Wednesday 30 March 2016

প্রয়াত হলেন কমরেড মহেশ সিং ।



দুর্গাপুর,৩০শে মার্চ : গতকাল সকালে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পার্টি সদস্য মহেশ সিং । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ । প্রয়াত কমরেড মহেশ সিং এর স্ত্রী , এক অবিবাহিত কন্যা সহ তিন কন্যা ও এক পুত্র বর্তমান ।
ডি.এস.পি. মেইন হাসপাতাল থেকে তাঁর মরদেহ সেকেন্ডারি রোড এর বাসভবনে নিয়ে যাওয়া হলে এলাকার অসংখ্য মানুষ ,সহকর্মী ও পার্টি সমর্থক শোকে ভেঙ্গে পড়েন । মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রয়াত কমরেড মহেশ সিং সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেছেন । সেকন্ডারী সেক্টার অফিস হয়ে মরদেহ আনন্দম ভবনে নিয়ে যাওয়া হলে , সেখানে মরদেহ তাঁর মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য্য । শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত , নিমাই ঘোষ,বিভূতি দাস মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধান সভা কেন্দ্রের বাম-গনতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় প্রয়াত কমরেড মহেশ সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে , তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংক্ষিপ্ত জীবনী - পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৩ নং আঞ্চলিক কমিটির পার্টি সদস্য  প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এন.এস.পি.সি.এল এর ঠিকা শ্রমিক ছিলেন । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর হাতে আক্রান্ত হন এবং পরে চাকুরী থেকে উচ্ছেদ হয়ে চরম দারিদ্র্তার মধ্যে দিন যাপন করছিলেন । কিন্তু তার মধ্যেও পার্টির কাজ ও বাসভবন অঞ্চলে সেকেন্ডারী সেক্টার কমিটির সদস্য হিসবে নিরলস কাজ করে গেছেন । এলাকায় ও কারখানার ঠিকা শ্রমিকদের খুব কাছের মানুষ , নম্র ও বিনয়ী প্রয়াত কমরেড মহেশ সিং ডি.এস.পি কারখানার ঠিকা শ্রমিক হিসাবে কর্মরত অবস্হায় ১৯৯০ সালে পার্টি সভ্যপদ অর্জন করেন । 

Monday 28 March 2016

বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীর পক্ষে ইস্পাতনগরীতে বিপুল জনজোয়ার ।

                                                                   


দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বিকেলে, বেকারী-বিরোধী দিবসে আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায়ের সমর্থনে ইস্পাতনগরী সাক্ষী হল এক অভূতপূর্ব মিছিলের । হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে রাজ্যে বেকার যুবদের কর্মসংস্হান নিশ্চিত করতে বজ্রকন্ঠে শিল্প-তাড়ুয়া তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান । আশীষ মার্কেট থেকে শুরু হয়ে  যত এগিয়ে মিছিল ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ছে । রাস্তার পথচলতি মানুষ এবং যে এলাকা দিয়ে মিছিল গেছে সেই এলাকার মানুষের ঔৎসুক্য-উদ্দীপনা চোখে পড়ার মত ছিল । মিছিল চন্ডিদাস বাজার মোড়ে শেষ হয় । মিছিলে যোগ দিয়েছিলেন দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃবৃন্দ । 








Sunday 27 March 2016

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল আলোচনাসভা ।


দুর্গাপুর,২৭শে মার্চ : ’১৯৬৬ এর আগষ্ট আন্দোলনের উদযাপন কমিটি’-র উদ্যোগে  গতকাল ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে ,অনুষ্ঠিত হল ,” বর্তমান অর্থনৈতিক পরিস্হিত ও ভবিষ্যৎ প্রজন্ম ” - শীর্ষক আলোচনাসভা । আলোচক ছিলেন অধ্যাপক রতন খাসনবিশ । স্বাগত ভাষন দিয়েছেন কমিটির আহ্বায়ক অরুন চৌধুরী । এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা জীবন রায় ও বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় । 


Saturday 26 March 2016

মানুষের বাঁধভাঙ্গা উচ্ছাস বুঝিয়ে দিল দুর্গাপুর ( পূর্ব ও পশ্চিম কেন্দ্রে ) ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় ।

                                                                 

দুর্গাপুর,২৬শে মার্চ : আজ সন্ধ্যায়,দুর্গাপুরে ক্ষুদিরাম ময়দানে মানুষের জনসমুদ্র স্পষ্ট ইঙ্গিত দিল যে মানুষের মহাজোট তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যারিকেড গড়ে তুলে দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় ।
জাতীয় কংগ্রেসের বর্ধমান জেলা ( শিল্পাঞ্চল) কমিটির ডাকে এই সভায় উপস্হিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী সহ সিপিআই(এম) ও বামফ্রন্টের নেতৃবৃন্দ ।
গতকাল থেকে এই সভা ভণ্ডুল করার জন্য তৃণমূলের পক্ষ থেকে জোরদার সন্ত্রাস তৈরি করার চেষ্টা হয় । সকালে সভাস্হলে তৃণমূলের পতাকায় মুড়ে ফেলার চেষ্টা হয় ।কিন্তু জোরদার প্রতিরোধের মুখে ও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে  সেই পতাকা তৃনমূল খুলে নিতে বাধ্য হয়।মাঠ সংলগ্ন ১৯,২০,২১ ও ২২ নং ওয়ার্ডে তৃণমূলের পক্ষ মোড়ে মোড়ে ‘পাহারাদার’ বসিয়ে হুমকি দিয়ে মানুষকে জনসভায় আসতে বাধা দেওয়া হলেও মানুষের জনস্রোতে ‘পাহারাদার’রা দিশেহারা হয়ে পরে । নির্ধারিত সময়ের আগেই সভাস্হল হাজার হাজার মানুষের ভীড়ে উপচে পরে । লক্ষণীয় ছিল মহিলা ও যুবকদের সর্বাধীক অংশগ্রহন এবং কাজ-হারা শ্রমিকদর ভীড় ।
এই সন্ত্রাসের রেশ ধরেই পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর(পশ্চিম) র প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন আজকের জনসভা  যারা উপস্হিত হয়েছেন ,বিভিন্ন রাজনৈতক মতাদর্শের অনুগামী হয়েও তারা পঃ বঙ্গ থেকে সন্ত্রাসের  রাজত্ব উৎক্ষাত করার জন্য জন্য জোটবদ্ধ হয়েছেন । তৃণমূল মানুষকে আর সন্ত্রাস দিয়ে আটকাতে পারবে না - তা মানুষ আরও একবার বুঝিয়ে দিলেন । পঙ্কজ রায় সরকার বলেন যে পাঁচ বছর ধরে তৃণমূল সর্বস্তরে গনতন্ত্র হত্যা করেছে। তাই মানুষর জোট রাজ্যে গনতন্ত্র ফিরিয়ে আনতে দুর্গাপুর(পূর্ব ও পশ্চিম) কেন্দ্রে  ও পাণ্ডবেশ্বরে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে বদ্ধ পরিকর । দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায়  ও পান্ডবেশ্বর কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীও সভায় বক্তব্য রেখেছেন ।

রাজ্য কংগ্রসের সভাপতি অধীর চৌধুরী বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পশ্চিম )কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল , দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায় ও পান্ডবেশ্বর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী কে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন যে দুর্গাপুর একদিন পঃ বঙ্গের মানুষের কর্মসংস্হান সৃষ্টি করতো,আজ তৃণমল ও বিজেপি সরকারর দৌলতে শুকিয়ে যেতে বসেছে । তাই রাজ্যে গনতন্ত্র ফিরিয়ে আনার সাথে সাথে কর্মসংস্হান সৃষ্টির জন্যও বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করতে হবে । এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের বর্ধমান জেলা ( শিল্পাঞ্চল) কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী,সুদেব রায়, বিকাশ ঘটক, দুর্গাপুর (পশ্চিম )কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল,অনীত মল্লিক(ফঃ বঃ) প্রমূখ ।










Tuesday 22 March 2016

দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করতে পার্টি সর্বশক্তি নিয়োগ করবে : পার্টি নেতৃবৃন্দ

                                                             

