Wednesday 30 April 2014

ভোট-লুঠেরাদের আটকে দিল ইস্পাতনগরী দুর্গাপুর : তৃণমূলের ভোট জোচ্চুরির চেষ্টা ব্যর্থ ।

দুর্গাপুর , ৩০শে এপ্রিল : রাজ্যের তৃতীয় দফার ভোটে গনতন্ত্রকে নির্লজ্জ ভাবে ভূলন্ঠিত করল  তৃণমূল কংগ্রেসে , সৌজন্যে নির্বাচন কমিশন !
    আজ সকাল থেকেই রক্তাত হোল ইস্পাতনগরী দুর্গাপুর । সকালে পি সি রোডের  ডিআইভি স্কুলে ( দুর্গাপুর ইস্পাত বিদ্যালয় ) সিপিআইএম এর পোলিং এজেন্টদের ব্যপক মারধোর করে তৃণমূলী দুষ্কৃতিরা । পরে জয়দেব , নিউটন , আর্যভট্ট , তানসেন , ভারতী , এডিসন  প্রভৃতি জায়গায় তৃণমূলী দুষ্কৃতিদের বাইক-বাহিনী তাণ্ডব চালায়, বুথ-ক্যাম্প ভাঙচূর করে , ভোটারদের সন্ত্রস্ত করার চেষ্টা চালায় ।  কিন্তু , এই তাণ্ডবের বিরুদ্ধে সারাদিন ধরে বুক চিতিয়ে লড়াই করেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র ১এ জোনাল কমিটির পার্টি সদস্য – সমর্থকরা । সাধারন ভোটারাও তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাসের বিরুদ্ধে ভোটাধীকারের অধিকার প্রয়োগ করেছেন । শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ৭০-৭৫ শতাংশ ভোট পড়েছে ।
 এদিকে , ভোট শেষ হলে ডেভিড হেয়ার রোডে সিপিআইএম এর পোলিং এজেন্টকে মারধোর করে তৃণমূলী দুষ্কৃতিরা । অন্য ঘটনায় , তৃণমূলী দুষ্কৃতিদের হাতে গুরুতর ভাবে জখম হয়েছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র ১এ জোনাল কমিটির সদস্য কমঃ বিভূতিদাস মন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষ । দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ।



Sunday 27 April 2014

ধনীদের স্বার্থ রক্ষায় কংগ্রেস – বিজেপির মধ্যে নীতির ফারাক নেই , তৃণমূলও সেই নীতির সমর্থক : সীতারাম ইয়েচুরী

দুর্গাপুর , ২৭শে এপ্রিল : আজ , বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সেখ সাইদুল হকের সমর্থনে দুর্গাপুরের এমএমসি টাউনশীপের সিডি-ব্লকে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র এমএমসি লোক্যাল কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পলিটব্যুরোর সদস্য কমঃ সীতারাম ইয়েচুরী । তিনি বিজেপি – তৃণমূল ও কংগ্রেসের পরস্পর বিরোধীতাকে আইপিএল-র “ ম্যাচ-ফিক্সিং “-এর সাথে তুলনা করে বলেন যে , যখনই জনবিরোধী নীতি প্রনোয়নের জন্য কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার  সংসদে  কোন বিল পাশের চেষ্টা করেছে , বামপন্হীরা তার তীব্র বিরোধীতা করছে , কিন্তু বিজেপি – তৃণমূল , কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে । তিনি , নরেন্দ্র মোদীর “ গুজরাট – মডেল”-এর তীব্র বিরোধীতা করে বলেন যে এই মডেল  হল ধনীদের স্বার্থে সাধারন মানুষের স্বার্থবাহী নীতি চিরতরে জলাঞ্জলি দেওয়ার মডেল । আর এই মডেলের ঠ্যালায় গুজরাট মানব সম্পদ সূচকের নিরিখে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে  নীচের ক্রমের থেকে কেবলমাত্র ৫টি রাজ্যের আগে আছে । সারাদেশে ইতিমধ্যেই বাম-শাসিত রাজ্যগুলি যে সাধারন মানুষের স্বার্থ রক্ষার যে মডেল তুলে ধরেছে , তা কংগ্রেসে – বিজেপির ধনীদের স্বার্থের  বিকল্প নীতির মডেল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে । তিনি আরও বলেন যে মোদী-হাওয়া কর্পোরেট নিয়ন্ত্রিত বৃহৎ প্রচার-মাধ্যমগুলির কষ্টকল্পিত কল্পনা , যার সাথে বাস্তবের কোন মিল নেই । তাই নির্বাচনী হিসেবের গড়মিলের আগাম অনুমান করে , তোগারিয়ার মত নেতাদের কুৎসিৎ সাম্প্রদায়িক মেরুকরনের জন্য প্রচারে ব্যবহার করে , বিজেপি নির্বাচনী বৈতরনি পার হতে চাইছে । কমঃ সীতারাম ইয়েচুরী বিজেপির এই সাম্প্রদায়িকতা ছড়ানোর কৌশলের  তীব্র বিরোধীতা করে জনগনকে সতর্ক থাকার আহ্বান জানান । একই সাথে তিনি পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে বিগত ৩৪ মাসে রাজ্যে যে ভয়াবহ সন্ত্রাসের আবহাওয়া , নারী-নির্যাতন , আর্থিক কেলেংকারি ও কংগ্রেস-বিজেপির ধনীদের তোষন করার জন্য সৃষ্ট উদার অর্থনীতির অনুসরনে চূড়ান্ত জনবিরোধী নীতি  তৃণমূল সরকার গ্রহন করেছে , তার উল্ল্যেখ করেন । তাই কেন্দ্রে কং-বিজেপির বিকল্প সরকার গঠন ও সংসদে মেহেনতী মানুষের কন্ঠস্বর জোড়ালো করার জন্য এবং পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরোধীতার জন্য , বামফ্রন্ট প্রার্থীদের বিপুল সংখ্যায় জয়ী করার আহ্বান জানান কমঃ সীতারাম ইয়েচুরী ।

    এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক । সমাজবাদী পার্টির পক্ষ থেকেও বক্তব্য রাখা হয় । উপস্হিত ছিলেন বামফ্রন্টের ও সিপিআইএম এর অন্যান্য নেতৃবৃন্দ ।  সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । 











বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীতে প্রচারের ঝড় উঠল,মিছিলে জনজোয়ার ।

দুর্গাপুর , ২৭শে এপ্রিল : আজ বিকালে  , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোন পোষ্ট অফিস থেকে শুরু হয়ে বঙ্কিম-তানসেন-নাগার্জুন রোড- নাগার্জুন এক্স্টেনসন্ – নতুন পল্লী – ইস্পাত পল্লী  প্রদক্ষিন করে ভারতী মোড়ে শেষ হয় । গত মাসাধিককাল ধরে ইস্পাতনগরীর বুকে নিবিড় নির্বাচনী প্রচার চলছে । যত সময় গেছে , ততই মানুষ বামফ্রন্টের পক্ষে এসে দাঁড়িয়েছেন । কং-বিজেপির প্রচারের লেশমাত্র দেখা পাওয়া যায় নি । দেওয়াল প্রচারে জাহির করলেও , মানুষ যে তৃণমূলের ৩৪ মাসের অপশাসনে ফুঁসছে , সে কথা বুঝে তৃণমূলের প্রচার আর কর্মীসংখ্যা দু-এরই ভাঁটার টান । তৃণমূলের আক্রমনের মুখে দাঁড়িয়ে দৃঢ়প্রত্যয়ে পার্টিকর্মী-সমর্থকরা প্রচার চালিয়েছেন । আজকের মিছিলে , বিশেষ করে  যুব , মহিলা এবং শ্রমিকদের অগুন্তি উপস্হিতিতে মিছিল জানিয়ে দিল – ভোট লুঠেরারা সাবধান ! 

     














Saturday 26 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীতে প্রচারে ঝড় উঠল পথসভায় ।

দুর্গাপুর , ২৬শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোন , সেপকো ও সেইল আবাসন অঞ্চলে ৫ টি পৃথক পথসভা অনুষ্ঠিত হল । নিউটন – ভারতী মোড় – কাশীরাম বস্তি – সেপকো জলট্যাঙ্ক ও কবিগুরু মোড়ে এই পথসভাগুলিতে পথচারী ও স্হানীয়  মানুষ দীর্ঘক্ষন ধরে বক্তব্য শোনেন । 










        

Friday 25 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি অঞ্চলে বিশাল মিছিল ।

দুর্গাপুর , ২৫শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি অঞ্চলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে বহু ঠিকাশ্রমিক যোগদান করেন । নির্বাচনের প্রাক্কালে  লালঝাণ্ডার বিশাল মিছিলে এলাকার মানুষের মধ্যে দারুন উৎসাহের সঞ্চার করেছে ।    

           



 

Sunday 20 April 2014

বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর বিশাল পদযাত্রা ।

দুর্গাপুর , ২০শে এপ্রিল : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে বিজড়া থেকে শোভাপুর বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হোল । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে ব্যাপকসংখ্যায় কৃষিজীবি মানুষ যোগদান করেন ।  পদযাত্রার যত এগিয়েছে , পদযাত্রীদের সংখ্যা ও রাস্তার দুপাশে মানুষের সংখ্যা ততই বেড়েছে । পদযাত্রার শেষে বক্তব্য রাখেন কমঃ সুখময় বোস ।







 

Saturday 19 April 2014

ইস্পাতনগরী দুর্গাপুরে কমঃ গৌতম দেবের জনসভায় জনপ্লাবন : একমাত্র বামপন্হীরাই পারে কং – বিজেপির জনবিরোধী নীতির বিকল্প জনস্বার্থবাহী কেন্দ্রীয় সরকার গঠন করতে : গৌতম দেব

দুর্গাপুর , ১৯শে এপ্রিল :আজ , বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ গৌতম দেব একথা বলেন । তিনি আরও বলেন যে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জীকে পঞ্চায়েত –পৌরসভা থেকে রাজ্য সর্বত্র জিতিয়েছেন কিন্তু সর্বক্ষেত্রে তিনি রাজ্যের মানুষকে দুর্দশার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন । তাই পঃ বঙ্গের স্বার্থে এবং দেশের স্বার্থে রাজ্যের থেকে বামপন্হীদের বিপুল সংখ্যায় নির্বাচিত করার আহ্বান জানান ।
  কমঃ গৌতম দেব ছাড়াও বক্তব্য রাখেন , কমঃ সাইদুল হক , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় ।  বক্তব্য রাখেন বামফ্রন্টের পক্ষে কমঃ আর.পি.সিং ( সিপিআই ), অনীত মল্লিক ( ফঃ বঃ ), রজত দত্ত (আরএসপি ) । সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় ।
  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে আয়োজিত ইস্পাতনগরীর বি’জোনে চণ্ডীদাস ময়দানে আজকের এই জনপ্লাবন অভূতপুর্ব বলে তথ্যাভিজ্ঞ মহল মনেকরছেন ।