Wednesday 31 July 2019

ইস্পাতনগরীতে পালিত হল মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী ।




দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । এই উপলক্ষ্যে সংস্হার পক্ষ থেকে মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর হিন্দীতে প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় । স্কুল ও কলেজ পড়ুয়ারা  প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ফাইন আর্টস ক্লাবের প্রেক্ষাগৃহে এই উপলক্ষ্যে আয়োজিত সভায় মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন ডঃ সুনীল কুমার ‘সুমন’,ডঃ শশী কুমার শর্মা প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মুন্সি প্রেমচাঁদের সাহিত্যে শ্রমিক-কৃষকের প্রতি শোষন-বঞ্চনা,নারীদের প্রতি অবিচার,দলিতদের উপর অত্যাচার,সাম্প্রদায়িকতার মতো ভারতের জ্বলন্ত সমস্যাগুলি ফুটে উঠেছে । ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর লেখনী ঝলসে ওঠে । ১৯৩৬ সালে লক্ষ্নৌতে তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক-শিল্পীদের সম্মেলনে সভাপতিত্ব করেন ।
সভায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মহেশ প্রসাদ ‘লিমকা’ । সভাপতিত্ব করেন  সুভাষচন্দ্র মিশ্র । সভা চলাকালিন প্রতিযোগিতায় সফল ও অংশগ্রহনকারিদের হাতে পুরস্কার ও সাম্মানিক তুলে দেওয়া হয় ।










Thursday 25 July 2019

অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল।




দুর্গাপুর,২৫শে জুলাই:আজ বিকালে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীর এ-জোন,বি-জোন ও সেইল আবাসন অঞ্চলে তিনটি পৃথক মিছিল হয়।মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন আভাস রায়চৌধুরী,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ,স্বপন ঘোষ প্রমূখ।







Tuesday 23 July 2019

বেসরকারিকরনের চেষ্টার বিরুদ্ধে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের গণ অনশন : লড়াই সুতীব্র করার শপথ ।




দুর্গাপুর,২৩শে জুলাই : ২০১৫ সাল থেকে সাল থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের লড়াই চলছে কারখানা বাঁচাতে ,বেসরকারিকরন রুখতে । গড়ে উঠেছে ট্রেড ইউনিয়ন গুলির ঐক্যবদ্ধ মঞ্চ, ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও,দুর্গাপুর ইস্পাত বাঁচাও,দুর্গাপুর বাঁচাও’ কমিটি । প্রায় ২০০ টি কর্মসূচী পালিত হয়েছে । ধর্মঘট হয়েছে । ৯২% শ্রমিক ধর্মঘটে যোগ দিয়েছিলেন । কর্মসূচিতে কেবল শ্রমিক বা শ্রমিক পরিবার নয়,অংশ নিয়েছেন দুর্গাপুরের সর্বস্তরের মানুষ । দৌড়ে অংশ নিয়েছেন এমন কি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াররা । খ্যাতনামা শিল্পী-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মি-শিক্ষাবিদরা প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন । সেইলের এই বিশেষ উৎপাদনকারী সংস্হায় প্রায় ৫০০ ধরনের ইস্পাত উৎপাদন হয় । যথার্থ অর্থে আলপিন থেকে এরোপ্লেন তৈরির জন্য ভারতের প্রায় প্রতিটি শিল্প ক্ষেত্রে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত ইস্পাত অপরিহার্য কাঁচামাল ।দেশের সেবায় নিয়োজিত এই রকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের স্টিল প্ল্যান্ট বেসরকারি হাতে তুলে দিয়ে ধান্দার পুঁজিবাদ কে মোদি সরকার সাহায্য করতে চাইবে – এতে আশ্চর্য হওয়ার কি আছে ? কিন্তু বিস্মিত হচ্ছে মোদি সরকার । কারন একটা কারখানা কে ঘিরে একটা গোটা জনপদের আবেগ এবং সেই কারখানার শ্রমিকদের প্রায় পাঁচ বছর ধরে চলা টানটান লড়াই – যে লড়াই মোদি সরকারে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের বিলগ্নির অশ্বমেধের ঘোড়া কে লাগাম টেনে ধরার স্পর্ধা দেখিয়েছে । এর আগে দুবার মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টে বিক্রি করতে চেয়ে ই.ও.আই ( এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট ) জারি করলেও,কেউ কেনার ‘আগ্রহ’ দেখাতে পারে নি । কারন শ্রমিকরা কারখানার ধারেকাছে ‘ক্রেতাদের’ ঘেঁসতে দেন নি ।
    দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদি সরকার একশ দিনের মধ্যে দেশের রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের ৫০টি কারখানা বিক্রি করতে চেয়ে নির্দেশ জারি করেছে যার অন্যতম হল রাষ্ট্রায়ত্ব সেইলের বিশেষ ইস্পাত উৎপাদনকারী অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্ট । উল্লে্যখযোগ্য,চন্দ্রযান-২ তৈরিতে ব্যবহার করা হয়েছে সালেম প্ল্যান্টের বিশেষ ইস্পাত । তৃতীয়বারের জন্য মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্ট বিক্রি করতে চেয়ে ই.ও.আই ( এক্সপ্রেসন অফ ইন্টারেস্ট ) জারি করেছে ।সেইলের সর্বত্র বিক্ষোভে ফুঁসে উঠেছে। এর বিরুদ্ধে পথে নেমেছে গোটা দুর্গাপুর ।  ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও,দুর্গাপুর ইস্পাত বাঁচাও,দুর্গাপুর বাঁচাও কমিটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করা যাবে না । কেনার জন্য কোনভাবেই যাতে কোন ‘ইচ্ছুক ক্রেতা’ প্ল্যান্টের ধারেকাছে আসতে না পারে,তার জন্য সতর্ক আছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা ।
কিন্তু এরমধ্যেও দুর্গাপুরের মানুষ কে ভাবিয়ে তুলেছে দুটি ঘটনা । প্রথমতঃ,রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘নীরবতা’ । সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরব হয়েছেন এবং প্রধানমন্ত্রী কে চিঠি দিয়ে বিরোধিতা করেছেন । কিন্তু মমতা ব্যানার্জী বিরোধীতার কোন পদক্ষেপ এখনও করেন নি । তৃণমূল কংগ্রেসর শ্রমিক সংগঠন এখনও অবধি যৌথ আন্দোলনের পাশে দাঁড়ায় নি ।অন্যদিকে দুর্গাপুরে সদ্য নির্বাচিত বিজেপি-র সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া,নির্বাচনে প্রতিশ্রুতি দিলেও অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি রোখার কোন চেষ্টাই করেন নি । এর আগে বাবুল সুপ্রিয় একই প্রতিশ্রুতি দিলেও,নির্বাচনের পর ‘বেপাত্তা’ । প্রথমে এলেও,বিএমএস কারখানা বিক্রি বিরোধী যৌথ আন্দোলনের থেকে সরে এসছে ।
এই অবস্হায় ট্রেড ইউনিয়ন গুলির ঐক্যবদ্ধ মঞ্চ, ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও,দুর্গাপুর ইস্পাত বাঁচাও,দুর্গাপুর বাঁচাও’ কমিটি একগুচ্ছ আন্দোলনের কর্মসূচি নিয়েছে । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গন-অনশনের কর্মসূচির সাথে বিক্ষোভ দেখানো হয় । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মিছিল করে এসে কর্মসূচিতে যোগ দেন । যোগ দেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা সহ ইস্পাত শ্রমিক পরিবারের সদস্যরা । বক্তব্য রাখেন যৌথ মঞ্চের আহ্বায়কদ্বয় বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী ও বিকাশ ঘটক, দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি এবং সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির এর নেতৃবৃন্দ।










Sunday 21 July 2019

গাছ বাঁচাও-পরিবেশ বাঁচাও ডাক দিয়ে পথে নামলেন লেখক-শিল্পীরা ।




দুর্গাপুর,২১শে জুলাই : ভয়াবহ সংকটের মুখোমুখি বিশ্ব পরিবেশ।তার অন্যতম কারন নির্বিচারে গাছ কেটে ফেলা । এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ও নতুন গাছ লাগানোর জন্য জনসাধারন কে উৎসাহিত করতে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির ডাকে আজ ইস্পাতনগরীর রাস্তায় নামলেন লেখক-শিল্পীরা । সাথে ছিলেন শিশু শিল্পীরা । ট্রাঙ্ক রোড মোড়ে এই উপলক্ষ্যে পরিবেশ বাঁচানো,গাছ বাঁচানোর আবেদন জানিয়ে বিভিন্ন পোস্টার বুকে লাগিয়ে বিভিন্ন গাছের চারা তারা মানুষের কাছে বিতরন করেন।অনুষ্ঠানে উপস্হিত থেকে এই প্রয়াস কে সাধুবাদ জানান দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক সীমান্ত তরফদার বৃক্ষ রোপনের জন্য বিধায়কের হাতে একটি চারা গাছ তুলে দেন ।









