Saturday 30 December 2017

বড়দিন-নববর্ষের উৎসবের মরশুমে রক্তদান শিবির ও রক্তদানের সচেতনা বৃদ্ধির প্রয়াসে পদযাত্রা ।



দুর্গাপুর,৩০শে ডিসেঃ  দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বড়দিন-নববর্ষের উৎসবের মরশুমে রক্তদান শিবির ও রক্তদানের সচেতনা বৃদ্ধির প্রয়াসে পদযাত্রা অনুষ্ঠিত হল।২৩-৩০ডিসেম্বর সপ্তাহ-ব্যাপী অনুষ্ঠানে মোট ৫৬ বোতল রক্ত সংগৃহীত হয়েছে । ২৪শে ডিসেঃ ঝাঁঝড়া এলাকায় প্রয়াস বান্ধব সমিতি' সহযোগিতা নিয়ে "বাড়াও হাত রক্তদানে" শীর্যক মহতী পদযাত্রা হয়েছে।প্রায় ২৫০জন মানুষ সামিল হয়েছিলেন । দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে সাধারণ সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন যে উৎসবের মরশুমে রক্তদান এবং রক্তদানের প্রচার ও প্রসারে অভিনবত্ব রক্তদান আন্দোলনকে বাড়তি উৎসাহ যোগাবে ।





Friday 29 December 2017

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের সংগঠন ‘ সহমর্মী ‘-র চতুর্থ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,২৯শে ডিসেঃ – আজ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হল দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের সংগঠন ‘ সহমর্মী ‘-র চতুর্থ বার্ষিক সাধারন সভা । সভায় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের সাফল্য-ব্যর্থতার দিক আলোচনায় উঠে আসে । আলোচনায় দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সহ সেইল এবং সমস্ত রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের ভবিষ্যৎ সম্পর্কে আশংকা প্রকাশ করা হয় যার সাথে অবসরপ্রাপ্তদের সরাসরি যোগ আছে । কিভাবে সেইলের মেডিক্লেম নিয়ে অবসরপ্রাপ্তদের সমস্যায় পড়তে হচ্ছে তাও আলোচনায় উঠে আসে । সভা থেকে মোদি সরকারের প্রস্তাবিত এফ আর ডি আই বিল , ক্রমান্বয়ে সঞ্চয়ের উপর সুদ হ্রাস , চিকিৎসা-ওষুধপত্র বাবদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে আন্দোলন ও সংগঠন জোরদার করার আহ্বান জানানো হয় । অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ ) এর সম্পাদক পি.কে.দাস , বিকাশ ঘটক ( আই.এন.টি.ইউ.সি ),স্বপন মজুমদার প্রমূখ । সংগঠনের নেতৃত্বের পক্ষে বক্তব্য রেখেছেন এস আর দাস , ব্রজমানিক চক্রবর্তী,প্রণব চক্রবর্তী প্রমূখ।




Thursday 28 December 2017

এফ আর ডি আই বিল প্রত্যাহারের দাবীতে দুর্গাপুর মহকুমায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ ।



দুর্গাপুর , ২৮শে ডিসেঃ – কর্পোরেটদের স্বার্থে মোদি সরকারের আনা সর্বনাশা এফ আর ডি আই বিল প্রত্যাহারের দাবীতে বি পি এম ও –র আজ দুর্গাপুর মহকুমায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ সভা ও সাক্ষর সংগ্রহ হয় । দুর্গাপুর সিটি সেন্টার, কোক ওভেন ও বিধান নগরের  ইউ.বি.আই এর শাখা , এম এ এম সি ও এইচ এফ সি আই টাউনশীপের  স্টেট ব্যাঙ্ক শাখার সামনে এবং বেনাচিতি বাজারের কাইজার মোড়ে বিক্ষোভ অবস্হান চলে । সর্বনাশা বিলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বি পি এম ও নেতৃত্ব বিপ্রেন্দু চক্রবর্তী , ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব গৌতম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
 অন্য দিকে, ইস্পাতনগরীর বি-জোনের স্টেট ব্যাঙ্ক শাখার সামনে পার্টির দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির পক্ষে যৌথ গণ-বিক্ষোভে  সর্বনাশা বিলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় , আল্পনা চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী ।
সমস্ত গণ-বিক্ষোভ গুলিতে বহু সংখ্যক সাধারন মানুষ ও আমানতকারীরা অংশ গ্রহন করেন ,ধৈর্য ধরে বক্তব্য শোনেন এবং বিল প্রত্যাহারের জন্য লোকসভার স্পীকারের কাছে পাঠানোর জন্য দাবীপত্রে সাগ্রহে সই করেন ।
সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বংশগোপাল চৌধুরী বিক্ষোভকারীদের অভিনন্দন জানিয়ে বিক্ষোভ জারী রাখার আহ্বান জানিয়েছেন।

