Monday 28 May 2018

তুতিকোরিন হত্যালীলার প্রতিবাদে ও পেট্রো-পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ইস্পাতনগরীর বুকে বিশাল মিছিল ।




দুর্গাপুর,২৮শে মে : আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ ) ও ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ( সি.আই.টি.ইউ ) এর যৌথ  আহ্বানে তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত-স্টারলাইট গোষ্ঠির তামার কারখানার প্রাণঘাতী দূষনের বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবীতে আন্দোলনরত মানুষের উপরে পুলিশের নির্বিচার গুলিবর্ষন ও সংগঠিত হত্যালীলার বিচার এবং পেট্রো-পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে একটি বিশাল মিছিল ইস্পাতনগরীর নেতাজী ভবন  থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বেনাচিতি সংলগ্ন পাঁচ মাথা  মোড় পর্যন্ত যায় ।মিছিলে নেতৃত্ব দেন  সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য, নিমাই ঘোষ,কাজল চ্যাটার্জী,দীপক ঘোষ প্রমূখ । মিছিলের শেষে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।









Sunday 27 May 2018

তুতিকোরিন হত্যালীলার বিচার চেয়ে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল-সভা ।




দুর্গাপুর,২৭শে মে : আজ বিকালে , শিল্পনগরী দুর্গাপুরের সিটি সেন্টারে  পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত-স্টারলাইট গোষ্ঠির তামার কারখানার প্রাণঘাতী দূষনের বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবীতে আন্দোলনরত মানুষের উপরে পুলিশের নির্বিচার গুলিবর্ষন ও সংগঠিত হত্যালীলার বিচার এবং সারা দেশে সরকারি মদতে ক্রমবর্ধমান পরিবেশ দূষনের প্রতিকার চেয়ে একটি মিছিল বিগ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে জাংসান মল পর্যন্ত যায় । সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মিছিলে নেতৃত্ব দেন শ্রীকান্ত চ্যাটার্জী,কল্লোল ঘোষ,অরুন কিরন চ্যাটার্জী , রামপ্রনয় গাঙ্গুলি  প্রমূখ ।
এ দিন সকালে ইস্পাতনগরীর আশিষ মার্কেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আয়োজিত একটি প্রতিবাদ সভায় পেট্রো-পণ্যের লাগাম ছাড়া ও অযৌক্তিক দর বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তি ।








Friday 25 May 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা ব্যর্থ করে আধুনিকিকরন-সম্প্রসারনের এর দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর , ২৫শে মে : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ) অন্তর্গত অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা রুখতে  অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ও তাদের পরিবারবর্গ যৌথ ভাবে বিগত প্রায় ৩০ মাস ধরে মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাচ্ছেন । তাদের লড়াই এর পাশে এসে দাঁড়িয়েছেন দুর্গাপুরের সর্বস্তরের মানুষ।গড়ে উঠেছে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটি । অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট বাতিল , অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন – এই তিন দফা দাবিতে  প্রায় ২০০ টি ছোট-বড় কর্মসূচি নিয়েছে যৌথ মঞ্চ । হাজার হাজার ইস্পাত শ্রমিক ( স্হায়ী ও ঠিকা উভয়ে ),অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ দুর্গাপুরের সর্বস্তরের মানুষ এই সংগ্রামে সামিল হয়েছেন । এই দাবিতে যৌথ মঞ্চের ডাকে  অ্যালয় স্টিল প্ল্যান্টে এক দিনের ধর্মঘটে প্রায় ৯২% শ্রমিক অংশ নেন । অন্য দিকে যৌথ মঞ্চের প্রতিনিধি দল কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সাথে দেখা করে দাবি সমূহের যৌক্তিকতা বুঝিয়ে বলেন । সাথে ছিলেন রাজ্য থেকে নির্বাচিত বাম ও কং সাংসদারা । দুর্গাপুর ছাড়িয়ে কোলকাতা ও দিল্লির বুকে জমায়েত হয়েছে । লড়াই এর পাশে প্রত্যক্ষ ভাবে দাঁড়িয়েছে রাজ্য ও কেন্দ্রিয় সি.আই.টি.ইউ । সংসদে তপন সেন সহ অন্যান্য বিভিন্ন দলের সাংসদরা অ্যালয় স্টিলের বিক্রি বন্ধের বিরোধিতা করেছেন । কিন্তু আশ্চর্যজনক ভাবে রাজ্য সরকার নিরবতা পালন করে ! মোদি সরকারের প্রস্তাবিত স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের তালিকায় সেইলের বিশেষ ইস্পাত উৎপাদক সংস্হা সালেম ও ভদ্রাবতী থাকলেও যথাক্রমে তমিলনাড়ু ও কর্নাটক সরকারের প্রকাশ্যে তীব্র আপত্তি থাকায় কোন সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেষ্ট ‘ দেখানোর সাহস পায় নি । কেন একই অবস্হান গ্রহন করে পঃ বঙ্গ সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর জন্য এগিয়ে আসে নি ? - এই প্রশ্ন এখন দুর্গাপুরের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে । দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ও রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সূজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে হস্তক্ষেপের দাবি জানালেও কোন ফল হয় নি ।
এই অবস্হায় গত ১৪ই ফেব্রুঃ কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করার জন্য ক্রেতার খোঁজে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর পোষাকি নামের আড়ালে দরপত্র ( টেন্ডার ) আহ্বান করলে উত্তেজনা চরমে ওঠে । যৌথ মঞ্চের আহ্বানে ইস্পাত শ্রমিকরা জানিয়ে দেন – প্রান দেব তবু অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি হতে দেব না । কোন বেসরকারি সংস্হার প্রতিনিধি  অ্যালয় স্টিল প্ল্যান্টে ঢুকতে না পারে তার জন্য শ্রমিকরা লাগাতার নজরদারি শুরু করেন । যৌথ মঞ্চের আহ্বানে প্রায় প্রতি দিন শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে মিছিল করেন । এই অবস্হায় ১১ই এপ্রিল ই.ও.আই জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হলেও , প্রবল আন্দোলনের মুখে কোন বেসরকারি সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ দেখানোর সাহস করে নি । কিন্তু কেন্দ্রিয় সরকার তা সত্বেও ই .ও.আই জমা দেওয়ার মেয়াদ দু-দফায় বৃদ্ধি করে । কিন্তু ফলাফল একই থাকে । গত ১১ই মে ই.ও.আই জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যায় । এর পরে কেন্দ্রিয় সরকার আর নতুন করে মেয়াদ বৃদ্ধি করে নি ।
কিন্তু লড়াই এখানেই শেষ হয় নি । যতক্ষন না পর্যন্ত কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন এর দাবি মেনে প্রয়োজনীয় বিনিয়োগ করবে না , ততক্ষন পর্যন্ত বেসরকারিকরন অথবা বন্ধ হয়ে যাওয়ার খাঁড়া ঝুলবে । আজ বিকালে,যৌথ মঞ্চের পক্ষে আয়োজিত অ্যালয় স্টিল প্ল্যান্টের মেন গেটে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই বিষয়ে সতর্ক করে দাবি আদায়ের জন্য আরও বৃহত্তর , প্রসারিত আন্দোলনের আহ্বান জানালেন । তারা জানিয়েছেন যে আগামি ৬ই জুন কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সাথে নির্ধারিত সভায় অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারনের বিষয়ে আবারও সবিস্তারে জানিয়ে যৌথ মঞ্চের পক্ষে অবলম্বে কেন্দ্রিয় বিনিয়োগ এর দাবি পুনরায় করা হবে । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা একটি বিশাল মিছিল করে কারখানার থেকে সমাবেশে এসে যোগ দেন । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরাও সমাবেশে যোগ দেন । সমাবেশের শুরুতে পুলিশের গুলিতে নিহত তুতিকোরিনের শহিদদের স্মরনে নিরবতা পালন করা হয় । বক্তব্য রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জি ,অনিত মল্লিক,বিজয় সাহা,রানা সরকার ,শত্রুঘ্ন দেওঘরিয়া ও চন্দন ঘোষ ।









Monday 21 May 2018

পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে ইস্পাত শ্রমিকদের প্রতিবাদ ।




দুর্গাপুর,২১শে মে : মোদি সরকারে ভ্রান্ত ও অনায্য কর নীতির মাসুল গুনছে সাধারন মানুষ । পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে জিনিষ-পত্রের দাম অগ্নিমূল্য । আজ সকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অভিমূখি ফ্লাই ওভারে , কারখানার শ্রমিকরা  পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে তীব্র  প্রতিবাদ জানালেন। উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।



