Friday 31 January 2020

জেলার অন্যতম সেরা হাসপাতালের হাল বেহাল : বিক্ষোভে সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,৩১শে জানুঃ : অবিভক্ত বর্ধমান জেলার আমল থেকে জেলার তো বটেই পার্শ্ববর্তি জেলা সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্হল হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারবর্গের চিকিৎসার সাথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্হার কর্মরতরা এবং সাধারন মানুষ কে সুলভ মূল্যে সুচিকিৎসা জুগিয়ে এসেছে মেইন হাসপাতাল । নয়া অর্থনীতির কোপে বিশেষতঃ মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী নীতির ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল সহ হেলথ সেন্টার ও প্ল্যান্ট মেডিক্যাল এর চিকিৎসা পরিকাঠামো দুরাবস্হার মুখে পড়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন । আজ এই বিষয়ে বিস্তারিত অভিযোগ ও সমাধানের জন্য প্রস্তাব জানিয়ে মেইন হাসপাতালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস এর কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় । এই বিষয়ে অবিলম্বে প্রতিবিধানের দাবিতে মেইন হাসপাতালের গেটে ইউনিয়নের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় । বক্তারা অভিযোগ করেন যে ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো  এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে । বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে  । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন রোগীরা । হাসপাতালের শীততাপ-নিয়ন্ত্রিত  মর্গ,লিফট ও ভেন্টিলেশন  বিকল হচ্ছে হামেশাই । বিকল্প জল ও বিদ্যুৎ এর ব্যবস্হা না থাকায় সমস্যা বাড়ছে । বার্ন ইউনিট এর ব্যবস্হা আশানুরূপ নয় । আধুনিক স্ক্যানার মেশিন কোন অজ্ঞাত কারনে আসে নি । রেকর্ড রুমের অবস্হা শোচনীয় । ‘নো-পেপার’ ব্যবস্হা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না । আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্হাপনা যথাযথা নয় । এই বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে বারংবার বলা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত না করায় চিকিৎসা পরিষেবার মত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত হচ্ছে । বক্তারা এই বিষয়ে ইউনিয়ন অত্যন্ত কড়া অবস্হান নিতে চলেছে বলে কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,প্রকাশতরু চক্রবর্তি,স্বপন মজুমদার ও নিখিল দাস ।
  এ দিকে আজ সকালে জলঙ্গী-হত্যাকাণ্ড সহ গতকাল গান্ধীজী-র হত্যার ৭৩-তম দিবসে দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংবিধান রক্ষা ও সি.এ.এ.-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত জামিয়া মিলিয়া ছাত্র-ছাত্রীদের মিছিলে এলোপাথারি গুলি চালনা, মানব-বন্ধনে অংশ নেওয়ার জন্য তপন সেন সহ সি.আই.টি.ইউ নেতৃত্ব, ময়ূখ বিশ্বাস,বিজু কৃষ্ণান সহ বাম নেতাদের দিল্লিতে গ্রেফ্তার,কানহাইয়া কুমার কে বিহার থেকে গ্রেফ্তার সহ দেশে ফ্যাসিবাদি প্রবনতার বৃদ্ধির জন্য মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা মিছিল করেন । মিছিল শেষে ইডি( ওয়ার্কস)-এর সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি ।



Thursday 30 January 2020

জলঙ্গী-জামিয়া তে হত্যা-গুলিবর্ষন এর প্রতিবাদে মিছিল : গান্ধী-স্মরণে সভা ।




দুর্গাপুর,৩০শে জানুঃ : গান্ধীজী-হত্যার ৭৩-তম দিবসের প্রাক্কালে গতকাল মুর্শিদাবাদের জলঙ্গীতে পুলিশের সামনে তৃণমূলের গুলিবর্ষনে নিহত হয়েছেন সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে আন্দোলনরত দু-জন নিরীহ গ্রামবাসী । আহত হয়েছেন আরও কয়েক জন । আজ গান্ধীজীর শহিদ-দিবসের দিনে দিল্লিতে পুলিশের সামনে এক হিন্দুত্ববাদী উগ্রপন্হী গান্ধী-স্মরণে ও সি.এ.এ-এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিলে এলোপাথারি গুলি চালিয়ে এক ছাত্র কে আহত করেছে । এর বিরুদ্ধে ও এন.আর.সি-এন.পি.আর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংবিধান রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র আহ্বানে বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন মেইন্টেন্যান্স এর সামনে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
  এর পরে বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় ( সি.আই.টি.ইউ)-এর উদ্যোগে ,” গান্ধী না গডসে – কোন পথে ভারতের সংবিধান ”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রথিন রায় ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন রায় । এক পৃথক অনুষ্ঠানে নিউটন সেক্টর অফিসে প্রয়াত ইস্পাত শ্রমিক নেতা শান্টু দেবরায় এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় । প্রধান বক্তা ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।






Thursday 23 January 2020

সুভাষচন্দ্র বসুর জন্মদিবস স্মরণে ‘দেশপ্রেম দিবস’ পালন করল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন : সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন ।




দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির কাছে মানব-বন্ধন করে ইস্পাত শ্রমিকরা সুভাষচন্দ্র বসুর ১২৪-তম জন্মদিবস পালন করেন ও দেশপ্রেম দিবস উদযাপন করেন । একই ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মানব-বন্ধন করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে দেশপ্রেম দিবস উদযাপন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ভারতী মোড়ে দেশপ্রেম দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য,নিমাই ঘোষ,আল্পনা চৌধুরি ও স্বপন মজুমদার ।
অন্যদিকে,সকালে এক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেন্নাই এ অনুষ্ঠিত সি.আই.টি.ইউ এর ১৬-তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা রথিন রায় ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  রক্তপতাকা উত্তোলন করেন কালি সান্যাল। শহিদবেদি-তে মাল্যদান করেন রথিন রায়, কালি সান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ । 












Sunday 19 January 2020

কিশোর বাহিনীর ক্রীড়া প্রতিযোগিতা।




দুর্গাপুর,১৯ জানুঃ : আজ সকালে কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির উদ্যোগে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত হোল শিশু ও কিশোর-কিশোরীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । প্রতিযোগিতায় অংশ নেয় ১০০ জন প্রতিযোগি । প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন কালিশঙ্কর ব্যানার্জি,সুমন দত্ত,সমীর বিশ্বাস,নিরঞ্জন পাল ,দুর্গাপুর (পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ ।






Saturday 11 January 2020

‘মোদি গো-ব্যাক’- শ্লোগানে মুখরিত হল ইস্পাতনগরী ।




দুর্গাপুর,১১ই জানুঃ :  ‘মোদি গো-ব্যাক’,’অবিলম্বে সিএএ-এনআরসি-এনপিআর বাতিল করতে হবে’,’মোদি-মমতার ষরযন্ত্র ব্যর্থ করুন’- শ্লোগান দিয়ে এক বিশাল মিছিল জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ।   বিদ্যাসাগর এভিন্যু থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে তিলক ময়দানে মিছিল শেষ হয়। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে এই মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
   অন্যদিকে,আজ সন্ধ্যায় আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রেডরিখ এঙ্গেলসের দ্বিশত জন্মবার্ষিকি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী ও পার্টির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাট্যার্জি । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য, বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
 






















Wednesday 8 January 2020

ইস্পাতনগরীতে ধর্মঘটের দাপট ফিরল : ইস্পাত শ্রমিকদের মধ্যে ধর্মঘটিদের সংখ্যা বৃদ্ধি পেল ।



দুর্গাপুর,৮ই জানুঃ : কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে আজকের সর্বভারতীয় ধর্মঘটের দিনে ইস্পাতনগরীতে ধর্মঘটের অতীত দিনের মেজাজ ফিরে এল দিনের আলো ফোটার আগেই ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে এক যোগে বিভিন্ন জায়গায় বাম সমর্থকরা নেমে পড়েন পিকেটিং করতে নেমে পড়েন কখন পুলিশের সাথে,কখন শাসক দলের দুর্বৃত্বদের চোখ রাঙ্গানি কে উপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় পিকেটিং করেন এর ফলে সকাল থেকে মিনিবাস চলাচল কার্যতঃ বন্ধ হয়ে যায় টোটো-অটোর সংখ্যা ছিল নগণ্য শাসক দলের শাসানিতে দোকান-পাট কিছু খোলা থাকলেও পরে অনেক দোকান বন্ধ হয়ে যায় বি-জোনে সি.আই.টি.ইউ এর মিছিল বের হয়ে চন্ডিদাস বাজারে গিয়ে দোকানদার দোকান বন্ধের আবেদন জানায় অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে দেয় এতে ক্ষিপ্ত হয়ে বিজেপি-মনস্ক তৃণমূলের দুর্বৃত্বরা ধর্মঘটীদের উপর হামলা চালাবার চেষ্টা করে এবং জোর করে দোকান খোলানোর চেষ্টা করেও ব্যর্থ হয় একই ভাবে পুলিশ গিয়ে জোর করে স্টেট ব্যাঙ্কের বি-জোন শাখা খোলায় বলে সি.আই.টি.ইউ- তরফে অভিযোগ করে তবে ইউ.বি.আই এর বি-জোন শাখা সম্পূর্ন বন্ধ ছিল পরীক্ষার জন্য স্কুল থাকলেও ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম ছিল অন্য দিকে দুর্গাপুর ইস্পাত অ্যালয় স্টিল প্ল্যান্টে  শ্রমিকদের মধ্যে ধর্মঘটিদের সংখ্যা বিগত ধর্মঘটের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন এর ফলে বিভিন্ন বিভাগে যন্ত্রপাতি অচল হওয়ার পরিস্হিতি তৈরি হলে কর্তৃপক্ষ  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সাহায্য চায় এবং ইউনিয়ন প্রয়োজনীয় সহায়তা করে । সন্ধ্যায় সফল ধর্মঘটের জন্য শ্রমিক ও নগরবাসী কে অভিনন্দন জানিয়ে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে এক বিশাল মিছিল বি-জোন মেইন্টেন্যান্স থেকে বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় ।