Monday 7 April 2014

বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ শেখ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

দুর্গাপুর , ৭ই এপ্রিল : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ১বি জোনাল কমিটির ডাকে , বর্ধমান – দুর্গাপুর লোকসভা  কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ শেখ সাইদুল হকের সমর্থনে ইস্পাতনগরীর এ’জোনে এক  বিশাল মিছিল অনুষ্ঠিত হল । ১৫০০ মানুষের এই মিছিল আকবর রোড থেকে শুরু হয়ে অরবিন্দ এভিন্যু – মীরাবাঈ রোড – বিবেকানন্দ রোড – তুলসীদাস রোড – সেন্ট্রাল এভিন্যু ঘুরে শেষ হয় আকবর- তুলসীদাস  সেক্টর অফিসে । প্রসংগত , পরিবর্তনের জমানায় এই অঞ্চলটিতে বসবাসকারী  পার্টিসদস্য-সমর্থক ও আকবর- তুলসীদাস  সেক্টর অফিসে বারংবার হামলা চালিয়েছে তৃণমূলী দুষ্কৃতীরা ।আজ , কমঃ শেখ সাইদুল হকের মনোনয়নপত্র পেশের দিনে  ব্যাপকসংখ্যক মহিলা ও যুবদের উপস্হিতিতে   এই সুবিশাল মিছিল মানুষের মধ্যে উৎসাহের  সঞ্চার করেছে










 

No comments:

Post a Comment