Sunday 20 May 2018

দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৯শে মে : আজ সকালে, ইস্পাতনগরীর বিধানভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠন – এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডিএসপি এ্যান্ড সেইল এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । অবসর জীবনের বিভিন্ন প্রতিকুল পরিস্হিতির মোকাবিলা , সিনিয়ার সিটিজেনদের স্বার্থবিরোধি নীতির বিরোধিতার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের যৌথ শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ   “অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা- দুর্গাপুর বাঁচাও “ এর পাশে দাঁড়িয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা আধুনিকিকরন-সম্প্রসারনের বিরুদ্ধে মহা সংগ্রামে সংগঠন নিয়েছে । অন্য দিকে মেডিক্লেম সহ অন্যান্য অবসরকালীন সুবিধা , ইস্পাতনগরী সহ পার্শ্ববর্তি অঞ্চলে বিভিন্ন পরিষেবা উন্নয়নের দাবিতে আন্দোলনে সংগঠন সামিল হয়েছে । ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে ছিনিমিনি খেলার জন্য আনা কালা এফ.আর.ডি.আই বিলের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার জন্য সংগঠন সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।জনাকীর্ণ বিধানভবনে সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য শিল্প সংস্হার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের নেতৃবর্গ।সভায় সংগঠনের ৩৮ জনের কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডঃ নৃপেশ ভট্টাচার্য ও অশোক চক্রবর্তি ।







সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,২০শে মে : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আকবর রোডে - সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে এই পথ সভায় বক্তব্য রেখেছেন কাজল চ্যাটার্জী , জীবন আইচ ও সোমনাথ গাঙ্গুলী । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Wednesday 16 May 2018

পঃ বঙ্গে ‘ অন্ধকার যুগ ‘ কায়েম করার বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ মিছিল ।




দুর্গাপুর,১৬ই মে ঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে এক মাসের বেশী সময় ধরে শাসক তৃণমূল দল যে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করেছে তার বিরুদ্ধে আজ বিকালে ইস্পাতনগরীতে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আইনস্টাইন মোড় থেকে মিছিল বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে মিছিল শেষ হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে মিছিলে নেতৃত্ব দেন রথিন রায়, সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত প্রমূখ ।









Friday 11 May 2018

প্রয়াত জননেতা তারাশঙ্কর সুকুলের স্মরনসভা পরিনত হল জনসভায় ।




দুর্গাপুর , ১১ই মে ঃ পার্টির সর্বক্ষনের কর্মী  তারশঙ্কর সুকুল গত ২রা এপ্রিল প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ । গত ৩রা এপ্রিল তাঁর মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হলে দুর্গাপুরের বেনাচিতি বাজারে জনসমুদ্রে পরিনত হয়েছিল । তাঁর প্রতি সম্মান জানাতে বেনাচিতি বাজার বন্ধ রাখেন হকার- ব্যবসায়ীরা । আবাল-বৃদ্ধ-বনিতা সহ দলমত নির্বিশেষ সমাজের সর্বস্তরের কাছে সর্বজনপ্রিয় হয়ে ওঠা তারাশঙ্কর সুকুলের সংগ্রামী জীবনের পথ চলা শুরু কলেজ জীবনে বাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে শুরু হলেও তাঁর কর্মক্ষেত্র দুর্গাপুর ইস্পাত কারখানায় ১৯৬৬ সালের  উত্তাল দিন গুলিতে নিরাপত্তা কর্মীদের ইন্সপেক্টার পদে যোগদানের পর থেকে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে হাতে খড়ি হয় ও পার্টির সংস্পর্ষে আসেন। নিরাপত্তা কর্মীদের আন্দোলন সংগঠিত করেন । ১৯৬৯ নিরাপত্তা কর্মীদের সরিয়ে সি.আই.এস.এফ বহাল করা হলে ১২০০ নিরাপত্তা কর্মীর সাথে তিনিও বরখাস্ত হন । পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্ব উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে  ১২০০ নিরাপত্তা কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে বহাল হন । কিন্তু তিনি কাজে যোগদান না করে পার্টির জন্য জীবন উৎসর্গ করেন  ১৯৭৩ সালে পার্টি সভ্যপদ পান । ১৯৭৭ সাল থেকে পার্টির সর্বক্ষনের কর্মীর মর্যাদা পান । ছিলেন পার্টির জোনাল কমিটির নেতা । অসুস্হতার জন্য শেষ দিকে পার্টি কমিটি থেকে অব্যাহতি নিয়েছিলেন । বেনাচিতির জলখাবার পার্টি অফিসের একটি ঘরে অনারম্বর জীবন-যাপন করতেন । বেনাচিতি অঞ্চল জুড়ে পার্টির কাজ পরিচালনার সাথে সাথে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে ওতোপ্রোত ভাবে যুক্ত ছিলেন জনগনের  কাছের মানুষ হয়ে ওঠা অকৃতদার তারাশঙ্কর সুকুল – কারো কাছে সুকুলদা, কারো কাছে সুকুলবাবু অথবা কারো কাছে কারো কাছে সুকুলসাহাব । ১৯৯৭ সালে দুর্গাপুর নগর নিগম গড়ে ওঠার পর থেকে টানা ১৫ বছর ধরে ছিলেন নগর নিগমের মেয়র পরিষদের সদস্য । সমগ্র বেনাচিতি অঞ্চল জুড়ে সামগ্রিক উন্নয়ন কর্মযজ্ঞের অন্যতম হোতা ছিলেন তারাশঙ্কর সুকুল ।
তাই সব অর্থে জননেতা তারাশঙ্কর সুকুল এর স্মরন সভায় , আজ বিকালে বেনাচিতির ‘আনন্দধারা’ হল প্রাঙ্গনে ছুটে আসা মানুষের ভীড় , জন সভায় রূপান্তরিত হয় । তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় । পার্টি নেতৃত্ব সহ অসংখ্য সাধারন মানুষ তাঁকে শ্রদ্ধা  জানান । দুর্গাপুর চেম্বার অফ কমার্স – লায়ন্স ক্লাব – মারোয়ারি সমাজ সহ বিভিন্ন সংস্হার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় । পার্টির দুর্গাপুর পশ্চিম-১ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত এই স্মরনসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির আমনন্ত্রিত সদস্য মদন ঘোষ , পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, বিপ্রেন্দু চক্রবর্তি,রথীন রায় , জীবন রায় ,সন্তোষ দেবরায় , সাইদুল হক ও সুদেব রায় ( ভারতের জাতীয় কংগ্রেস ) । শোকপ্রস্তাব পাঠ করেন মহাদেব পাল  । সঞ্চালনা করেন মহাব্রত কুন্ডু ।
বক্তব্য রাখতে গিয়ে মদন ঘোষ বলেন আজ রাজ্য ও দেশে যখন গনতন্ত্রের উপর চরম আঘাত নেমে আসছে ,সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি চলছে , তখন তারাশঙ্কর সুকুল এর সংগ্রামী জীবন চর্চা ও পার্টির বিকাশের সর্বস্ব পণ আমাদের পথ দেখাবে । গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন পার্টি অফিসে লড়াকু জীবন কাটিয়ে মেহেনতি মানুষের জন্য জীবন উৎসর্গ করা চরিত্র গুলি বিরল হয়ে আসছে । নয়া প্রজন্মের নেতৃত্ব কে তারাশঙ্কর সুকুল এর মতন নেতৃত্বের জীবন ধারা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হবে ।













Thursday 10 May 2018

অণ্ডাল গ্রাম পঞ্চায়েতে অঞ্চলে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে জোর কদমে ।




দুর্গাপুর,১০ই মে : আজ বিকালে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়ুরিয়া গ্রামে আসন্ন ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে একটি বিশাল মিছিল হল । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন রানিগঞ্জের সিপিআই(এম বিধায়ক রুনু দত্ত , বিপ্রেন্দু চক্রবর্তি , শ্যামা ঘোষ , হারাধন সাঁই , পরেশ মন্ডল , প্রভাস সাঁই প্রমূখ । মিছিল শেষে পথ সভায় বক্তব্য রেখেছেন বিধায়ক রুনু দত্ত ও বিপ্রেন্দু চক্রবর্তি ।






Tuesday 8 May 2018

পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির ৭৫-বৎসর পূর্তি উপলক্ষ্যে মহিলা কনভেনশন ।



দুর্গাপুর,৮ই মে : আজ বিকালে, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির ৭৫-বৎসর পূর্তি উপলক্ষ্যে একটি মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন শুভ্রা গাঙ্গুলি ও আল্পনা চৌধুরী । 

Saturday 5 May 2018

ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি ।




দুর্গাপুর ,৫ই মার্চ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি । সকালে আশিষ-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ‘কার্ল মার্কস এর প্রাসঙ্গিকতা ‘ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । সভার শুরুতে পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত ও আহতদের সাহায্যার্থে জেলা সম্পাদকের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে সম্পাদক দীপক ঘোষ ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন ব্যানার্জী ।   উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য,  সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার প্রমূখ ।
 সন্ধ্যায়  অপর একটি অনুষ্ঠানে , আশিষ মার্কেটে, দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি পালন করে । অনুষ্ঠানে নাটক-সংগীত-আবৃতি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও ব্যাক্তি । সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।