Tuesday 17 November 2020

২৬শে নভেম্বর সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের নিবিড় প্রচার ।

 


দুর্গাপুর,১৭ই নভেঃ : আগামী  ২৬শে নভেম্বর দেশ জোড়া সাধারন ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীতে সিআইটিইউ এর উদ্যোগে চলেছে নিবিড় প্রচার । মোদি সরকারের কর্পোরেট-ঘেঁষা বেসরকারীকরন নীতির ফলে সমূহ বিপদের মুখে দাঁড়িয়ে আছে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-ভুক্ত অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। ৫-বছর মেয়াদি বেতন-চুক্তি ২০১৬ সালে শেষ হলেও এখন নতুন বেতন-চুক্তি হয় নি । এমনকি পুরাতন বেতন-চুক্তির বহু বিষয় এখনো বকেয়া পড়ে আছে। অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের প্রস্তাব প্রবল শ্রমিক আন্দোলনে চাপে এখন কার্যকরী না হলেও বাতিল হয় নি । সেইলের মধ্যে উৎপাদনশীলতায় পয়লা নম্বর হলেও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য বরাদ্দ প্রায় নেই । নতুন নিয়োগ বন্ধ । উল্টে স্হায়ী ধরনের কাজের সাথে যুক্ত ঠিকা শ্রমিকদের চুক্তি লঙ্ঘন করে  দুর্গাপুর ইস্পাত কারখানার স্ল্যাগ ব্যাঙ্ক থেকে ছাঁটাই করা হয়েছে ।সমান তালে চলছে অন্যান্য ঠিকা শ্রমিকদের ছাঁটাই । এই সবেরই বিরুদ্ধে সহ ধর্মঘটের মূল  দাবিতে এবং অবিলম্বে লোক্যাল ট্রেন চালানোর দাবীতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট ও ২নং গেটে এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সিআইটিইউ এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে ২৬শে নভেম্বর দেশ জোড়া সাধারন ধর্মঘটের সমর্থনে শ্লোগানে গলা মেলান । এদিকে ধর্মঘটের সমর্থনে কারখানা দুটির বিভাগে বিভাগে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে গ্রুপ সভা সংগঠিত করা হচ্ছে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি ।









Monday 12 October 2020

সংকীর্ণ জাতীয়তাবাদী-সাম্রাজ্যবাদী-কর্পোরেটপন্হীদের অশুভ মৈত্রী দেশে ফ্যাসিবাদের উথ্থানের পথ প্রশস্ত করছে : আভাস রায়চৌধুরী।

 


দুর্গাপুর,১২ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের উন্মুক্ত মঞ্চে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর উদ্যোগে আয়োজিত ,” পরিযায়ী শ্রমিক থেকে কৃষি বিল –বিজেপির ধারাবাহিক জনবিরোধী নীতি বনাম শ্রমিক শ্রেনীর সংগ্রাম “- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সিপিআই-এম কেন্দ্রীয় কমিটির সদস্য । তিনি আরও বলেন যে বহুত্ববাদী জাতীয়তাবাদ দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছিল,স্বাধীন ভারতের সংবিধানের,স্বয়ম্ভর অর্থনীতি,গনতান্ত্রিক ও শ্রমিকশ্রেনীর অধিকারের ভিত্তি স্হাপন করছে তার বিপরীতি সংকীর্ণ জাতীয়তাবাদ সেই ভিত কে ধ্বংস করে ভারত কে সাম্রাজ্যবাদী-কর্পোরেট শক্তির মুনাফার অবাধ মৃগয়া ক্ষেত্রে পরিনত করতে চাইছে । চাইছে শ্রমিক-কৃষক-খেটে খাওয়া মানুষ কে অবাধ শোষনের বলি করতে । রাজনৈতিক খোলনলচে বদলে ফ্যাসিবাদ কায়েম করতে । এর বিরুদ্ধে শ্রমিক শ্রেনীর লাগাতর সংগ্রাম বিশেষ মাত্রা পেতে চলেছে আগামী ২৬শে নভেম্বর দেশ ব্যাপি সাধারন ধর্মঘটের মাধ্যমে । তিনি এই ধর্মঘট কে চূড়ান্ত ভাবে সফল করার আবেদন জানান ।

    এর আগে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ।আভাস রয় চৌধুরী কে সম্বর্ধনা জানিয়ে ইউনিয়নের ৫০-বছরের সংগ্রামী ইতিহাসের স্মারক গ্রন্হ টি তার হাতে তুলে দেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।সভাপতিত্ব করেন আর.পি.গাঙ্গুলী ।



















 

Sunday 11 October 2020

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে পার্টির ডাকে বিশাল মিছিল ।

