Tuesday 24 May 2016

ইস্পাতনগরীতে তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে ।


                                         ছবি : আহত অনাদি দাস মহাপাত্র

দুর্গাপুর,২৪শে মে : গত ১৯শে মে বিধান সভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকে ইস্পাতনগরীতে তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে । উল্লেখ্য সদ্য অনুষ্ঠিত বিধান সভা নির্বাচনে , দুর্গাপুর (পূর্ব) কেন্দ্রে বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের প্রদীপ মজুমদার কে ৯০০০ এর বেশী ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন । এই কেন্দ্রে গতবার তৃণমূল জয়ী হয়েছিল ।
১৯শে মে রাত পৌনে এগারো টা নাগাত , অশোক এভিন্যু এ পার্টি কর্মী দেবু দাস এর বাড়ীতে তৃণমূলীরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে মারধোর করে এবং ঘরের প্রায় ৫০-৬০ হাজার টাকার মূল্যের আসবাবপত্র ( টিভি সহ ) ভাঙ্গচূড় করে ।
২২শে মে সন্ধ্যা ৮ টা নাগাদ,তৃণমূলী দুষ্কৃতিরা অতর্কিতে হামলা চালিয়ে আইনস্টাইন রোডের সেক্টর অফিসে তালা মেরে দেয় ।
গতকাল ( ২৩শে মে ) সন্ধ্যা ৮ টা নাগাদ, সি-জোনের গৌতম বুদ্ধ মার্গে,পার্টি কর্মী অনাদি দাস মহাপাত্র কে তাঁর বাড়ীর সামনে আক্রমন করে বেধরক মারধোর করে মাথা ফাটিয়ে দেয় । নির্বাচনের দিনও তাঁর উপর তৃণমূলীরা আক্রমন চালিয়ে ছিল কিন্তু অল্পের জন্য রক্ষা পান । রক্তাত অবস্হায় গুরুতর আহত অনাদি দাস মহাপাত্র কে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তাঁর মাথায় সেলাই পড়েছে । চিকিৎসা চলছে। গতকাল সন্ধ্যা ৮-৩০ টা নাগাদ, ডেভিড হেয়ার রোডে তৃণমূলের আক্রমনে গুরতর জখম হয়েছেন তাপস চন্দ্র ।
আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে কর্মরত অবস্হায় কারখানার স্হায়ী কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত তৃণমূলীদের হাতে আক্রান্ত ও আহত হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি আছেন । তাঁর বাড়ীতেও হামলা করা হবে হুমকি দিয়েছে । তৃণমূলের পক্ষ থেকে গোটা ইস্পাতনগরী জুড়ে ভয়-আতংকের ও হামলার পরিস্হিতির তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিধায়ক ও পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় অভিযোগ করেছেন । এবিষয়ে আজ সন্ধ্যায় সিপিআই(এম) ও কংগ্রেসের যৌথ প্রতিনিধি দল পুলিশের এ.সি.পি র কাছে ডেপুটেশনে যাবে বলে সন্তোষ দেবরায় জানিয়েছেন ।