Monday 30 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল প্রখ্যাত হিন্দী সাহিত্যিক ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ ।


দুর্গাপুর , ৩০শে নভেঃ : গতকাল ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোডে  চিত্তব্রত মজুমদার ভবনে প্রখ্যাত হিন্দী সাহিত্যিক,নাট্যকার ও অভিনেতা ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির আহ্বানে ও দুর্গাপুর প্রস্তুতি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হল ,” ভীষ্ম সাহানী ও তার সাহিত্যের বর্তমান প্রাসঙ্গিকতা “ শীর্ষক আলোচনা সভা । শ্রী অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া, দীনেশ ঝা,মানস মুখার্জী ও বিভূতি দাসমন্ডল কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী আলোচনা সভা পরিচালনা করেন । সংগীত পরিবেশন করেন শ্রী সত্যপ্রকাশ কিশোরিয়া,বি.কে.মিশ্র ও মহঃ শাকীর । ভীষ্ম সাহানীর জীবন ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বিখ্যাত হিন্দী সাহিত্যিক ও সমালোচক ডঃ দামোদর মিশ্র,অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া,রামেশ্বর শর্মা,বিজয় ঠাকুর প্রমূখ সাহিত্যকবৃন্দ । এদিনের আলোচনা সভায় বিশেষ করে হিন্দী ও উর্দুভাষী লেখক-কবি-সাহিত্যিকদের উপস্হিতি ছিল বিশেষ লক্ষ্যনীয় ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির সম্পাদক ডঃ সন্তরাম ।

Sunday 29 November 2015

বি.পি.এম.ও এর ডাকে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে তিন-দিনে ৬ টি জাঠায় ব্যাপক সারা ।

                                                        

দুর্গাপুর ,২৯শে নভেঃ : ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর ডাকে গত ২১-২২ শে নভেঃ ও আজ মিলে মোট ছয়টি জাঠায় ব্যাপক সারা মিলল । প্রথম জাঠা মিছিলটি হয় গত ২১শে নভেঃ শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা-শোভাপুর গ্রামে । মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে গ্রামের পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন ।
গত ২২শে নভেঃ ইস্পাতনগরীর এ-জোন ,বি-জোন,সি-জোন,সেপকো কলোনী,সেইল সমবায় আবাসন ও ধোবিঘাট-রঘুনাথপুর-পারুলিয়া অঞ্চলে  বি.পি.এম.ও এর ডাকে চারটি জাঠায় ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায় । মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে তিন দিনে মোট ৬ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ৩২ কিমি পথ পরিক্রমা করে ।
আজকের জাঠা মিছিল আইনস্টাইন রোড সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চল থেকে শুরু হয়ে দুর্গাপুর ইস্পাতনগরীর সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চল পরিক্রমা করে ভাবা রোড পুকুর পারে শেষ হয় । তৃণমূলের সন্ত্রাসকে সম্পূর্ণ উপেক্ষা করে কাতারে কাতারে বস্তির মানুষ ,বিশেষ করে মহিলার বেড়িয়ে এসে দৃপ্ত ভঙ্গীতে জাঠা মিছিলে যোগ দেন । মিছিলে পা মেলান দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক, ঠিকা শ্রমিক সহ দুর্গাপুর ইস্পাত কারখানার অসংখ্য উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক । মিছিলে ১৯ দফা দাবী সহ তৃণমূল সরকারের দুর্গাপুরকে স্মার্ট সিটি বানানোর অজুহাতে বিনা পূনর্বাসনে বস্তি-উচ্ছেদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের শ্লোগানে মুখরিত হয় । জাঠা মিছিলে ছিলেন পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ইস্পাতনগরীর শহর কমিটির নেতৃবৃন্দ কমঃ নির্মল ভট্টাচার্য , গৌরাঙ্গ চক্রবর্তী,আল্পনা চৌধুরী সহ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য গণ আন্দোলনের নেতৃবৃন্দ ।







Saturday 28 November 2015

মানা চর –পুরানো ওয়ারিয়াতে বি.পি.এম.ও এর জাঠা মিছিলে জনপ্লাবন ।

                                                               

দুর্গাপুর , ২৮শে নভেঃ : আজ বিকালে,বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা দামোদরের মানা চর থেকে শুরু হয়ে ৩৬নং ওয়ার্ড ও পুরানো ওয়ারিয়ার বিভিন্ন জায়গা পরিক্রমা করে শেষ হয় ওয়ারিয়া রেল স্টেশন । বিশাল জাঠা-মিছিলকে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে অভিনন্দন জানায় । মিছিলের অগ্রভাগে ছিলেন কৃষকনেতা মনিলাল চৌধুরী ,প্রবীর মন্ডল,রঘুবীর মন্ডল,হীরা সাউ,প্রভাত সাঁই,শ্যামা ঘোষ,হারাধন ঘোষ,লোকনাথ দাস,বুধন মন্ডল,লখীরাম মুর্মূ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ । মিছিলের শেষে ওয়ারিয়া রেল স্টেশনে পথসভায় বক্তব্য রাখেন সাঁই,শ্যামা ঘোষ ও হারাধন ঘোষ ।

Sunday 22 November 2015

বি.পি.এম.ও এর ডাকে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে দু-দিনে ৫ টি জাঠায় ব্যপক সারা ।

                                                                     


দুর্গাপুর , ২২শে নভেঃ : ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর ডাকে গতকাল ও আজ মিলে মোট পাঁচটি জাঠায় ব্যাপক সারা মিলল । গতকাল জাঠা মিছিল হয় শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা-শোভাপুর গ্রামে । মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । যত সময় গড়ায় , মিছিলের পরিধি ততই স্ফীত হতে থাকে । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে গ্রামের পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন ।
আজ , ইস্পাতনগরীর এ-জোন ,বি-জোন,সি-জোন,সেপকো কলোনী,সেইল সমবায় আবাসন ও ধোবিঘাট-রঘুনাথপুর-পারুলিয়া অঞ্চলে  বি.পি.এম.ও এর ডাকে চারটি জাঠায় ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায় । মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে আজ ও গতকাল মিলিয়ে মোট ৫ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ২২ কিমি পথ পরিক্রমা করে । আগামী ২৯শে নভেঃ আরও একটি জাঠা ১০ কিমি পথ পরিক্রমা করবে । পদযাত্রা থেকে  নারায়নগড়ের বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড সূর্যকান্ত মিশ্র ,তরুন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের হামলা এবং ময়ূরেশ্বর ও পিংলায় বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড রামচন্দ্র ডোম ,ধীরেন লেট, অশোক রায় সহ নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের নৃশংস হামলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বি.পি.এম.ও এর জাঠা উপর তৃণমূলীদের হামলা ও পুলিশী নিষ্ক্রিয়তার তীব্র ধিক্কার জানানো হয় । অন্যান্যদের সাথে পদযাত্রায় পা মেলান গন-আন্দোলনের নেতৃত্ব কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।









Saturday 21 November 2015

হেমন্তের বজ্র নির্ঘোষ : বিজরা–শোভাপুর গ্রামে বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা ।


                                                                

 দুর্গাপুর , ২১শে নভেঃ : আজ বিকালে,বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা শুরু হয়  ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা গ্রাম থেকে । শেষ হয় শোভাপুর গ্রামে । দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর পক্ষ থেকে মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে আজ ও আগামীকাল ৫ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ২২ কিমি ও আগামী ২৯শে নভেঃ আরও একটি জাঠা ১০ কিমি পথ পরিক্রমা করবে ।
আজকের মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । যুবক এবং মহিলাদের উপস্হিতিও  বিশেষ উল্ল্যখযোগ্য । যত সময় গড়ায় , মিছিলের পরিধি ততই স্ফীত হতে থাকে । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন । পদযাত্রা থেকে গতকাল নারায়নগড়ের বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড সূর্যকান্ত মিশ্র , তরুন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের হামলা এবং আজ ময়ূরেশ্বর ও পিংলায় বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড রামচন্দ্র ডোম ,ধীরেন লেট, অশোক রায় সহ নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের নৃশংস হামলার তীব্র ধিক্কার জানানো হয় ।অন্যান্যদের সাথে পদযাত্রায় পা মেলান গনআন্দোলনের নেতৃত্ব কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।







Monday 16 November 2015

আক্রান্ত গনতন্ত্র , আক্রান্ত জীবিকা – প্রতিরোধে চাই শক্তিশালী গণআন্দোলন : অচিন্ত্য মল্লিক

                                                 

