Wednesday 30 September 2020

প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দপ্তরে ইস্পাত শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,৩০শে সেপ্টেঃ : আজ দুপুরে,প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে,দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দপ্তরে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সহায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে তুমুল বিক্ষোভ দেখালেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ)-এর ডাকে অবিলম্বে বার্ষিক বোনাস,বেতন-চুক্তি ও বিগত বেতন-চুক্তির বকেয়া ,ইনসেনটিভ রিভিয়্যু,কোভিড আক্রান্ত কর্মীর মৃত্যু হলে পোষ্যের চাকুরী, দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে ৪০০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিক ও স্ল্যাগ ব্যাঙ্ক ও অন্যান্য বিভাগের ছাঁটাই ঠিকা শ্রমিকদের পূনর্বহাল,হাসপাতাল সহ ইস্পাতনরীর অন্যান্য নাগরিক পরিষেবার আধুনিকীরন-সুব্যবস্হা, দুর্গাপুর ইস্পাতের আধুনিকীরন-সম্প্রসারন, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের প্রস্তাব বাতিল ও বিনিয়োগ প্রভৃতি দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে দলে দলে ইস্পাত শ্রমিক যোগ দেন । সমর্থন জানিয়ে সমাবেশে যোগ দেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের ( সিআইটিইউ)-ভুক্ত সংগঠন  ই.সি.ডব্লু.ইউ,টি.সি.ই.ইউ  ও এ.এস.পি.সি.ইউ ।করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম স্হানে আছে ।একই ভাবে বেসরকারীকরনের বিরুদ্ধে লড়াই চালিয়ে ক্রমাগত উৎপাদন করে চলেছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে বারে বারে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে । আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল । বক্তারা এ বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসার জন্য দাবি জানিয়েছেন । একই সাথে বেতন চুক্তির জন্য এনজেসি এর আলোচনা শুরু সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন বক্তারা । বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য, নিমাই ঘোষ,ত্রিদিব কবি, ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ । বিক্ষোভ সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান ।

 














Tuesday 29 September 2020

ভাঙ্গা রাস্তা অবিলম্বে মেরামতির দাবিতে ইস্পাতনগরীতে তুমুল বিক্ষোভ,রাস্তা অবরোধ : দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দফ্তরে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে।

 


দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : আজ সকালে ইস্পাতনগরীর এস.এন. ব্যানার্জি-লিঙ্ক রোডের সংযোগ স্হলে সিপিআই-এম ও জাতীয় কংগ্রেস প্রভাবিত নাগরিক মঞ্চের ডাকে দুর্গাপুর নগর নিগমের ৯,১০,১১,১২ ও ১৬ নং ওয়ার্ডের নাগরিকরা অবিলম্বে ইস্পাতনগরী ও সংলগ্ন ঝাণ্ডাবাগ-দেশবন্ধু নগর-অন্নপূর্ণা নগরের ভাঙ্গা রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান । পরে পুলিশ এসে ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ হঠে । অবরোধের নেতৃত্ব দেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,মহাব্রত কুন্ডু,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি,মলয় ভট্টাচার্য ( সিপিআই-এম ),তরুন রায় (জাতীয় কংগ্রেস ) প্রমুখ ।

       এ দিকে,আগামী কাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে, দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দফ্তরে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে।অবিলম্বে বার্ষিক বোনাস ও বেতন-চুক্তি,ইনসেনটিভ রিভিয়্যু,কোভিড আক্রান্ত কর্মীর মৃত্যু হলে পোষ্যের চাকুরী প্রভৃতি দাবিতে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে। আজ সকালে কারখানার অর্জুন মুর্তির সামনে ও দুপুরে ২নং গেটের সামনে  সি.ই.ও দফ্তরে আগমীকালের শ্রমিক বিক্ষোভ কে সফল করার আহ্বান জানিয়ে প্রচারে বহু শ্রমিক-কর্মচারী অংশ গ্রহন করেন ।






























Saturday 26 September 2020

ইস্পাতনগরীতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস পালিত হল।

 


দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত ল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস । বিদ্যাসাগর দ্বিশতজন্মবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সকালে আই সেক্টর মোড় থেকে ভাষা শহীদ স্মারক উদ্যান পর্যন্ত পদযাত্রা হয় । পরে ভাষা শহীদ স্মারক উদ্যানে প্রতিকৃতিতে মাল্যদান সহ কবিতা-গান-চিত্রাঙ্কনের মাধ্যমে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানানো হয় । পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডঃ সন্তোষ বিশ্বাস,অধ্যাপক ঋতম ব্যানার্জি, ও শুভেন্দু ব্যানার্জি । প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় । সভার থেকে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের সহযোগীতায় বিদ্যাসাগর এভিন্যু-তে ভাষা শহীদ স্মারক উদ্যান কাছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্হাপনের দাবি ওঠে । পদযাত্রা সহ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দিপক দেব,সীমান্ত তরফদার,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।বিকালে ট্রাঙ্ক রোডের সৃষ্টি কিশোর বাহিনীর সুকান্ত মঞ্চে বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ  স্মরনে ইন্টারনেট মারফত আয়োজিত আবৃতি ও ‘গল্পচিত্র-চিত্রগল্প’ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস স্মরনে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত শাখার পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয় ।  












Friday 25 September 2020

দেশ ব্যাপি কৃষক প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ও সমাবেশ : পোড়ান হল কৃষি বিলের প্রতিলিপি ।

 


দুর্গাপুর,২৫শে সেপ্টেঃ : কৃষক স্বার্থের চরম পরিপন্হি ও ভারতের কৃষি বিকাশ ধ্বংস করে কৃষি ক্ষেত্র কে কর্পোরেট ও বহুজাতিক সংস্হার মৃগয়া ক্ষেত্রে পরিনত করার জন্য বিজেপি গায়ের জোড়ে সংসদে কৃষি বিল ২০২০ পাশ করিয়েছে । এর বিরুদ্ধে ৩১টি কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চার ডাকে আজ সারা দেশে কৃষকরা প্রবল প্রতিবাদ-প্রতিরোধে সামিল হয়েছেন । কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও অবিলম্বে কৃষি বিল ২০২০ বাতিলের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে বিশাল মিছিল বেরোয় । সিপিআই-(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে এই মিছিল চন্ডিদাস সেক্টর অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসনের কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ) শেষ হয় । সেখানে কৃষি বিল ২০২০-র প্রতিলিপি পোড়ান হয় ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ।

   অন্য দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর শিবাজী রোডে, সিপিআই-(এম) এর দুর্গাপুর ইস্পাত ৩ কমিটির ডাকে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও অবিলম্বে কৃষি বিল ২০২০ বাতিলের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হেমন্ত প্রভাকর,জীবন আইচ ও চিত্তরঞ্জন ব্যানার্জি ।



বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৫শে সেপ্টেঃ : আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় । করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম স্হানে আছে । অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে বারে বারে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে । আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল । বক্তারা এ বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসার জন্য দাবি জানিয়েছেন । একই সাথে বেতন চুক্তির জন্য এনজেসি এর আলোচনা শুরু সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন বক্তারা । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমন্ত চ্যাটার্জি ও পার্থ মুখার্জি । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান ।






Thursday 24 September 2020

মানবতা রক্ষায় শিল্পীদের অন্বেষা : ইস্পাতনগরীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

 


দুর্গাপুর,২৪শে সেপ্টেঃ দেশ জুড়ে মানবতার উপরে চলেছে হরেক কিসমের আক্রমন ।পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী আক্রমন তো ছিলই।সাথে যুক্ত হয়েছে ধর্মীয় ও জাতপাত মূলক আক্রমন । এর বিরুদ্ধাচারন করে ইস্পাতনগরীতে শিল্পীরা সুস্হ মানবিকতা গড়ে তোলার অঙ্গীকার করে তিলক ময়দান সংলগ্ন মুক্ত মঞ্চে উপস্হাপনা করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান,’শেকড়ে পড়েছে টান’ । গত রবিবার পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১ শাখার পক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে লহরী শিল্পী গোষ্ঠি ও অন্যান্য শিল্পীরা পরিবেশন করেন গান-স্বরচিত কবিতা-আবৃতি-নৃত্য । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনীষা রায় ও শুভেন্দু ব্যানার্জি । বক্তব্য রাখেন সীমান্ত তরফদার,সলিল দাসগুপ্ত ও দিপক দেব ।