Sunday 30 December 2018

৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে প্রতিদিন ইস্পাতনগরীর রাস্তায় নামছে লাল ঝাণ্ডা ।



দুর্গাপুর,৩০শে ডিসেঃ : প্রস্তুতি শুরু হয়েছিল আগেই । ডিসেম্বর মাসের শুরু হতেই, ইস্পাতনগরীর রাস্তায় রাস্তায় লাল ঝাণ্ডার নেতৃত্বে কখনও একক কখনও অন্যান্য সংগঠনের সাথে যৌথ ভাবে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে চলছে মিছিল-মিটিং-সমাবেশ-মাইক প্রচার । ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বিকালে  ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে দু-টি পৃথক মিছিল হল । এ-জোনের মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয়ে  বিভিন্ন রাস্তা ঘুরে স্টিল মার্কেটে পাঁচ মাথা মোড়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমূখ । বি-জোনের মিছিল নাগার্জুন রোড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে জয়দেব রোড বস্তিতে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ ।









Saturday 29 December 2018

ইস্পাতনগরীতে জোড়ালো আওয়াজ ,” আট-নয় কাজ নয়” ।




দুর্গাপুর,২৯শে ডিসেঃ : পারদ নামতে নামতে দশ ছুঁই ছুঁই । ঘড়ির কাটায় রাত প্রায় ৮ টা । ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে ৮-৯ই জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে ডি.ওয়াই.এফ.আই এর দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির সভা চলছে । ইতিমধ্যে এসে পৌঁছান ডি.ওয়াই.এফ.আই এর রাজ্য সভানেত্রী মীণাক্ষী মুখার্জী । অপেক্ষমান ছাত্র-যুব সহ বিপুল সংখ্যক মানুষ ধৈর্য ধরে শুনলেন কিভাবে মোদি ও মমতা সরকারের যুগপৎ আক্রমনে সঙ্কটাপন্ন দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল । তিনি আহ্বান জানান যে কাজের সুরক্ষা ও নতুন কাজের দাবিতে সফল করতে হবে ৮-৯ই জানুয়ারী-র সাধারন ধর্মঘট । এছাড়াও বক্তব্য রাখেন আশিষতরু চক্রবর্তী ও চঞ্চল মুখার্জী । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর সি-জোনে সাধারন ধর্মঘটের সমর্থনে অপর একটি সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র,সীমন্ত মুখার্জী ও প্রদ্যুৎ মুখার্জী ।






Friday 28 December 2018

৮-৯ই জানুয়ারীর ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরী জুড়ে চলছে প্রচার ।




২৮ ডিসেঃ : আগামী ৮-৯ই জানুঃ দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরী ও সংলগ্ন এলাকায় প্রচার জোড়ালো হয়ে উঠছে । মাইক প্রচারের সাথে চলেছে বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে সভা । কড়া ঠান্ডা কে উপেক্ষা করে আজ সন্ধ্যায় ইস্পাতনগরী জনবহুল ট্রাঙ্ক রোড মোড়ের সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য,প্রকাশতরু চক্রবর্তী ও সীমান্ত তরফদার ।







ভি.আর.এস প্রত্যাখ্যানের পথে ডি.পি.এল-এর শ্রমিক-আধিকারিকরা : ডিপিএল বাঁচাতে পথে নামল কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ




দুর্গাপুর,২৮শে ডিসেঃ : রাজ্য সরকারের অধিনস্ত দুর্গাপুরের ঐতিহ্যবাহী বিদ্যুৎ উৎপাদন সংস্হা দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডে( ডি.পি.এল ) জোর ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রস্তাবিত ডি.পি.এল এর তথাকথিত পূনঃর্গঠন জন্য নিয়ে আসা স্বেচ্ছাবসর প্রস্তাব । সূত্রের খবর যে স্বেচ্ছাবসর প্রস্তাবে অধিকাংশ শ্রমিক-আধিকারিকরার সাড়া দেন নি।শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক জন গুরুতর অসুস্হ শ্রমিক ও  আধিকারিক ছাড়া কেউ স্বেচ্ছাবসরে জন্য আবেদন জানা নি।

      এ দিকে আজ ডি.পি.এল এর মেইন গেটে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিপিএল বাঁচাও ও আগামী ৮-৯ জানুয়ারী ধর্মঘট সফল করার  আহ্বান জানিয়ে সভা হয় । সভায় ডি.পি.এল কে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য রাজ্যের তৃণমূল সরকার কে দায়ী করে বক্তারা ডি.পি.এল  বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । ডি.পি.এল  বাঁচানোর দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে যৌথ স্মারকলিপি জমা দেওয়া হয় । সভায় বক্তব্য রাখেন বিকাশ ঘটক,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,উমা দাস,রমাপ্রসাদ মুখার্জী,আশিস বাগ,নরেশ শিকদার,অনিত মল্লিক ও দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় ।
বিধানসভার স্ট্যান্ডিং কমিটি ডি.পি.এল কারখানা ঘুরে বিধানসভায় ইতিবাচক প্রস্তাব সহ রিপোর্ট জমা দিলে বিধানসভায় অনুমোদন করে । কিন্তু এখনও তা কার্যকর করা হয় নি । অথচ এর মধ্যেই  রাজ্য সরকার গত ৩০শে নভেঃ একতরফা ভাবে ভি.আর.এস স্কীমের নোটিশ দেয় । দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় গত ২৪শে ডিসেঃ মুখ্যমন্ত্রীর কাছে লিখিত চিঠিতে রাজ্য ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের অর্থনীতির স্বার্থে অবিলম্বে ভি.আর.এস স্কীম বাতিল, বিধানসভায় অনুমোদিত স্ট্যান্ডিং কমিটির প্রস্তাব অনুসারে  ডি.পি.এল-এর পূনঃর্গঠন এবং দুর্গাপুর কেমিক্যালসের পুনরুজ্জীবনের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ।













Thursday 27 December 2018

প্রয়াত জননেতা-শিক্ষক নিরুপম সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল শোকমিছিল ।




দুর্গাপুর,২৭শে ডিসেঃ : গত ২৪শে ডিসেঃ প্রয়াত হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র ভূতপূর্ব পলিট ব্যুরো সদস্য ও রাজ্যের  ভূতপূর্ব বামফ্রন্ট সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রী নিরুপম সেন । গতকাল বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে । তাঁর স্মরনে আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে এক বিশাল শোক মিছিল আশিস-জব্বার ভবন থেকে বেড়িয়ে ‘ইন্টারন্যাশানাল’ গাইতে গাইতে চন্ডিদাস বাজারে যায় । মিছিলের সামনে ছিলেন ৭২ জন লাল পতকাবাহী স্বেচ্ছাসেবী ।মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

গত শতাব্দীর ৬০-এর দশক থেকে ছাত্র-যুব আন্দোলনের সুবাদে ইস্পাতনগরীর সাথে নিরুপম সেনের সম্পর্ক গড়ে ওঠে । পরিবর্তী কালে অবিভক্ত বর্ধমান জেলার পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও তারপরে জেলা সম্পাদক হিসাবে ইস্পাতনগরীর সাথে নিরুপম সেনের সম্পর্ক নিবিরতর হয়ে ওঠে । ১৯৯১ এর থেকে উদার অর্থনীতিবাদ- ডাঙ্কেল ও পরবর্তি ডব্লু-টি-ও চুক্তি এবং অনুসঙ্গ হিসাবে সাম্পদায়িকতাবাদের ভয়ংকর আক্রমনের দিনগুলিতে  ইস্পাতনগরী ও ইস্পাত শ্রমিকদের লড়াই এর নেতা-শিক্ষক হিসাবে নিরুপম সেনের উজ্বল উপস্হিতি চিরকাল অমলিন থাকবে ।




















Sunday 23 December 2018

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল শ্রমিক ও প্রাক্তন শ্রমিক পরিবারবর্গের মিলন উৎসব – ২০১৮।




দুর্গাপুর,২৩শে ডিসেঃ – আজ ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার বর্তমান ও প্রাক্তন স্হায়ী-ঠিকা-ব্যাঙ্ক-সমবায়  শ্রমিক-কর্মচারীদের পরিবারবর্গের  মিলন উৎসব – ২০১৮ । সকালে বেলুন উড়িয়ে মিলন উৎসব – ২০১৮ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডঃ সত্যজিৎ বোস দুর্গাপুর । উপস্হিত ছিলেন  ( পূর্ব ) এর বিধায়ক ও প্রাক্তন ইস্পাত শ্রমিক সন্তোষ দেবরায় , রথীন রায় , জীবন রায়,পি.কে.দাস এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেস এর ডাইরেক্টর ডঃ কে.এন ঠাকুর। উৎসব প্রাঙ্গনে স্বাস্হ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্হ্য পরীক্ষা করান । মিলন উৎসব এর প্রাঙ্গন জুড়ে সকাল থেকে ছিল উৎসবের আমেজ । বিভিন্ন মজাদার খেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় সংগীত – আবৃতি – মূকাভিনয় – ক্যুইজ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । জনপ্রিয় লোক সংগীত পরিবেশন করেন রবি বাগদি ও সম্প্রদায়,বাউল গান পরিবেশন করেন জীবন চ্যাটার্জী  ও সম্প্রদায় । এ ছাড়াও গান-আবৃতি-স্বরচিত কবিতা পাঠ করেন দেবোত্তম মহাপাত্র,চন্দ্রিকা ভট্টাচার্য,রুবিকা সরকার,প্রলয় শর্মা অধিকারী সহ অন্যান্য শিল্পীরা । পরস্পরের মধ্যে আলাপচারিতা – আড্ডায় , ছোট ছোট ছেলে-মেয়েদের কলতানে আজ মুখর ছিল নেহেরু স্টেডিয়াম । বাড়ীর গৃহিণীরা সকাল থেকে নিশ্চিন্ত মনে অংশ নিয়েছিলেন এই উৎসবে । সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা । নতুন বছরের প্রাক্কালে ভিন্ন স্বাদের উৎসবের সাক্ষী হল ইস্পাতনগরী।  আগামী বছর গুলিতে এই উৎসব হবে বলে উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জী ।



Saturday 22 December 2018

ইস্পাতনগরীতে ৮-৯ জানুঃ ধর্মঘটের প্রস্তুতি তুঙ্গে : জামুড়িয়ায় শিশু ধর্ষন ও খুনের তীব্র প্রতিবাদ।




দুর্গাপুর,২২শে ডিসেঃ : ইস্পাতনগরী ও সংলগ্ন এলাকা জুড়ে ৮-৯ জানুঃ ধর্মঘটের প্রস্তুতি এখন তুঙ্গে । প্রতিদিন বিভিন্ন গ্রুপ সভা ছাড়াও চলছে সন্ধ্যায়  চলছে সভা-সমাবেশ। ইস্পাতনগরী, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক- ব্যাঙ্ক-পি এ্যান্ড টি -সমবায় শ্রমিক-অসংগঠিত শ্রমিকদের মধ্যে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের ১২-দফা দাবি ও সাথে যুক্ত দুর্গাপুরের ৪-দফা দাবিতে প্রচার চলছে । বাজারি ও অন্যান্য মিডিয়ার দিকে দৃকপাত না করেই  ধারাবাহিকভাবে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচার কর্মসূচিতে অংশ গ্রহন করছেন । সি.আই.টি.ইউ একক ভাবে ও অন্যান্য কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( বি.এম.এস বাদে )সাথে যৌথ ভাবে জোরদার প্রচার চালাচ্ছে । আজ সন্ধ্যায় সেইল সমবায় অঞ্চলে কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর সভা হল । বক্তব্য রেখেছেন স্বপন মজুমদার,আশিস মিশ্র, ললিত মিশ্র (সি.আই.টি.ইউ) ও সুব্রত সিনহা ( বেফি )।
  এ দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ডেভিড মোড়ে ,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত  পক্ষ থেকে জামুড়িয়ায়  ৭ বছরের শিশু কন্যার ধর্ষন ও নৃশংস খুন এবং রাজ্যে মহিলাদের ওপরে বেড়ে চলা হিংসার প্রতিবাদে সভা হয় । বহু মহিলা এই সভায় যোগ দেন । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ,শেলি মন্ডল,সোমা তরফদার ও কল্যানী বসু ঠাকুর ।



Friday 21 December 2018

ইস্পাতনগরীতে স্তালিনের ১৪১-তম জন্মবার্ষিকি পালিত হল ।




দুর্গাপুর,২১শে ডিসেঃ : আজ ইস্পাতনগরীতে স্তালিনের ১৪১-তম জন্মবার্ষিকি পালিত হল । সকালে আশিস-জব্বার ভবনে স্তালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
    অন্যদিকে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে আজ সিটি সেন্টার বাস স্ট্যান্ড কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ সভায় বক্তব্য রাখেন রবি ঠাকুর ( এ.আই.ইউ.টি.ইউ.সি ),সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ), বিশ্বরূপ ব্যানার্জী ও রথিন রায় ( সি.আই.টি.ইউ )। উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী,বিকাশ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





Thursday 20 December 2018

পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চলছে ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘট ও ২৬শে ডিসেঃ ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তুতি ।




দুর্গাপুর,২০শে ডিসেঃ : গোটা পশ্চিম বর্ধমান জেলায় এখন ধর্মঘট কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে । প্রতিদিন বিভিন্ন শিল্প সংস্হায় জমা দেওয়া হচ্ছে ধর্মঘটের নোটিশ । আজ ডিভিসি-র বিভিন্ন ইউনিটে ধর্মঘটের নোটিশ জমা পড়ে । ডিভিসি-র দুর্গাপুর ইউনিট ডিটিপিএসএ ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর (পূর্ব)-এর সি.পি.আই.এম  বিধায়ক সন্তোষ দেবরায়,অভিজিৎ রায় ও পীযুষ সেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে ধর্মঘটের সমর্থনে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ সভায় বক্তব্য রাখেন রানা সরকার ( আই.এন.টি.ইউ.সি),তরুন দাস ( এ.আই.টি.ইউ.সি) ,প্রকাশতরু চক্রবর্তী ও গুরুপ্রসাদ ব্যানার্জী ( সি.আই.টি.ইউ) । উপস্হিত ছিলেন  সন্তোষ দেবরায়,বিশ্বজিত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । সেইলের খনি অঞ্চল বোলানি,কিরিবুরু সহ অন্যান্য অঞ্চলে ধর্মঘটের সমর্থনে প্রচার সেরে ফিরে এসে এই সভায় যোগদান করেন সি.আই.টি.ইউ নেতা বিশ্বরূপ ব্যানার্জী । ঐ সব খনিতে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলি যৌথভাবে ধর্মঘটের নোটিশ জমা দিয়েছে বলে তিনি জানিয়েছেন ।
এ দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ( বেফি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ২৬শে ডিসেঃ ব্যাঙ্ক ধর্মঘট এবং ৮-৯ জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে জেলা কনভেনশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্ক কর্মচারিরা যোগ দেন । কনভেনশনে বক্তব্য রাখেন বেফি-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক সুব্রত সিনহা ও রাজ্য সম্পাদক জয়দেব দাসগুপ্ত ।