দুর্গাপুর, ১৬ই নভেঃ : রাজ্যে গনতন্ত্র আক্রান্ত । গনতন্ত্র আক্রান্ত হলে মানুষের জীবন-জীবিকা নিশ্চিত থাকতে পারে না । এর প্রকৃষ্ট উদাহরন হল দুর্গাপুর । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারখানায় বামপন্হী ট্রেড ইউনিয়ন করার অপরাধে ৩৫০০ এর বেশী ঠিকা শ্রমিক কে উচ্ছেদ করা হয়েছে । এমন কি নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যের জন্য ত্রান সংগ্রহ করতে গিয়ে গণআন্দোলনের নেতা-কর্মীদের রক্তাত হয়েছেন । গত সারে চার বছর ধরে আক্রান্ত ,রক্তাত দুর্গাপুর কখনও অত্যাচারের কাছে মাথা নত করে নি । গনতন্ত্র রক্ষা , মেহেনতী মানুষের জীবন-জীবিকার উপরে নেমে আসা ভয়াবহ আক্রমন ও সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে  আজ বর্ধমান জেলা সহ সমগ্র পঃ বঙ্গে গণ আন্দোলনের ব্যাপকতা যে অনেকটাই বেড়েছে , তার প্রমান হল নবান্ন-অভিযান ও ২রা সেপ্টেঃ রাজ্যে প্রায় সম্পূর্ন ধর্মঘট । আজ রাজ্যে ১১৩ টি গণসংগঠন কে নিয়ে গড়ে তোলা হয়েছে  ‘বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশন’ সংক্ষেপে বিপিএমও । বিপিএমও এর ডাকে  রাজ্যে প্রায় ৭৭০০০ বুথে জাঠা ১৫ দফা দাবীতে জাঠা চলছে । ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে আগামী ২১-২২ নভেঃ বিপিএমও এর ডাকে  জাঠা  হচ্ছে । যে সব মানুষের কাছে পৌঁছানো যায় নি , তাদের কাছে পৌঁছাতে হবে । আজ , ইস্পাতনগরীর বি-জোনে দেশবন্ধু ভবনে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বিপিএমও এর ডাকে এক ভীড়ে ঠাসা কনভেনশনে এই আহ্বান জানালেন বর্ধমান জেলার গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ অচিন্ত্য মল্লিক । এর আগে , ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বিপিএমও এর আহ্বায়ক কমঃ বিশ্বরূপ ব্যানার্জী সংক্ষেপে কিভাবে ২১-২২ নভেঃ বিপিএমও এর ডাকে জাঠা সংগঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে সে বিষয়ে বক্তব্য রাখেন এবং ইস্পাত শিল্পে বোনাসের দাবীতে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ উদ্যোগে আগামী ৩রা ডিসেঃ দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় ধর্মঘটের আহ্বানের গুরুত্ব ব্যাখ্যা করে ১৫ দফা দাবীর সাথে স্হানীয় ৪-দফা দাবী যুক্ত করার কারন বিশ্লেষন করেন । গন আন্দোলনের নেতা কমঃ সন্তোষ দেবরায় জানান যে আগামী ২১-২২ নভেঃ জাঠা ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের ৩২ কিমি পথ অতিক্রম করবে । কিন্তু ইতিমধ্য জাঠাকে কেন্দ্র করে ব্যপক উ্দীপনা তৈরি হওয়া আরও জাঠা সংগঠিত করার প্রস্তুতি নেওয়া হয়ছে যা আরও ১০-১২ পথ অতিক্রম করবে ।কনভেনশনের শুরুতে প্যারিসে সন্ত্রাসবাদী হামলায় নিহতের স্মরণে নীরবতা পালন করা হয় । সভাপতিত্ব করেন কমঃ সন্তোষ দেবরায় ।






Sunday 15 November 2015

সমস্ত ধরনের সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে আপোষহীন প্রতিরোধের আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিলে মিছিলে জনজোয়ার ।

                                                                      

দুর্গাপুর , ১৫ই নভেঃ : আজ বিকালে,ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে সমস্ত ধরনের সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে আপোষহীন প্রতিরোধের আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর এ-জোন , বি-জোন ও সেইল সমবায় অঞ্চলে তিন টি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় । আজকের মিছিল সফল করার আহ্বান জানিয়ে গত ৭ই নভেঃ এ-জোন,বি-জোন,সেইল সমবায় অঞ্চলে ও ইস্পাতনগরী সংলগ্ন রঘুনাথপুর-ধোবিঘাট অঞ্চলে চারটি পথসভা অনুষ্ঠিত হয় । উদার অর্থনৈতিক নীতির বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা রুখতে,দেশে সব ধরনের সাম্প্রদায়িক-মৌলবাদী কার্যকলাপ বন্ধ করতে এবং ধর্মনিরপেক্ষতার নীতি বজায় রেখে দেশের মানুষের ঐক্য ,সংহতি ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার উদ্দেশ্যে দলমত নির্বিশেষে সমাজের সমস্ত অংশের মানুষকে সামিল করার জন্য আজকের মিছিলের ডাক দেওয়া হয় ।  এদিকে , বিপিএমও র ডাকে ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রামে আগামী ২১-২২ নভেঃ এর ঐতিহাসিক জাঠা মিছিলর প্রস্তুতির মাঝেই আজকের মিছিলের জনজোয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।



Monday 9 November 2015

বার্ষিক ( পূজো) বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে ।



দুর্গাপুর, ৯ই নভেঃ : বার্ষিক ( পূজো) বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে । আজ, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এবং এ.আই.টি.ইউ.সি , এ.আই.ইউ.টি.ইউ.সি ও বি.এম.এস - বার্ষিক ( পূজো) বোনাসের দাবীতে যৌথ ভাবে মিছিল করে ও বিক্ষোভ দেখায় ।

    প্রসংগত , গত ১৫ই অক্টোঃ সেইল ম্যানেজমেন্ট একতরফাভাবে এ বছরে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিকদের বার্ষিক (পূজো) । বোনাসের দেওয়া হবে না বলে জানায় । এর বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় ও গত ২ রা নভেঃ সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ( আই.এন.টি.ইউ.সি বাদে) বার্ষিক (পূজো) বোনাসের দাবীতে আগামী ১৯ নভেঃ সেইল ও আর.আই.এন.এল এ ধর্মঘটের নোটিস দেয় । ইতিমধ্য গত ৪-৫ নভেঃ দিল্লিতে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে সেইল ম্যানেজমেন্ট বোনাসের পরিবর্তে সেইল ও আর.আই.এন.এল এর  ইন্টিগ্রেডেড স্টিল প্ল্যান্টে ৯০০০ টাকা ও সেইল ও আর.আই.এন.এল এর অন্যান্য সংস্হায় ৭০০০ টাকা “অগ্রিম” বাবদ দেওয়ার কথা ঘোষনা করলে সি.আই.টি.ইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়ন তা প্রত্যাখান করে ও বোনাস আলোচনার জন্য এন.জে.সি.এস ডাকার দাবী জানায়।

  এ দিকে ,আজই সেইল ম্যানেজমেন্ট বোনাসের পরিবর্তে “অগ্রিম” বাবদ টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ।

        আজকের বিক্ষোভ সভায়, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সেইল ম্যানেজমেন্ট কে হুঁশিয়ারি জানিয়ে বলা হয় যে সেইল ম্যানেজমেন্ট শ্রমিকদের ধর্মঘটে যেতে বাধ্য করছে । অবিলম্বে এন.জে.সি.এস ডেকে বোনাসের ফয়সালা না করলে ,আগামী ১৯শে নভেঃ শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবেন ।বিক্ষোভ চলাকালীন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এবং এ.আই.টি.ইউ.সি , এ.আই.ইউ.টি.ইউ.সি ও বি.এম.এস এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় ।


দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যর পুস্তক বিক্রয় কেন্দ্র ।

                                                                 


দুর্গাপুর , ৯ই নভেঃ : দীপাবলি উপলক্ষ্যে আজ ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যর দুটি পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হল । তিলক-ডেভিড সেক্টর কমিটির পরিচালিত  তিলক রোডে পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । পার্টির দুর্গাপুর ইস্পাত ৫ আঞ্চলিক সাংগঠনিক কমিটির উদ্যোগে অন্য পুস্তক বিক্রয় কেন্দ্রটি হয়েছে হর্ষবর্ধন রোডে । এর আগে শারোদৎসবের সময় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে দুটি পুস্তক বিক্রয় কেন্দ্র খোলা হয়েছিল । 


Sunday 8 November 2015

এন.এস.পি.সি.এল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) ১৩-তম সম্মেলন অনুষ্ঠিত হল


দুর্গাপুর, ৮ই নভেঃ : আজ,ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনের সুবোধ বিশ্বাস মঞ্চে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এন.এস.পি.সি.এল এর শ্রমিক সংগঠন এন.এস.পি.সি.এল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) ১৩-তম  সম্মেলন ।
সম্মেলনের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কমঃ সুখময় বোস । শহীদ বেদীতে মাল্যদান কমঃ সুখময় বোস,কৃষ্ণচন্দ্র সাহা, সুবীর সেনগুপ্ত (সি.আই.টি.ইউ,বর্ধমান জেলা কমিটি),পি.কে.দাস ( এস.ডব্লু.এফ.আই),স্বপন মজুমদার(এইচ.এস.ই.ইউ),সুরজিত রায়(ইউ.সি.ডব্লু.ইউ) সহ অন্যান্য গণআন্দোলনের নেতৃবৃন্দ ।

সম্মেলন ১৪ জনের নতুন কমিটি নির্বাচিত করেছে । সভাপতি ও ওবি-কনভেনর নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ সুখময় বোস ও কমঃ পালমিন্দার সিং । 

Saturday 7 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী : সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা ।



দুর্গাপুর ,২রা নভেঃ : আজ ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী । সকালে আশীষ-জব্বর ভবনে অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিকালে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা হয় । পথসভা হয় এ’জোনের প্রান্তিকা সংলগ্ন লায়েন্স ক্লাবের মোড় , বি’জোনের চন্ডীদাস রোটারী,সেইল আবাসন অঞ্চলের কবিগুরু ( সেকেন্ড স্টপেজ) ও কমলপুর-রঘুনাথপুর-ধোবিঘাটের মধুপল্লীতে । 



Wednesday 4 November 2015

বার্ষিক বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মানব-বন্ধন কর্মসূচী পালিত হল ।




দুর্গাপুর,৪ঠা নভেঃ : আজ,পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে বার্ষিক বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় , সি.আই.টি.ইউ সহ আই.এন.টি.ইউ.সি , এ.আই.টি.ইউ.সি, বি.এম.এস ও এ.আই.ইউ.টি.ইউ.সি এর ডাকে শ্রমিক-কর্মচারীরা মানব-বন্ধন কর্মসূচী পালিত করে । সকালে জেনারেল শিফট শুরু হওয়ার আগে কারখানার মেইন গেট থেকে শুরু করে কারখানার অভ্যন্তরে প্রায় ১ কিমি ব্যাপি এই মানব-বন্ধনে বিপুল সংখ্যায় শ্রমিক-কর্মচারী অংশ গ্রহন করেন । সভার শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অরুন চৌধুরী (সি.আই.টি.ইউ), সুব্রত ভট্টাচার্য (আই.এন.টি.ইউ.সি ), ভি.বেনুগোপাল (এ.আই.টি.ইউ.সি),ধরম চাঁদ মিশ্র (বি.এম.এস) ও বিশ্বনাথ মন্ডল (এ.আই.ইউ.টি.ইউ.সি )। সভাপতিত্ব করেন তাপস সর (আই.এন.টি.ইউ.সি )।
মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীরা কারখানার অভ্যন্তরে এসএমএস শপ থেকে মিছিল করে জিএম (ওয়ার্কস) দফ্তরে যান ও মানব-বন্ধন কর্মসূচী পালন করেন । শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আর.পি.গাঙ্গুলী ( কার্যকরী সভাপতি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ,এএসপি শাখা , সি.আই.টি.ইউ ) ও বিজয় সাহা ( সহ সভাপতি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ,এ.এস.পি শাখা , সি.আই.টি.ইউ ) ।
এ দিকে ,রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিক-কর্মচারীদের বার্ষিক বোনাস না দেওয়ার সেইল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে , দেশ ব্যাপী সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ চরমে উঠেছে। সেইল কর্তৃপক্ষের বার্ষিক বোনাস না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নরা যৌথ ভাবে আগামী ১৯শে নভেঃ  সেইল ও আর.আই.এন.এল এ ধর্মঘটের ডাক দিয়েছে । গত ২রা নভেঃ , সেইল ও আর.আই.এন.এল এর সর্বত্র বিপুল সংখ্যায় শ্রমিকদের উপস্হিতিতে অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাসের দাবীতে ধর্মঘটের নোটিশ জমা পড়ে এবং আজ সর্বত্র ঐ দাবীতে মানব-বন্ধন কর্মসূচী পালিত হয় ।
এ দিকে, বার্ষিক বোনাসের দাবীতে অভূতপূর্ব শ্রমিক-ঐক্য এবং প্রবল শ্রমিক বিক্ষোভের ফলে সেইল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত  সি.আই.টি.ইউ সহ অন্যান্য স্বীকৃত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির সাথে বোনাস সম্পর্কিত আলোচনা শুরু করতে বাধ্য হয়েছে । আজ দিল্লীতে বোনাস আলোচনা শুরু হয়ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত , আজকের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে । আগামীকাল আলোচনা চলবে ।