Saturday 30 November 2019

শিল্পী শিউলী গাঙ্গুলির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল ।




দুর্গাপুর,৩০শে নভেঃ : ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখা (দুর্গাপুর ) এর উদ্যোগে আজ সকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে প্রতিভাবান ও সংগ্রামী শিল্পী শিল্পী শিউলী গাঙ্গুলির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল। অনুষ্ঠানের সুচনায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কবিরঞ্জন দাসগুপ্ত ,কানাই বিশ্বাস,দিপক দেব,শিল্পীরা ও তাঁর পরিবারের সদস্যরা । স্মৃতিচারণ করেন কবিরঞ্জন দাসগুপ্ত , দিপক দেব প্রমুখ । পরে বিভিন্ন শিল্পীরা গান ও আবৃতি পরিবেশন করেন ।

Thursday 28 November 2019

রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও থেকে এনআরসি বাতিল সহ অন্যান্য দাবিতে লংমার্চের সপক্ষে ইস্পাতনগরীতে জমাট প্রচার চলছে ।




দুর্গাপুর,২৮শে নভেঃ : আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক লংমার্চ শুরু হয়ে ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ । এই লংমার্চ কে কেন্দ্র করে ইস্পাতনগরী,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে চলছে জোর প্রস্তুতি । দেওয়াল লেখা-পোষ্টারিং এর সাথে চলছে গ্রুপ সভা ও পথ সভা । আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে লংমার্চ কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর সেকেণ্ডারী রোডের এমআইএস মোড়ের থেকে মিছিল শুরু হয়ে রামকৃষ্ণ অ্যাভেন্যু,এস.এন.ব্যানার্জী ও রহিম পথ ঘুরে  সেকেণ্ডারী রোডে শেষ হয় ।মিছিলের নেতৃত্ব দিয়েছেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জি,দিপক ঘোষ, প্রমুখ ।
 অন্যদিকে,সন্ধ্যাবেলায় আশিস মার্কেটে ট্রেড ইউনিয়নগুলির যৌথ সভা থেকে লংমার্চের সমর্থনে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি ( সি.আই.টি.ইউ),বিশ্বজিত রায়( এ.আই.টি.ইউ.সি) ও সুকান্ত রক্ষিত (এইচ.এম.এস)।







Tuesday 26 November 2019

রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও থেকে এনআরসি বাতিল সহ অন্যান্য দাবিতে লংমার্চের সপক্ষে ইস্পাতনগরীতে জমাট প্রচার চলছে ।




দুর্গাপুর,২৬শে নভেঃ : আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক লংমার্চ শুরু হয়ে ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ । এই লংমার্চ কে কেন্দ্র করে ইস্পাতনগরী,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে চলছে জোর প্রস্তুতি । দেওয়াল লেখা-পোষ্টারিং এর সাথে চলছে গ্রুপ সভা ও পথ সভা । আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে লংমার্চ কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর শিবাজীতে জনসভায় বক্তব্য রাখেন জীবন আইচ ও নির্মল ভট্টাচার্য ।






Saturday 23 November 2019

বিজেপি ও তৃণমূলের হিংশাশ্রয়ী রাজনীতির বিরুদ্ধে মানুষ কে নিয়ে গণপ্রতিরোধের ডাক ।


Image may contain: 1 person, crowd, shoes and outdoor


দুর্গাপুর,২৩শে নভেঃ : গতকাল সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর পরিবহন শ্রমিক ভবনে এবিভিপি নামধারী একদল দুষ্কৃতি আচমকা আক্রমন চালানোর চেষ্টা করলে পার্টি কর্মি ও সাধারন মানুষের প্রতিরোধে পালিয়ে যায় । অভিযোগ যে এই হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল ।শ্রমিক ভবনে বিজেপি-আরএসএস এর মদতপুষ্ট এভিবিপি-র বিশৃংখলা তৈরির চেষ্টার খবর পেয়ে শয়ে শয়ে মানুষ ছুটে আসে । পার্টির পক্ষ থেকে দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফ্তারের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে  বাঁকুরা-দুর্গাপুর রোডে অবরোধ শুরু হয় । পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ।
          এই ঘটনার প্রতিবাদে আজ পার্টির পক্ষ থেকে শ্রমিক ভবনের সামনে বিশাল গণ জমায়েতে বক্তব্য রেখে পার্টির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন স্বামী বিবেকানন্দর প্রতিকৃতি সামনে রেখে এভিবিপি-র দুষ্কৃতিরা হামলা চালিয়েছে।অথচ স্বয়ং স্বামী বিবেকানন্দ ঘোরতরভাবে জাতিভেদপ্রথা ও সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী ছিলেন । বিবেকানন্দর মতবাদের সাথে মনুবাদী বিজেপি-আরএসএস এর কোন মিল নেই । আক্রমন চালনোর সময় দেশপ্রেমের জিগির তোলা এভিবিপি-র সদস্যরা ভুলে গেছেন যে মোদি সরকারের আমলে সর্বোচ্চ সংখ্যক সেনা জওয়ান সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন । দেশে কৃষক আত্মহত্যা ও বেকারিত্ব সর্বোচ্চ পরিমানে পৌঁছেছে ।১কোটি ১০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। কর্পোরেটদের প্রতি প্রেম গোপন করতে  দেশপ্রেমের জিগির আর প্রকৃত দেশপ্রেমের মধ্যে ফারাক সারা দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে । কমিউনিস্টদের দেশপ্রেমের পাঠ শেখানোর কোন নৈতিক অধিকার বিজেপি-আরএসএস এর নেই । ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট পার্টির গৌরব জনক ভুমিকা ও আরএসএস এর অনুপস্হি,নির্লজ্জ ব্রিটিশ-স্হাবকতা ও সহযোগিতার ইতিহাস মানুষ জানে ।   মানুষ মোদি সরকারের ভয়ংকর জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন । এই নীতির বিরুদ্ধে আগামী  ৩০শে নভেঃ থেকে ১১ই ডিসেঃ চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রায় মানুষের ঢল নামবে । পায়ের তলা থেকে মাটি সরছে এটা আন্দাজ করেই বিজেপি-আরএসএস সংগঠিত ভাবে এই আক্রমন চালিয়েছে । দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিতে পার্টি অফিস আক্রমনের ঐতিহ্য ছিল না । এই সংস্কৃতি আমদানি করে তৃণমূল আজ দুর্বল থেকে দুর্বলতর হয়েছে । বিজেপি-আরএসএসও সেই পথেই অগ্রসর হচ্ছে । কিন্তু মানুষের গণপ্রতিরোধ কোন জায়গায় যেতে পারে,তা গতকালের ঘটনা প্রমান করেছে । তিনি হুঁশিয়ারী দেন এরপরেও এই ঘটনা ঘটলে,মানুষ ছেড়ে কথা বলবে না ।  
এর আগে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় বলেন যে দুর্গাপুর ভয়াবহ অবস্হার মুখোমুখি হয়েছে । ৬টি রাষ্ট্রায়ত্ব সংস্হা বন্ধের মুখে দাঁড়িয়ে আছে । এই সবের থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে  এনআরসি,সাম্প্রদায়িক মেরুকরনের আশ্রয় নিচ্ছে বিজেপি-আরএসএস । অন্যদিকে হিংশাশ্রয়ী রাজনীতির আশ্রয় নিয়ে প্রতিবাদি কন্ঠস্বর দমাতে চাইছে বিজেপি ও তৃণমূল । তাদের নীতি সফল হবে না । এর বিরুদ্ধে ব্যপকতর ঐক্য গড়ে তিনি গণ প্রতিরোধের আহ্বান জানান ।এছাড়াও বক্তব্য রাখেন সিদ্ধার্থ বসু । 

Image may contain: one or more people, crowd and outdoor

Friday 22 November 2019

ইস্পাতনগরীতে চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চের সমর্থনে মিছিল ।



দুর্গাপুর,২২শে নভেঃ : চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চের সমর্থনে ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় চন্ডিদাস বাজার থেকে শহিদ ভগত সিং মোড় পর্যন্ত মিছিল হয় । মিছিলে নেতৃত্ব দিয়েছেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও আইএনটিটিইউসি বাদে) গুলির যৌথ আহ্বানে আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন থেকে লংমার্চ শুরু হয়ে ১১ই ডিসেঃ রাজভবনে সমাপ্ত হবে । ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ ।
    অন্যদিকে আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে লংমার্চের সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে সভা হয় । সভায় বক্তব্য রাখেন স্বপন মজুমদার ও প্রদ্যুত মুখার্জি। উপস্হিত ছিলেন বিশ্বরূপ মুখার্জি,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





বিজেপি-আরএসএসের বিশৃংখলা চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ : প্রতিবাদে রাস্তা অবোরোধ ।



দুর্গাপুর,২২শে নভেঃ : আজ সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর পরিবহন শ্রমিক ভবনের সামনে আচমকা কিছু দুর্বৃত্ত বিজেপি-আরএসএসের ঝাণ্ডা নিয়ে জড়ো হয়ে আক্রমনাত্মক ভাষায় সি.পি.আই.(এম) ও বাম-বিরোধী স্লোগান দিতে দিতে ভবনে ঢোকার চেষ্টা করলে ,পার্টি কর্মিরা সাধারন মানুষ কে নিয়ে প্রতিরোধ করেন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন যে এই ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল । তিনি বলেন যে আজকের এই বিশৃংখলা পাকানোর চেষ্টার মধ্য দিয়ে বিজেপি-আরএসএস আরও একবার প্রমান করল যে তারাও তৃণমূলের দেউলিয়া রাজনীতি অনুসরন করে এবং তৃণমূল নয় বামপন্হিরাই বিজেপি-আরএসএস এর আক্রমনের লক্ষ্য । চিত্তরঞ্জন-রাজ ভবন লংমার্চ ঘিরে বামপন্হিদের প্রচার মানুষের নজর কেড়েছে । রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র বেসরকারিকরন ও ধ্বংস, এনআরসি চালু করার অপচেষ্টার বিরুদ্ধে,কাজের দাবিতে,কৃষি পণ্যের উপযুক্ত সহায়ক মূল্য সহ এক গুচ্ছ দাবিতে জেলা জুড়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের ঝড় উঠেছে । তৃণমূলের সাথে বিজেপি-আরএসএস এরও পায়ের তলায় মাটি সরছে । তাই এই জঘন্য আক্রমন চালিয়েছে । এর বিরুদ্ধে শ্রমিক ভবনের সামনে আগামীকালই বিশাল প্রতিবাদ সভা হবে ।
  এদিকে শ্রমিক ভবনে বিজেপি-আরএসএস এর বিশৃংখলা তৈরির চেষ্টার খবর পেয়ে শয়ে শয়ে মানুষ ছুটে আসে । পার্টির পক্ষ থেকে দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফ্তারের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে  বাঁকুরা-দুর্গাপুর রোডে অবরোধ শুরু হয় । পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ।


Thursday 21 November 2019

চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চ ঘিরে ইস্পাতনগরীতে অভিনব প্রচার : ক্রীড়াবিদদের মশাল মিছিলের সাথে শ্রমিকদের বাইক মিছিল ।




দুর্গাপুর,২১শে নভেঃ : আজ সন্ধ্যায় চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চের সমর্থনে ইস্পাতনগরী আরও একটি অভিনব প্রচারের সাক্ষী হল । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় আশিস মার্কেটের থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত ক্রীড়াবিদদের মশাল মিছিলের সাথে শ্রমিকদের বাইক মিছিল অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সুচনায় ক্রীড়াবিদদের মশাল প্রজ্জ্বলিত করেন দুর্গাপুর(পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায়সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,কাজল চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে প্রায় ১০ কি.মি. অতিক্রম করে চন্ডিদাস বাজারে শেষ হয় । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও আইএনটিটিইউসি বাদে) গুলির যৌথ আহ্বানে আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন থেকে লংমার্চ শুরু হয়ে ১১ই ডিসেঃ রাজভবনে সমাপ্ত হবে । ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ ।
    অন্যদিকে আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে সেইল সমবায় আবাসন অঞ্চলে লংমার্চের সমর্থনে জনাকীর্ণ সভায় বক্তব্য রাখেন স্বপন মজুমদার ও আল্পনা চৌধুরী ।


























Wednesday 20 November 2019

চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চ ঘিরে ইস্পাতনগরীতে জোর প্রস্তুতি চলছে ।



দুর্গাপুর,২০শে নভেঃ : কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও আইএনটিটিইউসি বাদে) গুলির যৌথ আহ্বানে আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন থেকে লংমার্চ শুরু হয়ে ১১ই ডিসেঃ রাজভবনে সমাপ্ত হবে । ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ । এই লংমার্চ কে কেন্দ্র করে ইস্পাতনগরী,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে চলছে জোর প্রস্তুতি । দেওয়াল লেখা-পোষ্টারিং এর সাথে চলছে গ্রুপ সভা ও পথ সভা । আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে লংমার্চ কে সফল করার আহ্বান জানিয়ে দয়ানন্দ সেক্টর অফিস থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে স্কুল রোডের কাছে মিছিল শেষ হয় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমুখ ।






Tuesday 19 November 2019

ইস্পাত ঠিকা শ্রমিকদের বঞ্চিত করে লুঠ হচ্ছে কোটি কোটি টাকা : তীব্র আন্দোলনের ডাক নেতৃবৃন্দর ।




দুর্গাপুর,১৯শে নভেঃ : আজ বিকালে সি.আই.টি.ইউ এর ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে এক বিশাল গণবিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে যৌথ আন্দোলনের নেতৃবৃন্দ এই ডাক দিয়েছেন । বেসরকারিকরনের বিরুদ্ধে,উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল,স্হায়ি কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্হায়িকরন,পি.এফ,ইএসই,ভিডিএ সহ অন্যান্য বিষয়ে যথাযথ সুবিধা প্রদান,ঠিকা শ্রমিকদের বেতন থেকে লুট করা টাকা ফেরত সহ ১০-দফা দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ঠিকা শ্রমিকদের সমর্থনে সি.আই.টি.ইউ ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন,ইউ.সি.ডব্লু.ইউ,টি.সি.ই.ইউ ও এ.এস.পি.সি.ইউ এর পক্ষ থেকে যৌথ ভাবে আজকের গণবিক্ষোভের ডাক দেওয়া হয় । ২০১১ সালের পরে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে ও বাইরে ইস্পাতনগরীতে কর্মরত হাজার হাজার ঠিকা শ্রমিক কে শাসকদলের মস্তান বাহিনী উচ্ছেদ করে । পরিবর্তে মোটা টাকার বিনিময়ে অদক্ষ ঠিকা শ্রমিকদের চাকরী পাইয়ে দেয় শুধু তাই নয় ঠিকা শ্রমিকদের প্রাপ্য বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে এক শ্রেনীর অসাধু অফিসার ও ঠিকাদারের সহযোগিতায় শাসকদলের নেতারা কোটি কোটি টাকা লুঠ করেছে বলে অভিযোগ উঠেছে । উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকরা অনেকে মারা গেছেন । উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পরিবারগুলি চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন । এমন কি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অসহযোগিতায় অনেক ঠিকা শ্রমিক পি.এফ-পেনশন পাচ্ছেন না । অন্যদিকে মোদি সরকারের কর্পোরেট-ঘেঁসা বেসরকারিকরনের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট । এইসবের বিরুদ্ধে ও দাবি আদায়ের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন নেতৃবৃন্দ । এছাড়াও বক্তারা ৩০নভেঃ থেকে ১১ ই ডিসেম্বর পর্যন্ত চিত্তরঞ্জন-রাজভবন পদযাত্রা সফল করার আহ্বান জানান ।
বক্তব্য রাখেন পি.কে.দাস,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,বিকাশ ঘটক,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত সহ সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এইচ.এম.এস-টি.ইউ.সি.সি-র নেতৃবৃন্দ ও দুর্গাপুর(পূর্ব)-র বিধায়ক সন্তোষ দেবরায় । বক্তব্য চলাকালিন,ট্রেড ইউনিয়ন গুলির যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
ছবির ক্যাপসন : ঠিকা শ্রমিকদের দাবির সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে গণবিক্ষোভ ।