Sunday 31 March 2019

দুর্গাপুরের বাম আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা অজিত মুখার্জীর স্মরণ সভা ।




দুর্গাপুর,৩১শে মার্চ : আজ ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনের মুক্তমঞ্চে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল অজিত মুখার্জীর স্মরণ সভা । গত  কোলকাতার এক বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হন ।
    স্মরণ সভার শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টি ও বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ এবং অজিত মুখার্জীর পরিবারের সদস্যরা । স্মরণ সভায় বিভিন্ন বক্তা অজিত মুখার্জীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আজকের জটিল সময়ে তাঁর অসামান্য জীবনশৈলি আত্মস্হ করে প্রয়োগ করার আহ্বান জানান । এক ইস্পাত শ্রমিক হিসাবে দুর্গাপুরে কর্মজীবন শুরু করে তিনি একাধারে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য,  ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  জেলা নেতৃত্ব, সি.আই.টি.ইউ ও সমবায় আন্দোলনের রাজ্য নেতৃত্ব এবং ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের কার্যকরী সভাপতির পর্যায় উন্নীত হয়েছিলেন । অন্যদিকে দুর্গাপুরে খেলাধুলা ও সুস্হ সংস্কৃতি চর্চায় তাঁর অসামান্য অবদান ছিল । মুল্যবান পরামর্শে সমৃদ্ধ করেছেন ইস্পাত ঠিকা শ্রমিক সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ কে ।
আজকের স্মরণ সভায় বক্তব্য রাখেন আভাস রায়চৌধুরী,সন্তোষ দেবরায়,রথিন রায়,বিপ্রেন্দু চক্রবর্তী এবং অজিত মুখার্জীর জেষ্ঠ পুত্র শৌভিক মুখার্জী। শোক প্রস্তাব উথ্থাপন করেন দিপক ঘোষ ।




















Thursday 28 March 2019

ইস্পাতনগরীতে বেকারী বিরোধী দিবসে প্রাক্তন যুব নেতা ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে সারা জাগানো প্রচার।




দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বেকারী বিরোধী দিবসে, প্রাক্তন যুব নেতা ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে প্রচারের ঝড় উঠল ইস্পাতনগরীতে। আজ বিকালে এ-জোনের খোলা মার্কেট থেকে একটি বিশাল মিছিল আভাস রায়চৌধুরী কে নিয়ে বিভিন্ন পথ ঘুরে আবার খোলা মার্কেটে শেষ হয়। সন্ধ্যায় বি-জোনের তিলক ময়দান থেকে অপর একটি সুবিশাল সুসজ্জ্বিত মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সি-জোনের মধ্য দিয়ে গিয়ে সেপকো কলোনিতে পরিক্রমা শেষ হয় । মিছিল দুটিতে প্রার্থী আভাস রায়চৌধুরী সাথে নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । দুপুরে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বেকারী বিরোধী দিবসে শ্রমিক-যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আভাস রায়চৌধুরী বলেন যে বিগত ৪৫ বছরের মধ্যে বেকারী সর্বোচ্চ পর্যায় পৌঁছিয়েছে । এ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের নীতি সম্পূর্ণ দায়ী । এই অবস্হার পরিবর্তন করতে পারে বামপন্হীরা । এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিশ্বরূপ ব্যানার্জী ও অন্যান্য শ্রমিক ও যুব নেতৃবৃন্দ । সমাবেশ চলাকালিন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ),ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(সি.আই.টি.ইউ),অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার্স এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও ডি.ওয়াই.এফ.আই এর এক যৌথ প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত- অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন ও সম্প্রসারন,শূন্যপদে লোক নিয়োগ,ট্রেনী ও ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন,মৃত শ্রমিকের পোষ্যের চাকরীর দাবি জানিয়েছে । সমাবেশ শুরু হওয়ার আগে এক বিশাল মিছিল আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে মেইন গেট চত্বর পরিক্রমা করে ।















Wednesday 27 March 2019

অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ : বেসরকারিকরনের চেষ্টার মাঝে শ্রমিকদের অধিকার হরনের চেষ্টা ।




দুর্গাপুর,২৭শে মার্চ : মাথার উপর বেসরকারিকরনের খাঁড়া ঝুলছে । মোদি সরকারের এই কুমতলবের বিরুদ্ধে চার বছর ধরে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । এই পরিস্হিতে ঘুরপথে শ্রমিকদের উপরে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ । ইতিমধ্যে কোপ পড়েছে ঠিকা শ্রমিকদের উপর । বছরে প্রাপ্য ২৩টি ছুটি একতরফা ভাবে বাতিল করে,নিয়মবিরুদ্ধ ভাবে ‘নো ওয়ার্ক,নো পে’ নীতি ফিরিয়ে আনা হয়েছে । ঠিকা শ্রমিকদের ৬টি ভি.ডি.এ বাবদ প্রাপ্য টাকা দেওয়া হয় নি । কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেওয়া সত্বেও কন্ডিশনিং বিভাগের  ২৮ জন  ঠিকা শ্রমিকের গত ৭৮ দিন ধরে বেতন বকেয়া আছে । স্হায়ী শ্রমিকদের ক্যান্টিন অ্যালাউন্স দেওয়ার ব্যবস্হা করেনি কর্তৃপক্ষ । কোয়ার্টারের লিজিং-লাইসেন্সিং নিয়ে ক্রমাগত টালবাহানা করা হচ্ছে । বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ,ইউনিয়নদের সাথে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে কারখানার সুস্হ পরিবেশ বিষিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন নেতৃবৃন্দ । এছাড়াও অন্যান্য বকেয়া দাবি এবং অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের বাতিল , দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়ে আজ সকালে কারখানার জিএম(ওয়ার্কস) ইনচার্জ এর দফ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও  অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাকটার্স এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যৌথ আহ্বানে শ্রমিকরা বিক্ষোভ জানান । বিক্ষোভ চলাকালিন দুই ইউনিয়ন এর যৌথ প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা ও নবেন্দু সরকার ।





Monday 25 March 2019

এসএসসি উত্তীর্ণদের ঐতিহাসিক অনশন-অবস্হানের ২৬-তম দিনে সংহতি জানালেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,২৫শে মার্চ : ঝড়-বৃষ্টি-রোদ-ঠাণ্ডা উপেক্ষা করে খোলা আকাশের নীচে কোলকাতার প্রেস ক্লাবের সামনে গত ২৮শে ফেব্রু: থেকে এসএসসি উত্তীর্ণরা অনশন-অবস্হান করছেন নিয়োগপত্রের দাবিতে । গত ২০১৬ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ হবু শিক্ষক-শিক্ষিকা তাদের নিয়োগপত্র দেবার ন্যায়সংগত দাবিতে বারে বারে রাজ্য সরকারের কাছে আবেদন জানালেও,নবান্নের টনক নড়ে নি । তাই বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষিকারা অনশন-অবস্হান শুরু করেন । তারপর বাকী টুকু ইতিহাস । পুলিশী হুংকার,শাসকদলের চোখ রাঙ্গানি,সরকারের প্রবল চাপের সামনে মূল্য গুনতে হয়েছে লড়াকু হবু শিক্ষক-শিক্ষিকাদের । দুজনের গর্ভস্হ ভ্রুণ নষ্ট হয়েগেছে,শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক অনশনকারী গুরুতর অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । তারা কেউ লড়াই ছেড়ে পালিয়ে যান নি । আবার ফিরে এসে অনশনে বসেছেন । রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে সংগ্রামি মানুষ আজ সেলাম জানাচ্ছেন বীর-বীরাঙ্গনা অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের যারা ভয়ংকর নির্দয় স্বৈরাচারি তৃনমূল সরকারের রক্তচক্ষুর সামনে চোখে চোখ রেখে বলে দিয়েছেন – কোন আত্মসমর্পন নয় । আজ বিকালে তাদের আন্দোলনের পাশে থেকে সংহতি জানালেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । বিশ্বরূপ ব্যানার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু.ইউ ( সি.আই.টি.ইউ ) এর এক প্রতিনিধিদল অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের সাথে দেখা করে তাদের দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করেন । তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্হলে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী। তিনি সংহতি জানিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত- দুর্গাপুর বাঁচানোর জন্য বিগত  চার বছর ধরে চলা ঐতিহাসিক লড়াই এর উদাহারন টেনে বলেন - আত্মসমর্পন নয়,লড়াই চলবে। এদিকে গতকালই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ফ্যাক্স মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও হবু শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবি জানানো হয়েছে ।








Sunday 24 March 2019

এন.এস.পি.সি এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সম্মেলন ।




দুর্গাপুর,২৪শে মার্চ: আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে  অজিত মুখার্জী মঞ্চে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাতের বিদ্যুৎ সরবরাহক  সংস্হা এন.এস.পি.সি.এল এর সি.আই.টি.ইউ অনুমোদিত শ্রমিক সংগঠন এন.এস.পি.সি এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সম্মেলন । সম্মেলনে বক্তব্য রাখেন সারা ভারত বিদ্যুৎ কর্মী ফেডারেশন(ইইএফআই) এর সম্পাদক তরুন ভরদ্বাজ ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী । সম্মেলনে সম্পাদক,সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিনয় কুমার কোনার,দিপক ঘোষ ও পালবিন্দার সিং ।

ইস্পাতনগরীতে বামফ্রন্ট প্রার্থীর প্রচার শুরু : তরুন-তরুনীদের মধ্যে ‘আভাস-দা’ কে ঘিরে উচ্ছাস ।




দুর্গাপুর,২৪শে মার্চ : দ্রিম দ্রিম দ্রিম – ধামসা-মাদলের শব্দে ঘুম ভাঙ্গা আজকের সকালে সেইল সমবায় অঞ্চলের মানুষজন দেখলেন রাস্তা জুড়ে লাল ঝান্ডার দীর্ঘ মিছিল এগিয়ে চলেছে  । মিছিলের সামনে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) এর তরুন প্রার্থী আভাস রায়চৌধুরী সহ দুর্গাপুর(পূর্ব) এর এম.এল.এ সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যান্যার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল যত এগিয়েছে ততই বড় হয়েছে । উচ্ছসিত মানুষজন রাস্তার পাশে ভীড় করেন, এগিয়ে এসে প্রার্থীর কথা বলেন। বিশেষতঃ তরুন-তরুনীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন । সেইল সমবায় আবাসন অঞ্চলের কবিগুরু মোড় ( ২য় স্টপেজ) থেকে চন্ডিদাস বাজার মোড় পর্যন্ত পদযাত্রার শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আভাস রায়চৌধুরী ও সন্তোষ দেবরায় । সভার থেকে আসন্ন লোকসভা নির্বাচনে দেশ বাঁচাতে,পঃ বঙ্গ বাঁচাতে ও তার সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট-দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর বাঁচাতে বিজেপি-তৃণমূল কে চুড়ান্ত ভাবে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) এর তরুন প্রার্থী আভাস রায়চৌধুরী কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় ।