Sunday 26 May 2024

খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্য।

  


দুর্গাপুর,২৬শে মে : দুর্গাপুর ইস্পাতনগরী সংলগ্ন আদিবাসী অধ্যুষিত খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। বর্তমান বছরে মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা সহায়তা কেন্দ্রের ছয় জন আদিবাসী ছাত্রী পরীক্ষায় বসেছিলেন এবং ছয় পরীক্ষার্থীই সসম্মানে উত্তীর্ন হয়েছেন । আজ শিক্ষা সহায়তা কেন্দ্রের ঐ সফল পরীক্ষার্থীর হাতে সাম্মানিক পুরস্কার তুলে দিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি,পূর্ণ মুখোপাধ্যায়,কালিপদ মুর্মু প্রমুখ। পুরস্কার বিতরন সভার সঞ্চালনা করেন তরুন দে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খাটগড়িয়া আদিবাসী কমিটির সহায়তায় বিশিষ্ট আদিবাসী নাট্য কর্মী শ্যামলী মুর্মুর জমিতে একটি বন্ধ হয়ে যাওয়া বয়স্ক শিক্ষাকেন্দ্র কে সারাই করে ২০২২ সালে এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু হয়। ষষ্ঠ থেকে দশম মানের ছাত্র-ছাত্রীদের জন্য কুড়ি জন শিক্ষক স্বেচ্ছায় প্রতি দিন বিকাল থেকে সন্ধ্যায় সহায়তা করেন।ইতিমধ্যে ষাট জন আদিবাসী ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে ভর্তি হয়েছেন।সমস্ত বিষয়ে শিক্ষা সহায়তার পাশাপাশি কম্পিউটার ও নিজস্ব হরফে অলচিকি ভাষা শিক্ষার ব্যবস্থাও এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু আছে।



















No comments:

Post a Comment