Tuesday 17 November 2020

২৬শে নভেম্বর সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের নিবিড় প্রচার ।

 


দুর্গাপুর,১৭ই নভেঃ : আগামী  ২৬শে নভেম্বর দেশ জোড়া সাধারন ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীতে সিআইটিইউ এর উদ্যোগে চলেছে নিবিড় প্রচার । মোদি সরকারের কর্পোরেট-ঘেঁষা বেসরকারীকরন নীতির ফলে সমূহ বিপদের মুখে দাঁড়িয়ে আছে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-ভুক্ত অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। ৫-বছর মেয়াদি বেতন-চুক্তি ২০১৬ সালে শেষ হলেও এখন নতুন বেতন-চুক্তি হয় নি । এমনকি পুরাতন বেতন-চুক্তির বহু বিষয় এখনো বকেয়া পড়ে আছে। অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের প্রস্তাব প্রবল শ্রমিক আন্দোলনে চাপে এখন কার্যকরী না হলেও বাতিল হয় নি । সেইলের মধ্যে উৎপাদনশীলতায় পয়লা নম্বর হলেও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য বরাদ্দ প্রায় নেই । নতুন নিয়োগ বন্ধ । উল্টে স্হায়ী ধরনের কাজের সাথে যুক্ত ঠিকা শ্রমিকদের চুক্তি লঙ্ঘন করে  দুর্গাপুর ইস্পাত কারখানার স্ল্যাগ ব্যাঙ্ক থেকে ছাঁটাই করা হয়েছে ।সমান তালে চলছে অন্যান্য ঠিকা শ্রমিকদের ছাঁটাই । এই সবেরই বিরুদ্ধে সহ ধর্মঘটের মূল  দাবিতে এবং অবিলম্বে লোক্যাল ট্রেন চালানোর দাবীতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট ও ২নং গেটে এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সিআইটিইউ এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে ২৬শে নভেম্বর দেশ জোড়া সাধারন ধর্মঘটের সমর্থনে শ্লোগানে গলা মেলান । এদিকে ধর্মঘটের সমর্থনে কারখানা দুটির বিভাগে বিভাগে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে গ্রুপ সভা সংগঠিত করা হচ্ছে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি ।