Sunday 31 January 2016

ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও শহীদ আশীষ-জব্বরের আত্মদানের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সারা বাংলা আমন্ত্রনমূলক দৌড় প্রতিযোগীতা ।

                                                                  

দুর্গাপুর,৩১ জানুঃ – আজ সকালে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও শহীদ আশীষ-জব্বরের আত্মদানের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সারা বাংলা আমন্ত্রনমূলক দৌড় প্রতিযোগীতা । আয়োজক ঐতিহাসিক আগষ্ট আন্দোলন সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপক কমিটি । পুরুষদের ১৫ কিমি দৌড়ে অংশ ১০৬ জন ও মহিলাদের ৫ কিমি দৌড়ে ৩৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন ।ইস্পাতনগরীর এ-জোনের ঐতিহাসিক লাল ময়দান থেকে দৌড় শুরু হয়ে শেষ হয় বি-জোনের বি.টি.রণদিভে ভবনে । পুরুষ ও মহিলাদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে হাফিজুল মন্ডল ও শ্যামলী সিং । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার । এছাড়াও উপস্হিত ছিলেন বহু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রাক্তন ক্রীড়াবিদ । শেষে বি.টি.রণদিভে ভবনে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রত্যেক প্রতিযোগীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে জ্যোতির্ময়ী শিকদারকে সম্বর্ধিত করেন হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) পক্ষে রথীন রায় ও বিশ্বরূপ ব্যানার্জী ।



Wednesday 27 January 2016

দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার ক্রমাবনতির বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর গণ অবস্হান-বিক্ষোভ কর্মসূচী ।

                                                                 
দুর্গাপুর,২৭ জানুঃ – আজ দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার ক্রমাবনতির বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালের প্রবেশ পথে সকাল সাড়ে আট টা থেকে দুপুর দেড় টা এবং বিকাল চার টা থেকে পাঁচ টা পর্যন্ত গণ অবস্হান-বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় । এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষ অভিযোগ যে ১৯৯১ সালে নয়া অর্থনৈতিক নীতি গ্রহনের পর থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার ক্রমাবনতি হয়েছে এবং বর্তমানে ভয়াবহ আকার নিয়েছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে প্রতি বছরে বর্হিবিভাগে প্রায় ১০ লক্ষ চিকিৎসা করান এবং প্রায় ৩০ হাজার রোগী ভর্তি হয় । অথচ এই বিপুল পরিমানে রোগীদের চিকিৎসা সহ ৫ টি হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যালের চিকিৎসা পরিষেবার জন্য মাত্র ১৪০ জন নার্সিং স্টাফ ( এর মধ্যে মেইন হাসপাতালে ৩ শিফটের জন্য মোট ৯০ জন নার্স রয়েছেন ),২৬ জন ফার্মাসিষ্ট ( বিগত ২৪ বছরে একজনও ফার্মাসিষ্ট নিয়োগ হয় নি ),৯২ জন ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন । এর মধ্যে ৯ জন নার্স ও ৬ জন ডাক্তার ২০১৬ সালে অবসর গ্রহন করবেন । বর্তমান বছর থেকে ডিএনবি এর শিক্ষার্থী চিকিৎসকদের আসা অনিশ্চিত হয়ে পড়েছে । অন্যান্য মেডিক্যাল ও টেকনিক্যাল স্টাফের সংখ্যা তথৈবচ । অত্যন্ত প্রয়োজনীয় ট্রমা সেন্টার হয় নি । চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি অপ্রতুল এবং  যথাযথ রক্ষণাবেক্ষন হচ্ছে না । নিম্ন মানের ওষুধ সরবরাহ করা হচ্ছে । সাম্প্রতিক কালে ব্লাড ব্যাঙ্ক সহ বিভিন্ন পরিষেবায় গুরুতর ত্রুটি সামনে এসেছে । হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত ,তাদের পরিবারবর্গ দের সাথে দুর্গাপুরে অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্হা এবং মেডিক্লেমের রোগীদের চিকিৎসা হয় । বহিরাগত ও মেডিক্লেমের রোগীদের চিকিৎসা-বাবদ বছরে হাসপাতালের আয় প্রায় ১০ কোটি টাকা । বিগত ১১ বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা লাগাতার মুনাফা করলেও এবং এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষ লাগাতার আন্দোলনের চাপে মাঝে মাঝে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও প্রকৃতপক্ষে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইল কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য কোন ব্যবস্হা নেয় নি বলে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী অভিযোগ করেন । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের চাপ আছে বলে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইল কর্তৃপক্ষ দায় এড়াতে চাইছে বলেও তিনি অভিযোগ জানান । সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক ও রাজ্যসভার সাংসদ তপন সেন এ বিষয়ে সেইল কর্তৃপক্ষ কে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের দাবী জানালে সমস্যা মেটানোর আশ্বাস মিললেও কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় নি বলে বিশ্বরূপ ব্যানার্জী অভিযোগ করেন । সেই কারনেই আজকের অবস্হান বিক্ষোভ । দাবী না মিটলে ভবিষ্যৎে লাগাতার আন্দোলনের দিকে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) যাবে বলে তিনি জানান । আজকের সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , নন্দলাল দাস সহ এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) এর দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত শাখার অন্যান্য নেতৃত্ব ।


