Friday 20 April 2018

সিরিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর , ২০শে এপ্রিল : যুদ্ধবিদ্ধস্হ সিরিয়ায় নির্বাচিত আসাদ সরকারের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তির সাম্প্রতিকতম নির্লজ্জ আগ্রাসনে ক্ষেপনাস্ত্র হানায় প্রান হারিয়েছে হাজার হাজার মানুষ । অন্যদিকে ঘটে চলেছে দেশ জুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে  ক্রমবর্ধমান হিংসা ,যৌণ-নির্যাতন-ধর্ষন । কাথুয়া-উন্নাও-সুরাতের সাথে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক আউসগ্রাম-কোচবিহার-আলিপুরদুয়ার সহ আরও অসংখ্য ঘটনার লজ্জায় মুখ ঢাকছে সভ্যতা ।কেন্দ্র ও রাজ্য সরকার নির্লিপ্ত । এই সুযোগে ধর্ষকদের সমর্থনে মিছিল করছে সাম্প্রদায়িক শক্তি । প্রতিবাদে আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা আজ ইস্পাতনগরীর পথে নামলেন । আজ বিকালে ইস্পাত শ্রমিকরা বি.টি. রণদিভে ভবন থেকে মিছিল করে চন্ডিদাস বাজার পর্যন্ত যান । সেখানে মোমবাতি জ্বালিয়ে মৃত ও আহত এবং নির্যাতিতাদের শ্রদ্ধা জানানো হয় ।





No comments:

Post a Comment