আগামী কালও এই কালা বিল প্রত্যাহারের দাবীতে দুর্গাপুর মহকুমায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হবে।





Saturday 23 December 2017

ইস্পাতনগরীর বুকে সারা জাগিয়ে অনুষ্ঠিত হল মিলন উৎসব – ২০১৭ ।



দুর্গাপুর,২৩শে ডিসেঃ – আজ ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার বর্তমান ও প্রাক্তন স্হায়ী শ্রমিক-কর্মচারীদের পরিবারের  মিলন উৎসব – ২০১৭ । সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে এই অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক ও প্রাক্তন ইস্পাত শ্রমিক সন্তোষ দেবরায় , ইউনিয়ন এর সভাপতি রথীন রায় , সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেস এর জয়েন্ট ডাইরেক্টর ডঃ বিশ্বজিত সাহা ও মিশন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডঃ সত্যজিৎ বোস । স্বাস্হ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন ডঃ সত্যজিৎ বোস । মিলন উৎসব এর প্রাঙ্গন জুড়ে সকাল থেকে ছিল উৎসবের আমেজ । বিভিন্ন মজাদার খেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় সংগীত – আবৃতি – মূকাভিনয় – ক্যুইজ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । পরস্পরের মধ্যে আলাপচারিতা – আড্ডায় , ছোট ছোট ছেলে-মেয়েদের কলতানে আজ মুখর ছিল নেহেরু স্টেডিয়াম । বাড়ীর গৃহিণীরা সকাল থেকে নিশ্চিন্ত মনে অংশ নিয়েছিলেন এই উৎসবে । সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা । সব অর্থেই এক নতুন স্বাদের উৎসবে ইস্পাত শ্রমিকদের পরিবারবর্গ  আজ মিলিত হলেন এবং আগামী বছর গুলিতে এই উৎসব হবে বলে ইউনিয়নের সহ-সভাপতি কবিরঞ্জন দাসগুপ্ত জানিয়েছেন ।








Tuesday 12 December 2017

মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষের আহ্বানে ইস্পাতনগরীতে রক্তদান কর্মসূচীতে অভূতপূর্ব সারা মিলল ।



দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )–র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষের আহ্বানে ১০০ বোতল রক্তদানের কর্মসূচীতে অভূতপূর্ব সারা মিলল । এই আহ্বানে সারা দিয়ে  ইস্পাত শ্রমিক ও তাদের পরিবার সহ ইস্পাতনগরী ও দুর্গাপুরের বহু সাধারন মানুষ রক্তদানের জন্য এগিয়ে আসেন । লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২০ বোতল রক্ত সংগৃহীত হয় । মোট ৯  জন মহিলা রক্তদান করেছেন । এই উপলক্ষ্যে সকাল থেকে আশিষ-জব্বার ভবন সেজে ওঠে রক্তপতাকায় । ফিতে কেটে রক্তদান শিবিরের সূচনা করেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.এম বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )–র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী , সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা  কমিটির সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার , বিশ্বরূপ ব্যানার্জী , দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসামিয়া অ্যান্ড এইডস এর কার্যকরী সভাপতি গোপীরঞ্জন বসু প্রমূখ । দুর্গাপুর মহকুমা হাসপাতালের  সহায়তায় রক্ত সংগৃহীত হয় ।

দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া সাংগঠনিক কমিটির আহ্বায়ক দীপক ঘোষ জানিয়েছেন সংগৃহীত রক্ত বিশেষ করে ডেঙ্গু ও থ্যালাসামিয়া রোগীদের চিকিৎসায় চাহিদা মিটাতে বিশেষ সহায়ক হবে ।












Thursday 7 December 2017

অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা শুরুর দাবীতে ইস্পাত শ্রমিকদের দেশ জোড়া বিক্ষোভ ।



