Monday 23 March 2020

ইস্পাতনগরীতে পালিত হল শহিদ ভগত সিং – শুকদেব – রাজগুরুর আত্মবলিদান দিবস ।




দুর্গাপুর,২৩শে মার্চ : আজকের দিনে ১৯৩১ সালে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করার অপরাধে ফাঁসির যুপকাষ্ঠে প্রান দিয়েছিলেন বিপ্লবী শহিদ ভগত সিং–শুকদেব–রাজগুরু।করোনার আতঙ্কের মধ্যেই আজ ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবন ও বি.টি.রণদিভে আত্মবলিদান দিবস উপলক্ষ্যে ভগত সিং এর প্রতিকৃতি মাল্যদান করে শহিদ-ত্রয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয় । প্রতিকৃতিতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,কাজল চ্যাটার্জি,দিপক ঘোষ সহ অন্যান নেতৃবৃন্দ ।

Monday 16 March 2020

সেইল-আরআইএনএল এ বকেয়া বেতনচুক্তির দাবীতে লাগাতার আন্দোলনের ডাক দিল সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর ১৬ মার্চ: বেতনচুক্তির দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে বিক্ষোভ দেখালো হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ)। গত ১লা জানুয়ারী, ২০১৭ থেকে সেইল কর্মচারীদের বেতনচুক্তি বকেয়া হলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে নীরব। দুর্গাপুর ইস্পাত কর্তপক্ষের কাছে ধারাবাহিক বিক্ষোভ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত নিল হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন।
বেতনচুক্তি সম্পর্কিত ইউনিয়নের দশ দফা দাবী পত্র:
১) বেতন চুক্তিকে লাভ/ লোকসানের সাথে যুক্ত করা যাবে না।
২) বৈষম্য না করে অবিলম্বে ঘর ভাড়া ভাতার ফয়সালা করতে হবে।
৩) এনজেসিএস চুক্তি মোতাবেক বেতনের ৬% হারে এবং ২০১৪ সালের পর যোগদানকারী শ্রমিকদের বেতনের ৯% টাকা পেনশন খাতে দিতে হবে।
৪) বেতন চুক্তির মেয়াদ পাঁচ বছর রাখতে হবে।
৫) ঠিকা শ্রমিকদের নতুন বেতন কাঠামোর চুক্তি করতে হবে।
৬) স্থায়ী শ্রমিকদের পূর্বের মত এস-১, ২ ও ৬ গ্রেডে নিয়োগ করতে হবে।
৭) এস-১২ ও এস-১৩ গ্রেড চালু করতে হবে।
৮) নূন্যতম বেতন বৃদ্ধি ৩০% করতে হবে।
৯) স্বাস্থ্য ব্যবহার ধারাবাহিক উন্নতি করতে হবে।
১০) শিক্ষা পরিকাঠামোর সুষ্ঠ নিষ্পত্তি করতে হবে।
হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়নের সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান এই দাবীর ভিত্তিতে আগামী ১৮ মার্চ ইডি(ওয়ার্কর্স) দপ্তরে এবং ১৯ মার্চ সিইও দপ্তরে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে।






সিএএ-এনআরসি-এনপিআর মানুষের অধিকার কেড়ে নিয়ে বহুজাতিক সংস্হার কাছে সস্তায় শ্রমশক্তি জোগানোর গভীর ষড়যন্ত্র : শমিক লাহিড়ি



দুর্গাপুর,১৬ই মার্চ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনের ময়দানে সিএএ-এনআরসি-এনপিআর এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শমিক লাহিড়ি এ কথা বলেন । তিনি আরও বলেন যে বিশ্বজোড়া পুঁজিবাদি অর্থনীতি গভীর সংকটে পড়েছে । কেন্দ্রের মোদি সরকার অর্থনীতির এই সংকট থেকে দেশ কে রক্ষা করার বদলে ধান্দার অর্থনীতির রাস্তা ধরে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে ধ্বংস করার মধ্য দিয়ে দেশের মানুষ কে চরম  সংকটের দিকে ঠেলে দিয়েছে । এর বিরুদ্ধে গড়ে ওঠা মানুষের ক্রমর্ধমান লড়াই-সংগ্রাম কে দুর্বল করার জন্য মানুষের মধ্যে বিভাজন করার লক্ষ্যে সিএএ-এনআরসি-এনপিআর কে হাতিয়ার করছে কেন্দ্রের মোদি সরকার । মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে অধিকারহীন করার মাধ্যমে মোদি সরকার বহুজাতিক সংস্হার কাছে সস্তায় শ্রমশক্তি জোগানোর গভীর ষড়যন্ত্র করছে । এর বিরুদ্ধে তিনি তীব্র ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তিনি । এছাড়াও বক্তব্য রাখেন গৌরাঙ্গ চ্যাটার্জী ও সন্তোষ দেবরায় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে এই আলোচনা সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন মুক্তমঞ্জরী ও লহরী শিল্পীগোষ্ঠী । শমিক লাহিড়ি কে সম্বর্ধনা জানান দিপক ঘোষ ও রথিন রায় ।

















Sunday 8 March 2020

আজ সবার রঙে রঙ মিশাতে হবে – হোলির প্রাক মুহুর্তে রঙিন হয়ে উঠলো ইস্পাতনগরী ।




দুর্গাপুর,৮ই মার্চ : রাত পোহালেই রঙের উৎসব দোল । তার পরে হোলি । এই উপলক্ষে মুন্সী প্রেমচাঁদ সাংস্কৃতিক মঞ্চ ও জনবাদী লেখক মঞ্চের যৌথ ব্যবস্হাপনায় আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে হোলির চিরাচরিত ধর্মনিরপেক্ষ ঐতিহ্য বজায় রেখে বিভিন্ন সম্প্রদায় এর মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পর কে আবিরে রাঙিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন । সঙ্গীত পরিবেশন করেন মহেশ প্রসাদ ‘লিমকা’ । উপস্হিত ছিলেন অরুন পাণ্ডে,সুভাষ চন্দ্র মিশ্র,মঙ্গেশ্বর রজক,রাজেশ্বর শর্মা,তারকেশ্বর পাণ্ডে,বিমল ত্রিপাঠী,ললিত মিশ্র প্রমুখ।









আন্তর্জাতিক শ্রমজীবি নারী দিবস উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মহিলা-কনভেনশন।



দুর্গাপুর,৮ই মার্চ : আজ ৮ই মার্চ । আন্তর্জাতিক শ্রমজীবি নারী দিবস । এই উপলক্ষ্যে ইস্পাতনগরীতে গন-কনভেনশন। শ্রমজীবি মহিলা শাখা ( দুর্গাপুর ইস্পাত অঞ্চল ) ও গনতান্ত্রিক মহিলা সমিতি ( দুর্গাপুর ইস্পাত অঞ্চল )-র যৌথ উদ্যোগে আজ বিকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল মহিলা-কনভেনশন। বক্তব্য রাখেন মহিলা নেত্রী দেবোমিতা চট্টোপাধ্যায়,আল্পনা চৌধুরী,অধ্যাপিকা সুগন্ধা রায় ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।















Friday 6 March 2020

দিল্লির দাঙ্গার ক্ষতিগ্রস্হদের পাশে দাঁড়াতে ইস্পাতনগরীতে চলছে অর্থসংগ্রহ ।




দুর্গাপুর,৬ই মার্চ : ভয়াবহ দাঙ্গায় ক্ষতিগ্রস্হ উত্তর-পূর্ব দিল্লি । ৫৩ জন ( এখন পর্যন্ত ) মৃত,আহত বহু । বিশেষজ্ঞদের ধারনা ধ্বংস হয়েছে প্রায় ২৫০০০ কোটি টাকার সম্পত্তি । দাঙ্গায় ক্ষতিগ্রস্হ বহু মানুষ ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন । ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটি উদ্যোগে আজ সন্ধ্যায় ট্রাঙ্ক রোড মোড়ের দোকান-বাজার অঞ্চলে অর্থ-সংগ্রহ হয় । গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানা ও আশিস মার্কেটে অর্থ-সংগ্রহ হয়েছে। উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জি,দিপক ঘোষ সহ বহু পার্টি সদস্য ।







Tuesday 3 March 2020

৩৯-মাস ধরে সেইলের বেতন-চুক্তি বকেয়া : ইস্পাত শ্রমিকের ক্ষোভের পারদ চড়ছে ।




দুর্গাপুর,৩রা মার্চ : বিগত ৩৯-মাস ধরে সেইলের বেতন-চুক্তি বকেয়া পরে আছে। কেন্দ্রের মোদি সরকারের শ্রমিক-বিরোধী নীতি মর্মে মর্মে অনুভব করতে পারছেন রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিকরা । ২০১৭ সাল থেকে বকেয়া রয়েছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সেইল ) এর সহায়ি ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি। অন্যদিকে বিগত বেতন-চুক্তি অনুসারে প্রাপ্য বাড়ি-ভাড়ার ভাতা সহ একাধিক বিষয়ে কর্তৃপক্ষ টালবাহানা করেই চলেছে । এমনকি পেনশন-চুক্তি ভঙ্গ করেছে। এরফলে শ্রমিকরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে স্হায়ী কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও সম কাজে সম বেতন লাগু  করার বিষয়েও সেইল কর্তৃপক্ষ কোন সদর্থক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে সি.আই.টি.ইউ । অন্যদিকে ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য সি.আই.টি.ইউ দীর্ঘদিন দাবি জানালেও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অবহেলা করায় পরিস্হিতি জটিল হয়েছে । এছড়াও বিদ্যুৎ-নিকাশী-রাস্তা-ঘাট সহ হাসপাতাল পরিষেবার অবস্হা বেহাল । এই সব দাবিতে আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিটি বিভাগে শ্রমিকরা বিক্ষোভ দেখান । আগামীকাল দিল্লিতে বহু প্রতীক্ষীত এন.জে.সি.এস এর বৈঠক হবে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি কাল বিলম্ব না করে সম্মানজনক বেতন-চুক্তি ও বকেয়া বিষয়ের ফয়সালার দাবি জানিয়েছেন ।

Monday 2 March 2020

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনের সেনানি রামরূপ প্রসাদ (চাচা) ।




দুর্গাপুর,২রা মার্চ : আজ সকালে রামরূপ প্রসাদ, দুর্গাপুরের ইস্পাত শ্রমিক আন্দোলনে ‘চাচা’ নামে বিশেষ পরিচিত, তাঁর জে সি বোসের বাসভবনে প্রয়াত হন। দুপুরে তাঁর মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে আসা হলে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত, সুখময় বোস,জি এস দাস,পি.কে.দাস,ললিত মিশ্র,মলয় ভট্টাচার্য,সীমান্ত চ্যাটার্জি,স্বপন মজুমদার প্রমুখ । পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।
 সংক্ষিপ্ত জীবনী : রামরূপ প্রসাদ ১৯২২ সালের ২১ ফেব্রুয়ারি।বিহারের মোতিহারী জেলার ঘুসিয়ার গ্রামের এক সাধারণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জীবিকার তাড়নায় ১৯৩৯ সালে তৎকালীন পূর্ব বঙ্গের ময়মনসিংহে চটকলে চাকরি করেন। চট্টগ্রামের ডকে কিছু দিন কাজ করেন। এরপর হুগলি-ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানা রকম কাজ করেন। সেখান থেকে চলে যান জামশেদপুরে এবং টাটা স্টীলে যোগ দেন। সেখানে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। সে যুগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন। অবশেষে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি হলে সেখানে এসে চাকরিতে যোগ দেন এস.এম.এস. বিভাগে এবং হিন্দুস্তান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নে(সি.আই.টি.ইউ) এর সদস্যপদ গ্রহন করেন । অবসর গ্রহনের পরে ইউনিয়নের সর্বক্ষণের কর্মী হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্য জনিত কারণে গত কয়েকটা বছর দুর্বল হয়ে পড়েন। ২০১৭ সালে ইউনিয়ন দপ্তর তৃণমূল কংগ্রেস গুণ্ডাদের দ্বারা আক্রান্ত হলে তিনি শারীরিক নিগ্রহের শিকার হন। কিন্তু এক মুহূর্তের জন্যও মাথা নত করেননি। এই প্রজন্মের শ্রমিকদের কাছে রামরূপ চাচা ছিলেন অভিভাবক-স্বরূপ।