Saturday 30 June 2018

৩রা-৪ঠা জুলাই ধর্মতলায় মহিলা সমাবেশ ঘিরে ইস্পাতনগরীতে প্রচার চলছে ।




দুর্গাপুর,৩০শে জুন : সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-র পঃ বঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আগামী ৩রা-৪ঠা জুলাই ধর্মতলায় মহিলা সমাবেশ ঘিরে ইস্পাতনগরীতে মহিলাদের মধ্যে লাগাতার প্রচার চলছে । সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-র দুর্গাপুর ইস্পাত ১ সাংগঠনিক কমিটির পক্ষ থেকে সমাবেশ কে সফল করার জন্য চলছে গ্রুপ সভা ও বাড়ী বাড়ী যাওয়ার কাজ । পোষ্টারিং ও দেওয়াল লিখন করা হয়েছে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় ।






Wednesday 27 June 2018

আধুনিকিকরন-সম্প্রসারন ও অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবীতে অ্যালয় স্টিল কারখানায় শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২৭শে জুন : আজ দুপুরে, অ্যালয় স্টিল কারখানায়  শ্রমিকরা কারখানার জিএম ( ওয়ার্কস) এর দফ্তরের সামনে বিক্ষোভ দেখান । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর এ.এস.পি শাখার ডাকে আধুনিকিকরন-সম্প্রসারন , অবিলম্বে বকেয়া বেতন-চুক্তির ( ১বছর ৫ মাস অতিক্রান্ত ) আলোচনা শুরু ও বেতন-চুক্তি , বিগত বেতন-চুক্তির বকেয়া অবিলম্বে প্রদান  সহ অন্য দাবিতে দলে দলে ইস্পাত শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য ও বিজয় সাহা। বিক্ষোভ সমাবেশে চলাকালীন ইউনিয়ন নেতৃত্বের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন।

Sunday 17 June 2018

বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ মিছিল ।




দুর্গাপুর,১৭ই জুন : উগ্রপন্হী হামলায় নিহত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি । রক্তাত ভূস্বর্গ কাশ্মীর , রক্তাত ভারতবর্ষ । মোদি সরকারের আমলে আসমুদ্র হিমাচল জুড়ে চলছে সাংবাদিক সহ প্রগতিশীল-যুক্তিবাদি-বামপন্হি-ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবিদের হত্যালীলা । দাভোলকার-পানসারে-কালবুর্গির হত্যার পরে সাম্প্রতিককালে ঘাতকদের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গৌরি লংকেশ । সর্বশেষে কাশ্মীরের সাংবাদিক ও উপত্যকায় শান্তির পক্ষে অন্যতম প্রবক্তা সুজাত বুখারি । আক্রমনকারীরা কোথাও  চরম হিন্দুত্ববাদি ,কোথাও কট্টর ইসলামিক মৌলবাদি । একই ভাবে ধর্মান্ধদের হাতে রক্তাত হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ । নিহত হয়েছেন একের পর এক বিশিষ্ট মুক্তিমনা বুদ্ধিজীবি-ব্লগার । এই তালিকায়  সাম্প্রতিক সংযোজিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিশিষ্ট নেতা সাজাহান বাচ্চু ।
এই হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এর বিরুদ্ধে প্রবল গন-প্রতিরোধের আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত একটি মিছিল হয় । মিছিল শেষে চন্ডিদাস বাজারে নিহত সাংবাদিক সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র স্মরনে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।








Friday 15 June 2018

অবিলম্বে বেতন-চুক্তি সহ ১১-দফা দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ।




দুর্গাপুর,১৫ই জুন : আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের জিএম  আই.সি ( ওয়ার্কস ) এর দফ্তরের সামনে এএসপি.সি.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর ডাকে কারখানার ঠিকা শ্রমিকরা অবিলম্বে বেতন-চুক্তি সহ ১১-দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন । সমাবেশে থেকে  অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগের অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে এনজেসিএস আলোচনা শুরু ও বেতন চুক্তির মাধ্যমে ঠিকা শ্রমিকদের নূন্যতম মাসিক বেতন ২১০০০ টাকা করার দাবি জানানো হয় । অন্যদিকে আর্থিক সংকটের কারন দেখিয়ে কর্তৃপক্ষ ২০১৬ –র জুলাই মাস থেকে ভিডিএ ( ভ্যারিয়েবেল ডি.এ.) দেওয়া বন্ধ রেখেছে । সমাবেশে থেকে  অবিলম্বে বকেয়া পাওনা সহ ভিডিএ চালুর দাবি জানানো হয় । সমাবেশে চলাকালিন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সনদ পেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা , মলয় ভট্টাচার্য ও শত্রুঘ্ন দেওঘরিয়া ।

Thursday 14 June 2018

প্রয়াত পার্টি সদস্য বিপুল কান্তি রায় ।




দুর্গাপুর,১৪ই জুন : গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন পার্টি সদস্য বিপুল কান্তি রায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ । তাঁর স্ত্রী,দুই পুত্র ও কন্যা বর্তমান । তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র  দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত জয়দেব শাখার পার্টি সদস্য ছিলেন। তাঁর মরদেহ ৫/৫ কৃত্তিবাস রোডের পার্টি রোডে নিয়ে আসা হলে , মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করেন সন্তোষ দেবরায় ও স্বপন ব্যানার্জী । মাল্যদান করেন সন্তোষ দেবরায়, স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিপুল কান্তি রায় ১৯৬৪ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজ যোগদান করেন ও ঐ বছরই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেন । ১৯৬৭ সালে পার্টি সভ্যপদ অর্জন করেন ।

Wednesday 13 June 2018

ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার ক্রমাগত অবনতির বিরুদ্ধে ও জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং এর দাবিতে বিক্ষোভ-সমাবেশ ।




দুর্গাপুর,১৩ই জুন : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-চিকিৎসা-নিকাশি-রাস্তা প্রভৃতি পরিষেবার ক্রমবর্ধমান অবনতির ফলে নাগরিক স্বাচ্ছ্যন্দ তলানিতে ঠেকেছে । বিশেষ করে জল সরবরাহ ব্যবস্হা সংকটের মুখে । কারন জল সরবরাহের উৎস দামোদর নদ ও সংশ্লিষ্ট খালে পলি পড়ে জল ধারন ক্ষমতা হ্রাস পেয়েছে । ড্রেজিং এর ব্যবস্হা প্রায় নেই । এই কাজে দায়িত্বপ্রাপ্ত ডিভিসি-র দায়সার মনোভাব দুর্গাপুর কে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছে না । রাজ্য সরকার সব কিছু জেনেও উদাসীন । এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন । বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা আধুনিকিকরন অজানা কারনে মাঝপথে থেমে গেছে । অন্যান্য পরিষেবার আধুনিকরন হচ্ছে না । জমি মাফিয়াদের দাপটে ইস্পাতনগরীর জমি লুঠ হচ্ছে , অবৈধ নির্মান-বিদ্যুৎ সংযোগ ক্রমবর্ধমান। তার কুপ্রভাব ইস্পাতনগরীর আইন-শৃংখলার ওপর পড়ছে । স্হায়ী-ঠিকা-সহযোগি সংস্হার শ্রমিক ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং এর ন্যায়সংগত দাবি সমাধানের বদলে   অযথা ঝুলিয়ে রাখা হচ্ছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর লাগাতার আন্দোলনের ফলে কিছু কাজ হলেও , অধিকাংশ কাজ নিয়ে কর্তপক্ষের টালবাহানা-কালক্ষেপের ফলে সমস্যা বাড়ছে,ফলে বিক্ষোভ বাড়ছে । বিক্ষোভ সমাবেশে বক্তারা সমস্যা সমাধানের জন্য অবিলম্বে প্রতিকারের দাবি জানিয়েছেন । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হুঁশিয়ারী দিয়েছেন । পাশাপাশি কেন্দ্রিয় সরকারের নির্দেশিত পথে চলে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষও যে ভাবে নাগরিক পরিষেবার ক্রমান্বয়ে বেসরকারিকরনের চেষ্টা করছে তার বিরুদ্ধে জোরদার লড়াই জারী রাখার আহ্বান জানান বক্তারা । সমাবেশ চলাকালিন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত এক স্মারকলিপি জমা দেয় । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,নবেন্দু বায়েন,প্রকাশতরু চক্রবর্তী,আশিষতরু চক্রবর্তী ও বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন ইউনিয়নের সভপতি রথিন রায় ।




Saturday 9 June 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যৌথমঞ্চ ।




দুর্গাপুর,৯ই জুন : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আনন্দ-লাবণ্য ভবনে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির পক্ষ থেকে আয়োজিত এক শ্রমিক কনভেনশনে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টার বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি দেশের ইস্পাত শিল্পের অন্যতম দুই স্তম্ভ অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে জোরদার আন্দোলনের প্রস্তুতির কথা ঘোষনা করল যৌথমঞ্চ । এই উদ্দেশ্যে ,দুর্গাপুরের অন্যান্য শিল্পের সাথে যুক্ত ট্রেড ইউনিয়নগুলিকে আন্দোলনের সাথে যুক্ত করার প্রয়াস শুরু হয়েছে বলে যৌথমঞ্চের পক্ষ থেকে আজকের কনভেনশনে জানানো হয়েছে । গত ৬ই জুন নয়াদিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি চৌধুরী বিরেন্দ্র সিং এর সাথে আলোচনায় বসে  “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির এক প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় সহ অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন কেন্দ্রিয় ভারি শিল্প দফ্তরের প্রতিমন্ত্রি বাবুল সুপ্রিয় ও ইস্পাত সচিব অরুনা শর্মা । প্রতিনিধি দলের পক্ষ থেকে অবিলম্বে  অ্যালয় স্টিল কারখানার বিলগ্নিকরনের জন্য কেন্দ্রিয় সরকারের উদ্যোগ বাতিল ও ভবিষ্যৎে এই উদ্দ্যেশ্যে কোন ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ আহ্বান করার থেকে কেন্দ্রিয় সরকার কে বিরত থাকার জন্য আবেদন জানানো হয় । একই সাথে প্রতিনিধি দলের পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মুলধনের জোগান অব্যাহত রাখার জন্য দাবি জাননো হয়েছে এই মূহুর্তে অ্যালয় স্টিল প্ল্যান্টের হাতে প্রচুর অর্ডার আছে । বিগত ২৫ বছর ধরে বিমাতৃসুলভ আচরন করে অ্যালয় স্টিল প্ল্যান্টে কোন বিনিয়োগ করা হয় নি ।  এই বিষয়ে প্রতিনিধি দল দেশের প্রতিরক্ষা-আনবিক-পরিবহন শিল্পের জন্য বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের ঘোষিত নীতির সাথে সাযূজ্য রেখে অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানান অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত সামগ্রি বিক্রির জন্য বিশেষ মার্কেটিং ব্যবস্হা গড়ে তোলার আবেদন জানায়  প্রতিনিধি দল
পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়েছে প্রতিনিধি দল।
 দেশের ইস্পাত শিল্পে দুই কারখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা স্মরন করিয়ে দিয়ে প্রতিনিধি দল , আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ইস্পাত সচিব সহ একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম কে এই দুই কারখানা ঘুরে দেখার জন্য অনুরোধ জানায়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ইস্পাত সচিব এর পক্ষ থেকে দুই কারখানার বিভিন্ন বিষয়ে প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া হয়েছে এবং দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে
  আজকের কনভেনশনে এই আলোচনার বিষয়ে বিস্তারিত বিবরন তুলে ধরা হয় । এছাড়াও সাম্প্রতিক একটি ওয়েব পত্রিকায় সেইলের চেয়ারম্যানের সাক্ষাৎকারে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য তথাকথিত ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর বিষয়টি যদি সত্যি হয় তবে দুর্গাপুরে আগুন জ্বলবে বলে কনভেনশন থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় । আজকের কনভেনশনে বক্তব্য রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস , অনিত মল্লিক , বিশ্বনাথ মন্ডল, বিশ্বজিত সরকার , মধুসূধন পাল ( বেফি ) প্রমূখ ।







Thursday 7 June 2018

প্রয়াত পার্টি সদস্য কালিপদ ব্যানার্জী।




দুর্গাপুর , ৭ই জুন : আজ সকালে চিকিৎসাধীন অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হয়েছেন পার্টি সদস্য কালিপদ ব্যানার্জী। মৃত্যুর সময় তার বয়েস হয়েছিল ৭৯। তিনি পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত ডেভিড-মার্কনী শাখার পার্টি সভ্য ছিলেন ।
প্রয়াত পার্টি সদস্য কালিপদ ব্যানার্জী-র মরদেহ ৫/৫ কৃত্তিবাস রোডে পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির দফ্তরে  নিয়ে আসা হলে ,রক্তপতাকায় মরদেহ আচ্ছাদিত করেন সুবীর সেনগুপ্ত ও স্বপন ব্যানার্জী । মরদেহ মাল্যদান করে শ্রদ্ধা জানান সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী  সহ অন্যান্য নেতৃবৃন্দ । এর পরে মরদেহ নিয়ে আসা হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার তিলক রোডের দফ্তরে । সেখানে ইউনিয়নের নেতৃবৃন্দ  মরদেহ মাল্যদান করে শ্রদ্ধা জানান । এরপরে মরদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুরের মনু পাল ভবনে । সেখানে রক্তপতাকায় মরদেহ আচ্ছাদিত করেন বিপ্রেন্দু  চক্রবর্তি । মরদেহ মাল্যদান করে শ্রদ্ধা জানান বিপ্রেন্দু  চক্রবর্তি ,শ্যামা ঘোষ,প্রভাস সাঁই এবং তাঁর ছেলে ও এরিয়া কমিটির সদস্য মিলন ব্যানার্জী সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন মানুষ । এরপরে ফরিদপুরের বিবেকানন্দ সংঘ হয়ে মরদেহ নিয়ে যাওয়া হয় বিরভানপুর শ্মশানে । সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
   প্রয়াত পার্টি সদস্য কালিপদ ব্যানার্জী ১৯৭২ সালে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগে স্হায়ি শ্রমিক হিসাবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অবসর গ্রহন করেন । কর্মরত অবস্হায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভ্যপদ গ্রহন করেন । অন্যদিকে তিনি ফরিদপুরে তাঁর বাসস্হান অঞ্চলে কৃষকসভা ও যুব সংগঠনের সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন । ১৯৮২ সালে পার্টি সভ্যপদ লাভ করেন ।পরবর্তিকালে তিনি ইস্পাতনগরীতে বসবাস করার সময়ে ডেভিড হেয়ার অঞ্চলেও সক্রিয় ভাবে পার্টি ও গনসংগঠনের কাজকর্মের সাথে যুক্ত ছিলেন ।

Wednesday 6 June 2018

অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে যৌথ মঞ্চের সাথে কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সদর্থক আলোচনা ।





দুর্গাপুর , ৬ই জুন : আজ নয়াদিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি চৌধুরী বিরেন্দ্র সিং এর সাথে আলোচনায় বসে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির এক প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় সহ অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন কেন্দ্রিয় ভারি শিল্প দফ্তরের প্রতিমন্ত্রি বাবুল সুপ্রিয় ও ইস্পাত সচিব অরুনা শর্মা । প্রতিনিধি দলের পক্ষ থেকে অবিলম্বে  অ্যালয় স্টিল কারখানার বিলগ্নিকরনের জন্য কেন্দ্রিয় সরকারের উদ্যোগ বাতিল ও ভবিষ্যৎে এই উদ্দ্যেশ্যে কোন ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ আহ্বান করার থেকে কেন্দ্রিয় সরকার কে বিরত থাকার জন্য আবেদন জানানো হয় ।
প্রসংগত , গত ১৪ই ফেব্রুঃ কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করার জন্য ক্রেতার খোঁজে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর পোষাকি নামের আড়ালে দরপত্র ( টেন্ডার ) আহ্বান করলে উত্তেজনা চরমে ওঠে । যৌথ মঞ্চের আহ্বানে ইস্পাত শ্রমিকরা জানিয়ে দেন – প্রান দেব তবু অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি হতে দেব না । কোন বেসরকারি সংস্হার প্রতিনিধি  অ্যালয় স্টিল প্ল্যান্টে ঢুকতে না পারে তার জন্য শ্রমিকরা লাগাতার নজরদারি শুরু করেন । যৌথ মঞ্চের আহ্বানে প্রায় প্রতি দিন শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে মিছিল করেন । এই অবস্হায় ১১ই এপ্রিল ই.ও.আই জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হলেও , প্রবল আন্দোলনের মুখে কোন বেসরকারি সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ দেখানোর সাহস করে নি । কিন্তু কেন্দ্রিয় সরকার তা সত্বেও ই .ও.আই জমা দেওয়ার মেয়াদ দু-দফায় বৃদ্ধি করে । কিন্তু ফলাফল একই থাকে । গত ১১ই মে ই.ও.আই জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যায় । এর পরে কেন্দ্রিয় সরকার আর নতুন করে মেয়াদ বৃদ্ধি করে নি ।
একই সাথে প্রতিনিধি দলের পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মুলধনের জোগান অব্যাহত রাখার জন্য দাবি জাননো হয়েছে । এই মূহুর্তে অ্যালয় স্টিল প্ল্যান্টের হাতে প্রচুর অর্ডার আছে । এই বিষয়ে প্রতিনিধি দল দেশের প্রতিরক্ষা-আনবিক-পরিবহন শিল্পের জন্য বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের ঘোষিত নীতির সাথে সাযূজ্য রেখে অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানান । অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত সামগ্রি বিক্রির জন্য বিশেষ মার্কেটিং ব্যবস্হা গড়ে তোলার আবেদন জানায়  প্রতিনিধি দল ।
পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়েছে প্রতিনিধি দল।
 দেশের ইস্পাত শিল্পে দুই কারখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা স্মরন করিয়ে দিয়ে প্রতিনিধি দল , আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ও ইস্পাত সচিব সহ একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম কে এই দুই কারখানা ঘুরে দেখার জন্য অনুরোধ জানায়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ও ইস্পাত সচিব এর পক্ষ থেকে দুই কারখানার বিভিন্ন বিষয়ে প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া হয়েছে এবং দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে ।

প্রয়াত পার্টি সদস্য শান্তিনাথ হাজরা।




দুর্গাপুর , ৬ই জুন : গত ৪ঠা জুন চিকিৎসাধীন অবস্হায় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হয়েছেন পার্টি সদস্য শান্তিনাথ হাজরা। মৃত্যুর সময় তার বয়েস হয়েছিল ৮০। তিনি পার্টির দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির অন্তর্গত রাণা প্রতাপ ( পশ্চিম ) শাখার পার্টি সভ্য ছিলেন ।
প্রয়াত পার্টি সদস্য শান্তিনাথ হাজরা-র মরদেহ আশিষ-জব্বার ভবনে নিয়ে আসা হলে , রক্তপতাকায় মরদেহ আচ্ছাদিত করেন নির্মল ভট্টাচার্য । মাল্যদান করেন নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
    দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত স্হায়ি শ্রমিক হিসাবে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভ্যপদ গ্রহন করেন । পরবর্তি সময়ে ইউনিয়নের কাউন্সিল সদস্য হয়েছিলেন।১৯৭৮ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । অবসরগ্রহনের পরে দীর্ঘদিন ধরে রাণা প্রতাপ ( পশ্চিম ) শাখার সম্পাদকের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন ।