Wednesday 31 August 2016

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে গনআন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।





দুর্গাপুর , ৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দলগলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গনআন্দোলনের  নিহত সকল শহীদের স্মরণে  সারা রাজ্যে , ৩১শে আগষ্ট গনআন্দোলনের শহীদ দিবস হিসাবে পালিত হয় ।
ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় , শহীদদের স্মরণে , আগামীকালের  যুদ্ধবিরোধী শান্তি মিছিল এবং ২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট সর্বাত্তক করার আহ্বান জানিয়ে , ইস্পাতনগরীর সেকেন্ডারী  মোড় ও ভগৎ সিং মোড়ে দুটি  পথসভার আয়োজন করা হয়। বহু মানুষ সভা দুটিতে যোগ দেন ।

প্রথম সভায় বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য , ললিত মিশ্র ও আশীষ মিশ্র এবং সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । ২য় সভায় বক্তা ছিলেন  কমঃ আল্পনা চৌধুরী , সলিল দাসগুপ্ত ও অরুন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বেনু দাসগুপ্ত । 



Sunday 28 August 2016

২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট : ইস্পাতনগরীর প্রচার তুঙ্গে ।


দুর্গাপুর , ২৮শে  আগষ্ট  : আগামী  ২রা সেপ্টেঃ দেশব্যাপি  ধর্মঘটের  সমর্থনে  দুর্গাপুর ইস্পাত ও মিশ্র  ইস্পাত  কারখানায়  এবং  ইস্পাতনগরী সহ  সংলগ্ন  গ্রামাঞ্চল ও বস্তি অঞ্চলে  নিবিড় প্রচার চলছে  ।
ভয়াবহ  অবস্হার মুখোমুখি হয়েছে  ভারতের  ইস্পাত শিল্প । সংকটাপন্ন  রাষ্ট্রায়াত্ব ইস্পাত  শিল্প  স্টিল অথরিটি  অফ ইন্ডিয়া  লিমিটেড ( সেইল ) । উদার অর্থনীতির হাত ধরে বল্গাহীন  বিদেশী  ইস্পাত  আমদানীর জেরে  ‘নবরত্ন’ মর্যাদা প্রাপ্ত সেইলের লোকসানের পরিমান  দাঁড়িয়েছে  প্রায়  ৭,৫০০ কোটি  টাকা । প্রধানমন্ত্রী  মোদি মনে করেন রাষ্ট্রায়ত্ব শিল্পের  জন্ম হয়েছে ,’ মরনে’ এর  জন্য ! আসলে  বি.জে.পি যে আদ্যোপান্ত্য রাষ্ট্রায়ত্ব  সংস্হা  বিরোধী ,তার  পরিচয় দুর্গাপুর  বাজপেয়ী সরকারের  সময়ে  পেয়ে গেছে । বন্ধ হয়ে যায়  এম.এ.এম.সি , ফার্টিলাইজার  ও বি.ও.জি.এল । বেরকারীকরনের  মুখে দাঁড়য়েছিল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা । বামফ্রন্ট  সরকারের অনমনীয় মনোভাব ও সি.আই. টি.ইউ এর নেতৃত্বে ইস্পাত শ্রমিকদের অদম্য লড়াই  সে যাত্রায়  বেঁচে যায়  ডি.এস.পি  ও এ.এস.পি. । তবে সে সময়েই দুর্গপুরের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জীর  বি.জে.পি ভজনা এবং রাষ্ট্রায়ত্ব সংস্হার জন্য ,’মায়া কান্নার’ স্বরূপ বুঝেছিল । আজ দুর্গাপুরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্হার সাথে সাথে রাজ্য সংস্হা ডি.পি.এল ও ডি.সি.এল ও ধুঁকছে । মোদি-মমতার ‘ সখ্য’ জ্বলন্ত উদাহরন দুর্দশাগ্রস্হ  দুর্গাপুর শিল্পাঞ্চল । তাই  ২রা সেপ্টেঃ এর ধর্মঘটের বার্তা জোড়ালো ভাবে ছড়াচ্ছে  কারখানার ভেতরে , কারখানার  বাইরে , পাড়ায় পাড়ায় , মহল্লায় মহল্লায় ।

ধর্মঘটের সমর্থনে আজ ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির উদ্যোগে  ট্রাঙ্ক রোড  , আশীষ  মার্কেট , চন্ডিদাস বাজার ও সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু  মোড়ে  চারটি পথসভা  হয় । 






Tuesday 23 August 2016


     দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং-উপযুক্ত নাগরিক 

    পরিষেবার দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।






দুর্গাপুর,২৩শে আগষ্ট – আজ বিকালে  দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-  এ.আই.টি.ইউ.সি-স্টিল এমপ্লয়িজ ফোরাম এর যৌথ উদ্যোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং দাবীতে এবং ইস্পাতনরীতে বিভিন্ন  নাগরিক পরিষেবার অব্যবস্হার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। ইস্পাত শ্রমিক ( প্রাক্তন-বর্তমান-ঠিকা)ও ইস্পাত সমবায় শ্রমিক সহ বৃহত্তর দুর্গাপুরের মানুষ এই সমাবেশে যোগদান করেন ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ( পূর্ব) এর সি.পি.আই.(এম)  বিধায়ক সন্তোষ দেব রায় দাবীগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যৌথ আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান । এর সাথে সাথে তিনি দুর্গাপুরের জল-সংকটের সমস্যা সমাধানে অবিলম্বে  দামোদর নদের ড্রেজিং এবং বর্ধমান জেলা ভেঙ্গে নতুন জেলা গঠনে দুর্গাপুর কে অবহেলার বিরুদ্ধে বৃহত্তর যৌথ আন্দোলন গড়ে তোলার ডাক দেন ।
সমাবেশ থেকে আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপি ধর্মঘট কে সমর্থন  জানিয়ে ,দুর্গাপুরে ধর্মঘটকে সর্বাত্তক করে তোলার আওহ্বান জানান হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী ( এইচ.এস.ই.ইউ),বিপ্লব দত্ত(এ.আই.টি.ইউ.সি),পি.ভট্টাচার্য ( স্টিল এমপ্লয়িজ ফোরাম ),আশীষতরু চক্রবর্তী( টি.সি.ই.ইউ,সি.আই.টি.ইউ),নিমাই ঘোষ ( ইউ.সি.ডব্লু.ইউ,সি.আই.টি.ইউ) ও নন্দলাল দাস ( এইচ.এস.ই.ইউ,এ.এস.পি) । সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আই.এন.টি.ইউ.সি এর পক্ষে পূর্ণেন্দু  পণ্ডা ।

সমাবেশ চলাকালীন , বিশ্বরূপ ব্যানার্জীর ( ওবি কনভেনর,এইচ.এস.ই.ইউ,ডি.এস.পি) নেতৃত্বে এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার জি.এম.( টি.এস) কাঞ্চন নন্দীর কাছে  স্মারক লিপি জমা দিয়ে , অবিলম্বে সমস্যা সমাধানের দাবী জানান । ফিরে এসে সমাবেশে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জী  জানান যে দাবী পূরন না হওয়া পর্যন্ত যৌথ লড়াই চলতে  থাকবে  । সভাপতিত্ব করেন  কবিরঞ্জন দাসগুপ্ত ।