Monday 30 April 2018

সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে শিল্পী-সাহিত্যিকরা পথে নামলেন ।




দুর্গাপুর,৩০ এপ্রিল ঃ আজ সন্ধ্যায় সিটি সেন্টারে ব্যস্ততম কেন্দ্রিয় গ্রন্হাগার  মোড়ে দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিকরা  সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে সভা ও সাক্ষর সংগ্রহ করেন । গত ২৩শে এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দিনে দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও কোর্ট চত্বরে সাংবাদিকদের ওপর তৃণমূলি দুষ্কৃতিরা ভয়াবহ আক্রমন চালায় । অনেক সাংবাদিক গুরুতর আহত হয় । প্রসংগত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের দিনগুলিতে, সারা রাজ্যের সাথে দুর্গাপুরও তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী । এই সময়ে কয়েক শো তৃণমূলি  দুষ্কৃতি দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও কোর্ট চত্বর ঘিরে রেখে বিরোধিদের মনোনয়ন পত্র পেশে বাধা দেয় । এই সংবাদ নিয়মিত তুলে ধরার ‘অপরাধে’ সাংবাদিকদের ওপরে আক্রমন নেমে আসে । আজকের সভায় সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফ্তারের দাবি জানানো হয় । একই সাথে দুর্গাপুরে বহিরাগতদের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে হস্তক্ষেপের সম্পর্কে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ।





Sunday 29 April 2018

গনতন্ত্র রক্ষা ও অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ইস্পাতনগরীতে মিছিল ।





দুর্গাপুর,২৯শে এপ্রিল ঃ কয়েক মাস আগে দুর্গাপুর দেখেছে পৌর নির্বাচনে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস এবং অবাধ ও একচ্ছত্র ভোট-লুঠ । ঠিক একই কায়দায় , রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূল  ভয়ংকর ফ্যাসিবাদি কায়দায় গনতন্ত্রের নিধন যজ্ঞ চালাচ্ছে । এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে আজ বিকালে একটি বিশাল মিছিল ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হয়।



Saturday 28 April 2018

বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ‘ অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত-দুর্গাপুর বাঁচাও ‘ কমিটি ।




দুর্গাপুর, ২৮শে এপ্রিল : আজ বিকালে ইস্পাতনগরীর অ্যালয় স্টিল প্ল্যান্ট স্টেডিয়াম এর গ্যালারীতে , কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি) গুলির যৌথ মঞ্চ ‘অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত-দুর্গাপুর বাঁচাও‘ কমিটির পক্ষ থেকে আহূত এক শ্রমিক কনভেনশন থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারিকরন এর সিদ্ধান্ত বাতিল এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন , এই তিন-দফা দাবিতে ঐক্যবদ্ধ ও জোরদার আন্দোলন চালিয়ে যেতে বেশ কিছু কর্মসূচি গ্রহন করা হয়েছে । ডিপিএল-ডিসিএল-ডিটিপিএস  টাউনশীপ গুলিকে আন্দোলনের পরিধির মধ্যে আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।
ইতিমধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ভিতরে যৌথ মঞ্চের ডাকে প্রায় প্রতিদিন শ্রমিক-কর্মচারিরা এই তিন-দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন । ইতিমধ্যে গতকাল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির উদ্দ্যেশে ই.ও.আই ( এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ) জমা দেওয়ার শেষ দিন গতকাল পেরিয়ে যাওয়ার পর কেন্দ্রের মোদি সরকার নতুন করে সময়সীমা বৃদ্ধি করে , ই.ও.আই ( এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ) জমা দেওয়ার শেষ দিন ১১ই মে ধার্য করেছে । এই নিয়ে কেন্দ্রের মোদি সরকার দু-বার সময়সীমা বৃদ্ধি করল । গত ১১ই এপ্রিল প্রথমবার সময়সীমা শেষ হয় । এর পর সময়সীমা বৃদ্ধি করে ২৭শে এপ্রিল পর্যন্ত করা হলেও , যৌথ মঞ্চের নেতৃত্বে প্রবল শ্রমিক বিক্ষোভ-আন্দোলন ও গন আন্দোলনের চাপে , কেউ অ্যালয় স্টিল প্ল্যান্ট কেনার জন্য ‘আগ্রহ’ দেখানোর সাহস পাচ্ছে না । শ্রমিকরা লাগাতার নজরদারি চালাচ্ছেন ।
আজকের কনভেনশনে বক্তব্য রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল-ডিটিপিএস এর শ্রমিক নেতৃবৃন্দ এবং ব্যাঙ্ক কর্মচারিদের সংগঠন বেফি’র নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন রথিন রায় । উপস্হিত ছিলেন এলাকার সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ।





Friday 27 April 2018

ইস্পাতনগরীতে পালিত হল নারী শহিদ দিবস ।




দুর্গাপুর,২৭শে এপ্রিল : আজ ইস্পাতনগরীতে নারী শহিদ পালন করল সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া সাংগঠনিক কমিটি ।এই উপলক্ষ্যে ইস্পাতনগরীর আকবর-তুলসিদাস সেক্টার অফিস ও  বি.টি.রণদিভে ভবনে দুটি পৃথক অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন ও  শহীদবেদিতে মাল্যদানের কর্মসূচি পালিত হয় । এরপর দুটি মিছিল , যথাক্রমে আকবর রোড থেকে পাঁচ মাথা মোড় ও অপরটি বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজারে যায় । মিছিলের নেতৃত্ব দেন আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , রাজলক্ষী দে প্রমূখ ।







Wednesday 25 April 2018

কমরেড লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ।






দুর্গাপুর,২৫শে এপ্রিল : কমরেড লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত ,’ কমরেড লেনিন কেনো আজো প্রাসঙ্গিক ‘- শীর্ষক  আলোচন সভায় মূল বক্তা ছিলেন মানব মুখার্জি । তিনি বলেন যে ত্রিপুরায় সাম্প্রতিক লেনিন মূর্তি ধ্বংস প্রমান করছে যে তিনি আজও প্রাসঙ্গিক । কার্ল মার্কস এর ২০০-তম জন্মদিবসে লেনিনের সম্পর্কে আলোচনা আসছে তার অন্যতম কারন হল মার্কস ও এঙ্গেলস  ইউটোপিয় ভাবধারা থেকে  সমাজতন্ত্র কে মুক্ত করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তাত্ত্বিক ভিত প্রতিষ্ঠা করেন , লেনিন সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কে হাতে-কলমে প্রয়োগ করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলার নেতৃত্ব দেন । এ ক্ষেত্রে তার অসামান্য আরেক টি কৃতিত্ব হল কমিউনিস্ট পার্টি গঠন ও পার্টির নেতৃত্ব বিপ্লবে । অপর দিকে লেনিন, মার্কস ও এঙ্গেলস এর সময়ে শিল্প পুঁজি যে বিংশ শতাব্দিতে যে ফিনান্স পুঁজির রূপ ধারন , বর্তমানে যা আন্তর্জাতিক ফিনান্স পুঁজির রূপ পরিগ্রহন করছে, তা বিশ্লেষন করে পুঁজিবাদ কিভাবে অধঃপতিত হয়ে সাম্রাজ্যবাদের স্তরে উন্নীত হয়েছে হয়েছে তার মার্কসীয় ব্যাখ্যা করেন । তার এই ঐতিহাসিক অবদানের জন্য আজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি লড়াই এর পথ দেখায়   মার্কসবাদ-লেনিনবাদ যা আজকের দিনে মার্কসবাদ ।
এছাড়াও আজ বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায় ও নির্মল ভট্টাচার্য । উপস্হিত ছিলেন পার্থ মুখার্জী , বিপ্রেন্দু চক্রবর্তী , পঙ্কজ রায়সরকার , রথীন রায়,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সূচনায় গণ-সংগীত পরিবেশন করেন ভারতী গণনাট্য সংঘের ইস্পাত শাখার ( দুর্গাপুর ) শিল্পীরা ।










Tuesday 24 April 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা দুর্গাপুর কে ধ্বংসের ষরযন্ত্র : যৌথ মঞ্চ