দুর্গাপুর , ৭ই ডিসেঃ : আজ সারা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) ও আর.আই.এন.এল এর স্হায়ী শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে বেতন-চুক্তির ( এন.জে.সি.এস ) আলোচনা শুরু ও বেতন-চু্ক্তির দাবীতে বিক্ষোভ জানান ও কর্তৃপক্ষের প্রধানের কাছে দাবী সনদ পেশ করেন । সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি – এ.আই.টি.ইউ.সি – এইচ.এম.এস এর পক্ষ থেকে এই  যৌথ দাবী সনদ তৈরি করা হয়েছে । ইতিমধ্যে কোল ইন্ডিয়াতে বেতন চুক্তি সাক্ষরিত হয়ে গেছে । অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্হায় আলোচনা শুরু হয়েছে । কিন্তু ইস্পাত শিল্পে ১লা জানুঃ ,২০১৭ সাল থেকে বেতন-চুক্তি বকেয়া হয়ে আছে । এমন কি গত বেতন-চুক্তি অনুসারে ( ১.৭.২০১৪ তাং সাক্ষরিত ) পেনশন , হাউস রেন্ট অ্যালাউন্স মত বিভিন্ন বিষয়ে এখনও ইস্পাত কর্তৃপক্ষ ফয়সালা করে নি । এল.এল.টি.সি , এল.এল.টি.সি , ইনসেনটিভ রিভিয়্যু এর  ফয়সালাও করে নি । উল্টে ইস্পাত শিল্পে সংকটের অজুহাতে ছুটি বিক্রি বন্ধ , ছুটি জমানোর সীমা হ্রাস প্রভৃতি ব্যবস্হা শ্রমিক-কর্মচারীদের উপরে ইস্পাত কর্তৃপক্ষ চাপিয়ে দিয়েছে । সংকটের অজুহাতে টাউনশিপ – হাসপাতাল – শিক্ষার মত পরিষেবায় বিপজ্জনক ভাবে ব্যয় কমিয়ে সংকট ডেকে আনা হয়েছে । ইস্পাত শিল্পে প্রতি বছরে প্রায় ৪৫০০-৫০০০ এর মত স্হায়ী শ্রমিক-কর্মচারী অবসর গ্রহন করলেও নতুন করে চাকুরী প্রায় হচ্ছে না বললেই চলে । স্বাভাবিক ভাবেই বিভিন্ন বিষয়ে ইস্পাত শিল্পের স্হায়ী শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে ।

আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কর্স এর দফ্তরের সামনে একই দাবীতে স্হায়ী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখায় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য ইউনিয়ন এর পক্ষে বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত , কালী কুমার সান্যাল , ললিত মোহন মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশে চলাকালীন কর্তৃপক্ষের কাছে ইউনিয়ন এর পক্ষ থেকে দাবী সনদ জমা দেওয়া হয় । এর আগে , গত ৪ঠা ও ৫ই ডিসেঃ বিভাগীয় প্রধানদের কাছে ইউনিয়ন এর ডাকে থেকে স্হায়ী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ জানান ও ইউনিয়ন এর পক্ষ থেকে দাবী সনদ জমা দেওয়া হয় ।


Wednesday 6 December 2017

বাবরি মসজিদ ধ্বংসের ২৫-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে কালা দিবস পালিত হল ।



দুর্গাপুর ,৬ই ডিসেঃ : আজ সারা দেশের সাথে বাবরি মসজিদ ধ্বংসের ২৫-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে কালা দিবস পালিত হল । এই উপলক্ষ্য ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া সাংগঠনিক কমিটির যৌথ উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল আশিষ-জব্বার ভবন থেকে শুরু হয়ে এ-জোন ও বি-জোনের বিভিন্ন পথ ঘুরে বি.টি.রণদিভে ভবনে গিয়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী , সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত ,রথীন রায় প্রমূখ ।










Tuesday 5 December 2017

প্রয়াত শ্রমিক নেতা পি.এস.ঘোষের স্মরণ সভা ।



দুর্গাপুর,৫ই ডিসেঃ – আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রয়াত পি.এস.ঘোষের স্মরণ সভা । গত ৭ই নভেঃ তিনি প্রয়াত হয়েছেন । তাঁর ইচ্ছানুসারে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে মরদেহ আই.কিউ.সিটির অ্যানাটমি বিভাগে দান করা হয় ।
১৯৬৭ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ) এর জন্মলগ্ন অব্যবহিত পর থেকে প্রয়াত পি.এস.ঘোষ ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন । রাজনৈতিক কারনে ৭০’দশকে পি-ভি অ্যাক্টে ও ১৯৮১ সালে মিথ্যা খুনের মামলায় জেল খাটতে হয় । ইউ.সি.ডব্লু.ইউ এর তীব্র আন্দোলনের ফলে ১৯৯৪ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার এক হাজার জন ঠিকা শ্রমিক স্হায়ী হয় । প্রয়াত পি.এস.ঘোষ এই সময়ে স্হায়ী শ্রমিক হলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলেন । ১৯৭৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন ।
প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে স্মরণ সভার কাজ শুরু হয় । শোক প্রস্তাব পাঠ করেন সুবীর সেনগুপ্ত । বক্তব্য রেখেছেন রথীন রায় ,জীবন রায় , সন্তোষ দেবরায় , হারাধন সাঁই ও সলিল দাসগুপ্ত । সভাপতিত্ব করেন বিভূতি দাসমন্ডল । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাব্রত কুন্ডু , বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ সহ প্রয়াত নেতার স্ত্রী চন্দনা ঘোষ ও ছেলে পার্থসারথি ঘোষ ।













Saturday 25 November 2017

সেচমন্ত্রীর আশ্বাস কাজে এল না : প্রতিশ্রুতির ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও দুর্গাপুর ব্যারেজের ভাঙ্গা লকগেট মেরামত হল না ।



দুর্গাপুর,২৫শে নভেঃ : অভাবনীয় এ দৃশ্য ! দুর্গাপুর ব্যারেজের যে অংশ থাকে জলে পরিপূর্ণ , সেই অংশ এখন বালুকা বেলা ! দলে দলে মানুষ দুর দুরান্ত থেকে ছুটে আসছেন এই দৃশ্য দেখার জন্য , ঝুঁকি নিয়ে মানুষ নামছে দামোদরের বুকে সদ্য জেগে ওঠা চরে । কিন্তু এ সবের মাঝেই উঠে আসছে এক হাড়হিম করা সত্য – একটা গোটা নদী উধাও হয়ে গেছে । দুর্গাপুর শিল্পাঞ্চলের লাইফ-লাইন নামে পরিচিত দামোদর নদের জল ভাঙ্গা ১নং লকগেট দিয়ে গত ২৪ ঘন্টায় বয়ে গেছে । গোটা শিল্পাঞ্চল জুড়ে পানীয় জল নিয়ে হাহাকার । এর মাঝে ১৩টি গন সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে  সেচ দফ্তরের মূখ্য বাস্তুকারের দপ্তরে অবিলম্বে লকগেট মেরামতি , সংশ্লিষ্ট  দোষীদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি, দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিরবিচ্ছিন্ন পানীয় জল,বিদ্যুৎ সরবরাহর ব্যবস্থার দাবীতে ডেপুটেশন হয় । ডেপুটেশন দেওয়ার কিছু ক্ষনের মধ্যেই তৃণমূলের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জীর নেতৃত্বে একদল সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতি দুর্গাপুর স্টেশনের পরিবহন শ্রমিকদের সি.আই.টি.ইউ দফ্তরে হামলা চালালে ডি.ওয়াই.এফ.আই কর্মী বিক্রম ব্যানার্জী ও গণশক্তি পত্রিকার চিত্র সাংবাদিক সাহেব চক্রবর্তী গুরুতর আহত হয় । আহত সাহেব চক্রবর্তী কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয় । খবর পেয়ে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় আহত সাহেব চক্রবর্তী কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গিয়ে দেখে আসেন । পরে তিনি দুর্গাপুর ব্যারেজে যান । অসুস্হ শরীর নিয়ে বিধায়ক গত দু দিন ধরে ভাঙ্গা লকগেট মেরামতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে উদ্যোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে গতকালই ,বামফ্রন্টের বিধায়ক মানস মুখার্জী ( কামারহাটি ) দ্রুত লকগেট মেরামতির দাবীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন । কিন্তু কাজ চলছে ঢিমেতালে । দ্রুত মেরামতির জন্য দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় সেনাবাহিনী নিয়োগের দাবী জানালেও ,রাজ্য সরকার কর্ণপাত করে নি ।
সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী অভিযোগের আঙ্গুল তুলেছেন সেচ দফ্তরের দিকে । তিনি বলেছেন যে সেচ মন্ত্রীর প্রতিশ্রুতিই সার । ২৪ ঘন্টা পার হলেও মেরামতি শেষ হয় নি । ইতিমধ্যে শিল্পাঞ্চলে পানীয় জলের অভাব দেখা দিয়েছে । ১-২ দিনের মধ্যে কারখানা গুলিতে জলের সংকট দেখা দেবে । সেচ দফ্তরের গাফিলতির ফলে ব্যারেজের রক্ষনাবেক্ষন হয় নি । বরাদ্দ টাকা কোথায় গেল ?
এদিকে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর এক প্রতিনিধি দল ঘটনাস্হলে যান । প্রতিনিধি দলে ছিলেন প্রফুল্ল মন্ডল , কাজল মজুমদার , স্বপন মজুমদার ও বাবুরাম শর্মা ও খোঁজখবর নেন । প্রসংগত দুর্গাপুর ইস্পাত কারখানার জি.এম. ( প্রজেক্ট ) শৈলেন্দ্র জয়ালের নেতৃত্বে প্রযুক্তিবিদও দক্ষ শ্রমিকদের একটি বড় দল লকগেট মেরামতির জন্য সেচবিভাগ কে দিন-রাত্রি সহায়তা করে চলেছে । দুর্গাপুর ইস্পাত কারখানার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়েও সহায়তা করা হচ্ছে । 
আজ ইস্পাতনগরীতে পানীয় জলের সরবরাহ বি-জোনের একাংশে করা হয়েছে । আগামীকাল ২৬টি ট্যাঙ্কারের মাধ্যমে গোটা ইস্পাতনগরীতে পানীয় জলের সরবরাহ করা হবে বলে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে ।