Thursday 26 December 2019

প্রয়াত তরুন পার্টি সমর্থক ।




দুর্গাপুর,২৬শে ডিসেঃ : প্রয়াত হলেন ইস্পাতনগরীর তরুন পার্টি সমর্থক রাজীব নন্দী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ ।গত ২৪শে ডিসেঃ চিকিৎসার জন্য ভেলোরে যাওয়ার পথে ভাইজাগের কাছে ট্রেনেই গুরুতর অসুস্হ হয়ে পড়লে,তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় । আজ সকালে তাঁর মরদেহ ইস্পাতনগরীর অরবিন্দ এভিন্যু তে তাঁর বাসস্হানে পৌঁছালে বহু মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান । শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন পার্টি নেতা কাজল চ্যাটার্জি,আশিস মিশ্র প্রমুখ ।২০১১ সালের পরে সন্ত্রাসের মধ্যেও বুকে পেসমেকার বসান অবস্হায় রাজীব নন্দী গন সংগঠন ও পার্টির কাজ চালিয়ে গেছেন ।

Monday 23 December 2019

৮ই জানুয়ারী ধর্মঘটের জন্য ইস্পাত শ্রমিকদের জোরকদমে প্রস্তুতি চলছে ।


                                                Image result for CITU
দুর্গাপুর,২৩শে ডিসেঃ : ৮ই জানুয়ারী সারা ভারত ধর্মঘট কে সর্বাত্মক করার প্রস্তুতি নিচ্ছেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা । শুরু হয়েছে নিবিড় প্রচার । আজ দুর্গাপুরের ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) এর দফ্তরের সামনে শ্রমিক জমায়েত এর পর কর্তৃপক্ষের কাছে যৌথ ভাবে ধর্মঘটের নোটিশ জমা দেয় সি.আই.টি.ইউ-ভূক্ত স্হায়ি শ্রমিকদের সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ। জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি ।

Sunday 22 December 2019

শ্রমিক মিলন উৎসবে মাতোয়ারা হল নেহেরু স্টেডিয়াম ।




দুর্গাপুর,২২শে ডিসেঃ : আজ সকাল থেকে সন্ধ্যা অবধি ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে চলল শ্রমিক মিলন উৎসব । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর  আয়োজিত শ্রমিক মিলন উৎসবে চতুর্থ বর্ষে পা দিল । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত স্হায়ি,ঠিকা ও অবসরপ্রাপ্ত শ্রমিক,তাদের পরিবারবর্গ সহ বেকার যুবক ও ছাত্ররা  প্রতি বছরের মতো এবারও মিলন উৎসবে যোগদান করেন । শিশু-কিশোর-কিশোরীদের কলতানে মুখর মিলন উৎসবে মেতেন সকলেই । খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস,গান-বাজনা-আবৃতি-নাচ-ক্যুইজ প্রতিযোগিতা ।মিশন হাসপাতালের সহায়তায় বিনামূল্যের স্হাস্হ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্হাস্হ্য পরীক্ষা করান। সকালে উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাতের ইডি ( পি এ্যান্ড এ ) পি.কে.প্রধান এবং স্হাস্হ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন কে.এন. ঠাকুর( ডাইরেক্টর,মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস)। এছাড়াও উপস্হিত ছিলেন মিশন হাসপাতালের সুপারিন্টেড পার্থ পাল  সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বিভিন্ন আধিকারকরা । সারা দেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে ফুৎকারে উড়িয়ে এ বছরের মিলন উৎসব শেষ হোল । খেলাধূলার জন্য পরিচিত ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামের মাঠে এখনও আনাচে-কানাচে ছড়িয়ে আছে লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রীর প্রচার সভার দগদগে স্মৃতি । আজকের মিলন উৎসব নতুন পথা চল শুরু হল বলে মনে করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃত্ব । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে আগামী ৮ই জানুঃ দেশব্যাপি ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই শ্রমিক, তাদের পরিবর্গ ও ছাত্র-যুবদের মিলন উৎসব ঐক্যের মেল-বন্ধন প্রসারিত করবে ।





























 

Friday 20 December 2019

৮ই জানুঃ সাধারন ধর্মঘট মানুষের জীবন-জীবিকার সাথে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর এর বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস গড়বে : গৌরাঙ্গ চ্যাটার্জি




দুর্গাপুর,২০শে ডিসেঃ : আজ সন্ধ্যায় আশিস-জব্বার ভবনে ঐতিহাসিক লংমার্চে অংশগ্রহনকারীদের সম্বর্ধনা সভায় এ কথা বলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । তিনি আরও বলেন যে বিভাজনের রাজনীতি বিজেপি ও তৃণমূল আমদানি করেছে ,তার বিরুদ্ধে লড়াই ছাড়া জীবন-জীবিকার সংগ্রাম করা যায় না । এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ।
   এর আগে চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত লং মার্চে দুর্গাপুর থেকে অংশগ্রহনকারী ২১ জন পদযাত্রী কে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে  সম্বর্ধনা জানান হয় । পদযাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেন গৌরাঙ্গ চ্যাটার্জি,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,পঙ্কজ রায় সরকার,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমূখ ।পদযাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন রত্না ঘোষ ও চিত্ত ব্যানার্জি।আবৃতি করে শোনান দেবযানী মল্লিক ও কৌশিক চ্যাটার্জি । সভাপতিত্ব করেন প্রকাশতরু চক্রবর্তি। সঞ্চালনা করেন স্বপন মজুমদার ।
























Thursday 19 December 2019

নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় ইস্পাতনগরী বিক্ষোভে উত্তাল।




দুর্গাপুর,১৯শে ডিসেঃ : আজ সারা দেশে ও রাজ্যে ১৭টি বাম ও সহযোগী দলসমূহের আহ্বানে ইস্পাতনগরীও দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করা এবং ধর্মীয় বিভাজনের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে উত্তাল হল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় আশিস মার্কেট,চন্ডিদাস বাজার ও কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) তিনটি পৃথক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিটি সভায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় । আশিস মার্কেটের সভা শেষ হলে এক বিশাল বাইক মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজার ও পড়ে কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) যায় । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
 এদিকে আজ সকালে,সি.আই.টি.ইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে ইস্পাত শ্রমিকরা দলে দলে জড়ো হয়ে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে দেখান । পরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় ।