্র্যাসিয়ার ন্যায্য দাবীর আন্দোলনকে কেন্দ্র করে একদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে , অন্যদিকে ইস্পাতনগরী ও তৎসংলগ্ন অঞ্চল সহ বৃহত্তর দুর্গাপুরের মানুষের মধ্যে  আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের সমর্থনে দৃঢ় জনমত গড়ে উঠছে যা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পটভূমি তৈরি করেছে ।,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  দূর্গাপুজার পরেই বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে ।





Sunday 18 October 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা ধর্মঘটের পথে ।


দুর্গাপুর , ১৭ ই অক্টোবর : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) এর দফ্তরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষ থেকে সন্মানজনক বার্ষিক বোনাস এর দাবী সহ সমস্ত ইচ্ছুক শ্রমিকদের জন্য কোয়ার্টারের লিজ অথবা লাইসেন্সিং , কর্তৃপক্ষের একতরফা চাপানো  ওয়াটার চার্জ ও হাসপাতালের ডায়েট চার্জ এবং ১লা অক্টোঃ,২০১৫ থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের উপর চাপানো পেনাল কোয়ার্টার রেন্ট নিঃশর্ত প্রত্যাহারের দাবীতে ধর্মঘটের নোটিশ দেওয়া হয় ।

ধর্মঘটের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে ইডি ( ওয়ার্কস) এর দফ্তরের সামনে শ্রমিকদের বিশাল বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ,অরুন চৌধুরী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত । সভার শেষে এক বিশাল মিছিল কারখানার বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে । 



Friday 16 October 2015

এই প্রথম বার্ষিক রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল কর্তৃপক্ষ বোনাস দিতে অনিচ্ছুক,প্রতিবাদে উত্তাল দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।


দুর্গাপুর , ১৬ ই অক্টোবর : মোদী সরকারের ‘আচ্ছে দিন’ মানে শ্রমিকদের সর্বনাশের দিন – এই কথা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিকরা ।
গতকাল , প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির মিটিং এ সেইল কর্তৃপক্ষ ২০১৫-১৬ সালে আর্থিক অধোগতির উপর জোর দেয় । কিন্তু বোনাসের আলোচনা শুরু হলে কর্তৃপক্ষ বোনাস দিতে অক্ষমতা প্রকাশ করে । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) সহ আলোচনায় অংশগ্রহনকারী ইউনিয়নগুলি বলে বোনাস নির্ধারিত হয় পূর্ববর্তী বছর অর্থাৎ ২০১৪-১৫ সালের পারফরম্যান্স এর ভিত্তিতে,বর্তমান আর্থিক বছর ২০১৫-১৬ সালের ভিত্তিতে নয় । তাই সেইল কর্তৃপক্ষের বোনাস না দেওয়ার যুক্তি - কোনমতে গ্রহনযোগ্য নয় । দীর্ঘ আলোচনা-বিতর্কের শেষে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) সহ সব ইউনিয়নগুলি সেইল কর্তৃপক্ষের বোনাস না দেওয়ার যুক্তিকে প্রত্যাখ্যান করে ও ২০১৪-১৫ সালের পারফরম্যান্স ও মুনাফার এর ভিত্তিতে বর্ধিত বোনাসের দাবীতে অটল থাকে । কোনরকম ফয়সালা ছাড়া মিটিং শেষ হয় ।
আজ ,দুর্গাপুর ইস্পাত কারখানার ই.ডি.(ওয়ার্কস) এর কাছে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) ও ডি.এস.এস.ইউ(এ.আই.টি.ইউ.সি) এর যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ জমায়েতে অবিলম্বে বার্ষিক বোনাস এবং অন্যান্য বকেয়া দাবীর ফয়সালার দাবী জানান ।

জমায়েতে বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার,সৌরভ দত্ত,প্রকাশতরু চক্রবর্তী (এইচ.এস.ই.ইউ ),শম্ভু প্রামানিক । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে সেইল জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ।

Monday 12 October 2015

প্রয়াত শিল্পী এবং কৃষক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক সলিল দাসগুপ্ত ( বড় সলিল দা’ ) কে স্মরণ করল ইস্পাতনগরী ।

                                                                

দুর্গাপুর,১২ ই অক্টোবর : গতকাল সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি’জোনের নিউটনে শান্টু দেবরায় স্মৃতি ভবনে,ভারতীয় গননাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার উদ্যোগে প্রয়াত সলিল দাসগুপ্তর স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
গত ১৬ই সেপ্টেঃ ভারতীয় গননাট্য সংঘের রাজ্য কমিটির সদস্য সলিল দাসগুপ্ত প্রয়াত হয়েছেন । দেশভাগের পর তিনি চলে আসেন উত্তর ২৪ পরগনার ইছাপুরে । প্রথমে টিটাগড়ে শ্রমিক হিসাবে কাজ শুরু করে ৬০ এর দশকের শুরুতে দুর্গাপুর ইস্পাত কারখানার ফিস প্লেট প্ল্যান্টে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন । বামপন্হী ভাবনায় বড় হওয়ার সুবাদে প্রথম থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেন  এবং স্বল্পকালের মধ্যে কাউন্সিল ও কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন । একই সাথে তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হয়ে কালক্রমে কৃষক সভার  দুর্গাপুর মহকুমা কমিটির সদস্য নির্বাচিত হন । দুর্গাপুরে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড  সলিল দাসগুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তাঁর উদ্যোগে দুর্গাপুরে গড়ে ওঠে গননাট্য সংঘের ‘তূর্য শাখা’ । একাধারে নাট্যকার,পরিচালক,কবি,ছড়াকার কমরেড  সলিল দাসগুপ্ত ছিলেন বর্ধমান জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব । অবসর গ্রহনের পর তিনি ইছাপুরে ফিরে যান এবং সেখানে আমৃত্যু কাল গণনাট্য সংঘের জেলা ও রাজ্য পর্যায় দায়িত্ব বহন করেছেন । অকুতভয় ও প্রচন্ড পরিশ্রমী কমরেড সলিল দাসগুপ্ত নিরঅহংকারি সাধারন জীবন যাপনের জন্য সকলের কাছে জনপ্রিয় ছিলেন । দুর্গাপুরে তিনি ‘ বড় সলিল দা ’ নামে পরিচিত ছিলেন ।

স্মরন সভার শুরুতে ভারতীয় গননাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষে সমবেত সংগীত পরিবেশন করেন শিউলি গাঙ্গুলী,দেবব্রত দাস ও আশীষতরু চক্রবর্তী । এর পরে প্রয়াত কমরেড সলিল দাসগুপ্তর প্রতিকৃতিতে মাল্যদান করেন কমঃ রথীন রায়,সন্তোষ দেবরায়,সুখময় বোস,কবিরঞ্জন দাসগুপ্ত,আশীষতরু চক্রবর্তী প্রমূখ । আবৃতি করে শোনান শ্যামল ব্যানার্জী । স্মৃতিচারন করেন কমঃ রথীন রায় ও সুখময় বোস।সভাপতিত্ব ও
 সমগ্র অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আশীষতরু চক্রবর্তী ।

Monday 5 October 2015

আক্রান্ত গণতন্ত্র – প্রতিবাদে দুর্গাপুরে সুবিশাল মিছিল ।

                                                          

দুর্গাপুর,৫ই অক্টোবর : এবারে বাংলায় শরৎের বাতাসে শিঁউলির গন্ধের বদলে বারুদের গন্ধ , ইতিউতি পরে আছে লাশ আর গনতন্ত্রের নিধনযজ্ঞ চলছে । সারা বিশ্ব শিউরে উঠেছে পঃ বঙ্গে গত ৩রা অক্টোঃ বিধাননগর-রাজারহাট,আসানসোল ও হাওড়া পৌরসভার অন্তর্গত বালির পৌর নির্বাচনে পুলিশের সহযোগিতায় শাসকদল তৃণমূলের অভূতপূর্ব সন্ত্রাস-রিগিং এবং ভোটার ও বাম বিশেষ করে সি.পি.আই.(এম) নেতৃত্ব-কর্মী-দরদী সহ অন্যান্য বিরোধীদলের উপরে অস্ত্রসস্ত্র সহ নৃশংস শারীরিক আক্রমনের রূপ দেখে । প্রতিবাদে বামফ্রন্টের ডাকে আজ সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও সুবিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হল । গান্ধীমোড়ের থেকে মিছিল শুরু হয়ে সিটি সেন্টারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে শেষ হয় । সুবিশাল সুসজ্জিত মিছিলে মহিলা ও যুবদের উল্ল্যেখনীয় উপস্হিতি ছিল । মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী,মহাব্রত কুন্ডু ও শ্যামা ঘোষ । সভায় সভাপতিত্ব করেন কমঃ শ্যামা ঘোষ ।


Friday 2 October 2015

কলকাতায় শান্তিপূর্ণ লালবাজার-অভিযানের উপর তৃণমূল সরকারের পুলিশের নৃশংসতম হামলার প্রতিবাদে ইস্পাতনগরী গর্জে উঠল ।

                                                                    

দুর্গাপুর ,২রা অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর চণ্ডীদাস বাজার মোড়ে ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে কলকাতায় শান্তিপূর্ণ লালবাজার-অভিযানের উপর তৃণমূল সরকারের পুলিশের নৃশংসতম হামলার প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয় । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে দলে দলে মানুষ এই প্রতিবাদ সভায় যোগ দেন । সভায় বক্তব্য রাখেন কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ,বিজয় সাহা ও সৌরভ দত্ত । সভাপতিত্ব করেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ।

Thursday 1 October 2015

ইস্পাতনগরীতে লালতরঙ্গ ।

                                                               

দুর্গাপুর,১লা অক্টোবর : আজ সন্ধ্যায়, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ডাকে,দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে ইউনিয়নের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে  ইস্পাতনগরীতে এক বিশাল মিছিল ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে মার্কণী – চন্ডিদাস বাজার–শরৎচন্দ্র-মহিষ্কাপুর-আই সেক্টর মোড়-রামকৃষ্ণ-অশোক এভিন্যু-সেন্ট পলস হয়ে আশীষ মার্কেটে পৌঁছায় । মিছিলে অবিলম্বে ডি.এস.পি ম্যানেজমেন্ট কে কোয়ার্টার-সংক্রান্ত কালা সার্কুলার ও শ্রমিক-কর্মচারীদের ওপর চাপানো জল ও ডায়েট চার্জ প্রত্যাহারে দাবী ওঠে । একই সাথে মিছিল থেকে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় । পাঁচ সহস্রাধিক লোকের এই মিছিলে মহিলাদের বিশাল উপস্হিতি লক্ষ্যনীয় ছিল । মিছিলে উপস্হিত ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ সহ জেলা সি.আই.টি.ইউ এর নেতৃত্ব । মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ।