Wednesday 26 February 2020

সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল।




দুর্গাপুর,২৬শে ফেব্রুঃ : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোন পোস্ট অফিসের সামনে থেকে সাম্প্রদায়িক হিংসার  বিরুদ্ধে ও শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে একটি বিশাল মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোনের চন্ডিদাস বাজার পর্যন্ত যায় । মিছিল থেকে দেশের রাজধানী দিল্লিতে  দাঙ্গা-হাঙ্গামা ও দেশ জুড়ে সিএএ-এনআরসি-এনআরপি-র নামে সাম্প্রদায়িক বিভাজনের জন্য আরএসএস-বিজেপির পরিকল্পিত চক্রান্ত রুখতে ধর্মনিরপেক্ষ মানুষ কে একজোট হওয়ার আহ্বান জানানো হয় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত প্রমুখ ।




Tuesday 25 February 2020

ভারত স্বার্থ-বিরোধী ট্রাম্প সফরের বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিক্ষোভ মিছিল : কুশপুতুল দাহ ।




দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় ভারত স্বার্থ-বিরোধী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সফরের বিরুদ্ধে ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে দুটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয় । এ-জোনের মিছিল আশিস মার্কেট থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার আশিস মার্কেট এসে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ প্রমুখ । বি-জোনের মিছিল বি-জোন হেলথ সেন্টার থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার মোড়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন  দুর্গাপুর (পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি প্রমুখ । মিছিল শেষে সংক্ষিপ্ত ভাষনে বিধায়ক সন্তোষ দেবরায় মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সফর কি ভাবে ভারতের অর্থনীতি-পররাষ্ট্র-সামাজিক নীতির ক্ষেত্রে ভয়ংকর ক্ষতি ডেকে আনছে তা তুলে ধরে মোদি সরকার কে তুলোধোনা করেন । একই সাথে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী আন্দোলন কে দুর্বল করার লক্ষ্যে এই ফাঁকে দাঙ্গা ছড়িয়ে দিল্লিতে সাম্প্রদায়িকতার আগুন ছড়ানোর অপচেষ্টার তিনি তীব্র সমালোচনা করে জনগন কে সতর্ক থাকার আহ্বান জানান ।  এর পরে ট্রাম্পের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা ।



















Monday 24 February 2020

দুর্গাপুর ইস্পাত ও ইস্পাতনগরী কি জল-সংকটের মুখে ? : বেহাল পরিষেবা ও কোয়ার্টার-জমির দাবিতে নাগরিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২৪শে ফেব্রু : দুর্গাপুর ইস্পাত ও ইস্পাতনগরী ভয়াবহ জল-সংকটের মুখে পড়তে চলেছে ? শীতের শেষ হতে না হতেই সেই রকম ইঙ্গিত মিলেছে । ইস্পাতনগরীতে দিনে দু-বার এর পরিবর্তে একবার জল সরবরাহ । তাও পরিমিত নয় । অনেক জায়গায় তাও ঠিকমত হচ্ছে না । জলের প্রেসার অনেক জায়গায় ঠিকমত না থাকায় অনেক জায়গায় দোতালা ঘরেও  জল পৌঁছাছে না বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন । তিনি আরও অভিযোগ করেছেন যে বিগত বেশ কয়েক বছর ইউনিয়ন ধারাবাহিক ভাবে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে দামোদর নদ-ফিডার ক্যানেল-ক্যাচমেন্ট এরিয়ায় ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কর্ণপাত করে নি । একই ভাবে জল সরবরাহ ব্যবস্হার আধুনিকিকরন এর জন্য ব্যবস্হা নেয় নি । এর ফলে আজ এই জল-সংকটে পড়তে চলেছে দুর্গাপুর ইস্পাত ও ইস্পাতনগরী । কারখানাতেও জলের রেশনিং শুরু হয়েছে । তিনি  এই জল-সংকটের জন্য ডিভিসি-এডিডিএ-ডিএমসিরও তীব্র সমালোচনা করেছেন । আজ দুপুরে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) সহ অন্যান্য বাম গণ-সংগঠনের পক্ষ থেকে এক বিশাল জমায়েত থেকে জল-বিদ্যুৎ-হাসপাতাল পরিষেবার বেহাল দশা থেকে অবিলম্বে মুক্তি এবং অবিলম্বে কোয়ার্টার-জমির দাবি ফয়সালার জন্য বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারকলিপিও কর্তৃপক্ষের কাছে জমা করা হয় । জমায়েতে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য,শেলি মন্ডল,আশিসতরু চক্রবর্তি,প্রকাশতরু চক্রবর্তি,আশিস মিশ্র,সীমান্ত তরফদার,বিবেক সাহা ও বিশ্বরূপ ব্যানার্জি ।
এ দিকে কোয়ার্টার-জমির লিজ-লাইসেন্সের দাবিতে নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্তদের লাগাতার ধর্ণা আজ ২০-দিনে পড়ল । গত ২২ ফেব্রুঃ কর্তৃপক্ষ ও ইউনিয়ন সমূহের এই বিষয়ে বৈঠক ভেস্তে গেছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) )-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এই বিষয়ে সমস্ত ইউনিয়ন কে দায়িত্ব সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । 