দুর্গাপুর,২৪শে এপ্রিল : ভারতের একটি অন্যতম আন্তর্জাতিক মানের শিল্প সংস্হা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট কে মোদি সরকার বিক্রি করে দুর্গাপুর কে ধ্বংস করতে চাইছে । এর বিরুদ্ধে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি –এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-  টি.ইউ.সি.সি.-এ.আই.ইউ.টি.ইউ.সি ) এর  যৌথ মঞ্চ ,’ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও , দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও , দুর্গাপুর বাঁচাও ‘ লাগাতার ভাবে গত প্রায় দুই বছর ধরে লড়াই করছে । ইতিমধ্যে বিক্রির চেষ্টা ধাক্কা খেলেও মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রির চেষ্টায় ‘এক্সপ্রেশন অফ ইন্টারেষ্ট ‘ এর সময়সীমা ১১ই এপ্রিল থেকে বাড়িয়ে ২৭শে এপ্রিল করেছে । এর প্রতিবাদে যৌথ মঞ্চ এর লাগাতার বিক্ষোভ-সমাবেশ চলছে ।আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর জনবহুল আশিষ মার্কেটে এক প্রতিবাদ সভায় অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করে দুর্গাপুর কে ধ্বংসের ষরযন্ত্র ব্যর্থ করতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষ সমস্ত শ্রমিক ও সমাজের সর্বস্তরের মানুষ কে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।

Monday 23 April 2018

দুর্গাপুরের মহকুমা শাসকের দফ্তরে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহনের দাবী করলেন সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ।




দুর্গাপুর , ২৩শে এপ্রিল : রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের প্রতিটি ক্ষেত্র আক্রান্ত হচ্ছে । প্রথমে আক্রান্ত হয়েছেন বামপন্হীরা । তারপর হয়েছেন সাধারন মানুষ । এখন ক্রমাগত আক্রান্ত হচ্ছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা । তার সর্বশেষ এবং ভয়ঙ্কর উদাহরন হল আজ ( ২৩/০৪/২০১৮ ) ত্রিস্তর পঞ্চায়েতের মনোনয়ন দাখিলের শেষ দিনে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের মধ্যে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের উপস্হিতিতে শাসক দলের দুষ্কৃতিরা জোর-জবরদস্তি করে শুধু যে বামফ্রন্টের সহ অন্য ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে তাই নয় , উপস্হিত সংবাদ মাধ্যমের প্রতিনধিদের বেধড়ক মারধোর করে অথবা হেনস্হা করে ।বেশ কয়েক জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন ।
দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সি.পি.আই.(এম ) এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহনের দাবী করেছেন । একই সাথে তিনি আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ।

Sunday 22 April 2018

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল কমরেড লেনিন এর ১৪৯-তম জন্মদিবস ।




দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল কমরেড লেনিন এর ১৪৯-তম জন্মদিবস । সকালে আশিষ-জব্বার ভবনে কমরেড লেনিন এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । সন্ধ্যায় পার্টির দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত আশিষ-জব্বার ভবনের সামনে এক উন্মুক্ত আলোচনা সভায় ‘মার্কসীয় ভাবনা ও আজকের ভারতবর্ষ ‘ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক ডঃ শ্যামল চক্রবর্তি ও বিশ্বরূপ ব্যানার্জী । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,রথিন রায় ,দীপক ঘোষ প্রমূখ । গান পরিবেশন করেন ‘সম্ভাবনা’ শিল্পী গোষ্ঠি । চন্ডিদাস বাজারে দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অনুপ মিত্র ও আল্পনা চৌধুরী । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী প্রমূখ । সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা । কনিষ্ক-সেকেন্ডারি মোড়ে পার্টির দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী ও জীবন আইচ ।







Saturday 21 April 2018

বেটি বাচাও ও সন্ত্রাসমুক্ত ভারতের প্রতিশ্রুতি কোথায় গেল ,প্রধানমন্ত্রী জী ?





দুর্গাপুর,২১শে এপ্রিল :  আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর প্রান্তিকা মোড়ে ( লায়ন্স ক্লাব সংলগ্ন ) ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায়  কন্ঠে তীক্ষ্ন কন্ঠে এই প্রশ্ন তোলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ( পূর্ব ) বিধানসভার বিধায়ক সন্তোষ দেবরায় ।
তিনি বলেন যে কাথুয়া-উন্নাও-সুরাট সহ দেশের বিভিন্ন জায়গায় নারী-শিশুরা খুন-ধর্ষনের শিকার হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেও প্রধানমন্ত্রী নিরব । একই অবস্হা রাজ্যের মুখ্যমন্ত্রীর । অন্য দিকে সন্ত্রসবাদী অসীমানন্দ অথবা গুজরাট দাঙ্গার পান্ডা মায়া কোদনানি ছাড়া পেয়ে যাচ্ছে । রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের নির্বাচনে দাঁড়াতে না দেওয়ার জন্য ব্যাপকতম সন্ত্রাস চালাচ্ছে ক্ষমতাশীন তৃণমূল দল । এই ফ্যাসিবাদি প্রবনতার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াতে হবে ।
ভারতের অন্যান্য জায়গার সাথে পঃ বঙ্গেও চলছে সাম্প্রদায়িক হানাহানি ও বিভেদ তৈরির চেষ্টা যার মূখ্য বলি হচ্ছে নারী ও শিশুরা ।অন্যদিকে সিরিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস আক্রমনের বলি অসংখ্য মানুষ । অথচ ভারত সরকার নিরব । সিরিয়ার উপর আক্রমনের বিরোধিতা , নারী-শিশুদের উপর আক্রমন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চরম বিরোধিতা ও প্রতিরোধের  সামনের সারিতে পার্টি আছে ও থাকবে ।
এছাড়াও বক্তব্য রাখেন সৌরভ দত্ত ও আশিষ মিশ্র । উপস্হিত ছিলেন রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর সাংস্কৃতিক শাখার সদস্যবৃন্দ ।





Friday 20 April 2018

সিরিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর , ২০শে এপ্রিল : যুদ্ধবিদ্ধস্হ সিরিয়ায় নির্বাচিত আসাদ সরকারের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তির সাম্প্রতিকতম নির্লজ্জ আগ্রাসনে ক্ষেপনাস্ত্র হানায় প্রান হারিয়েছে হাজার হাজার মানুষ । অন্যদিকে ঘটে চলেছে দেশ জুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে  ক্রমবর্ধমান হিংসা ,যৌণ-নির্যাতন-ধর্ষন । কাথুয়া-উন্নাও-সুরাতের সাথে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক আউসগ্রাম-কোচবিহার-আলিপুরদুয়ার সহ আরও অসংখ্য ঘটনার লজ্জায় মুখ ঢাকছে সভ্যতা ।কেন্দ্র ও রাজ্য সরকার নির্লিপ্ত । এই সুযোগে ধর্ষকদের সমর্থনে মিছিল করছে সাম্প্রদায়িক শক্তি । প্রতিবাদে আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা আজ ইস্পাতনগরীর পথে নামলেন । আজ বিকালে ইস্পাত শ্রমিকরা বি.টি. রণদিভে ভবন থেকে মিছিল করে চন্ডিদাস বাজার পর্যন্ত যান । সেখানে মোমবাতি জ্বালিয়ে মৃত ও আহত এবং নির্যাতিতাদের শ্রদ্ধা জানানো হয় ।





Monday 16 April 2018

কাঠুয়া ও উন্নাও এর ধর্ষনকান্ডের প্রতিবাদে পথে নামল দুর্গাপুরের ছাত্র-ছাত্রীরা ।




দুর্গাপুর,১৬ই এপ্রিল : সারা দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসা-ধর্ষন-যৌন লাঞ্ছনার প্রতিবাদে আজ সিটিসেন্টার এ ডি ডি এ বটতলা থেকে কলেজ ছাত্র-ছাত্রীদের মৌন মিছিল শুরু হয়ে বাসস্যান্ড অঞ্চল পরিক্রমা করে এবং শেষে  এস ডি ও অফিসের সামনে যায়।। সেখানে গান ও  কবিতা আবৃতি করে তারা এই ঘটনাগুলির বিরুদ্ধে তাদের প্রতিবাদ ব্যক্ত করে।

Friday 13 April 2018

শ্রমিকশ্রেনীর ওপর বহুমাত্রিক আক্রমন নেমে এসেছে , প্রতিরোধ গড়ে তুলতে হবে সর্বাত্মক : তপন সেন , সি.আই.টি.ইউ-র সর্ব ভারতীয় সম্পাদক




