Tuesday 18 February 2020

অবিলম্বে সেইলের বেতন-চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ ২০১৭ সাল থেকে বকেয়া রয়েছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সেইল ) এর সহায়ি ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি। অন্যদিকে বিগত বেতন-চুক্তি অনুসারে প্রাপ্য বাড়ি-ভাড়ার ভাতা সহ একাধিক বিষয়ে কর্তৃপক্ষ টালবাহানা করেই চলেছে । এমনকি পেনশন-চুক্তি ভঙ্গ করেছে। এরফলে শ্রমিকরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে স্হায়ী কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও সম কাজে সম বেতন লাগু  করার বিষয়েও সেইল কর্তৃপক্ষ কোন সদর্থক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে সি.আই.টি.ইউ । অন্যদিকে সেইলে কর্তৃপক্ষ একতরফা ভাবে সি.পি.আর.এস চালু করে অনলাইনের মারফত করার নামে শ্রমিকদের বেতন-ছুটি-পিএফ সহ বিভিন্ন কাজ ভিলাই ইস্পাত কারখানায় স্হানান্তরিত করতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানায় দূর্ঘটনা বৃদ্ধি রুখতে বিভাগে বিভাগে সেফটি কমিটি ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষ এখনও উদ্যোগ গ্রহন করে নি । সেফটির অ্যাপেক্স কমিটির সভাও ঠিকমত ডাকা হয় না বলে অভিযোগ করেছে সি.আই.টি.ইউ । ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য সি.আই.টি.ইউ দীর্ঘদিন দাবি জানালেও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অবহেলা করায় পরিস্হিতি জটিল হয়েছে । এই সব দাবিতে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে ইস্পাত শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র ও পার্থ মুখার্জী । জমায়েত চলাকালিন ইউনিয়ন এর এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবি জানান । পরে প্রতিনিধি দল ফিরে জমায়েতে জানান যে ইউনিয়ন এর দীর্ঘ দিনের দাবি মেনে কর্তৃপক্ষ দামোদর নদ ও ফিডার ক্যানেলের নাব্যতা বৃদ্ধির জন্য এনটিপিসি ও ডিভিসি-র সহয়তায় ড্রোজিং এর ব্যবস্হা করছে ।





No comments:

Post a Comment