দুর্গাপুর,২২শে মার্চ : আজ দুপুরে শহীদ বিমল দাসগুপ্ত স্মৃতি ভবনে এক ভীড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে এই জোড়ালো অভিমত ব্যক্ত করেন পার্টি নেতৃবৃন্দ । ট্র্যাফিক জ্যামের কারনে সাংবাদিক সম্মেলনের নির্ধারিত সময়ে বামফ্রন্টের বর্ধমান জেলার আহ্বায়ক অমল হালদার পৌঁছাতে পারেন নি ।
আজ , দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী  বিপ্রেন্দু    চক্রবর্তীর মনোনয়ন পত্রটি পদ্ধতিগত ত্রুটির কারনে বাতিল হয়ে যায় । সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দের পক্ষে বিপ্রেন্দু চক্রবর্তী জানান যে পঃ বঙ্গে তৃণমূলের গত ৫ বৎসরের কুশাসনে যে  অভূতপূর্ব সৃষ্টি হয়েছে , তার পরিপ্রেক্ষিতে আসন্ন বিধান সভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দল গুলির মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে । যেহেতু দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী  বিপ্রেন্দু চক্রবর্তীর মনোনয়ন পত্রটি পদ্ধতিগত ত্রুটির কারনে বাতিল হয়ে গেছে , তাই এই কেন্দ্রে পার্টির পক্ষ থেকে পার্টি সদস্য ও পার্টি দরদী-সমর্থকদের সমস্ত রকমের হতাশা ঝেড়ে ফেলে পূর্নোদ্যোমে দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে  বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পারিয়াল কে জয়ী করার জন্য পার্টির পক্ষ থেকে গৃহীত আসন্ন নির্বাচনী কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পার্টির জেলা কমিটির সদস্য বিপ্রেন্দু চক্রবর্তী সরাসরি অন্তর্ঘাত-ষড়যন্ত্রের তত্ব খারিজ করে জানান যে নির্বাচন কমিশনের নতুন নিয়মের জন্য, অনিবার্য কারন বশতঃ যে ত্রুটি হয়েছিল , মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেওয়ার জন্য,সেই ত্রুটি সংশোধন করা যায় নি । পার্টির অনুগত সৈনিক হিসাবে পার্টির নির্দেশ অনুযায়ী প্রত্যেক পার্টি সদস্য কে দুর্গাপুর(পশ্চিম) কেন্দ্রে তৃণমূল ও বিজেপি কে পরাস্ত করতে সুশৃংখল ভাবে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ।

আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব) কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায়,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,মহাদেব পাল,নির্মল ভট্টাচার্য,মহাব্রত কুন্ডু,সুবীর সেনগুপ্ত ও পঙ্কজ রায় সরকার ।

Monday 21 March 2016

ইস্পাতনগরীর বস্তিবাসী মানুষের উষ্ণ অভ্যর্থনায় মিশে গেল লাল ঝান্ডার বিশাল মিছিল ।


দুর্গাপুর,২১শে মার্চ : আজ ইস্পাতনগরীর বিভিন্ন বস্তি অঞ্চলে  আসন্ন বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে দুর্গাপুর ( পূর্ব) বিধানসভা কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় কে উঞ্চ অভ্যর্থনা জানাল বস্তিবাসী মানুষেরা । তৃণমূলের সর্বনাশা শাসনে অতিষ্ঠ বস্তির মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছাস বুঝিয়ে দিল পালা বদলের দিন ঘনিয়ে আসছে । প্রার্থী সন্তোষ দেবরায় কে বিশাল মিছিল নিয়ে বিকালে ইস্পাতনগরীর আমতলা বস্তির আনন্দম ভবন থেকে শুরু হয় পাওয়ার হাউস ও হেলথ সেন্টার বস্তি হয়ে যখন তালতলা বস্তিতে পৌঁছাল তখন সন্ধ্যা নেমে এসেছে । মিছিল তখন জনসমুদ্রের আকার নিয়েছে । অবশেষে মিছিল যখন ট্রাঙ্ক রোডে শেষ হল তখনও মিছিলে নতুন করে মানুষ যোগ দেয় । 



Thursday 17 March 2016

সর্বনাশা তৃণমূলের শাসনের হাত থেকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন ।



দুর্গাপুর,১৭ই মার্চ : দুর্গাপুর,১৬ই মার্চ : আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দফ্তরে আসন্ন বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে দুর্গাপুর ( পূর্ব) বিধানসভা কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় মনোনয়ন পত্র জমা দিলেন একই সাথে মনোনয়ন পত্র জমা দিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের বর্তমান সিপিআই(এম) বিধায়ক আসন্ন বিধান সভা নির্বাচনে পাণ্ডবেশ্বর কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী এবং রানীগঞ্জ কেন্দ্রের বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী রুনু দত্ত প্রার্থীদের নিয়ে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে এক বিশাল মিছিল মহকুমা শাসকের দফ্তরে যায়







Wednesday 16 March 2016

সর্বনাশা তৃণমূলের শাসনের হাত থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন – আওয়াজ উঠল শ্রমিকদের মিছিল থেকে ।


দুর্গাপুর,১৬ই মার্চ : আজ, সি.আই.টি.ইউ,আই.এন.টি.ইউ.সি,ইউ.টি.ইউ.সি,টি.ইউ.সি.সি ও এ.আই.সি.এল.এফ( বর্ধমান জেলা ) এর যৌথ আহ্বানে , দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেট থেকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড এর গেট পর্যন্ত এক বিশাল মিছিলে কয়েক হাজার শ্রমিক যোগদান করেন ।
দুর্গাপুরের বন্ধ কারখানা খোলা,রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন,মিশ্র ইস্পাত কারখানা ও দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে ও রাজনৈতিক কারনে ঠিকা শ্রমিকদের উচ্ছেদের প্রতিবাদে আজকের মিছিলের ডাক দেওয়া হয় ।
কেন্দ্রের মোদী ও রাজ্যের মমতা সরকারের সর্বনাশা নীতির ভয়বহ পরিনতি দেখছে দুর্গাপুর শিল্পাঞ্চল এর মানুষ ।দুর্গাপুর শিল্পাঞ্চলে গত ২০১১ সালের থেকে এ পর্যন্ত ২০ টা কারখানা বন্ধ হয়ে গেছে , কাজ হারিয়েছেন ১০,০০০ হাজারের বেশী শ্রমিক। তৃণমূল বিরোধী শ্রমিক সংগঠনের সদস্য হওয়ার জন্য কাজের জায়গা থেকে উচ্ছেদ হয়েছেন ৫,০০০ এর বেশী ঠিকা শ্রমিক । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার থেকে ৩৫০০ ঠিকা শ্রমিক উচ্ছেদ হয়েছেন । বন্ধ হয়ে যাওয়া এম.এ.এম.সি খোলার জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার কনসোর্টিয়াম করে যে উদ্যোগ নিয়েছিল সেই প্রক্রিয়া ভেস্তে দিয়েছে বর্তমান তৃণমূল সরকার । দেশের অন্যান্য বন্ধ হয়ে যাওয়া সার কারখানা খোলার উদ্যোগ নেওয়া হলেও দুর্গাপুর সার কারখানা কে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় ।
বর্তমানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্গত আন্তর্জাতিক মানের  মিশ্র ইস্পাত কারখানা(এ.এস.পি) কে মোদী সরকার গুটিয়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে । রাজ্য সরকার নিশ্চুপ । অন্যদিকে রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড ( ডি.পি.এল) কে একই কায়দায় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার । ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মৃতি বিজরিত ডি.পি.এল এর কোক ওভেন ইউনিট গুলিকে ।
ধুঁকছে একদা ভারতের ‘ রূঢ় ‘ অঞ্চল বলে খ্যাত দুর্গাপুর শিল্পাঞ্চল । আক্রান্ত শিল্পাঞ্চলের মানুষের জীবন-জীবিকা । তার প্রতিবাদে আজকের মিছিলে মানুষের বিশাল ঢল নামে । আওয়াজ ওঠে দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে – আসন্ন বিধান সভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কে পরাস্ত করুন , বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তি কে জয়ী করুন ।

মিছিলে অন্যান্য দের সাথে পা মেলান সি.আই.টি.ইউ এর রাজ্য সম্পাদক দীপক দাসগুপ্ত,বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী ও বর্ধমান জেলা সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । এছাড়াও মিছিলে যোগ দেন আসন্ন বিধান সভা নির্বাচনে বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর(পূর্ব ) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় ও দুর্গাপুর(পশ্চিম ) এর কংগ্রেস প্রার্থী স্বপন বন্দ্যোপাধ্যায় ।




Monday 14 March 2016

জাগ্রত জনশক্তিকে রোখার ক্ষমতা দূর্নীতিগ্রস্হ তৃণমূলের নেই : সন্তোষ দেবরায়


দুর্গাপুর,১৪ই মার্চ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে সি.ই.ও দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে ও অন্যান্য ফোরাম,অ্যাসোসিয়ানের সহযোগীতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এক বিশাল বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন শ্রমিক, বিশিষ্ট শ্রমিক নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় এই কথা বলেন । তিনি বলেন যে দাবীগুলি আদায়ের জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে লড়াই করছেন তা অত্যন্ত ন্যায় সংগত । দুর্গাপুরকে বাঁচানোর জন্য দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন অত্যন্ত জরুরী । অথচ   কর্তৃপক্ষ এখনও দৃকপাত করছে না । এর পেছনে পঃ বঙ্গের বর্তমান শাসকদলের শিল্প-জীবন-জীবিকা ও গনতন্ত্র বিরোধী রাজনীতিও সমানভাবে দায়ী । বামফ্রন্ট সরকার শিল্প-জীবন-জীবিকা তথা গনতন্ত্রের জন্য তিল তিল করে যে পরিবেশ তৈরি করেছিল,তৃণমূল তা ধ্বংস করেছে। দুর্গাপুর ইস্পাতের ৩৫০০ ঠিকা শ্রমিককে উচ্ছেদ করেছে । অবর্ণনীয় দুঃখ-দুর্দশায় উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারবর্গের দিন কাঠছে । পেশী শক্তির ব্যবহার করে জনগনের কন্ঠরোধ ও জীবন-জীবিকার উপর তৃণমূলের এই আক্রমন দুর্গাপুর মেনে নেয় নি । তার প্রমান দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে শ্রমিকরা তৃণমূলকে ধরাশায়ী করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) কে বিপুল ভোটে জয়ী করেছেন । আগামীদিনে রাজ্যে রাজনৈতিক পরিস্হিতির পালাবদলের যে নিশ্চিত সম্ভাবনা তৈরী হয়েছে ,তাকে কাজে লাগিয়ে দুর্গাপুর থেকে দিল্লী পর্যন্ত জোড়ালো আওয়াজ পৌঁছিয়ে দাবী আদায়ের লড়াইকে পূর্নতা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ।
দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অগনতান্ত্রিক ভাবে একমাত্র স্বীকৃত ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে বাদ দিয়ে তৃণমূলীদের একাংশ কে সাথে নিয়ে সম্পূর্ন অনায্য ও একতরফা ভাবে জলের চার্জ , হাসপাতালের ডায়েট চার্জ লাগু করেছে ,উচ্চহারে বিদ্যুৎ মাসুল চাপিয়েছে । নতুন নিয়োগ না হওয়ার জন্য টাউনশীপ,স্কুল ও হাসপাতালের পরিষেবা চরমভাবে অবহেলিত । কর্মরত ও অবসরপ্রাপ্ত ইচ্ছুক শ্রমিক-কর্মচারীদের মাথা গোঁজার ঠাঁই হিসাবে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়ে কোন সুষ্ঠ মীমাংসা করার সদিচ্ছা কর্তৃপক্ষ করছে না বলে , আজকের সমাবেশে অভিযোগ করেছেন অন্যান্য বক্তারা ।
দেশের প্রতিরক্ষা সরঞ্জাম সহ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বিশ্ব জোড়া সুনাম কুড়িয়েছে মিশ্র ইস্পাত কারখানা । খুব সাম্প্রতিক কালে দেশের নৌ-প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ন বিশেষ ইস্পাত সরবরাহের বরাত পেয়েছে এএসপি অথচ সেই মিশ্র ইস্পাত কারখানা গুটিয়ে ফেলতে চাইছে কেন্দ্রের মোদি সরকার । আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করে , দুর্গাপুর ইস্পাত কারখানাকে গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে । অথচ কেন্দ্রের এই কার্যকলাপে নিশ্চুপ থেকে রাজ্যের তৃণমূল সরকার নিশ্চুপ থেকে দুর্গাপুরের সর্বনাশ ডেকে এনেছে বলে বক্তারা অভিযোগ করে বলেন তাই দুর্গাপুরের স্বার্থে আসন্ন বিধান সভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করে দাবী আদায়ের পরিবেশ সৃষ্টি করার জন্য শ্রমিক ও প্রাক্তন শ্রমিক ও তাদের পরিবারবর্গকে এগিয়ে আসতে হবে ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী, মলয় ভট্টাচার্য,নিমাই ঘোষ, ললিত মিশ্র,মলয় দত্ত ও কাজল মজুমদার । সভাপতিত্ব করেন কাজল মজুমদার ।  সমাবেশ চলাকালীন ইডি(পি অ্যান্ড এ)এর কাছে  স্মারকলিপি জমা দেওয়া হয় । বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ মানুষ আজকের সমাবেশে যোগদান করেন ।


Wednesday 9 March 2016

দুর্গাপুর ইস্পাত-মিশ্র ইস্পাতের আধুনিকীকরন-সম্প্রসারন এবং শ্রমিক-অবসরপ্রাপ্ত শ্রমিকদের ন্যায্য দাবীর পাশে দাঁড়ালেন দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট প্রার্থী ।


দুর্গাপুর,৯ই মার্চ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে ও অন্যান্য ফোরাম,অ্যাসোসিয়ানের সহযোগীতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এক বিশাল বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট শ্রমিক নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় দৃঢ় ভাবে দুর্গাপুর ইস্পাত-মিশ্র ইস্পাতের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবীগুলির পাশে দাঁড়ালেন । তিনি বলেন দাবীগুলি আদায়ের জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে লড়াই চালালেও কর্তৃপক্ষ এখনও দৃকপাত করছে না । এর পেছনে পঃ বঙ্গের বর্তমান শাসকদলের শ্রমিক স্বার্থ বিরোধী রাজনীতি দায়ী । আগামীদিনে রাজনৈতিক পরিস্হিতির পালাবদলের যে সম্ভাবনা তৈরী হয়েছে , তাকে কাজে লাগিয়ে দুর্গাপুর থেকে দিল্লী পর্যন্ত জোড়ালো আওয়াজ পৌঁছিয়ে দাবী আদায়ের লড়াইকে পূর্নতা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ।
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী দৃষ্টিভঙ্গীর বিষময় ফল ফলতে শুরু করেছে । এর প্রত্যক্ষ ফলাফল হিসাবে দুর্গাপুর ইস্পাতের ভবিষ্যৎ অন্ধাকারাচ্ছন্ন ও মিশ্র ইস্পাত কারখানা মৃতপ্রায় হয়ে পড়ছে । বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল সহ বর্ধমান জেলা সহ গোটা রাজ্যের অর্থনীতি । অথচ গত পাঁচ বছর ধরে রাজ্যের তৃণমূল সরকার এই বিপদ সম্পর্কে নিশ্চুপ ! অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অগনতান্ত্রিক ভাবে একমাত্র স্বীকৃত ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে বাদ দিয়ে তৃণমূলীদের একাংশ কে সাথে নিয়ে সম্পূর্ন অনায্য ও একতরফা ভাবে জলের চার্জ , হাসপাতালের ডায়েট চার্জ লাগু করেছে ,উচ্চহারে বিদ্যুৎ মাসুল চাপিয়েছে । নতুন নিয়োগ না হওয়ার জন্য টাউনশীপ,স্কুল ও হাসপাতালের পরিষেবা চরমভাবে অবহেলিত । কর্মরত ও অবসরপ্রাপ্ত ইচ্ছুক শ্রমিক-কর্মচারীদের মাথা গোঁজার ঠাঁই হিসাবে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়ে কোন সুষ্ঠ মীমাংসা করার সদিচ্ছা কর্তৃপক্ষ করছে না বলে , আজকের সমাবেশে অভিযোগ করেছেন অন্যান্য বক্তারা । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী, ললিত মিশ্র ও পূজন চক্রবর্তী । সভাতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।   সমাবেশে চলাকালীন জি.এম(টি.এস) এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় । পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ইউনিয়নের ধারাবাহিক আন্দোলনের চাপে সেইল কর্তৃপক্ষ ইউনিয়নদের সাথে আগামীকাল দিল্লীতে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত বিষয়ে আলোচনা জন্য বসবে ।
এদিকে , আজ বিকালে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় এর সমর্থনে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে এক বিশাল নির্বাচনী মিছিল রঘুনাথপুর থেকে শুরু হয়ে মধুপল্লী,ধোবীঘাট হয়ে বিজুপাড়ায় শেষ হয় ।