Tuesday 30 October 2018

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-কেরোসিনের দাম কমানোর দাবিতে ইস্পাতনগরীর সব কটি পেট্রোল পাম্পে অবস্হান-বিক্ষোভ ।




দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ বামপন্হি ও সহযোগি দলসমূহ রাজ্য জুড়ে জ্বালানী পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , নিত্যপ্রয়োজনীয় জিনিষের লাগাতার দাম বৃদ্ধি সহ কেন্দ্রিয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যের পেট্রোল পাম্প গুলির সামনে অবস্হান বিক্ষোভের ডাক দেওয়া হয় ।  ইস্পাতনগরীর চারটি পেট্রোল পাম্পের সামনেই অবস্হান-বিক্ষোভ হয়। দুর্গাপুর ইস্পাত ১,২,৩ এরিয়া কমিটি ও দুর্গাপুর পশ্চিম ১ এরিয়া কমিটির পক্ষে যথাক্রমে  প্রিয়দর্শিনী ইন্দিরা সরনী,ভগৎ সিং মোড়, রামমোহন এভিন্যু ও পাঁচমাথা মোড় সংলগ্ন পেট্রোল পাম্প সমূহের সামনে অবস্হান-বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ গুলিতে বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তী,নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।






Monday 22 October 2018

প্রয়াত বিশিষ্ট শিল্পী-গবেষক-প্রাবন্ধিক অশোক দাস ।


                           
                            ( ছবি : সংগৃহিত )

দুর্গাপুর,২২শে অক্টোঃ :  আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হলেন  বিশিষ্ট শিল্পী-গবেষক-প্রাবন্ধিক অশোক দাস ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির পার্টি সদস্য অশোক দাস এর মরদেহ / কৃত্তিবাস রোডে এরিয়া দফ্তরে নিয়ে আসা হলে মরদেহ রক্তপতাকা দিয়ে ঢেকে দেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )- পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ উপস্হিত পার্টির জেলা কমিটির সদস্যরা এর পরে মরদেহে মাল্যদান করেন  গৌরাঙ্গ চ্যাটার্জী,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার প্রমূখ



                                             





Sunday 21 October 2018

সেইলের চেয়ারম্যান এর কাছে অবিলম্বে এএসপি-ডিএসপির আধুনিকিকরন-সম্প্রসারন সহ এক গুচ্ছ দাবি জানালো সি.আই.টি.ইউ।




দুর্গাপুর,২১শে অক্টোঃ : গতকাল দুর্গাপুরে সেইলের চেয়ারম্যান এর সাক্ষাৎ করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে অবিলম্বে সুরাহ এর দাবি জানানো হয়। বিশ্বরূপ ব্যানার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ৯ সদস্যের এক প্রতিনিধি দল সেইলের চেয়ারম্যান এর কাছে দেখা করেন । ছিলেন অন্যান্য ইউনিয়ন এর প্রতিনিধিরাও । এএসপি-ডিএসপির আধুনিকিকরন-সম্প্রসারন ছাড়াও কারখানার নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে কার্যকরী ভূমিকার জন্য দায়িত্ব নির্দিষ্ট ও মার্কেটিং ব্যবস্হা ঢেলে সাজানো ,স্হায়ি শ্রমিক নিয়োগ ও নিয়োগে কারখানার স্বার্থে স্হানীয়দের প্রাধান্য,মৃত শ্রমিকের পোষ্য ও ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের নিয়োগ, কারখানার শিল্প নিরাপত্তা-সুরক্ষায় বিভাগীয় স্তরে দ্বিপাক্ষিক কমিটির পুনরুজ্জীবন সহ অন্যান্য বিষয় ,অবিলম্বে এন-জে-সি-এস এর আলোচনা শুরু এবং বকেয়া ছুটি বিক্রি-ঘর ভাড়া – পেনশন-ইনসেনটিভ বিষয়ে ফয়সালা ,হাসপাতাল-টাউনশিপ এর সুষ্ঠ পরিসেবা ও আধুনিকিকরন,কোয়ার্টার-জমি লিজিং-লাইসেন্সিং এর বিষয়ে অবিলম্বে সুরাহ চেয়ে চেয়ারম্যানের কাছে দাবি জানানো হয়েছে । অন্যান্য ইউনিয়ন এর পক্ষ থেকেও এই দাবি গুলিকে সমর্থন জানানো হয় ।

Saturday 20 October 2018

তৃণমূলের হুমকি-বাধা উপেক্ষা করেই ইস্পাতনগরীতে উদ্বোধন হল শারদীয়া উৎসব উপলক্ষ্যে বুক স্টল ।




দুর্গাপুর,২০শে অক্টোঃ : শারদীয়া উৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে প্রতি বছরের মত এবারও প্রগতিশীল মার্কসিয় সাহিত্যের বুক স্টল হল কিন্তু নির্ধারিত যায়গায় বুক স্টল করতে গিয়ে তৃণমূলের হুমকি-বাধার মুখে পড়তে হয় । পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পার্টি-কর্মিরা অদম্য জেদের সাথে দ্রুত জায়গা পরিবর্তন করে ব্যস্ততম চন্ডিদাস বাজারে নতুন করে বুক স্টল তৈরি করেন । সপ্তমীর সন্ধ্যায় ভীড়ে ঠাসা বুক স্টলের উদ্বোধন করে বক্তব্য রাখেন পার্টির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । এছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর পার্টির বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ ।










Sunday 14 October 2018

সুকৃতি আঁশের বন্দি-মুক্তির দাবিতে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ সভা : ব্যস্ততম চন্ডিদাস বাজারে স্বৈরাচারি তৃণমূল সরকারের কুশপুতুল পুড়লো ।




দুর্গাপুর,১৪ই অক্টোঃ : আজ সকালে ইস্পাতনগরীর ব্যস্ততম চন্ডিদাস বাজারে দাউ দাউ করে জ্বলে উঠল স্বৈরাচারি তৃণমূল সরকারের কুশপুতুল পূজোর আগে শেষ রবিবারে ভীড়ে ঠাসা বাজারে শয়ে শয়ে মানুষের সামনে তখন কুশপুতুল জ্বলছে , লাউড স্পীকারে  শ্লোগান  গর্জন করছেঅবিলম্বে এস.এফ.আই নেত্রী সুকৃতি আঁশের মুক্তি চাই , স্বৈরাচারি তৃণমূল সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও ।
সি.আই.টি.ইউ-কৃষক সভা-ক্ষেতমজুর ইউনিয়ন-ডি.ওয়াই.এফ.আই-এস.এফ.আই-সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ডাকে এই বিশাল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত,আল্পনা চৌধুরী ও স্বপন মজুমদার । আবৃতি করে শোনান সৌরভ দত্ত ।
















Tuesday 2 October 2018

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সুরক্ষায় বেহাল দশার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২রা অক্টো :  দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সুরক্ষায় কর্তৃপক্ষের চরম ব্যর্থতা বারে বারে সামনে আসছে । এই ব্যর্থতার সাম্প্রতিকতম বলি হলেন ঠিকা শ্রমিক শেখ আমিন । গত ২৫শে সেপ্টেঃ কোক ওভেন বিভাগে স্ক্র্যাপ কেটে নামানোর সময়  ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । অভিযোগ, যে এই ঘটনায় যুক্ত ঠিকাদার সংস্হার কোন ওয়ার্ক-পারমিট ছিল না এবং মৃত কর্মির এই বিষয়ে কাজের কোন অভিজ্ঞতা ছিল না । অপর দিকে শ্রমিক প্রতিনিধিদের কে নিয়ে তৈরি সেফটি কমিটি গুলি কে নিষ্ক্রিয় করে রাখার জন্য দুর্ঘটনা এবং শ্রমিক-আধিকারিকদের আহত ও নিহত হওয়ার ঘটনা বাড়ছে বলে শ্রমিকরা বার বার অভিযোগ করলেও কর্তৃপক্ষ কানে তুলছে না । অবিলম্বে সেফটি কমিটি চালু ও নিহত ঠিকা শ্রমিক শেখ আমিনের পরিবার কে উপযুক্ত ক্ষতিপূরনে,পোষ্যের চাকুরীর দাবিতে আজ কোক ওভেনের জি.এম -র দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ডাকে আজ শ্রমিক-বিক্ষোভ হয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,সুব্রত ঘোষ,প্রকাশতরু চক্রবর্তী ও দিপক ঘোষ । ইউনিয়ন এর পক্ষে কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে ।




Monday 1 October 2018

অবিলম্বে বার্ষিক বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক বিক্ষোভ সমাবেশ।




দুর্গাপুর,১লা অক্টোঃ – ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের ডাকে  আজ দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে অবিলম্বে বার্ষিক বোনাসের ( যা পূজো বোনাস নামে বেশী পরিচিত ) দাবিতে  শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন । বিক্ষোভ চলাকালিন যৌথ মঞ্চের এক প্রতিনিধিদল এই দাবি এক স্মারক লিপি কর্তৃপক্ষের কাছে জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,কবিরঞ্জন দাসগুপ্ত ( সি.আই.টি.ইউ ) ও শম্ভু প্রামানিক ( এ.আই.টি.ইউ.সি ) ।

সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে তপশিলি জাতি-উপজাতি-দলিতদের উপর ক্রমবর্ধমান আক্রমনের বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,১লা অক্টোঃ – আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিষ মার্কেটে সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে দেশ ও রাজ্য জুড়ে তপশিলি জাতি-উপজাতি-দলিতদের উপর ক্রমবর্ধমান আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ সভার  আয়োজন করে । বক্তারা এই আক্রমনের বিরুদ্ধে সংগঠিত গন-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও অবিলম্বে এসসি/এসটি  সাব-প্ল্যান কার্যকরি করা, বেসরকারী ক্ষেত্রের চাকুরীকে সংরক্ষনের আওতায় নিয়ে আসা,এসসি/এসটি  সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আন্দোলোন গড়ে তোলার আহ্বান জানানো হয় । বক্তব্য রেখেছেন রথিন রায়,মলয় ভট্টাচার্য,পানমনি টুডু প্রমূখ । এছাড়াও সাঁওতালি গান ও কবিতা আবৃতি করেন বিভিন্ন শিল্পী ।