Wednesday 29 May 2024

সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে প্রবল বিক্ষোভ : বিক্ষোভে সামিল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের শ্রমিকরাও।

 


দুর্গাপুর,২৯শে মে : স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর আহ্বানে আজ সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের ( সেইল ও আরআইএনএল ) সর্বত্র শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন।এই বিক্ষোভে সামিল হয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরাও।উভয় কারখানাতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে বিক্ষোভে সামিল হয়ে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন। অবিলম্বে বেতন-চুক্তি,বিশাখাপত্তনমে আরআইএনএল এর অচলাবস্থা দুর করে অবিলম্বে উৎপাদন চালু ও শ্রমিকদের পুরো বেতন প্রদান এবং বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি, দুর্গাপুর ইস্পাত কারখানায়  আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে কর্তৃপক্ষের স্বৈরাচারী পদক্ষেপ ও আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার অবিলম্বে বাতিল, সেইল ও আরআইএনএল জুড়ে কর্তৃপক্ষের স্বৈরাচারী দমন-মূলক ব্যবস্থা প্রয়োগ করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা অবিলম্বে করা সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা আজকের বিক্ষোভে সামিল হয়েছিলেন।































No comments:

Post a Comment