Wednesday 14 September 2016

ইস্পাত শ্রমিক-কর্মচারীদের বার্ষিক বোনাস সহ অন্যান্য দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর , ১৪ই সেপ্টেঃ  -  আজ দুপুরে , হিন্দুস্হান  স্টিল  এমপ্লয়িজ  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে , দুর্গাপুর ইস্পাত  কারখানার প্রশাসনিক  ভবন ( সি.ই.ও দফ্তরে  ) ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  এক  বিশাল  বিক্ষোভ  সমাবেশ হয় । অবিলম্বে  বার্ষিক বোনাস , এন.জে.সি.এস আলোচনা  শুরুর দাবী সহ  অন্যান্য  দাবীতে  এই  সমাবেশে  বক্তব্য রাখেন  অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী  ও প্রকাশতরু  চক্রবর্তী ।  সভাপতিত্ব  করেন  কাজল  মজুমদার । ইস্পাত কর্তৃপক্ষের  কাছে  দাবী-সম্বলিত  স্মারকলিপি  জমা দেওয়া হয় ।

ইতিমধ্যে খবর  এসে পৌঁছেছে  যে  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার ( আর.ই.এন.এল ) কো-অপাঃ নির্বাচনে  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  বিপুল  ভোটে  নির্বাচিত হয়েছে । ৫টি ডাইরেক্টর  পদের সব কটিতেই  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  জয়ী হয়েছেন । এই বিপুল  জয়ের  জন্য স্টিল ওয়ার্কার্স  ফেডারেশন  অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ  ) এর পক্ষে  পি.কে.দাস  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার  ইস্পাত শ্রমিক-কর্মচারী  এবং  সি.আই.টি.ইউ  এর  নেতৃত্ব ও কর্মীদের অভিন্দন  জানিয়েছেন ।











দুর্গাপুর কেমিক্যালস এর বেসরকারীকরন ও হিন্দুস্হান কেবলসের বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।



দুর্গাপুর , ১২ই সেপ্টেঃ  - আজ বিকালে , দুর্গাপুর কেমিক্যালস  এর  বেসরকারীকরন  ও হিন্দুস্হান  কেবলসের  বন্ধ  করার  সিদ্ধান্তের  বিরুদ্ধে   ইস্পাতনগরীতে  মিছিল  অনুষ্ঠিত  হয় । দুর্গাপুর ইস্পাত  জোনাল  ট্রেড ইউনিয়ন  সমন্বয়  সমিতির  ডাকে  বি-জোনের  বি.টি.রণদিভে  ভবন  থেকে  মিছিল  শুরু হয়ে মিছিল  যায়  চন্ডিদাস  বাজারে  । সেখানে  পথসভায়  বক্তব্য  রাখেন  স্বপন  মজুমদার  ( এইচ.এস.ই.ইউ , সি.ই.টি.ইউ )  এবং দেবেশ  চক্রবর্তী  ( আই.এন.টি.ইউ.সি) ।

মিছিলে উপস্হিত  ছিলেন  দুর্গাপুর  পূর্বের  বিধায়ক  সন্তোষ  দেবরায়  সহ  অন্যান্য  গণ আন্দোলন  ও ট্রেড  ইউনিয়ন  আন্দোলনর  নেতৃবৃন্দ ।




Monday 12 September 2016

ভারতীয় গণনাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর , ১২ই  সেপ্টেঃ : গত কাল , ইস্পাতনগরীর  ১ নং বিদ্যাসাগর এভিন্যু এ (  প্রয়াত রমেণ  দাস ভবনে , প্রয়াত সলিল দাসগুপ্ত ( বড় ) ও প্রয়াত অজিত কর্মকার মঞ্চ ) অনুষ্ঠিত হল  ভারতীয়  গণনাট্য সংঘের  দুর্গাপুর ইস্পাত শাখার  ৪র্থ সম্মেলন । পতাকা উত্তোলন করেন  আশীষতরু  চক্রবর্তী  । ১১ জনের নতুন কমিটি  নির্বাচিত হয়েছে । সভাপতি , সম্পাদক  ও কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন যথাক্রমে  আশীষতরু  চক্রবর্তী , কবিরঞ্জন  দাসগুপ্ত  ও বানীপ্রসাদ  পাল ।


অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন  ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান  জেলা সম্পাদক অভিজিত  মিত্র  ও  দুর্গাপুর  পূর্বের  বিধায়ক  সন্তোষ  দেবরায় । 


Sunday 11 September 2016

মোদি-মমতার সখ্যতার করালগ্রাসে আসানসোল – দুর্গাপুর শিল্পাঞ্চল : প্রতিবাদে জোট বাঁধছে শিল্পাঞ্চলের শ্রমজীবি মানুষ ।




দুর্গাপুর , ১১ই সেপ্টে: - মোদি সরকার ঘোষনা করেছে  রূপনারায়নপুরের ঐতিহ্যবাহিত হিন্দুস্হান  কেবলসের  মৃত্যু পরোয়ানা । তারপরেই রাজ্যের তৃণমূল সরকার ঘোষনা করেছে অধীনস্ত  সংস্হা  দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরনের কথা । সমগ্র শিল্পাঞ্চল  সংকটের মুখে ।
এর প্রতিবাদে  শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদ আন্দোলনর ঢেউ উঠছে । আজ সকালে , ইস্পাতনগরীর আশীষ মার্কেটে  দুর্গাপুর ইস্পাত জোনালের  ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির ডাকে  প্রতিবাদ সভা থেকে জোড়ালো  প্রতিাবাদ  আন্দোলনের ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন দুর্গাপুর পূ্র্ব কেন্দ্রের বিধায়ক  সন্তোষ দেবরায় , বংশী কর্মকার ( আই.এন.টি.ইউ.সি) , সুবীর সেনগুপ্ত ,  ললিত  মিশ্র ( সি.আই.টি.ইউ )। সভাপতিত্ব  করেন  কবিরঞ্জন দাসগুপ্ত । আগামীকাল  ১নং বিদ্যাসাগর এভিন্যু  থেকে বিশাল  মিছিলের ডাক দেওয়া হয়েছে ।

ইতিমধ্যে  বিধায়ক  সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে চিঠি দিয়ে  বিলগ্নীকরন ও কারখানা বন্ধের বিরুদ্ধে হস্তক্ষেপের  দাবী জানিয়ে মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত  মন্ত্রীকে  উদ্যোগী  হওয়ার আবেদন জানিয়েছেন ।












Thursday 1 September 2016

আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবসে ইস্পাতনগরীতে শান্তির সপক্ষে মহামিছিল ।



দুর্গাপুর , ১লা সেপ্টে : প্রতি বছরের মত এবারও ,’ ১লা সেপ্টেঃ যুদ্ধ বিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি’ –র আহ্বানে ইস্পাতনগরীর আশীষ মার্কেট  থেকে নিউটন মার্কেট পর্যন্ত মহামিছিল অনুষ্ঠিত হল । সাদা বেলুন উড়িয়ে  আশীষ মার্কেট থেকে মিছিল শুরু হয়। সংক্ষেপে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কমঃ রথীন রায় । এছাড়াও উপস্হিত ছিলেন  দুর্গাপুর পূর্ব এর বিধায়ক  কমঃ সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত ,আমীর হায়দার , বিশ্বরূপ ব্যানার্জী , মলয় ভট্টাচার্য , কাজল  চ্যাটার্জী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । সুদৃশ্য ট্যাবলো সহ মিছিল যত এগিয়েছে , তত বেশী মানুষ মিছিলে যোগ দিয়েছেন । মিছিল শেষে নিউটন ময়দানে , মিছিলে  অংশগ্রহনকারীদের  শপথ বাক্য  পাঠ করান  দুর্গাপুরের  প্রাক্তন মেয়র  রথীন রায় ।