Saturday 20 July 2019

কিশোর বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল নাট্য প্রতিযোগিতা ।



দুর্গাপুর,২০শে জুলাই : আজ ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর পশ্চিম বর্ধমান জেলার নাট্য প্রতিযোগিতা । মোট চারটি দল প্রতিযোগিতায় অংশ অংশগ্রহন করে । বিজয়ী অঙ্কুর গোষ্ঠি (সেপকো)    কিশোর বাহিনীর রাজ্য প্রতিযোগিতায় অংশ নেবে । প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের হাতে পুরস্কার তুলে দেন নিরঞ্জন পাল,প্রবোধ মন্ডল,সন্তোষ দেবরায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে করার সহায়তা করে দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত ও বেনাচিতি অঞ্চল সমিতি।



Friday 19 July 2019

জেগে আছে দুর্গাপুর,জেগে অ্যালয় স্টিল প্ল্যান্টের ইস্পাত দৃঢ় শ্রমিক ঐক্য।




দুর্গাপুর,১৯শে জুলাই : সকাল থেকে যথারীতি কর্মযজ্ঞ চলছিল অ্যালয় স্টিল প্ল্যান্টের বিভাগে বিভাগে । সেইলের এই বিশেষ উৎপাদনকারী সংস্হায় প্রায় ৫০০ ধরনের ইস্পাত উৎপাদন হয় । যথার্থ অর্থে আলপিন থেকে এরোপ্লেন তৈরির জন্য ভারতের প্রায় প্রতিটি শিল্প ক্ষেত্রে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত ইস্পাত অপরিহার্য কাঁচামাল ।দেশের সেবায় নিয়োজিত এই রকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের স্টিল প্ল্যান্ট বেসরকারি হাতে তুলে দিয়ে ধান্দার পুঁজিবাদ কে মোদি সরকার সাহায্য করতে চাইবে – এতে আশ্চর্য হওয়ার কি আছে ? কিন্তু বিস্মিত হচ্ছে মোদি সরকার । কারন একটা কারখানা কে ঘিরে একটা গোটা জনপদের আবেগ এবং সেই কারখানার শ্রমিকদের প্রায় পাঁচ বছর ধরে চলা টানটান লড়াই – যে লড়াই মোদি সরকারে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের বিলগ্নির অশ্বমেধের ঘোড়া কে লাগাম টেনে ধরার স্পর্ধা দেখিয়েছে ।
 আজ সকালে  খবর এসে পৌঁছায় যে পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে সেইলের ৭ জন ডাইরেক্টর ও একজন কোম্পানি সেক্রেটারির একটি দল অ্যালয় স্টিল প্ল্যান্ট পরিদর্শন করতে আসছে । এই ৭ জন ডাইরেক্টরের মধ্যে কয়েকজন বেসরকারী ডাইরেক্টরও ছিলেন । আগামী ১লা আগষ্ট অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির দরপত্র চুড়ান্ত হওয়ার কথা । এই সময়ের মধ্যে কোন ‘ইচ্ছুক ক্রেতা’ কে অ্যালয় স্টিল প্ল্যান্টের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হবে না, শ্রমিক ইউনিয়ন গুলি এই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল । ইতিমধ্যে ভিলাই স্টিল প্ল্যান্টে জিন্দাল স্টিলের মালিকের গোপন পরিদর্শন কে ঘিরে সেইলের শ্রমিকদের মধ্যে আশংকা ছড়িয়েছে । এই অবস্হায় সেইলের ৭ জন ডাইরেক্টর ও একজন কোম্পানি সেক্রেটারির প্রতিনিধি দলটির আকস্মিক অ্যালয় স্টিল প্ল্যান্ট পরিদর্শনের পরিকল্পনায় শ্রমিকরা গভীর সন্দিহান হয়ে ওঠেন । সকাল সাড়ে এগারোটা থেকে কারখানার মেইন গেটে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়ে যায় । শ’য়ে শ’য়ে শ্রমিক ‘গো-ব্যাক’ শ্লোগান দিতে থাকেন এবং কোন ভাবেই কারখানার বেসরকারিকরন হতে দেওয়া হবে না জানিয়ে দেন।বেগতিক দেখে প্রতিনিধি দলটি বার্ণপুরের দিকে রওনা হয়ে যান ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-এর পক্ষে বিজয় সাহা জানিয়েছেন যে ছল-চাতুরি করে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও তাদের লড়াকু মনোবল ভাঙ্গা যাবে না।আজকের ঘটনা আবার তা প্রমান করে দিয়েছে।





Thursday 18 July 2019

দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে দু-দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভ শেষ হল ।




দুর্গাপুর,১৭ই জুলাই : রাষ্ট্রায়ত্ব সেইলের অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের বিলগ্নি বাতিল,বিনিয়োগ,আধুনিকিকরন,অবিলম্বে ২০১৭ থেকে বকেয়া বেতন-চুক্তির আলোচনা শুরু ও সাক্ষর,বিগত বেতন-চুক্তির বকেয়ার ফয়সালা,ঠিকা শ্রমিকদের কাজের নিশ্চয়তা,ন্যায্য মজুরি ও অন্যা্য দাবী এবং  বেতনচুক্তি সহ একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ) এর ডাকে সেইলের সর্বত্র দু-দিন ব্যাপি প্রবল শ্রমিক বিক্ষোভ হয়েছে।
  এই সব দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সি.আই.টি.ইউ) এর ডাকে গতকাল থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকরা বিক্ষোভ দেখায় । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা কারখানার ভিতরে শ্রমিক চকে বিক্ষোভ দেখান।অন্যদিকে,গতকাল থেকে ব্যাতিক্রমি ভাবে অভিনব কায়দায় দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের ২-দিন-রাত্রি ব্যাপি লাগাতার অবস্হান-বিক্ষোভ শুরু করেন ইডি(ওয়ার্কর্স) দফ্তরে ।কাল সারা দিন ও রাত ধরে বিক্ষোভ দেখানোর পর আজ সকালে বিক্ষোভ চরমে ওঠে । অবস্হান-বিক্ষোভ শেষে দুপুরে শ্রমিকরা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সি.আই.টি.ইউ) এর ডাকে এক বিশাল মিছিল করে এই দাবিতে সি.ই.ও দফ্তরে বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,অরুন চৌধুরী,রনজিত গুহঠাকুর প্রমূখ । এছাড়াও বক্তব্য রাখেন প্রবীন শ্রমিকনেতা রথিন রায় ও দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় । বিক্ষোভ সমাবেশ চলাকালিন ইউনিয়নের এক প্রতিনিধিদল সি.ই.ও দফ্তরে গিয়ে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন । পরে ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে লাভের মুখ দেখলেও সেইল শ্রমিকদের বঞ্চনা করার কৌশল নিয়েছে । ২২ মাসের বেশী সময় বেতন-চুক্তি বকেয়া রয়েছে । বিগত বেতন-চুক্তির অনেক কিছু এখনো লাগু করা হয় নি । হাউস-রেন্ট অ্যালাউন্স,ছুটি বিক্রির টাকা পাওয়া যায় নি । প্রয়োজনীয় সংখ্যায় শ্রমিকের অভাবে আন্তর্জাতিক প্রতিযোগীতায় সেইল পিছিয়ে পরতে পারে । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের কোন লক্ষন দেখা যাচ্ছে না । এরই মাঝে মোদি সরকার অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের বিলগ্নি করার সিদ্ধান্ত ও ভিলাই স্টিল প্ল্যান্টে জিন্দাল স্টিলের মালিকের গোপন পরিদর্শন  সেইলের ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানাও লাভের মুখ দেখলেও হাসপাতাল সহ নাগরিক পরিষেবার হাল ফেরাতে কোন প্রকৃত ব্যবস্হা নিচ্ছে না । একইভাবে বকেয়া রয়েছে ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি সহ ঠিকা-শ্রমিকদের একাধিক বকেয়া বিষয় । তিনি জানান যে এই বিষয় গুলি অবিলম্বে ফয়সালা না হলে সেইল জুড়ে বৃহত্তর শ্রমিক বিক্ষোভ আছড়ে পড়বে ।
  ইতিমধ্যে গত ১৬ই জুলাই অ্যালয় স্টিল প্ল্যান্টের প্যাভিলিয়নে ,সি.আই.টি.ইউ সহ ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ,” অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও, দুর্গাপুর  বাঁচাও” কমিটির সভা থেকে দুর্গাপুর জুড়ে রাষ্ট্রায়ত্ব সেইলের অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের বিলগ্নি বাতিল,বিনিয়োগ,আধুনিকিকরন এর দাবিতে প্রচার ও আন্দোলন গড়ে তোলার জন্য এক গুচ্ছ  কর্মসূচি নেওয়া হয়েছে ।












Wednesday 17 July 2019

সেইলের তিন কারখানার বিলগ্নি বাতিল,বেতন-চুক্তি সহ একগুচ্ছ দাবিতে ডিএসপি ও এএসপি-তে লাগাতার শ্রমিক বিক্ষোভ চলছে ।




দুর্গাপুর,১৭ই জুলাই : রাষ্ট্রায়ত্ব সেইলের অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের বিলগ্নি বাতিল,বিনিয়োগ,আধুনিকিকরন,অবিলম্বে ২০১৭ থেকে বকেয়া বেতন-চুক্তির আলোচনা শুরু ও সাক্ষর,বিগত বেতন-চুক্তির বকেয়ার ফয়সালা,ঠিকা শ্রমিকদের কাজের নিশ্চয়তা,ন্যায্য মজুরি ও অন্যা্য দাবী এবং  বেতনচুক্তি সহ একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ) এর ডাকে সেইলের সর্বত্র প্রবল শ্রমিক বিক্ষোভ চলছে ।
  এই সব দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সি.আই.টি.ইউ) এর ডাকে আজ সকাল থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয় । অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিকরা মেইন গেটে বিক্ষোভ দেখান ।অন্যদিকে, ব্যাতিক্রমি ভাবে অভিনব কায়দায় দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের ২-দিন-রাত্রি ব্যাপি লাগাতার অবস্হান-বিক্ষোভ শুরু হয়েছে ইডি(ওয়ার্কর্স) দফ্তরে । চলবে আগামীকাল পর্যন্ত । অবস্হান-বিক্ষোভ শেষে আগামীকাল দুপুরে এই দাবিতে সি.ই.ও দফ্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সি.আই.টি.ইউ)।
  ইতিমধ্যে গতকাল অ্যালয় স্টিল প্ল্যান্টের প্যাভিলিয়নে ,সি.আই.টি.ইউ সহ ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ,” অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও, দুর্গাপুর  বাঁচাও” কমিটির সভা থেকে দুর্গাপুর জুড়ে রাষ্ট্রায়ত্ব সেইলের অ্যালয় স্টিল সহ সালেম ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের বিলগ্নি বাতিল,বিনিয়োগ,আধুনিকিকরন এর দাবিতে প্রচার ও আন্দোলন গড়ে তোলার জন্য এক গুচ্ছ  কর্মসূচি নেওয়া হয়েছে ।




Friday 12 July 2019

সেইলের বিলগ্নিকরনের সিদ্ধান্ত এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিক-কর্মচারীরা।




দুর্গাপুর,১২ই জুলাই : আজ স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ) এর ডাকে কেন্দ্রিয় সরকারের পরিচালনাধীন রাষ্ট্রায়ত্ব উৎপাদনকারী সংস্হা সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ) ও আর.আই.এন.এল  এর সর্বত্র ইস্পাত শ্রমিক-কর্মচারীরা বিলগ্নিকরন-বিরোধী দিবস পালন করার মাধ্যমে সেইলের বিলগ্নিকরনের সিদ্ধান্ত এর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখায়। দ্বিতীয় দফায় শুরুতেই মোদি সরকার সেইলের বিশেষ ইস্পাত উৎপাদনকারী সংস্হা সালেম,ভদ্রাবতি ও দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করার জন্য আবার জোরকদমে নেমেছে । প্রথম দফার সময়ে শ্রমিক ও জনসাধারনের প্রবল বিক্ষোভে বিক্রির পরিকল্পনা শ্লথ করতে বাধ্য হয়েছিল মোদি সরকার ।
 আজ বিলগ্নিকরন-বিরোধী দিবসে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক-কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখায় । অ্যালয় স্টিল প্ল্যান্টের জিএম(ওয়ার্কস)-এর দফ্তরের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলে । সমাবেশ চলাকালিন ইউনিয়ন এর প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে বিলগ্নিকরনের বাতিলের দাবি জানান ও কর্তৃপক্ষের মাধ্যমে সেইল এর চেয়ারম্যান, কেন্দ্রিয় সরকারের ইস্পাত সচিব ও ইস্পাত মন্ত্রী কে বিলগ্নিকরনের বাতিলের দাবিতে চিঠি পাঠানোর জন্য জমা দেওয়া হয় । সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা,নবেন্দু সরকার ও নন্দলাল দাস ।
অন্যদিকে,আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে বিলগ্নিকরনের বাতিলের দাবিতে দুর্গাপুর ইস্পাত শ্রমিক-কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখায় । শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তী ।
উল্লেখ্য,গতকাল বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা ডঃ সূজন চক্রবর্তী রাজ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ ১০টি কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নিকরনের বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ।