Wednesday 30 November 2016

আশংকা আগেই ছিল , আনুষ্ঠানিকভাবে সেইলের পক্ষ থেকে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বিক্রীর সিদ্ধান্তে শিলমোহর পড়ল ।



দুর্গাপুর,৩০শে নভেঃ – এই বছরের  ১৫ই ফেব্রু : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ সেইলের  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সাথে  দুর্গাপুর ইস্পাত কারখানার ,’মার্জার’ এর সিদ্ধান্ত জানাজানি হতেই , দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার , সংক্ষেপে এ.এস.পি ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) এর ভবিষ্যত সম্পর্কে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) সহ অন্যান্য সি.ই.টি.ইউ ভূক্ত ট্রেড ইউনিয়ন এবং বাম গনসংগঠনের এর পক্ষ থেকে আশংকা প্রকাশ করে ,’নবরত্ন’ রাষ্ট্রায়ত্ব সেইলের  অন্যতম সেরা  ইউনিট ও দেশে-বিদেশর প্রতিরক্ষা সরঞ্জাম-মহাকাশ ও পরমানু গবেষনা ও যন্ত্র উৎপাদনে মত গুরুত্বপূর্ণ  কাজে ব্যবহার্য  আন্তর্জাতিক  মানের বিশেষ স্টিল উৎপাদক  সংস্হা  এ.এস.পি বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয় ও লাগাতারভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয় যা এখনও চলছে । যদিও এরই মধ্যে বিভিন্ন স্বার্থান্বেষি মহল থেকে শ্রমিক ও জনসাধারনের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চলছে ।
দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক  সন্তোষ দেবরায় ইতিমধ্যে দুই বার মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে  এ.এস.পি বাঁচানোর জন্য রাজ্য সরকারের  হস্তক্ষেপের  দাবী জানিয়েছেন ।
কিন্তু আজ দুপুরে সেইলের ওয়েবসাইটে  , সেইলের এর  থেকে শেয়ার সংসহার নিয়ামক  সেবি-র কাছে কে্ন্দ্রীয়  মন্ত্রীসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত  অনুসারে ইস্পাত মন্ত্রকের পক্ষ থেকে এ.এস.পি সহ ভদ্রাবতী ও সালেম কারখানার বিলগ্নীকরন
 ও নিলামে চড়িয়ে বেচার আর্জি জানিয়ে চিঠি ফাঁস হতেই , সমগ্র দুর্গাপুর জুড়ে প্রবল ক্ষোভ সৃ্ষ্টি হয় ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) এর পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জাননো হয় এবং প্রত্যাহার না হওায়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন  চালিয়ে  যাওয়া হবে বলে  জানানো  হয়েছে । এই বিষয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে এইচ.এস.ই.ইউ জানিয়েছে ও আগামীকাল সকাল থেকে এ.এস.পি কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভ কর্মসূচী পালনের  ডাক দিয়েছে ।
দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক  সন্তোষ দেবরায় ,’ এ.এস.পি বাঁচাও , শিল্প বাঁচাও, দুর্গাপুর বাঁচাও ‘ আন্দোলনে  দলমত-নির্বিশেষ সকলকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন ।


Sunday 27 November 2016

দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা সপ্তম সম্মেলন ।

    


দুর্গাপুর , ২৭শে নভেঃ - আজ  দুর্গাপুর ইস্পাতনগরীতে   বি.টি.রণদিভে  ভবনে , রমেন দাস ও গোপা চৌধুরী নগর, রত্না ভট্টাচার্য  ও শক্তিপদ বন্দ্যোপাধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হল ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম জেলা সম্মেলন ।
ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ মিত্র  জানিয়েছেন যে বিগত  ষষ্ঠ সম্মেলন ( বার্ণপুর ) এর পর থেকে শারীরক আক্রমন ও সরকারী  বাধা সত্বেও  বর্ধমান জেলা জুড়ে গণনাট্য সংঘ তার সৃজনশীল কার্যকলাপ বজায় রেখেছে  ।  অনেক  উদীয়মান শিল্পীরা  গণনাট্য সংঘের সাথে যুক্ত হচ্ছেন । গণ-আন্দোলনের পীঠস্হান  ইস্পাতনগরী , প্রগতিশীল সাংস্কৃতিক  আন্দোলনের অন্যতম  সূতিকাগার । তাই ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম সম্মেলনর জন্য ইস্পাতনগরীকে  নির্বাচিত করা হয়েছে  ।
অভ্যর্থনা সমিতির  সম্পাদক  সলিল দাসগুপ্ত  জানিয়েছেন  সম্মেলন  সফল করার  জন্য দেড় শতাধিক সদস্যের অভ্যর্থনা সমিতি গঠন করা  হয়েছে । অভ্যর্থনা সমিতির  পক্ষ ইস্পাতনগরীতে  অর্থ সংগ্রহে  ভালো সাড়া  পাওয়া গেছে। লিফলেট-পোষ্টারিং-পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চলছে । সম্মেলনের প্রাক্কালে  আজ সন্ধ্যায়  সম্মেলন স্হলে স্হানীয়  প্রতিযশা শিল্পী – সাংস্কৃতিক সংগঠন ও শিশু শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করেন । অনুষ্ঠানের সূচনায়  মহান  বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর স্মরনে নিরবতা পালন করা হয় । গত ২৩শে নভেঃ বি.টি.রণদিভে ভবনে ,” গণনাট্যের ধারায়  এই সময় “ শীর্ষক আলোচনায় মনোজ্ঞ আলোচনা করেন  ডঃ হিরন্ময় ঘোষাল ।
আজ  সম্মেলনের  শুরুর  আগে আগত প্রতিনিধিরা  ইস্পাতনগরীতে  একটি  বর্নাঢ্য  পদযাত্রা করেন।
সংঘের পতাকা উত্তোলন  ও শহীদবেদীতে মাল্যদানের  পর  সম্মেলন শুরু হয় । পতাকা উত্তোলন করেন প্রবীনতম প্রতিনিধি  শচীন রায়।
সম্মেলনের উদ্বোধন করেন সংঘের রাজ্য কমিটির সম্পাদক গোরা ঘোষ । সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন  ১১ জন প্রতিনিধি । ১০৬  জন প্রতিনিধি  উপস্হিত ছিলেন । সম্মেলন  ২৭ জনের জেলা কমিটি নির্বাচিত  করেছে । সভাপতি ও সম্পাদক  নির্বাচিত হয়েছেন  যথাক্রমে  অশোক  দাস ও অভিজিৎ মিত্র ।









Saturday 26 November 2016

আগামীকাল দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হবে ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা সপ্তম সম্মেলন ।

                                                    

দুর্গাপুর , ২৬শে নভেঃ - আগামীকাল  দুর্গাপুর ইস্পাতনগরীতে   বি.টি.রণদিভে  ভবনে , “ অজিত কর্মকার ,দেব প্রসাদ ব্যানার্জী,শিবানী চ্যাটার্জী “ – মঞ্চে অনুষ্ঠিত হবে ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম জেলা সম্মেলন ।
ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ মিত্র  জানিয়েছেন যে বিগত  ষষ্ঠ সম্মেলন ( বার্ণপুর ) এর পর থেকে শারীরক আক্রমন ও সরকারী  বাধা সত্বেও  বর্ধমান জেলা জুড়ে গণনাট্য সংঘ তার সৃজনশীল কার্যকলাপ বজায় রেখেছে  ।  অনেক  উদীয়মান শিল্পীরা  গণনাট্য সংঘের সাথে যুক্ত হচ্ছেন । গণ-আন্দোলনের পীঠস্হান  ইস্পাতনগরী , প্রগতিশীল সাংস্কৃতিক  আন্দোলনের অন্যতম  সূতিকাগার । তাই ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম সম্মেলনর জন্য ইস্পাতনগরীকে  নির্বাচিত করা হয়েছে  ।
অভ্যর্থনা সমিতির  সম্পাদক  সলিল দাসগুপ্ত  জানিয়েছেন  সম্মেলন  সফল করার  জন্য দেড় শতাধিক সদস্যের অভ্যর্থনা সমিতি গঠন করা  হয়েছে । অভ্যর্থনা সমিতির  পক্ষ ইস্পাতনগরীতে  অর্থ সংগ্রহে  ভালো সাড়া  পাওয়া গেছে। লিফলেট-পোষ্টারিং-পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চলছে । সম্মেলনের প্রাক্কালে  আজ সন্ধ্যায়  সম্মেলন স্হলে স্হানীয়  প্রতিযশা শিল্পী – সাংস্কৃতিক সংগঠন ও শিশু শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করেন । অনুষ্ঠানের সূচনায়  মহান  বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর স্মরনে নিরবতা পালন করা হয় ।

আগামীকাল  সম্মেলনের  শুরুর  আগে আগত প্রতিনিধিরা  ইস্পাতনগরীতে  একটি  সংক্ষিপ্ত  পদযাত্রা করবেন ।