Tuesday 18 June 2024

ইস্পাতনগরীতে নাগরিক পরিষেবায় ব্যাপক অব্যবস্থা,কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে টালবাহানা : প্রতিবাদে তুমুল বিক্ষোভ ।

  


দুর্গাপুর,১৮ই জুন : একদা সুন্দর করে সাজানো-গোছানো ইস্পাতনগরী জৌলুষ হারিয়ে নিষ্প্রভ হয়ে পড়ছে। ভাঙ্গাচোড়া রাস্তা-ঘাট,জঞ্জাল-আগাছায় যখন শহরের মুখ ঢাকছে,তখন শহরের কিছু ভিআইপি রাস্তার রোটারীতে রঙ্গীন আলো-ফোয়ারা বানিয়ে আর গাছের গুঁড়িতে রঙ করে ‘সৌন্দর্যায়ন’ এর ঢক্কানিনাদ চলছে নাগরিক পরিষেবায় ব্যাপক অব্যবস্থা কে আড়াল করার জন্য বলে অভিযোগ করেছে সিআইটিইউ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে আজ বিকালে ইস্পাতনগরীতে নাগরিক পরিষেবায় ব্যপক অব্যবস্থা ও কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে টালবাহানার অবিলম্বে অবসানের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং ) দলে দলে শ্রমিক ও নাগরিক বৃন্দ তুমুল বিক্ষোভ জানান। বিক্ষোভ সমাবেশ চলাকলীন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) সহ সিআইটিউ এর ইস্পাত সমন্বয়ের অন্যান্য ইউনিয়ন এর নেতৃবৃন্দ এর যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে  দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যাবলীর সমাধান না করলে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেন যে কর্তৃপক্ষ নিজেই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। লাইসেন্সিং নিয়ে ওঠা বিবিধ অভিযোগের সমাধানে কর্তৃপক্ষ ইউনিয়ন গুলির সাথে যৌথ ভাবে বসে সমাধানের প্রতিশ্রুতি রক্ষা করে নি। উন্নত জল ও বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি রক্ষা করে নি।উল্টে এক বেলায় জল সরবরাহ করছে। কোন দিন জল সরবরাহ বন্ধ থাকলে মাইকে প্রচার করে যে আগাম জানানোর প্রথা ছিল তা করা হচ্ছে না । প্রতিশ্রুতি দিয়েও ভুগর্ভস্থ বিদ্যুৎ ব্যবস্থা চালু না করার ফলে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ছে।মিটার রিডিং না করেই মনগড়া বিদ্যুৎের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।  লিজ ও লাইসেন্স কোয়ার্টারে মাসিক বিলের বদলে বছর শেষে বিপুল অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।জমি মাফিয়াদের হাতে বিপুল পরিমানের জমি দখল হয়ে আছে,বিদ্যুৎ চুরি হচ্ছে,ফাঁকা স্কুল বিল্ডিং সহ অন্যান্য ফাঁকা ঘর সমাজবিরোধীদের আড্ডাখানা হচ্ছে অথবা সাম্প্রদায়িক শক্তি কে ব্যবহার করতে দেওয়া হচ্ছে কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কর্তৃপক্ষ জমি উদ্ধার, ফাঁকা স্কুল বিল্ডিং সহ অন্যান্য ফাঁকা ঘরের সুষ্ঠ ব্যবহার করছে না। উল্টে লিজ ও লাইসেন্স কোয়ার্টারে মালিক সহ অনুমোদন প্রাপ্ত রাজনৈতিক – সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থার কার্যালয় কে কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। একই অব্যবস্থা দেখা যাচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবায়।নাগরিক পরিষেবার অব্যবস্থার মধ্যেই উঠে আসছে একের পর এক আর্থিক দূর্নীতির অভিযোগ ও তার সাথে কর্তৃপক্ষের উচ্চ-আধিকরিকদের যোগ। বিশ্বরূপ ব্যানার্জি পরিস্কার জানিয়ে দেন যে অব্যবস্থা দুর করে দাবি না মেটা পর্যন্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর নেতৃবৃন্দ।









Wednesday 12 June 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুই আধিকারিক সাময়িক বরখাস্ত : সেইলে দুর্নীতির স্বচ্ছ তদন্তের দাবিতে সিআইটিইউ সরব।

                                

দুর্গাপুর,১২ই জুন : দুর্গাপুর ইস্পাত কারখানায় দুই আধিকারিক সাময়িক বরখাস্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ যে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) এর অবসরপ্রাপ্ত শ্রমিক-আধিকারিকদের জন্য সেইল পেনশন ফাণ্ডের টাকা নয়ছয় হয়েছে । তিন কোটি টাকা তছরূপের অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার ফাইন্যান্স বিভাগের আধিকারিক পিনাকী মুখার্জি ও ধ্রুবজ্যোতি রায় কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবরে প্রকাশ।আরো জানা গেছে যে দুর্নীতির আরেক অভিযোগে সেইল এর ডাইরেক্টর ( কমার্সিয়াল ) ভি এস চক্রবর্তি কে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।এই বছরের জানুয়ারী মাসে লোকপালের অভিযোগের ভিত্তিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) কর্তৃপক্ষ সেইল এর ডাইরেক্টর ( কমার্সিয়াল ) ভি এস চক্রবর্তি, ডাইরেক্টর(ফাইন্যান্স ) এ কে তুলসীয়ানি সহ ছাব্বিশ জন শীর্ষ আধিকারিক কে সাময়িক ভাবে বরখাস্ত করে। সেইল এর এক জন প্রাক্তন চেয়ারম্যান এই দূর্ণীতির সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ।করোনা অতিমারীর সময় ভেঙ্কটেস ইনফ্রা প্রজেক্টস ও অ্যাভোন স্টিল ইনডাস্ট্রিজ নামে দুই বেসরকারি সংস্থা বেআইনীভাবে সুবিধা পাইয়ে দিতে সেইল এর কোটি কোটি টাকার লোকসান হয়েছে বলে সেন্ট্রাল ভিজলেন্স কমিশন ( সিভিসি)-র তদন্তের ভিত্তিতে লোকপাল এই অভিযোগ এনেছে । এরই মধ্যে সেইল পেনসন ফাণ্ডের টাকা নয়ছয় হওয়ার ঘটনা সামনে এল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি উভয় দুর্নীতির সঠিক তদন্ত এবং দুর্নীতিগ্রস্থ আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য পূর্ণাঙ্গ বেতন চুক্তি,৩৯ মাসের বকেয়া এরিয়ার,বাড়ী ভাড়া ভাতা সহ অন্যান্য বিষয়ে সেইল কর্তৃপক্ষ উদাসীন কিন্তু সেই সেইল কর্তৃপক্ষ আবার দুর্নীতিতে অভিযুক্ত আধিকারিকদের বাঁচাতে সুপ্রীম কোর্টে চলা মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবিদের আর্থিক খরচ জুগিয়ে যাচ্ছে। সেইল কর্তৃপক্ষ কে অবিলম্বে অভিযুক্তদের পক্ষালম্বন বন্ধ করতে হবে বলেও তিনি দাবি জানান।

Saturday 8 June 2024

হামলা-হুমকির কাছে মাথা নত নয়,ইস্পাতনগরীতে প্রতিরোধের বার্তা স্পষ্ট ।

 


দুর্গাপুর,৮ই জুন : গত ১৩ই মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের দিন থেকে ইস্পাতনগরীতে শাসক তৃণমূল কংগ্রেসের এক টানা হামলার শিকার হয়েছে সিপিআই-এম এর নেতা-কর্মি-সমর্থক। শারীরিক নিগ্রহের সাথে সাথে পুড়িয়ে দেওয়া হয়েছে,ভাঙ্গচুড় করা হয়েছে দোকান-ঘর-গাড়ি-সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও শিশু উদ্যান। আজ সকাল থেকে সন্ত্রাসবিদ্ধ ইস্পাতনগরীতে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন,মানবাধিকার সংগঠন ‘ সেভ ডেমোক্রাসি ‘ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ইস্পাতনগরীতে আক্রান্তদের সাথে দেখা করে ও আক্রমনের বিশদ বিবরন সংগ্রহ করেন। প্রতিনিধি দলে ছিলেন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন এর পক্ষে সামিম আহমেদ, ‘ সেভ ডেমোক্রাসি‘এর পক্ষে চঞ্চল চক্রবর্তি,রঞ্জিত মুখার্জি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি,সৌরভ দত্ত সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সুবীর সেনগুপ্ত,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি, স্বপন সরকার,আলপনা চৌধুরী প্রমুখ। প্রথমে প্রতিনিধি দল যায় মহুয়াবাগান। লোকসভা নির্বাচনে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মহঃ ফিরোজ ও তার বাবা মহঃ আলি সেখ পার্টির পোলিং এজেন্ট হিসাবে কাজ করেন।তাই পার্টি কর্মী মহঃ ফিরোজের বোন ফিরোজার দর্জির দোকানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয়। প্রতিনিধি দল ফিরোজা ও তার পরিবারের সাথে কথা বলেন । ঘুরে দেখেন  ফিরোজার পুড়ে যাওয়া দর্জির দোকান। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে দুটি সেলাই মেশিন ও পুড়ে যাওয়া দোকান ঘর নতুন করে গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা করা হয়। এরপর প্রতিনিধি দল এস এন বোস সেক্টর অফিসে সিপিআই-এম এর পোলিং এজেন্ট সৌগত সেনের সাথে কথা বলেন । ভোটের দিন জাল ভোট রুখে দেওয়া ভোট শেষে তার মাথা ফাটিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতিরা। ভোটের দিন জাল ভোট রুখে দেওয়ায় বিশিষ্ট পার্টি নেতা ও ক্রীড়া সংগঠক সুখময় বোস সহ শেখর মুখার্জি,চঞ্চল মুখার্জি,বাদল সরকার ও শিবশংকর মৈত্র কে তৃণমূলের দুষ্কৃতিরা তানসেন রোডে শারীরিক ভাবে নিগ্রহ করে। শিবশংকর মৈত্রের দোকনে পরে ভাঙ্গচুড় করে।উল্টে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়।ভোটের দিন জাল ভোট রুখে দেওয়ায় আইনস্টাইন রোডে পার্টির পোলিং এজেন্ট প্রসূন পালিতের কোয়ার্টারের বাইরে রাখা গাড়িতে ভাঙ্গচূর করে তৃণমূলের দুষ্কৃতিরা। মেইন হাসপাতালের মোড়ে একই কারনে পার্টির পোলিং এজেন্ট সুব্রত দত্ত ( বাচ্চূ ) ও রামমোহন রায় ( পিন্টূ ) কে তৃণমূলের দুষ্কৃতিরা শারীরিক ভাবে নিগ্রহ করে। পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করা হলেও এখনো কোন দুষ্কৃতি গ্রেফতার হয় নি । প্রতিনিধি দল আক্রান্ত প্রত্যেকের সাথে কথা বলেন এবং আক্রমনের প্রতিটি ঘটনার বিশদ বিবরন সংগ্রহ করেন। পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে দুষ্কৃতিদের গ্রেফতার,উপযুক্ত শাস্তি এবং ইস্পাতনগরীতে শান্তি-শৃংখলা ও উপযুক্ত গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গন আন্দোলনের সাথে সাথে আইনী লড়াই চলবে।

















Wednesday 5 June 2024

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ইস্পাতনগরীতে হামলা : পুড়লো দোকান,ভাঙ্গলো গাড়ি।

 


দুর্গাপুর,৫ই জুন : গতকাল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে গভীর রাতে পার্টি কর্মীদের গাড়ি,দোকানের ওপরে হামলা করা হয়। অভিযোগ, ইস্পাতনগরীর বি-জোনের এক কুখ্যাত তৃণমূল আশ্রিত দুষ্কৃতির নেতৃত্বে হামলা করা হয়। আইনস্টাইন রোডে পার্টি কর্মী প্রসূন পালিতের কোয়ার্টারের বাইরে রাখা গাড়িতে ভাঙ্গচূর করা হয়।লোকসভা নির্বাচনে পার্টির পোলিং এজেন্ট হিসাবে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে তৃণমূলের জাল ভোট দেওয়ার প্রচেষ্টা রুখে দিয়েছিলেন।অন্য আরেকটি ঘটনায় গতকাল ইস্পাতনগরী সংলগ্ন  মহুয়াবাগানে পার্টি কর্মী মহঃ ফিরোজের বোনের দর্জির দোকানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয়। দোকানটি সম্পূর্ন পুড়ে যায়।মূল্যবান সেলাই মেশিন এবং তৈরি নতুন জামা-কাপড় সহ দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে হয়। হয়। ব্যাঙ্ক থেকে ধার নিয়ে অত্যন্ত পরিশ্রম করে এই দোকান চালাচ্ছিলেন মহঃ ফিরোজের বোন।দোকানে কাজ করে আরো কয়েক জন মহিলার কর্মসংস্থান হচ্ছিল। সেই দোকান ভস্মীভূত হয়ে যাওয়া কাজ ও উপার্জনের উপায় হারিয়ে সবাই দিশেহার।লোকসভা নির্বাচনে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মহঃ ফিরোজ ও তার বাবা মহঃ আলি সেখ পার্টির পোলিং এজেন্ট হিসাবে কাজ করেন । এই ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । উভয় ঘটনাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনো কোন অপরাধী গ্রেফতার হয় নি। খবর পেয়ে পার্টি নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে পার্টির এক প্রতিনিধি দল ঘটনাস্থল দুটিতে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন সুবীর সেনগুপ্ত,আলপনা চৌধুরী,স্বপন ব্যানার্জি প্রমুখ পার্টি নেতৃবৃন্দ। পরে সংবাদমাধ্যমের সামনে পার্টির পক্ষ থেকে পঙ্কজ রায় সরকার এই ধরনের হিংসাশ্রয়ী ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও শান্তিপ্রতিষ্ঠার দাবি জানান। বিকালে পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেন,আক্রান্ত পার্টি সদস্য ও তাদের পরিবারের সদস্যদ এবং স্থানীয় মানুষের সাথে কথা বলেন।







Saturday 1 June 2024

শ্রমিকদের সাথে প্রতারনার অভিযোগে প্রবল শ্রমিক বিক্ষোভ : দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালাতে সিআইটিইউ বদ্ধপরিকর।

 


দুর্গাপুর,১লা জুন : গত ৩০শে জুন দিল্লিতে সেইল ও ইউনিয়ন সমূহের দ্বিপাক্ষিক বৈঠকেও হোল না পূর্ণাঙ্গ বেতন চুক্তি । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর পূর্ণাঙ্গ বেতন চুক্তি বকেয়া আছে। শ্রমিক-বিরোধী বেতন চুক্তির ‘মৌ’ ( সিআইটিইউ সই করে নি ) বাতিলের দাবিতে জোরদার আন্দোলন গড়ে ওঠে। ইতিমধ্যে শ্রমিক আন্দোলনের চাপে কেন্দ্রিয় শ্রম কমিশনে সেইল কর্তৃপক্ষ নব্বই দিনের মধ্যে পূর্ণাঙ্গ বেতন চুক্তির ফয়সালার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে অথচ সেইল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি নিয়ে গত ৩০শে জুনের বৈঠকে কোন উচ্চবাচ্য করে নি। উল্টে নাইট শিফট ভাতার নামমাত্র বৃ্দ্ধির সাথে বাধ্যতামূলক বায়ো-মেট্রিক হাজিরা জুড়ে যে চুক্তিপত্র হাজির করে,সেই চুক্তিপত্রে সই করতে অস্বীকার করে সিআইটিইউ।এআইটিইউসি-ও সই করে নি। সিআইটিইউ থেকে এই চুক্তি কে শ্রমিক-বিরোধী বলে অভিহিত করেছে। সিআইটিইউ এর পক্ষ থেকে পূর্ণাঙ্গ বেতন চুক্তি,৩৯ মাসের বকেয়া এরিয়ার,বাড়ী ভাড়া ভাতা সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সালার দাবি জানিয়েছে ও আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার অবিলম্বে বাতিলের দাবি করেছে। এই দাবিতে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকরা। দুপুরে কারখানার প্ল্যান্ট সিভিলে শ্রমিক কনভেনশন হয়। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।