দুর্গাপুর,১৪ই এপ্রিল : গতকাল থেকে ইস্পাতনগরীর দেশবন্ধু ভবন এর সুকোমল সেন নগর-মহঃ আমিন মঞ্চে সারা ভারতের ইস্পাত শিল্পের ( রাষ্ট্রায়ত্ব ইস্পাত ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আর.আই.এন.এল ও সংশ্লিষ্ঠ খনি ) সাথে যুক্ত ঠিকা শ্রমিকদের দু-দিন ব্যাপি  ৮-ম কনভেনশন শুরু হয়েছে। স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়ার (  সি.আই.টি.ইউ ) এর ভুক্ত ৮ রাজ্যের ২৪টি ইউনিয়নের ২০০ প্রতিনিধি এই কনভেনশনে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন এস.ডব্লু.এফ.আই ( সি.আই.টি.ইউ ) এর সম্পাদক পি.কে.দাস । কনভেনশন এর উদ্বোধন করেছেন তপন সেন ।
আজ কনভেনশনের শেষ দিনে সকাল বেলায় দুর্গাপুর ইস্পাত কারখানার স্পোর্টস হোষ্টেল ( রামমোহন এভিন্যু ) থেকে কনভেনশন স্হল পর্যন্ত মিছিল করে যান । এছাড়াও মিছিলে যোগদান করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সদস্যরা । মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন তপন সেন , বিষ্ণু মহান্তি , সন্তোষ দেবরায় , পি.কে.দাস,বিশ্বরূপ ব্যানার্জী, সুবীর সেনগুপ্ত প্রমূখ । মিছিল শেষ হওয়ার পরে কনভেনস্হলে আজ ভারতের সংবিধান এর অন্যতম প্রণেতা বাবা সাহেব আম্বেদকার এর জন্মদিবস উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন নেতৃবৃন্দ । 

গত দু-দিন ধরে কনভেনশনে প্রতিনিধিদের বিভিন্ন ওয়ার্কশপ-আলোচনায় উঠে এসেছে ইস্পাত ঠিকা শ্রমিকদের উপর বিভিন্ন ধরনের শোষন-বঞ্চনা-সমস্যা সহ আন্দোলন-প্রতিবাদ-প্রতিরোধের কথা।অন্যান্য দাবি-দাওয়ার সাথে কনভেনশনে নূন্যতম বেতন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন প্রস্তাব নেওয়া হয়েছে । রাষ্ট্রায়ত্ব ইস্পাত ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আর.আই.এন.এল ও সংশ্লিষ্ঠ খনির স্হায়ী শ্রমিকদের তুলনায় ঠিকা শ্রমিকদের বেতন অত্যন্ত কম অথচ কাজের ক্ষেত্রে সর্বত্র ঠিকা শ্রমিকরা সংখ্যাগত দিক দিয়ে ও কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন।প্রস্তাবে বলা হয়েছে যে স্হায়ী শ্রমিকদের বেতনের সাথে সামঞ্জস্যপূর্ন  নূন্যতম বেতন নির্ধারনের জন্য এস.ডব্লু.এফ.আই ( সি.আই.টি.ইউ ) আন্দোলন গড়ে তুলবে । এস.ডব্লু.এফ.আই অন্যান্য ইউনিয়নের সাথে যৌথ ভাবে সহমতের ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে। সমাপ্তি ভাষনে তপন সেন শক্তিশালি সংগঠন ও যৌথ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান । কনভেনশনে অন্যান্য ইউনিয়নের নেতৃবৃ্ন্দ ও স্হানীয় দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় কে সম্বর্ধনা জানানো হয় । কনভেনশন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও বিকাশ ঘটক ( আই.এন.টি.ইউ.সি ) ।

এদিকে গতকাল সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে  আয়োজিত ,’ বর্তমান পরিস্হিতে আমাদের কাজ ‘ শীর্ষক আলোচনার প্রধান বক্তা সি.আই.টি.ইউ-র সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন  সদ্য সমাপ্ত  সি.আই.টি.ইউ-র সর্ব ভারতীয় জেনারেল কাউন্সিলের গৃহীত প্রস্তাব ব্যাখ্যা করেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রেখেছেন সি.আই.টি.ইউ-র সর্ব ভারতীয় সহ-সভাপতি বিষ্ণু মহান্তি , সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী।সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।