Saturday 8 June 2024

হামলা-হুমকির কাছে মাথা নত নয়,ইস্পাতনগরীতে প্রতিরোধের বার্তা স্পষ্ট ।

 


দুর্গাপুর,৮ই জুন : গত ১৩ই মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের দিন থেকে ইস্পাতনগরীতে শাসক তৃণমূল কংগ্রেসের এক টানা হামলার শিকার হয়েছে সিপিআই-এম এর নেতা-কর্মি-সমর্থক। শারীরিক নিগ্রহের সাথে সাথে পুড়িয়ে দেওয়া হয়েছে,ভাঙ্গচুড় করা হয়েছে দোকান-ঘর-গাড়ি-সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও শিশু উদ্যান। আজ সকাল থেকে সন্ত্রাসবিদ্ধ ইস্পাতনগরীতে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন,মানবাধিকার সংগঠন ‘ সেভ ডেমোক্রাসি ‘ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ইস্পাতনগরীতে আক্রান্তদের সাথে দেখা করে ও আক্রমনের বিশদ বিবরন সংগ্রহ করেন। প্রতিনিধি দলে ছিলেন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন এর পক্ষে সামিম আহমেদ, ‘ সেভ ডেমোক্রাসি‘এর পক্ষে চঞ্চল চক্রবর্তি,রঞ্জিত মুখার্জি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি,সৌরভ দত্ত সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সুবীর সেনগুপ্ত,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি, স্বপন সরকার,আলপনা চৌধুরী প্রমুখ। প্রথমে প্রতিনিধি দল যায় মহুয়াবাগান। লোকসভা নির্বাচনে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মহঃ ফিরোজ ও তার বাবা মহঃ আলি সেখ পার্টির পোলিং এজেন্ট হিসাবে কাজ করেন।তাই পার্টি কর্মী মহঃ ফিরোজের বোন ফিরোজার দর্জির দোকানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয়। প্রতিনিধি দল ফিরোজা ও তার পরিবারের সাথে কথা বলেন । ঘুরে দেখেন  ফিরোজার পুড়ে যাওয়া দর্জির দোকান। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে দুটি সেলাই মেশিন ও পুড়ে যাওয়া দোকান ঘর নতুন করে গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা করা হয়। এরপর প্রতিনিধি দল এস এন বোস সেক্টর অফিসে সিপিআই-এম এর পোলিং এজেন্ট সৌগত সেনের সাথে কথা বলেন । ভোটের দিন জাল ভোট রুখে দেওয়া ভোট শেষে তার মাথা ফাটিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতিরা। ভোটের দিন জাল ভোট রুখে দেওয়ায় বিশিষ্ট পার্টি নেতা ও ক্রীড়া সংগঠক সুখময় বোস সহ শেখর মুখার্জি,চঞ্চল মুখার্জি,বাদল সরকার ও শিবশংকর মৈত্র কে তৃণমূলের দুষ্কৃতিরা তানসেন রোডে শারীরিক ভাবে নিগ্রহ করে। শিবশংকর মৈত্রের দোকনে পরে ভাঙ্গচুড় করে।উল্টে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়।ভোটের দিন জাল ভোট রুখে দেওয়ায় আইনস্টাইন রোডে পার্টির পোলিং এজেন্ট প্রসূন পালিতের কোয়ার্টারের বাইরে রাখা গাড়িতে ভাঙ্গচূর করে তৃণমূলের দুষ্কৃতিরা। মেইন হাসপাতালের মোড়ে একই কারনে পার্টির পোলিং এজেন্ট সুব্রত দত্ত ( বাচ্চূ ) ও রামমোহন রায় ( পিন্টূ ) কে তৃণমূলের দুষ্কৃতিরা শারীরিক ভাবে নিগ্রহ করে। পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করা হলেও এখনো কোন দুষ্কৃতি গ্রেফতার হয় নি । প্রতিনিধি দল আক্রান্ত প্রত্যেকের সাথে কথা বলেন এবং আক্রমনের প্রতিটি ঘটনার বিশদ বিবরন সংগ্রহ করেন। পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে দুষ্কৃতিদের গ্রেফতার,উপযুক্ত শাস্তি এবং ইস্পাতনগরীতে শান্তি-শৃংখলা ও উপযুক্ত গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গন আন্দোলনের সাথে সাথে আইনী লড়াই চলবে।

















No comments:

Post a Comment