Sunday 27 April 2014

ধনীদের স্বার্থ রক্ষায় কংগ্রেস – বিজেপির মধ্যে নীতির ফারাক নেই , তৃণমূলও সেই নীতির সমর্থক : সীতারাম ইয়েচুরী

দুর্গাপুর , ২৭শে এপ্রিল : আজ , বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সেখ সাইদুল হকের সমর্থনে দুর্গাপুরের এমএমসি টাউনশীপের সিডি-ব্লকে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র এমএমসি লোক্যাল কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পলিটব্যুরোর সদস্য কমঃ সীতারাম ইয়েচুরী । তিনি বিজেপি – তৃণমূল ও কংগ্রেসের পরস্পর বিরোধীতাকে আইপিএল-র “ ম্যাচ-ফিক্সিং “-এর সাথে তুলনা করে বলেন যে , যখনই জনবিরোধী নীতি প্রনোয়নের জন্য কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার  সংসদে  কোন বিল পাশের চেষ্টা করেছে , বামপন্হীরা তার তীব্র বিরোধীতা করছে , কিন্তু বিজেপি – তৃণমূল , কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে । তিনি , নরেন্দ্র মোদীর “ গুজরাট – মডেল”-এর তীব্র বিরোধীতা করে বলেন যে এই মডেল  হল ধনীদের স্বার্থে সাধারন মানুষের স্বার্থবাহী নীতি চিরতরে জলাঞ্জলি দেওয়ার মডেল । আর এই মডেলের ঠ্যালায় গুজরাট মানব সম্পদ সূচকের নিরিখে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে  নীচের ক্রমের থেকে কেবলমাত্র ৫টি রাজ্যের আগে আছে । সারাদেশে ইতিমধ্যেই বাম-শাসিত রাজ্যগুলি যে সাধারন মানুষের স্বার্থ রক্ষার যে মডেল তুলে ধরেছে , তা কংগ্রেসে – বিজেপির ধনীদের স্বার্থের  বিকল্প নীতির মডেল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে । তিনি আরও বলেন যে মোদী-হাওয়া কর্পোরেট নিয়ন্ত্রিত বৃহৎ প্রচার-মাধ্যমগুলির কষ্টকল্পিত কল্পনা , যার সাথে বাস্তবের কোন মিল নেই । তাই নির্বাচনী হিসেবের গড়মিলের আগাম অনুমান করে , তোগারিয়ার মত নেতাদের কুৎসিৎ সাম্প্রদায়িক মেরুকরনের জন্য প্রচারে ব্যবহার করে , বিজেপি নির্বাচনী বৈতরনি পার হতে চাইছে । কমঃ সীতারাম ইয়েচুরী বিজেপির এই সাম্প্রদায়িকতা ছড়ানোর কৌশলের  তীব্র বিরোধীতা করে জনগনকে সতর্ক থাকার আহ্বান জানান । একই সাথে তিনি পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে বিগত ৩৪ মাসে রাজ্যে যে ভয়াবহ সন্ত্রাসের আবহাওয়া , নারী-নির্যাতন , আর্থিক কেলেংকারি ও কংগ্রেস-বিজেপির ধনীদের তোষন করার জন্য সৃষ্ট উদার অর্থনীতির অনুসরনে চূড়ান্ত জনবিরোধী নীতি  তৃণমূল সরকার গ্রহন করেছে , তার উল্ল্যেখ করেন । তাই কেন্দ্রে কং-বিজেপির বিকল্প সরকার গঠন ও সংসদে মেহেনতী মানুষের কন্ঠস্বর জোড়ালো করার জন্য এবং পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরোধীতার জন্য , বামফ্রন্ট প্রার্থীদের বিপুল সংখ্যায় জয়ী করার আহ্বান জানান কমঃ সীতারাম ইয়েচুরী ।

    এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক । সমাজবাদী পার্টির পক্ষ থেকেও বক্তব্য রাখা হয় । উপস্হিত ছিলেন বামফ্রন্টের ও সিপিআইএম এর অন্যান্য নেতৃবৃন্দ ।  সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । 











No comments:

Post a Comment