Wednesday 20 January 2016

ইস্পাতনগরীতে সি.পি.আই(এম) এর জনসভায় মানুষের ঢল দেখে তৃণমূলীরা আক্রমন শানালো ।


দুর্গাপুর , ২০ জানুঃ – গতকাল ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে পার্টির পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের এর  জনসভায় মানুষের ঢল দেখে ক্ষিপ্ত তৃণমূলীরা  আজ আক্রমন শানালো ।

 আজ সন্ধ্যায় তৃণমূলী দুষ্কৃতিরা বিনা প্ররোচনায় ইস্পাতনগরীর তানসেন সেক্টর অফিসে ভাঙ্গচূর চালায় এবং সেক্টর কনভেনর সুভাষ ঘোষকে মারধোর করে । সেই সময়ে তিন জন বয়স্ক কর্মী অফিসে ছিলেন । প্রতিবাদে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে তৎক্ষনাৎ এলাকার মানুষকে নিয়ে মিছিল সংগঠিত করা হয় । এলাকার বহু মানুষ বেড়িয়ে এসে মিছিলে যোগ দেয় । মিছিলে ছিলেন পার্টির ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিলের শেষে তৃণমূলীরা ফের আক্রমনের চেষ্টা করলে এলাকার মহিলারা রুখে দাঁড়ায় । তখন তৃণমূলী দুষ্কৃতিরা পালিয়ে যায় । এই ঘটনার প্রতিবাদে আগামী কাল পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে তানসেন রোডে প্রতিবাদ সভা করা হবে বলে জানিয়েছেন কমঃ সন্তোষ দেবরায় ।



Tuesday 19 January 2016

মানুষের ঐক্যই তৃণমূল-বিজেপির গোপন বোঝাপরা ব্যর্থ করবে – মহঃ সেলিম

                                                      

দুর্গাপুর,১৯শে জানুঃ – আজ বিকালে দুর্গাপুরে বেনাচিতির আনন্দধারা ময়দানে ও সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে দুটি পৃথক বিশাল জনসভায় একথা বলেন পার্টির পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম । তিনি বলেন যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ততই ওয়ান ডে ক্রিকেটের স্লগ ওভারে ব্যাট চালানোর মত একের পর এক মেলা অনুষ্ঠানের আয়োজন করে জনগনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে । কারন গত ৪ বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে । উল্টে তৃণমূল নেতারা একের পর এক চিট-ফান্ডের মাধ্যমে প্রতারনা করে লক্ষ লক্ষ মানুষের টাকা নির্জলা লুঠ করেছে । বামফ্রন্ট সরকার গঠিত হলে তৃণমূলের নেতাদের থেকে লুঠ হওয়া প্রতিটি পাই-পয়সা উদ্ধার করে প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হবে । নতুন শিল্প গড়ে বেকারদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে । তিনি মানুষের শক্তিশালী জোট গড়ে বাংলা থেকে তৃণমূল ও দেশ থেকে বিজেপি হটাও এর জন্য দুর্গাপুরের মানুষকে আহ্বান জানান ।
প্রাদেশিক কৃষকসভার সম্পাদক ও পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচন করে বলেন যে রাজ্যে এই আমলে চূড়ান্ত অর্থনৈতিক অধঃপতনের সাথে সাথে সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের বিপর্যয় ঘটেছে । তিনি সরাসরি অভিযোগ করেন যে গত ৫০ বৎসরের মধ্যে এই প্রথম ডিভিসি বোরো চাষের জন্য সেচের মারফৎ জল জোগাবে না । ফলে পশ্চিমবঙ্গের ,’শস্য-গোলা’ নামে পরিচিত বর্ধমান জেলায় কৃষকদের মধ্যে হাহাকার পড়ে গেছে । ইতিমধ্যে গত সাড়ে চার বছরে ১০৭ জন কৃষক বর্ধমান জেলায়  আত্মহত্যা করেছে । অথচ মমতা ব্যানার্জী কৃষকদের পাশে দাঁড়ানোর বদলে মাটি-উৎসব করছেন ! তিনি এই প্রসঙ্গে দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের ঐতিহ্যের কথা ও সাম্প্রতিককালে দুর্গাপুর ইস্পাত কারখানায় সি.আই.টি.ইউ এর বিপুল বিজয় কথা উল্ল্যেখ করে বলেন যে দুর্গাপুরের মানুষ ২০০৯ সালেই পার্টির ডাকে সারা দিয়ে চিট-ফান্ডের প্রতারনার বিরুদ্ধে সচেতন হয়েছিলেন ।
অন্যদিকে পার্টির বর্ধমান জেলার সম্পাদক অচিন্ত্য মল্লিক অভিযোগ করেন যে আজকের সভা দুটিকে বানচাল করার জন্য শাসকদল প্রশাসন কে সাথে নিয়ে চক্রান্ত চালিয়েছে । সভাস্হলে চারপাশে জোড় করে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে । এমনকি মমতা ব্যানার্জীর বীরভূম সফর করে কেন্দ্র করে তুচ্ছ অজুহাতে জি.টি.রোড কে অচল রেখে রানীগঞ্জে প্রয়াত প্রখ্যাত কমিউনিষ্ট নেতা রবীন সেনের জন্মবার্ষিকী অনুষ্ঠান এবং দুর্গাপুরের দুটি সমাবেশে পার্টি নেতৃত্বকে আসতে বাধা দেওয়া হয়েছে । জনবিচ্ছিন্ন তৃণমূল  আসন্ন পতনের ভয়ে এই ধরনের কাজ করছে । কিন্তু মানুষ তৃণমূলের এই সব চক্রান্তের জাল ছিন্ন করেই সমাবেশে এসেছেন ।

এছাড়াও আজকের সমাবেশে দুটিতে বক্তব্য রাখেন বিপ্রেন্দু চক্রবর্তী,সন্তোষ দেবরায় ও মহাদেব পাল । উপস্হিত ছিলেন বীরেশ্বর মন্ডল,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,মহাদেব কুন্ডু, পার্থ মুখার্জী,আভাষ রায় চৌধুরী,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ সরকার প্রমূখ ।  















Monday 18 January 2016

‘ চোপ, জনগন বলবে ‘ – গণশক্তির ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার অভিমত ।

                                                                  

দুর্গাপুর,১৭ই জানুঃ – আজ, দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল । অনুষ্ঠানের সূচনায় সংগীত পরিবেশন করেন প্রথমে বিখ্যাত গণ-সংগীত শিল্পী পূরবী মুখার্জী , পরে শুভপ্রসাদ নন্দীমজুমদার । গনশক্তির সহকারী সম্পাদক অভীক দত্ত উপস্হিত সবাইকে গনশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন যে জন্মলগ্ন থেকে গণশক্তি মেহেনতী মানুষের পক্ষে অঙ্গীকারবদ্ধ তাই বারংবার কায়েমী স্বার্থের আক্রমনের শিকার গণশক্তি । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই আক্রমন চূড়ান্ত পর্যায় পৌঁছেছে । কোলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার গণশক্তিকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে শুধু তাই নয় , গণশক্তির বিজ্ঞাপনদাতাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে , হেনস্হা করা হচ্ছে । তবুও গণশক্তি মাথা নত করবে না । সীমিত ক্ষমতার মধ্যেও দৈনিক সংবাদপত্রের মতই সমস্ত ধরনের সংবাদ প্রকাশ করে যাবে ।
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন মেহেনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে বারবার আক্রান্ত হয়েও গণশক্তি লক্ষ্যে অবিচল । গণশক্তি সংগঠকের দায়িত্ব পালন করছে । আগামী দিনে রাজনৈতিক সংগ্রামে ও মানুষের স্বার্থে গণশক্তি আরও বেশী করে দায়িত্ব পালন করে যাবে ।

এরপরে ,’ চোপ , সরকার চলছে ‘ – শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য , অরুনাভ ঘোষ , জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, বিখ্যাত চিত্রপরিচালক তরুন মজুমদার ও কবি মন্দাক্রান্তা সেন । সঞ্চালনা করেন দেবাশীষ সরকার । বক্তারা সারা দেশ জুড়ে যুক্তি-বুদ্ধি-জ্ঞান-বিজ্ঞানের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তি নৃশংস আক্রমন শানাচ্ছে তার তীব্র সমালোচনা করার সাথে সাথে রাজ্যে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের জনগনের প্রতিবাদী কন্ঠস্বরকে টুঁটি চেপে ধরার অপচেষ্টাকে কঠোর সমালোচনা করে অভিমত দেন যে সময় এসেছে এ কথা বলার – ‘ চোপ, জনগন বলবে ‘ ।












Sunday 17 January 2016

অনুষ্ঠিত হল শহীদ ষড়ানন মুখার্জী – সুনীল আচার্য স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগীতার ফাইন্যাল খেলা ।

  

দুর্গাপুর,১৭ই জানুঃ – আজ নাগার্জুন রোড ময়দানে অনুষ্ঠিত হল ৪৩-তম শহীদ ষড়ানন মুখার্জী – সুনীল আচার্য স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগীতার ফাইন্যাল খেলা । খেলা হয় দিশারী সংঘ বনাম তানসেন এ্যাথলেটিক ক্লাবের মধ্যে । টাইব্রেকার পর্যন্ত খেলা গড়ালেও ফয়সালা হয় সাডেন ডেথ এর মাধ্যমে ।  দিশারী সংঘ ৬-৫ গোলে  তানসেন এ্যাথলেটিক ক্লাবকে পরাস্ত করে টুর্নামেন্টে জয়ী হয় । খেলা শুরুর আগে শহীদ স্মরণে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । এছাড়া উপস্হিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুব্রত সিনহা , সুখময় বোস ,সুখময় মন্ডল, প্রফুল্ল মন্ডল প্রমূখ ।