 


দুর্গাপুর,১১ই অক্টোঃ : আজ বিকালে,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক বিশাল মিছিল তিলক ময়দান থেকে শুরু হয়ে বি-জোন ও সি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে সেপকো কলোনীতে শেষ হয়। ক্রমবর্ধমান দ্রবমূল্য বৃদ্ধি,করোনা অতিমারীর সময় স্বাস্হ্য সুরক্ষা দিতে ব্যর্থতা,সর্বনাশা কৃষি আইন ও সর্বনাশা শ্রম আইন সংশোধনী,রাষ্ট্রায়ত্ব সংস্হা বেসরকারীকরন সহ অন্যান্য  কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও আয়কর সীমার নীচে বসবাসকারী পরিবার পিছু প্রতি মাসে ৭৫০০ টাকা,মাথা পিছু ১০ কেজি চাল/গমের দাবি সহ অন্যান্য দাবিতে আজকের মিছিল হয়। মিছিলে ছিলেন স্বপন সরকার,সন্তোষ দেবরায়,আল্পনা চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Saturday 10 October 2020

প্রতিবন্ধী এবং উচ্ছেদ ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ।

 


দুর্গাপুর,১০ই অক্টো : আজ বিকালে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবন্ধী এবং রাজনৈতিক কারনে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে উচ্ছেদ ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,নিমাই ঘোষ,গৌতম ঘোষ প্রমুখ । প্রসঙ্গত,২০১১ সালে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে,সিআইটিইউ করার ‘অপরাধে’ দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে প্রায় ৪০০০ ঠিকা শ্রমিক কে শাসক দল কাজের জায়গা থেকে উচ্ছেদ করে । এই উচ্ছেদ ঠিকা শ্রমিক পরিবার গুলি অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ।



নয়া শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষার বেসরকারীকরনের সাথে বাজারীকরন করার রাস্তা খুলবে : ডঃ মালিনী ভট্টাচার্য ।

 


দুর্গাপুর,১০ই অক্টো : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে আয়োজিত ,”নতুন জাতীয় শিক্ষানীতি – ভারতীয় শিক্ষা ব্যবস্হায় তার প্রভাব”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন সাংসদ,নারী আন্দোলনের নেত্রী ও বিশিষ্ট শিক্ষাবীদ ডঃ মালিনী ভট্টাচার্য । তিনি আরও বলেন যে ‘মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকসানের’ নামে শিশু বয়স থেকে ছাত্র-ছাত্রীদের রোবট করে গড়ে তোলার প্রক্রিয়া তোলার কথাই হল নয়া শিক্ষা নীতির মূল নির্যাস । সরকারী শিক্ষা ব্যবস্হা ও জন শিক্ষা ব্যবস্হা থেকে সরকার কে সরিয়ে নিয়ে এসে শিক্ষা ব্যবস্হা কর্পোরেটদের মুনাফা তৈরি মৃগয়া ক্ষেত্রে পরিনত করার লক্ষ্যে মোদি সরকার রাতারাতি এই নয়া শিক্ষা নীতি নিয়ে এসেছে । এই সর্বনাশা নয়া শিক্ষা নীতি বাতিলের দাবিতে তিনি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

    এর আগে আলোচনা সভার সভাপতিত্ব করে দুর্গাপুর( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় বলেন যে কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূলের ফ্যাশিষ্ট কায়দায় সরকার পরিচালনার মধ্য দিয়ে ‘দমবন্ধ’ করা পরিস্হিতি তৈরি হয়ছে । কিন্তু তার মধ্যেও বিভিন্ন গন আন্দোলন গড়ে উঠেছে । রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র বাঁচাতে,সংবিধান রক্ষা করতে,গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বৃহত্তর ও ঐক্যবদ্ধ গন আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার, নির্মল ভট্টাচার্য,মহাব্রত কুন্ডু,সীমান্ত তরফদার,রামপ্রনয় গাঙ্গুলি,সোমনাথ গাঙ্গুলি,মিতা ভট্টাচার্য প্রমুখ ।আজকের আলোচনা সভার উদ্যোক্তা ছিল পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ২ অঞ্চল কমিটি ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের এ-জোন চক্র । সহযোগিতা করেছে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩ অঞ্চল কমিটি ও ভারতের ছাত্র ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত শাখা ।












Thursday 8 October 2020

সিআইটিইউ এর ডাকে অবিলম্বে কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সে সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে প্রবল বিক্ষোভ,গন অবস্হান।

 


দুর্গাপুর,৮ই অক্টোঃ : আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) ডাকে অবিলম্বে কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সে সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখান ও গন অবস্হান করেন।ইউনিয়নের পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছর ধরে একক ও যৌথ ভাবে - ইস্পাতনগরীর যে কোয়ার্টারে বসবাস করছেন,ইচ্ছুক কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা সেই  কোয়ার্টারের লীজ/লাইসেন্স এর সুযোগ,সেইলের অন্য প্ল্যান্টের মত গ্র্যাচুইটি থেকে কেটে নেওয়া বাড়ী ভাড়া বাবদ টাকা অবিলম্বে ফেরৎ,লাইসেন্সিং কে লীজে পরিবর্তন , কোম্পানীর উদ্বৃত্ত জমিতে লীজের ভিত্তিতে জমির প্লট/ গ্রুপ হাউসিং এর সুবিধা,ইস্পাতনগরীর হাসপাতাল-জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক নাগরিক পরিষেবার আধুনিকীকরন ও কর্মরতদের জন্য আধুনিক টাউনশীপ গড়ে তোলার দাবিতে লাগাতার লড়াই চালানো হচ্ছে । আংশিক দাবী আদায় হলেও অধিকাংশ  দাবীগুলি অযৌক্তিতত ভাবে মানা হচ্ছে না বলে , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউনিয়ন নেতৃত্ব অভিযোগ করেছেন ।আজকের গন অবস্হানে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তি,মলয় ভট্টাচার্য,গুরুপ্রসাদ ব্যানার্জি,অমিয় বাওরা ও দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়। বক্তারা অভিযোগ করেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একতরফা ভাবে কোয়ার্টারের লীজ/লাইসেন্স বন্ধ করে দিয়েছে। বিগত ৬/১০/২০১৬ তারিখে কর্তৃপক্ষ সার্কুলার (নং-এস্টেট/লাইসেন্স-১৬/টিএ/২০১৬) জারি রে ক্যাটাগরি-১ ও ২ কোয়ার্টারের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েও রহস্যময় কারনে পিছিয়ে যায় । এ দিকে ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি-কোয়ার্টার-বিভিন্ন ভবন-স্কুল-পার্ক এক শ্রেনীর অসাধু লোক দখল করে বিক্রী করছে । ফলে দুর্গাপুর ইস্পাত কারখানা বিপুল পরিমানে রাজস্ব আয় হারাচ্ছে । অথচ উদ্বৃত্ব জমি-কোয়ার্টার-বিভিন্ন ভবন-স্কুল-পার্ক লিজ/লাইসেন্সে দিলে সহজেই নিয়মিত আয়ের রাস্তা খুলে যাবে। গন অবস্হান  চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল টিএস ( সিজেএম) রজত সিনহার কাছে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে ,অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবী জানান । পরে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে ইস্পাতনগরীর সাড়ে ১৩ কিমি রাস্তা সারাই,জঙ্গল সাফাই, কোয়ার্টারের ছাদ-জানলা-দরজা মেরামতির জন্য টাকা মঞ্জুর করেছে। জমি লিজ এর বিষয়ে আগামীকাল এডিডিএ-র সাথে কর্তৃপক্ষ আলোচনায় বসবে । ইউনিয়নের দাবি মেনে লিঙ্ক রোড- এস.এন.ব্যনার্জি-সেকেণ্ডরী রোডে ভারী যান চলাচল বন্ধ করা হবে । কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সের বিষয়ে অবিলম্বে আলোচনা শুরু হবে।












Wednesday 7 October 2020

রাস্তা-ঘাটের বেহাল দশা :রাজ্য ও কেন্দ্রের প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান দুর্গাপুর (পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।

 


দুর্গাপুর,৭ই অক্টোঃ : পশ্চিম বর্ধমান জেলা সহ রাজ্যের সর্বত্র রাস্তা-ঘাটের বেহাল দশার কথা জানিয়ে অবিলম্বে মেরামতির দাবি জানিয়ে রাজ্য ও কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রীদের চিঠি দিয়েছিলেন দুর্গাপুর (পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়।রাজ্য সরকারে থেকে এখনও পর্যন্ত প্রাপ্তি স্বীকার করে কোন চিঠি পাঠানোর সৌজন্য পর্যন্ত দেখানো হয় নি বলে বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছে যে সরকারি ব্যয়ে “পথশ্রী” বিজ্ঞাপনে ভরিয়ে দেওয়া হলেও,গোটা রাজ্য ও জেলায় রাস্তা-ঘাটের বেহাল দশার কোন উন্নতি দেখা যাচ্ছে । প্রতিদিন ভাঙ্গাচোরা রাস্তা-ঘাটের জন্য দূর্ঘটনা ও প্রান হানি বেড়েই চলেছে । তিনি এই প্রসঙ্গে গতকাল কাঁকসাতে ঘটে যাওয়া ভয়াবহ পথ দূর্ঘটনার কথা উল্ল্যেখ করেন । এ দিকে,জাতীয় সড়ক ও সার্ভিস রোড মেরামতির দাবি জানিয়ে  বিধায়কের প্রেরিত গত ১৩ই সেপ্টেঃ এর চিঠির প্রাপ্তি স্বীকার ও রাস্তা মেরামতির আশ্বাস দিয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রী নীতিন গদকরি বিধায়ক কে চিঠি দিলেও কাজের কাজ এখনো কিছুই হয় নি বলে অভিযোগ করেছেন সন্তোষ দেবরায়। তিনি বলেছেন যে,”মানুষ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতি ভরসা রাখতে পারছেন না । তাই বিজ্ঞাপনে “পথশ্রী” অথবা লিখিত প্রতিশ্রুতি দিয়ে কোন লাভ হবে না । সমস্যা সমাধানে দরকার জরুরী ভিত্তিতে গোটা রাজ্য ও জেলায় রাস্তা-ঘাটের মেরামতি ।“

Sunday 4 October 2020

প্রয়াত ইস্পাত শ্রমিক আন্দোলনের প্রবীন নেতা প্রণব চক্রবর্তি ।

 


দুর্গাপুরর,৪ঠা অক্টোঃ : ইস্পাত শ্রমিক আন্দোলনের প্রবীণ নেতা কমরেড প্রণব চক্রবর্তী গতকাল রাত্রে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।   চিকিৎসায় করোনা মুক্ত হলেও শেষ রক্ষা হয় নি । মৄত্যুকালে তাঁর বয়স হয়েছিল ঊনআশি বছর। আজ সকালে  তাঁর  মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে আসা হলে নেতৃত্ব রক্তপতাকা মালা দিয়ে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন   বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মিশ্র, সুবীর সেনগুপ্ত, মলয় ভট্টাচার্য, গুরু প্রসাদ ব্যানার্জি, কালী সান্যাল,পি,কে,দাস, স্বপন সরকার, বিজয় সাহা প্রমুখ।

সংক্ষিপ্ত জীবনী : প্রণব চক্রবর্তী ১৯৪১ সালের ৬ই মে অধুনা বাংলাদেশের এক জন্মগ্রহণ করেন। চাকরির সুত্রে দুর্গাপুরে আসেন। মিশ্র ইস্পাত কারখানার অফিস বিভাগের কর্মী ছিলেন। চাকরির শুরু থেকেই হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হন। ধীরে ধীরে নিজের কাজ দক্ষতায় নেতৃত্বের সর্বোচ্চ স্তরে উন্নীত হন। অফিস কর্মচারী হলেও কারখানার কারিগরি বিষয়ে এবং প্রতিটি বিভাগের উৎপাদন পদ্ধতি নিয়ে তার জ্ঞান ছিল অপরিসীম। স্টিল ওয়ার্কার্স ফেডারেশন তৈরির সময় থেকেই তিনি এর  সাথে যুক্ত। ১৯৮৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর অর্থনৈতিক শৄংখলা ছিল অনুকরণীয়।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ ও একজন কোমল মনের মানুষ। তাঁর পত্নী দুই কন্যা বর্তমান ।

তাঁর মৃত্যুতে সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় ও হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি গভীর শোক প্রকাশ করে,পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




 

Saturday 3 October 2020

হাতরাস সহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষন,নারী-হত্যা ও সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজও উত্তাল ইস্পাতনগরী :অনুষ্ঠিত হল বিশাল মিছিল ও প্রতিবাদ সভা ।

 


দুর্গাপুর,৩রা অক্টোঃ : আজ নিয়ে উপর্যুপরি দ্বিতীয় দিন হাতরাস সহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষন,নারী-হত্যা ও সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ইস্পাতনগরী উত্তাল হয়ে উঠল।পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত শাখা (দুর্গাপুর ) ও শ্রমজীবি মহিলা শাখা (সিআইটিইউ)-র ডাকে এবং সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩ আঞ্চলিক কমিটির সক্রিয় সহযোগিতায় আজ সন্ধ্যায় বিশাল মিছিল অনুষ্ঠিত হল । হর্ষবর্ধন রোডে ডঃ বি আর আম্বেদকার এর মুর্তির সামনে থেকে মিছিল বেরিয়ে যায় স্টিল মার্কেটে । সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মিতা ভট্টাচার্য ও তমালি ভট্টাচার্য । সঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা । এছাড়াও উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সন্দীপ পাল,প্রসূন পালিত,মলয় ভট্টাচার্য,সীমন্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।