Sunday 17 April 2016

তৃণমূলী দুষ্কৃতিকারীদের হাতে নিজের বাড়ীতে আক্রান্ত হলেন পার্টি সমর্থক ।

                                                                   


দুর্গাপুর,১৭ই এপ্রিল : আজ দুপুর দেড় টা নাগাদ ,ইস্পাতনগরীর আকবর রোডে ( ১০/১১ আকবর রোডে ) নিজের বাড়ীতে আক্রান্ত হলেন পার্টিতে সমর্থক ধীরেন মন্ডল । সদ্য অনুষ্ঠিত নির্বাচনে, এলাকায় সক্রিয় ভাবে পার্টির পক্ষে কাজের সাথে যুক্ত ধীরেন মন্ডল এর বাড়ীতে বাইকে করে এসে  চড়াও হয় ১০-১২ জনের এক দল সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতিকারী ও তাঁকে বাড়ীর বাইরে টেনে নিয়ে এসে রাস্তার উপরে নৃশংস ভাবে মারধোর করতে থাকে । রক্তাপ্লুত অবস্হায় তিনি রাস্তার উপরে পড়ে যান । বাড়ীর লোকজনের চিৎকার শুনে ,পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে , তৃণমূলী দুষ্কৃতিকারীরা চম্পট দেয় । খবর পেয়ে পার্টি কর্মীরা গুরুতর আহত ধীরেন মন্ডল কে দ্রুত উদ্ধার করে ডিএসপি মেইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার জন্যে তাকে ভর্তি করতে হয়। তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে এবং সেলাই পড়েছে । খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ধীরেন মন্ডলের কাছে ঘটনার প্রাথমিক বিবরন নিয়ে গেছে বলে, তাঁর আত্মীয়রা জানিয়েছেন । এ দিকে খবর পেয়েই , ডিএসপি মেইন হাসপাতালে চিকিৎসাধীন ধীরেন মন্ডল কে দেখতে পৌঁছান দুর্গাপুর (পূর্ব ) বিধান সভা কেন্দ্রের পার্টির প্রার্থী ,পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় ,পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে , পুলিশ কে অবিলম্ব দুষ্কৃতিকারীদের গ্রেফ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন । তিনি আরও জানিয়েছেন যে ভোট মিটতেই , তৃণমূলীরা স্হানীয় মনেট কারখানায় ৫৬ জন সিআইটিইউ সমর্থক শ্রমিককে “ উচ্ছেদ “ করে । পার্টির পক্ষ থেকে দ্রুত বিষয়টি দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশারিয়েটের এডিপিসি-র কাছে উথ্থাপন করা হলে , ২-৩ জন বাদে সমস্ত শ্রমিক আবার কাজে বহাল হয়েছেন । বাকীরাও দ্রুত কাজে যোগ দেবেন ।