Tuesday 31 July 2018

ইস্পাতনগরীতে পালিত হল মহান হিন্দি-উর্দু লেখক মুন্সি প্রেমচাঁদের ১৩৮-তম জন্মবার্ষিকী ।




দুর্গাপুর,৩১শে জুলাই : মুন্সি প্রেমচাঁদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আজ ইস্পাতনগরীতে পালিত হল মুন্সি প্রেমচাঁদের ১৩৮-তম জন্মবার্ষিকী । সকালে লালা লাজপত রায় – ট্রাঙ্ক রোড এর সংযোগ স্হলে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানানো হয় । সন্ধ্যায় ঐ স্হানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান গান ও আবৃতি পরিবেশিত হয় ও বিভিন্ন বক্তা মুন্সি প্রেমচাঁদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । এছাড়াও মুন্সি প্রেমচাঁদ সাংস্কৃতিক মঞ্চের পত্রিকা ‘জনগাথা’-র প্রথম সংখ্যা উদ্বোধন হয় । উপস্হিত ছিলেন ধর্মেন্দ্র প্রসাদ ,তারকেশ্বর পাণ্ডে, দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত প্রমূখ ।






Sunday 29 July 2018

শহীদ দিবসের প্রাক্কালে ইস্পাতনগরীতে ছোটদের অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর , ২৯শে জুলাই : আশিষ-জব্বার সহ দুর্গাপুরের ৩৬ শহীদ কে স্মরন করে ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস দুর্গাপুরে শহীদ দিবস রূপে পালিত হয় । এই উপলক্ষ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । আজ সকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে আয়োজিত এই অংকন প্রতিযোগিতায় ২২৫ জন অংশ গ্রহন করেন । নার্সারি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত চারটি গ্রুপে প্রতিযোগিরা অংশ নেয় । একই সাথে অভিভাবকদের জন্য আয়োজিত তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় ১২ জন অংশ গ্রহন করেন । আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।


আজ শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ২য় সেমি ফাইন্যালে খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাব ট্রাইব্রেকারে  ৫- ২ গোলে আই.এম. দিশারি কে পরাজিত করেছে । আগামী ৫ই আগষ্ট ফাইন্যাল খেলায় মুখোমুখি হবে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও আমরা ক’জন ক্লাব ।













Saturday 28 July 2018

জমে উঠেছে শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।




দুর্গাপুর , ২৮শে জুলাই : আজ শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইন্যালে খেলায় আমরা ক’জন বয়েস ক্লাব ৩-০ গোলে দুর্গাপুর হিরোজ কে পরাজিত করেছে ।গত ৮ই জুলাই থেকে ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত লাল ময়দানে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী কাল ২য় সেমি ফাইন্যালের খেলা হবে ।








শহীদ আশিষ-জব্বারের স্মৃতিতে ইস্পাতনগরীতে রক্তদান শিবির ।




দুর্গাপুর , ২৮শে জুলাই : আগামী ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে প্রতি বছর শহীদ দিবসের প্রাক্কালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রনদিভে ভবনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি রথীন রায় । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহায়তায় এই রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন । আরও অনেক উৎসাহী রক্তদাতা উপস্হিত হলেও , তাদের রক্তদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা করা যায় নি ।





Friday 27 July 2018

১৬-দফা দাবিতে অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের যৌথ মোর্চার ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,২৭শে জুলাই : আজ অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মোর্চার পক্ষ থেকে  ‘ ই.ডি.-দফ্তর চলো’ জমায়েতের ডাক দেওয়া হয়। ঠিকা শ্রমিকরা কারখানা থেকে বিশাল মিছিল করে ই.ডি.-দফ্তরে  এসে বিক্ষোভ-জমায়েতে যোগ দেন । দীর্ঘদিন ধরে অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি গুলি পূরনে কর্তৃপক্ষ অবহেলা করছে । অ্যালয় স্টিল প্ল্যান্টে বিক্রির জন্য মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথ আন্দোলনে ঠিকা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । ইতিমধ্যে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ “অ্যালয় স্টিল প্ল্যান্টে বাঁচাও-দুর্গাপুর ইস্পাত বাঁচাও-দুর্গাপুর বাঁচাও “ কমিটির নেতৃত্বে  তীব্র গণ আন্দোলনের চাপে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির জন্য মোদি সরকারের অপচেষ্টা বাধা পেয়েছে । কিন্তু আন্দোলন কে দুর্বল করতে অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ নতুন চক্রান্ত শুরু করেছে । এক ধাক্কায় গত আর্থিক বর্ষের তুলনায় বর্তমান বছরে ঠিকা কাজের বরাদ্দ ১০ কোটি টাকা কমিয়ে দিয়েছে । এর ফলে অ্যালয় স্টিল প্ল্যান্টে কর্মরত প্রায় ১১০০ ঠিকা শ্রমিকের জীবন-জীবিকা ও কারখানার উৎপাদনের ওপরে মারাত্মক আঘাত নেমে আসতে চলেছে বলে যৌথ মোর্চার নেতৃবৃন্দ মনে করছেন । অন্যদিকে সম কাজে সম বেতন – পেনশন – কর্মরত অবস্হায় মৃত অথবা পঙ্গু ঠিকা শ্রমিকের পোষ্যের চাকুরি – ভিডিএ-ক্যান্টিন ও নাইট শিফট ভাতা সহ সহ ১৬ দফা আশু দাবি পূরনের জন্য আন্দোলন জোড়দার হচ্ছে । জমায়েতে নেতৃবৃন্দ দাবি আদায়ের জন্য শ্রমিক ঐক্য আরও জোড়ালো করার আহ্বান জানানোর সাথে সাথে আন্দোলন তীব্রতর করার ডাক দিয়েছেন । জমায়েত চলাকালিন যৌথ মোর্চার এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন । জমায়েতে বক্তব্য রাখেন পি.কে.দাস , বিকাশ ঘটক , বিজয় সাহা,বিশ্বজিত ধর চৌধুরী, লক্ষন মন্ডল,রাজা চ্যাট্যার্জী,নন্দলাল দাস সহ অন্যান্য সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি ও আই.এন.টি.টি.ইউ.সি নেতৃবৃন্দ ।








