Thursday 31 January 2019

ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়ামে মোদির জনসভার তীব্র প্রতিবাদ জানাল সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,৩১শে জানুঃ – কানাঘুষো আগেই চলছিল । আশংকা ছিল । তবুও মানুষ বিশ্বাস করতে পারে নি যে বিজেপি-র জনসভার জন্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ক্রীড়া জগতের কাছেও অতি পরিচিত দুর্গাপুর ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়াম কে ব্যবহার করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অনুমতি দিতে পারে। সেই আশংকাই শেষ পর্যন্ত বাস্তবে পরিনত হল । নেহেরু স্টেডিয়ামের চত্বর জুড়ে চলছে জনসভার প্রস্তুতি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা চূড়ান্ত অবহেলিত হলেও মোদির আগমনে তড়িঘড়ি স্টেডিয়ামের আশেপাশের রাস্তা মেরামতি সহ চলছে অন্যান্য প্রসাধনী মেরামতি । অথচ এই ইস্পাতনগরী,অ্যালয় স্টিল প্ল্যান্ট , দুর্গাপুর ইস্পাত কারখানা সহ গোটা দুর্গাপুর মোদির নীতির ফলে বিপন্ন । এর আগে বাজপেয়ীর আমলে দুর্গাপুর সাক্ষী রয়েছে কিভাবে এম.এ.এম.সি – এফ.সি.আই-বি.ও.জি.এল এর মত নামজাদা রাষ্ট্রায়ত্ব কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয় । একই কায়দায় মোদি নেমেছেন দুর্গাপুরের কারখানাগুলির ধ্বংসের খেলায় । আন্তর্জাতিক মানের অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করতে চেয়েছে মোদি সরকার । বিনিয়োগ না করার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানা সেইলের মধ্যে ছোট প্ল্যান্টে পরিনত হয়ে সংকটে পড়তে চলেছে । তাপবিদ্যুৎ কেন্দ্র ডি.টি.পি.এস বন্ধ করার চক্রান্ত চলছে । এ বিষয়ে রাজ্য সরকারের মাথা ব্যাথা না থাকলেও ফুঁসে উঠেছে দুর্গাপুরে মানুষ । সি.আই.টি.ইউ সহ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ান গুলির যৌথ মঞ্চ -  “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও- দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও – দুর্গাপুর বাঁচাও” কমিটির নেতৃত্বে গত তিন বছর ধরে, অ্যালয় স্টিল প্ল্যান্ট বিলগ্নীকরন বাতিল - অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনকিকরন-সম্প্রসারনের জন্য সহ রাজ্য সরকারের একই ধরনের শিল্প-ধ্বংস নীতির ফলে বিপন্ন ডিপিএল-ডিসিএল এবং বিপন্ন দুর্গাপুর ব্যারাজের নাব্যতা পুনরুদ্ধারের দাবীতে ইস্পাত শ্রমিক সহ দুর্গাপুরের মানুষ তীব্র লড়াই চালাচ্ছে । গত দুবছর ধরে ইস্পাত শ্রমিকদের বেতন-চুক্তিও বকেয়া হয়েছে অথচ এন.জে.সি.এস আলোচনা শুরুর নামগন্ধও নেই । এই অবস্হায় ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়াম কে মোদি-বিজেপির জনসভার জন্য ব্যবহারের অনুমতি দুর্গাপুরের মানুষের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি বলে মনে করছে সি.আই.টি.ইউ। অন্যদিকে যে রাষ্ট্রায়ত্ব কারখানা শেষ করতে চাইছে বিজেপি, সেখানে খোদ নেহেরুর নামাঙ্কিত স্টেডিয়াম কে জনসভার কাজে ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠেছে । যে স্টেডিয়াম থেকে দুর্গাপুরের একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়ার তৈরি হয়েছে এবং নবীন প্রতিভাবান ক্রীড়াবিদরা ব্যবহার করছেন ,সেই স্টেডিয়াম কে বিজেপি-র জনসভার কাজে ব্যবহার জন্য খোঁড়াখুড়ি করতে দেখে ইস্পাতনগরীর নাগরিক ও ক্রীড়াবিদরা, আতংকিত ও ক্ষুব্দ । এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ চিঠি দেওয়া হয়েছে । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে কর্তৃপক্ষ যদি এহেন কাজের থেকে বিরত না হয় তবে ইউনিয়নের পক্ষ থেকে সবাই কে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।





Tuesday 29 January 2019

পশ্চিমবঙ্গের গনতন্ত্র হত্যার নায়িকা ও গুজরাট গণহত্যার নায়কদের মুখে গনতন্ত্রের বুলি শোভা পায় না : অনাদি সাহু




দুর্গাপুর,২৯শে জানুয়ারী: আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ইতিহাস-বিজরিত আশিস মার্কেটে ৩রা-র জনতা-ব্রিগেডে যোগদানের আহ্বান জানিয়ে মিনি-ব্রিগেডে এই বক্তব্য রাখেন রাজ্য সি.আই.টি.ইউ এর সম্পাদক অনাদি সাহু ।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির আহ্বানে এই সভা হয় ।
তিনি বলেন যে রাজ্য ও কেন্দ্রিয় সরকারের জনবিরোধী নীতির অদ্ভূদ সাদৃশ্য আছে । উভয় সরকার রাষ্ট্রায়ত্ব সংস্হা তুলে দেওয়ার নীতি নিয়েছে ।ফলে কর্মসংস্হান,দেশের অর্থনীতি,জাতীয় নিরাপত্বা বিপন্ন। নয়া অর্থনৈতিক নীতির ফলে এ যাবৎ ৩.৫ লক্ষ কোটি টাকার বিলগ্নীকরন হয়েছে । মোদি সরকার এফ.আর.ডি.আই বিল এনে জনগনের টাকা লুঠ করতে চেয়েছে । রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে কর্পোরেটদের  লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋন দিতে বাধ্য করা হয়েছে অথচ কৃষকরা সহায়ক মূল্য পায় না ।
বিগত ৮-৯ ই জানুয়ারী দু-দিন ব্যাপি ধর্মঘটে গোটা দেশের সাথে রাজ্যও অভূতপূর্ব সফল হয়েছে । এই ধর্মঘট ছিল মোদি সরকারের বিরুদ্ধে কিন্তু ধর্মঘট ভাঙ্গতে মোদির পক্ষে পথে নামল রাজ্য পুলিশ ও তৃণমূলীরা শুধু নয় ,রাস্তায় নামলেন খোদ মুখ্যমন্ত্রী ! অথচ তিনিই ফাঁকা ব্রিগেডের সভা থেকে ডাক দিয়েছেন দেশের গনতন্ত্র বাঁচাতে ! অন্যদিকে গুজরাট গণহত্যার নায়কদের হাতে আজ সারা দেশে গনতন্ত্র বিপন্ন । তারাই আবার বলছেন পশ্চিম বঙ্গের গনতন্ত্র ফিরিয়ে আনবেন ! প্রতিবাদ করলে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবিরা পর্যন্ত খুন হচ্ছেন আরএসএস এর নিকট সংগঠনের হাতে । বিপন্ন দেশের সাংবিধানিক সংস্হাগুলি । জনগনের মৌলিক সমস্যা সমাধান করার বদলে উদার অর্থনীতির শোষন তীব্র করে কর্পোরেট সংস্হার ঝুলিতে মুনাফার পাহাড় তুলে দেওয়ার জন্য হিন্দু রাষ্ট্রের সুড়সুড়ি দেওয়া হচ্ছে । প্রতিবাদ করলে আর.এস.এস-বিজেপি ‘দেশদ্রোহি’ আখ্যা দিচ্ছে অথচ এরাই ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় নি , এদের অনেক নেতা সেই সময়ে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছেন । কেন্দ্র ও রাজ্যে চলছে অবাধ দূর্ণীতি। কেন্দ্র থেকে মোদি সরকারকে বিদায়ের আজ সময় এসেছে । একই ভাবে পরাস্ত করতে হবে তৃণমূল কে । কোন পথে তৃণমূল ও বিজেপি-র বিদায় হবে বামপন্হী তার দিশা জানাবে আগামী ৩রা ফেব্রুঃ বিগ্রেডে সভায় । অনাদি সাহু  বিগ্রেড সমাবেশ কে সফল করার আহ্বান জানান ।
এর আগে বক্তব্য রাখতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন যে তৃণমূল ও বিজেপি ঘরানার দল । বিজেপি দিল্লিতে যা করে ,আমাদের রাজ্যে তৃণমূল একই কাজ করছে । উভয় দল সাম্প্রদায়িক মেরুকরনের চেষ্টা করছে। উভয় দল কে পরাস্ত করতে হবে । আজকের সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,পঙ্কজ রায়সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভার শুরুতে গণসংগীত পরিবেশন করেন লহরীর শিল্পী বৃন্দ ।














Sunday 27 January 2019

দুর্গাপুর বাঁচাতে, চলো বন্ধু ব্রিগেডে – ইস্পাতনগরীতে ৩রা ফেব্রুঃ বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে বিশাল মিছিল ।




দুর্গাপুর,২৭শে জানুয়ারী: ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির আহ্বানে আজ বিকালে সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড় ( ২য় ) থেকে ব্রিগেড সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে বিশাল মিছিল শুরু বিভিন্ন রাস্তা ঘুরে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিলে অ্যালয় স্টিল বাঁচাও-দুর্গাপুর ইস্পাত বাঁচাও- দুর্গাপুর বাঁচাও আন্দোলনের সাথে সাথে দুর্গাপুর –আসানসোল শিল্পাঞ্চল –রাজ্য-দেশ বাঁচাতে,৩রা ফেব্রুঃ চলো বন্ধু ব্রিগেডে - শ্লোগান মিলেমিশে একাকার হয়ে যায় । মিছিল থেকে ব্রিগেড সমাবেশের সমর্থনে আগামী ২৯শে জানুঃ ইস্পাতনগরীর আশিস মার্কেটে ‘মিনি-ব্রিগেড’-এ যোগদানের আহ্বান জানানো হয় ।সভায় প্রধান বক্তা হিসাবে উপস্হিত থাকবেন সি.আই.টি.ইউ এর রাজ্য সম্পাদক অনাদি সাহু । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।












Saturday 26 January 2019

বাম ও সহযোগী দলগুলির আহ্বানে পালিত হল ঐক্য-সম্প্রীতি ও জাতীয় সংহতি রক্ষার লক্ষ্যে মানববন্ধন ও শপথগ্রহন ।




দুর্গাপুর,২৬শে জানুয়ারী: হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) ডাকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে ইস্পাত শ্রমিকরা ঐক্য-সম্প্রীতি ও জাতীয় সংহতি রক্ষার লক্ষ্যে মানববন্ধন অংশ নিয়ে শপথ গ্রহন করেন ।অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন স্বপন মজুমদার। উপস্হিত ছিলেন দিপক ঘোষ,প্রদ্যুৎ মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও শপথগ্রহন অনুষ্ঠান পালন করা হয় । শপথ বাক্য পাঠ করান দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।






Wednesday 23 January 2019

কিশোর বাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল ।



দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা । মোট ১৬৭ জন এই প্রতিযোগীতায় অংশ নিয়েছেন । প্রতিযোগীতায় ১ম ও ২য় স্হানাধিকারিরা জেলা প্রতিযোগীতায় অংশ নেবেন ।
উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়, কালীশংকর ব্যানার্জী,নিরঞ্জন পাল,সুমন দত্ত,সমীর বিশ্বাস প্রমূখ ।





নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২ত-তম জন্মদিবস উপলক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে ইস্পাতনগরীরতে দেশপ্রেম দিবস উদযাপিত হোল ।




দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন । নেতাজী সুভাষচন্দ্র বসুর  জন্মদিবসে পালিত হল দেশপ্রেম দিবস । এই উপলক্ষ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে সকালে জেনারেল শিফটে শুরু হওয়ার আগে  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ঢোকার মুখে ফ্লাইওভারে মানব-বন্ধন পালিত হয় । উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও সকালে চন্ডিদাস বাজারে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও গান-আবৃতি পরিবেশন করা হয় । বক্তব্য রাখেন সলিল দাসগুপ্ত । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ । অন্য দিকে সকালে অপর আরেকটি অনুষ্ঠানে ,আশিস-জব্বার ভবনের সামনে পালিত হয় মানব-বন্ধন কর্মসূচী পালিত হয় । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী প্রমূখ ।











Thursday 17 January 2019

জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা ।




দুর্গাপুর,১৭ই জানুঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির উদ্যোগে জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা । উল্লেখ্য, আজ ছিল জ্যোতি বসুর মৃত্যু দিবস । সভায় আলোচনা করতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনার সাথে সাথে এই দর্শন আত্তীকরন ও প্রয়োগের উপর জোর দেন এবং তার জন্য শিক্ষা ও পুনঃ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন । এছাড়াও বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও কাজল চ্যাটার্জী ।









Wednesday 16 January 2019

কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ ।




দুর্গাপুর,১৬ই জানুঃ আজ দুর্গাপুর ইস্পাত কারখানার  নগর প্রশাসনিক দফ্তরের ( টি.এ. বিল্ডিং ) সামনে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ দেখান। সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষ থেকে আহূত এই সমাবেশে সংহতি জানিয়ে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তী । তিনি বলেন যে মিশ্র ইস্পাত কারখানার বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন,দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত- মিশ্র ইস্পাত কারখানা-সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও সমবায়ের কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে । তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রিয় সরকারের শ্রমজীবি মানুষের বিরোধী নীতি কে দায়ী করে অবিলম্বে কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবি জানান । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । সংহতি জানিয়ে  অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন ।

Tuesday 15 January 2019

বিপন্ন ধর্মনিরপেক্ষতা,আক্রান্ত বাক্ স্বাধীনতা – প্রতিবাদে ইস্পাতনগরীর রাস্তায় নামলেন শিল্পী-সাহিত্যিকরা ।




দুর্গাপুর,১৫ই জানুঃ : সারা দেশ জুড়ে বিরাজ করছে অশান্তির আবহাওয়া । পঃ বঙ্গ তার থেকে ব্যাতিক্রমী নয় । মোদি জমানায় ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার উপর চলছে ক্রমাগত আক্রমন, আক্রান্ত বাক্ স্বাধীনতা ।  আক্রমনের নিশানায় শিল্পী-সাহিত্যিক-রাজনৈতিক দল ও কর্মী,বিশেষতঃ বামদল গুলি সহ সাধারন মানুষ । স্বাধীন মতপ্রকাশের জন্য আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ অথবা কবি শ্রীজাত । প্রতিনিয়ত আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে ।  অন্যদিকে ,রাজ্যে তৃণমূল সরকারে আমলে একই ভাবে বিরুদ্ধ মত প্রকাশের জন্য আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । তার সাম্প্রতিক নজীর টালিগঞ্জে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোষ্ট করার অপরাধে সি.পি.আই.(এম) কর্মী রিয়াজ বক্সের বাড়ীর উপর তৃণমূলী দুষ্কৃতিদের আক্রমন ও তারপরে রিয়াজ বক্সের এর গ্রেফ্তার ।
ধর্মনিরপেক্ষতা ও বাক্ স্বাধীনতার উপর এই আক্রমনের বিরুদ্ধে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের আহ্বানে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বুকে শিল্পী-সাহিত্যিকরা প্রতিবাদী মিছিলে অংশ নেন । ডেভিড হেয়ার থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত প্রতিবাদী কন্ঠে গান গাইতে গাইতে মিছিল যায় । চন্ডিদাস বাজার মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও দীপক দেব । এছাড়াও বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান ও আবৃতি পরিবেশন করেন । সহমর্মিতা জানিয়ে বহু মানুষ এই সভায় যোগ দেন ।  

Friday 11 January 2019

অনশনে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেণিরা : সংহতি জানালো সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,১১ই জানুঃ : মোদি জমানারজুমলা’-  শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা মেক ইন ইন্ডিয়া’- ধাঁচেস্কিল ইন্ডিয়া’- রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় পাঁচ শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস শ্রম আইনের আওতার বাইরে থাকা এই ট্রেনিদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হলস্কিল ইন্ডিয়া এর বিরুদ্ধে স্হায়িকরন অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা এই আন্দোলনের পাশে  শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )
ইতিমধ্যে গত ৩০শে নভেঃ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি  বীরেন্দ্র সিং এর সাথে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে অপেক্ষারত দুর্গাপুর ইস্পাত কারখানার শান্তিপূর্ণভাবে আন্দোলনরত  ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছিলেন। গুরুতর আহত তিন জন ট্রেণি কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছিল । অন্যদিকে রাজ্য প্রশাসন-পুলিশ অথবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ সি.আই.এস.এফ এর এক্তিয়ারের বাইরে গিয়ে এই বেআইনী কাজের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয় নি ।
  আজ সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে স্হায়িকরন ও অন্যান্য দাবিতে অনশন ও অবস্হান করেন ট্রেণিরা । অবস্হানে যোগ দিয়ে ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে  প্রকাশতরু চক্রবর্তী,উজ্জ্বল গণ ও সীমন্ত চ্যাটার্জী । অনশন-অবস্হান চলাকালীন ট্রেণিরা দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন ।