Sunday 19 May 2024

ইস্পাতনগরী স্মরণ করল আসামের ভাষা শহীদদের।

 


দুর্গাপুর,১৯শে মে : ১৯৬১ সালের ১৯ শে মে আসামের শিলচরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১১জন ভাষা আন্দোলনের কর্মী । বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে নিহত সেই ভাষা শহীদদের আজ স্মরণ করল ইস্পাতনগরী।পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর বি-জোনের ভাষা শহীদ উদ্যানে আসামের বরাক উপত্যকার ভাষা শহীদের স্মরণ করল ইস্পাতনগরী। শহীদস্তম্ভে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শিল্পীরা গান ও আবৃতির মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তব্য রেখেছেন দিপক দেব,সীমান্ত তরফদার প্রমুখ।




















No comments:

Post a Comment