Monday 30 October 2017

আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাতনগরীতে ‘ জন একতা জন অধিকার ‘ এর ডাকে বিশাল ‘ জন একতা মশাল ‘ মিছিল হয়।



দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ সন্ধ্যায় , দুর্গাপুর  ইস্পাতনগরীতে ‘ জন একতা জন অধিকার ‘ এর ডাকে বিশাল ‘ জন একতা মশাল ‘ মিছিল হয়। ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন রথীন রায় , সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানর্জী,দীপক ঘোষ,আল্পনা চৌধুরী,প্রফুল্ল মন্ডল , মলয় ভট্টাচার্য  প্রমূখ ।



Friday 27 October 2017

বিপিএমও পদযাত্রা কে বিপুল সম্বর্ধনা জানালো দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।



দুর্গাপুর , ২৩শে অক্টোবর : গত ২২শে অক্টোঃ পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে বিপিএমও ( বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস্ অর্গানাইজেশন ) এর আহ্বানে জনগনের জ্বলন্ত সমস্যা সমাধানে জন্য ১৭-দফা দাবীতে পঃ বঙ্গের ১১টি জায়গা থেকে পদযাত্রা শুরু হয়েছে আগামী ১২ দিন ধরে এই পদযাত্রা চলবে
 ২২শে অক্টোঃ বর্ধমান ( পশ্চিম ) এর পদযাত্রার সূচনা হয় আসানসোল থেকে আনুষ্ঠানিক সূচনা করেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সহ-সভাপতি মদন ঘোষ
পদযাত্রার দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয় বাঁশরা কোলিয়ারী থেকে এর পরে বিকালে পদযাত্রা দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে এসে পৌঁছালে দুর্গাপুর ইস্পাত মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক , উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ইস্পাতনগরীর সাংস্কৃতিক কর্মীরা পদযাত্রীদের বিপুল ভাবে সম্বর্ধনা জানায় পদযাত্রায় পা মিলিয়ে সিটি সেন্টার অবধি যায় সিটি সেন্টারে কালকের পদযাত্রার রাত্রিকালীন বিরতি হয়
আজ সকালে , সিটি সেন্টার থেকে পদযাত্রা শুরু হয়ে পানাগড়ের বিরুডিহায় মধ্যাহ্নকালীন বিরতি হয় বীরভূমের পদযাত্রার সাথে মিশে যায় পরে পানাগড়ের রেলপারে বর্ধমান ( পূর্ব ) এর পদযাত্রার সাথে যুক্ত হয়ে কোলকাতার উদ্দেশ্য রওনা দেয়

বিপিএমও এর পক্ষ মদন ঘোষ জানিয়েছেন যে এই পর্যায় এর পদযাত্রা শেষ হলে দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা শুরু হবে ।


























Thursday 19 October 2017

দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন ।



দুর্গাপুর , ১৯শে অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর এ’জোনের হর্ষবর্দ্ধন রোডের সেক্টর অফিসের সামনে সি.পি.আই.(এম ) এর দুর্গাপুর ইস্পাত ৩নং এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে সি.পি.আই.(এম ) এর বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য বলেন মতাদর্শের অনুশীলনে বই অপরিহার্য । তাই পার্টি কর্মীদের বই কেনা ও বই পড়ে চর্চা করার কাজটি অন্যান্য রাজনৈতিক কাজের মতই অপরিহার্য । এ ছাড়াও সাধারন মানুষের কাছে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের সম্ভার পৌঁছে দিতে উৎসবের দিনে পার্টির পক্ষ থেকে যে বুকস্টল করা হয় , তার অপরিসীম গুরুত্বের কথা তিনি ব্যাখ্যা করেন । তিনি বলেন যে বই এর বিকল্প ইন্টারনেট হতে পারে না কারন ইন্টারনেট এখনও কায়েমী স্বার্থবাদীদের হাতে কুক্ষিগত হয়ে আছে । বুকস্টলের উদ্বোধন ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মত । আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সাথে আড়াই হাজার টাকার বই বিক্রী হয়ে যায় ।  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








Sunday 15 October 2017

রুটি-রুজি- কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীর রাস্তায় ঘুরল পথযাত্রা ।



দুর্গাপুর,১৫ই অক্টোঃ : আগামী ২২ অক্টোঃ বর্ধমান ( পশ্চিম ) জেলার বিপিএমও জাঠা শুরু হয়ে পরের দিন দুর্গাপুরে পৌঁছাবে । রাজ্যের জ্বলন্ত সমস্যার বিষয়ে ১৭ দফার দাবীর সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল , ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল ,বস্তি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সহ আরও ৮-দফা দাবীতে আজ বিকালে ইস্পাতনগরীর দু-প্রান্তে দুটি পৃথক পথযাত্রা বেরোয় । স্হায়ী ও ঠিকা ইস্পাত শ্রমিক,অবসরপ্রাপ্ত,বস্তিবাসী সহ সমাজের বিভিন্ন অংশের খেটে খাওয়া মানুষ পথযাত্রা দুটিতে অংশ নিয়ে আসন্ন বিপিএমও জাঠা সফল করার আহ্বান জানান । আশীষ-জব্বর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ,নিমাই ঘোষ , মহিলা নেত্রী মিতা ভট্টাচার্য ,মলয় চক্রবর্তী,কৃষক নেতা অজিত মন্ডল । পদযাত্রা ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে আকবর রোডে শেষ হয় । অপর পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের মৌলানা আজাদ মোড় থেকে শুরু হয়ে সেইল আবাসন অঞ্চল , সেপকো টাউনশীপ , ইস্পাতনগরীর সি-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে তিলক ময়দানে শেষ হয় । পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী ,বিশ্বরূপ ব্যানার্জী , মহিলা নেত্রী আল্পনা চৌধুরী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক ও গন আন্দোলনের নেতৃত্ব সন্তোষ দেবরায় উভয় পদযাত্রার নেতৃত্ব দেন ।





Saturday 14 October 2017

অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের স্মরণ সভা ।



দুর্গাপুর ,১৪ই অক্টো : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর তিলক রোডে এসপি ইউনিয়ন দফ্তরে সদ্য প্রয়াত অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হল । উদ্যোক্তা পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত-১ । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত । এছাড়াও সংগীত পরিবেশন করেন শ্রীরূপা চট্টোরাজ,ঋতুকনা ভৌমিক,সুদীপ্তা জানা,শিউলী গাঙ্গুলী ও তমাল ঘোষ । আবৃতি করে শোনান দেবদাস সেন, তমাল ঘোষ ও শ্যামল ব্যানর্জী ।
সভার একমাত্র আলোচক ছিলেন বিশিষ্ট নাট্য সংগঠক ও পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান ( পশ্চিম ) জেলার সভাপতি আশীষ ভট্টাচার্য । তিনি প্রয়াত অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । এছাড়াও বক্তব্য রাখেন কানাই বিশ্বাস ও শ্যামল ব্যানর্জী ।
সভার শুরুতে সদ্য প্রয়াত সাংস্কৃতিক জগতের বিভিন্ন দিকপাল , নিহত গৌরি লংকেশ , পুলিশের এস.আই অমিতাভ মালিক সহ অন্যান্য দের স্মরনে নীরবতা পালন করা হয় ।