Friday 21 February 2020

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ইস্পাতনগরীর ভাষা শহিদ স্মারক উদ্যানে জনজোয়ার ।




দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ সকালে প্রতি বছরের মত এবারও ইস্পাতনগরীর ভাষা শহিদ স্মারক উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । সকালে শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় । এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । বিভিন্ন শিল্পী-গোষ্ঠি পরিবেশন করেন নাচ-গান-আবৃতি-ছবি আঁকা । এসেছিলেন সাঁওতালি ভাষার গান শোনাতে ফুলমনি মুর্মু,কাহারাম মু্র্মুর মত শিল্পীরা। প্রথম বার এসেছিলেন নবীন প্রজন্মের শিল্পী-শ্রোতা-দর্শক প্রতীম চক্রবর্তি,অনিন্দিতা গড়াই মতো আরও অনেকে । “হিন্দি-হিন্দু-হিন্দুস্হান” – নামে দেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য সংঘ-ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাতনগরীর ভাষা শহিদ স্মারক উদ্যানে জনজোয়ারে নবীন প্রজন্মের ভীড় মাতৃভাষার মর্যাদা-বহুত্ববাদ রক্ষায় আগামী সংগ্রামের কি ইঙ্গিত রেখে গেল ?









দুর্গাপুর ইস্পাতের কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্সের দাবিতে লাগাতার অবস্হানের প্রতি সংহতি জানিয়ে বিশাল শ্রমিক মিছিল ।




দুর্গাপুর,২০শে ফেব্রুঃ : আজ বিকালে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ ( তৃণমূল ও বিএমএস বাদে ) এর ডাকে ইস্পাতনগরীর নেহেরু চিল্ড্রেন্স পার্ক থেকে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মিছিল করে টি.এ.বিল্ডিং এ অবস্হানরত অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারবর্গের অবস্হানে যোগদান করেন । গত ৫ই ফেব্রুঃ থেকে স্টিল ওয়ার্কার্স ফোরাম এর ডাকে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে( টি.এ.বিল্ডিং ) এর সামনে  দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও উদ্বৃত্ত জমি লিজ-লাইসেন্সের দাবিতে লাগাতার অবস্হানে বসেছেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারবর্গ ।
   যৌথ মঞ্চ এর পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক জানান যে প্রথম থেকেই যৌথ মঞ্চ অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের জন্য নিজের জন্য নিজের বাড়ি ( ওউন ইয়োর ওউন হাউস ) নামে দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার কর্মরত ও অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের লিজ অথবা লাইসেন্সের মারফত তুলে দেওয়ার দাবি জানিয়েছে । ২০১৫ সাল পর্যন্ত এই প্রকল্প অনুসারে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কোয়ার্টার লিজ অথবা লাইসেন্সের মারফত সেই ব্যবস্হা করলেও বর্তমানে অজানা কারনে তা একতরফা বন্ধ রেখেছে । শুধু তাই নয়,কোয়ার্টার পাওয়ার আশায় যে অবসরপ্রাপ্তরা এখনো কোয়ার্টার ছাড়েন নি,সম্পূর্ন বেআইনিভাবে তাদের গ্র্যাচুইটি আটকে রাখা হচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার প্রচুর কোয়ার্টার ও উদ্বৃত্ব জমি বেআইনি দখলদার দের হাতে চলে গেলেও তা অবসরপ্রাপ্তদের লিজ-লাইসেন্সের মাধ্যমে তুলে দিয়ে বিপুল রাজস্ব আয়ের পথ বন্ধ করে দুর্গাপুর ইস্পাত কারখানার ক্ষতি করা হচ্ছে । যৌথ মঞ্চ অবিলম্বে কোয়ার্টার-জমির লিজ-লাইসেন্সের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে । অন্যদিকে দামোদর নদ ও ফিডার ক্যানেলের অবিলম্বে নাব্যতা বৃদ্ধিরও দাবি জানিয়েছে যৌথ মঞ্চ । এই সব দাবি-সম্বলিত স্মারক লিপি দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনের চিফ জেনারেল ম্যানেজারের কাছে পেশ করে যৌথ মঞ্চের প্রতিনিধি দল অবিলম্বে প্রতিবিধান জানিয়েছেন । যৌথ মঞ্চের পক্ষ লাগাতার ধর্ণার প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি, বিকাশ ঘটক,রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জি,বিশ্বজিত বিশ্বাস,অনিত মল্লিক ও দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।
 আজ বিকালে,সেইল আবাসন অঞ্চলে,নাগরিকদের বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের চালু প্রক্রিয়া বাতিল করে আবাসিকদের ঘাড়ে আর্থিক বোঝা চাপানো এবং বর্জ্য সংগ্রহের পদ্ধতিতে মানুষকে বাস্তব সমস্যার মধ্যে ঠেলে দেওয়ার প্রতিবাদে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল। মাসিক দেয় অর্থের পরিমাণ একলাফে আট () গুণেরও বেশি বৃদ্ধি করার পরিকল্পনার বিরুদ্ধে নাগরিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দুর্গাপুর নগর নিগমের তুঘলকি ফরমানের প্রতিবাদে শহরের সমস্ত মানুষকে একযোগে প্রতিবাদের আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক সন্তোষ দেবরায় স্বপন মজুমদার। আবাসিকরা মতামত ব্যক্ত করেন। প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মেয়র পারিষদ বিপ্রেন্দু চক্রবর্তী বক্তব্য রাখেন।সভাপতিত্ব করেন নিখিল চৌধুরী।
সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে সি.আই.টি.ইউ এর ইস্পাত সমন্বয় কমিটির আহ্বানে দামোদর নদ ও ফিডার ক্যানেলের অবিলম্বে নাব্যতা বৃদ্ধির দাবিতে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জি ও মলয় ভট্টাচার্য ।