Tuesday 24 July 2018

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গনতন্ত্রের হত্যার বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,২৪শে জুলাই : পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গনতন্ত্রের হত্যার বিরুদ্ধে ও বামপন্হি এবং সি.পি.আই.( এম ) কর্মীদের বিরুদ্ধে হত্যালীলা ও দানবিক অত্যাচারের বিরুদ্ধে আজ বামপন্হি দলগুলির ডাকে সারা ভারত জুড়ে প্রতিবাদ দিবস পালিত হয় । এই উপলক্ষ্যে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২, ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলে কবিগুরু মোড় ও  ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড মোড়ে দুটি পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । বক্তব্য রেখেছেন যথাক্রমে স্বপন সরকার , আশিষতরু চক্রবর্তী ও স্বপন মজুমদার এবং কবিরঞ্জন দাসগুপ্ত,বিজয় সাহা ও বিশ্বরূপ ব্যানার্জী ।



Sunday 22 July 2018

ইস্পাতনগরী সংলগ্ন সেইল আবাসন অঞ্চলে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলে অর্থ সংগ্রহ হল ।



দুর্গাপুর,২২শে জুলাই :আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন সেইল আবাসন অঞ্চলে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলের জন্য  অর্থ সংগ্রহ করা হল । দলমত-নির্বিশেষ সাধারন মানুষ সহ দোকানদার-ব্যবসায়ীরা  সাহায্যের হাত বাড়িয়ে দেন।বৃষ্টি-বিঘ্নিত সকালে নেতৃত্ব সহ  কর্মিবৃন্দ অর্থসংগ্রহের  কর্মসূচীতে অংশ গ্রহন করেন । 


Thursday 19 July 2018

ইস্পাত শ্রমিকদের পেনশন-বকেয়া ও নয়া বেতন-চুক্তির দাবিতে আলোচনায় অগ্রগতি ।




দুর্গাপুর,১৯শে জুলাই : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার  প্ল্যান্ট সিভিলে অনুষ্ঠিত শ্রমিক কনভেনশনে গত ১৭ই জুলাই দিল্লিতে অনুষ্ঠিত ইস্পাত মন্ত্রী এবং শ্রমিক ইউনিয়ন সমূহ ও অফিসার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার বিবরন তুলে ধরা হয় । আলোচনার বিষয় বস্তু তুলে ধরেন অরুন চৌধুরী । তিনি জানান যে ঐ আলোচনা শুরু করেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক সম্পাদক তপন সেন । তিনি ইস্পাত মন্ত্রক অনুমোদিত গত বেতন-চুক্তি অনুসারে পেনশন স্কীম সহ বিভিন্ন বকেয়া লাগু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের টালবাহানার বিষয়ে প্রশ্ন তোলেন । এছাড়াও তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর আধুনিকিকরন-সম্প্রসারনের বিষয় জোড়ালো দাবি জানানোর সাথে সাথে অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা শুরু করার জন্য দাবি জানিয়েছেন । অন্যান্য ইউনিয়ন গুলি ও অফিসার্স অ্যাসোসিয়েশন তপন সেনের উথ্থাপিত দাবি গুলি সমর্থন জানিয়েছেন । ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং প্রতিশ্রুতি দিয়েছেন যে চুক্তি মোতাবেক ২০১২ সাল থেকে পেনশন চালু হবে এবং কর্তৃপক্ষের নূন্যতম যোগদান ৬% হবে । এছাড়াও আজকের কনভেনশনে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জী ।

Wednesday 18 July 2018

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা সভা ।




দুর্গাপুর,১৮ই জুলাই : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা সভা । একমাত্র আলোচক ছিলেন দীপক দাসগুপ্ত । ট্রেড ইউনিয়ন আন্দোলন কে কার্ল মার্কস্ কেবল ‘স্কুল অফ কমিউনিজম ‘ নয় শ্রমিক ঐক্য গড়ে তোলার পাঠশালা বলেছেন । ট্রেড ইউনিয়ন এর গুরুত্বর কথা মনে রেখে কার্ল মার্কস্ নেতৃত্বে গড়ে ওঠা প্রথম আন্তর্জাতিক এর প্রথম কংগ্রেসে ( জেনিভা ) ট্রেড ইউনিয়ন আন্দোলনের – অতীত,বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক দলিল গ্রহন করা হয় । কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সীমাবদ্ধতার জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক শ্রমিক শ্রেনী ও সমাজের অন্যান্য সর্বহারা অংশের কেন মুক্তি নেই - কার্ল মার্কস্ এর বিশ্লেষনও সবিস্তারে তুলে ধরেন দীপক দাসগুপ্ত ।
উপস্হিত ছিলেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , রামপঙ্কজ গাঙ্গুলি , সন্তোষ দেবরায় প্রমূখ ।



Monday 16 July 2018

মোদির ধাপ্পাবাজি কে ধিক্কার জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল – প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,১৬ই জুলাই : আজ রাজ্য জুড়ে প্রতিবাদের সাথে সামিল হল ইস্পাতনগরী ।পঃ বঙ্গ সফর এসে মোদির মিথ্যাচার ও ধাপ্পাবাজি কে ধিক্কার জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে  বিশাল মিছিল হয় । নেতৃত্ব দেন বিশ্বরূপ ব্যানার্জী,সুবীর সেনগুপ্ত ,মলয় ভট্টাচার্য , সন্তোষ দেবরায় প্রমূখ । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে চন্ডিদাস বাজারে প্রতিবাদ সভা হয় । বক্তব্য রাখেন স্বপন মজুমদার ।সভাপতিত্ব করেন আল্পনা চৌধুরী ।




Sunday 15 July 2018

ইস্পাতনগরীতে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলে অর্থ সংগ্রহ চলছে ।




দুর্গাপুর,১৫ই জুলাই :আজ সকালে ইস্পাতনগরীতে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলের জন্য  অর্থ সংগ্রহ করা হল ব্যস্ততম চন্ডিদাস বাজারে । দলমত-নির্বিশেষ সাধারন মানুষ সহ দোকানদার-ব্যবসায়ীরা  সাহায্যের হাত বাড়িয়ে দেন । নেতৃত্ব সহ এক বিশাল কর্মিবাহিনী অর্থসংগ্রহের  কর্মসূচীতে অংশ গ্রহন করেন । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জী , দীপক ঘোষ সহ নেতৃবৃন্দ ।



নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৫২ তম বার্ষিক চক্র সম্মেলন অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৫ই জুলাই : আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে তারাশংকর শুকুল নগর-রাজকুমার রায় মঞ্চে অনুষ্ঠিতি হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের ৫২ তম বার্ষিক চক্র সম্মেলন । মোট ১০০ জন শিক্ষক প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন । সম্মেলন দুর্গাপুর চক্রের ২০ ও দুর্গাপুর ২ চক্রের ২১ জনের নতুন কমিটি গঠন করেছে । দুর্গাপুর চক্রের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শর্বরী চ্যাটার্জী ও অনিল মান্ডি এবং দুর্গাপুর ২ চক্রের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুস্মিতা দত্ত ও অনির্বান বাগচি । উদ্বোধন করেন উজ্জ্বল চ্যাটার্জী । সম্মেলন কে অভিন্দন জানিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়।উপস্হিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সুজাতা পাল ।



Friday 13 July 2018

শুরু হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।



দুর্গাপুর,১৩ই জুলাই : আজ বিকালে ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহিত ফুটবল টুর্নামেন্ট শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য  স্মৃতি ফুটবল প্রতিযোগিতা । উদ্বোধন করেন বিগত দিনের প্রখ্যাত ফুটবলার ও দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি অজয় ব্যানার্জী । এছাড়াও ছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর রেফারিজ অ্যাসোঃ সহ-সভাপতি দীপেন সিনহা , সুখময় বোস , নিমাই ঘোষ , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮ টি দল এই প্রতিযোগিতায় নিচ্ছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশিষ মিশ্র ।
জনাকীর্ণ মাঠে উদ্বোধনী খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব ৪-১ গোলে দুর্গাপুর হিরোজ কে পরাস্ত করে ।
এ দিকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইস্পাত ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা নিমাই অধিকারীর শহীদ দিবসে রক্ত পতাকা উত্তোলন ও শহীদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । রক্ত পতাকা উত্তোলন করেন ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি বিভূতিদাস মন্ডল । শহীদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিভূতিদাস মন্ডল,মহাব্রত কুন্ডু,হারাধন সাঁই,সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জী,দীপক ঘোষ প্রমূখ । শহীদ পরিবারের পক্ষ থেকেও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।