Tuesday 18 February 2020

অবিলম্বে সেইলের বেতন-চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ ২০১৭ সাল থেকে বকেয়া রয়েছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সেইল ) এর সহায়ি ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি। অন্যদিকে বিগত বেতন-চুক্তি অনুসারে প্রাপ্য বাড়ি-ভাড়ার ভাতা সহ একাধিক বিষয়ে কর্তৃপক্ষ টালবাহানা করেই চলেছে । এমনকি পেনশন-চুক্তি ভঙ্গ করেছে। এরফলে শ্রমিকরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে স্হায়ী কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও সম কাজে সম বেতন লাগু  করার বিষয়েও সেইল কর্তৃপক্ষ কোন সদর্থক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে সি.আই.টি.ইউ । অন্যদিকে সেইলে কর্তৃপক্ষ একতরফা ভাবে সি.পি.আর.এস চালু করে অনলাইনের মারফত করার নামে শ্রমিকদের বেতন-ছুটি-পিএফ সহ বিভিন্ন কাজ ভিলাই ইস্পাত কারখানায় স্হানান্তরিত করতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানায় দূর্ঘটনা বৃদ্ধি রুখতে বিভাগে বিভাগে সেফটি কমিটি ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষ এখনও উদ্যোগ গ্রহন করে নি । সেফটির অ্যাপেক্স কমিটির সভাও ঠিকমত ডাকা হয় না বলে অভিযোগ করেছে সি.আই.টি.ইউ । ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য সি.আই.টি.ইউ দীর্ঘদিন দাবি জানালেও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অবহেলা করায় পরিস্হিতি জটিল হয়েছে । এই সব দাবিতে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে ইস্পাত শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র ও পার্থ মুখার্জী । জমায়েত চলাকালিন ইউনিয়ন এর এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবি জানান । পরে প্রতিনিধি দল ফিরে জমায়েতে জানান যে ইউনিয়ন এর দীর্ঘ দিনের দাবি মেনে কর্তৃপক্ষ দামোদর নদ ও ফিডার ক্যানেলের নাব্যতা বৃদ্ধির জন্য এনটিপিসি ও ডিভিসি-র সহয়তায় ড্রোজিং এর ব্যবস্হা করছে ।





Sunday 16 February 2020

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল বিশেষ ভাবে সক্ষমদের ক্রীড়া প্রতিযোগিতা ।




দুর্গাপুর,১৬ই ফেব্রুঃ : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর কমিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাঁচ মাথা মোড় সংলগ্ন সংগঠনের দফ্তরের মাঠে । বিশেষ ভাবে সক্ষমদের এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ জন অংশ গ্রহন করেন । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেব রায়,সুদেব রায়,মহাদেব পাল,নিমাই ঘোষ,গৌতম ঘোষ,অলোক বারুই প্রমূখ । এছাড়াও ক্যারাটে প্রদর্শনী ও বনভোজন অনুষ্ঠিত হয় ।






বিভাজনের রাজনীতি রোখার ডাক দিয়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ইস্পাতনগরীতে সভা ।




দুর্গাপুর,১৬ই ফেব্রু : আজ বিকালে ইস্পাতনগরীর তিলক ময়দানে সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হল । দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে এই সভার আয়োজন করা হয় । প্রধান বক্তা প্রণব চট্টোপাধ্যায় বলেন যে এই বিভাজনের নীতি যদি গোড়াতেই না রোখা যায় তাহলে তা কেবল হিন্দু মুসলমানেই থেমে থাকবে না। এর পর বাঙালি - বিহারি - মারাঠী - ওড়িয়া - পাঞ্জাবী - গুজরাটি পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেবে।পাহাড়ের মানুষ সমতলের, সমতল উপকূলের বিরুদ্ধে লড়বে।আন্তর্জাতিক স্তরে ভারত ধিক্কৃত হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে।তাই এদের বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক, অর্থনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকতে পারে না। লড়াইকে এক ব্যাপক সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে আর তা করতে হবে মতাদর্শে বলীয়ান হয়ে।আজ গোটা দেশে প্রতিবাদ হচ্ছে। ছাত্র-যুবরা অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে। শ্রমজীবী মানুষের শহর দুর্গাপুরের কাছে প্রত্যাশা অনেক।এ ছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ।
   সভা শেষে গতকাল বিধানসভায় সিপিআইএম বিধায়ক জাহানারা বেগমের বিরুদ্ধে তৃণমূলের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এক বিশাল মিছিল তিলক ময়দান থেকে চন্ডিদাস বাজারে যায় ।