Saturday 1 June 2024

শ্রমিকদের সাথে প্রতারনার অভিযোগে প্রবল শ্রমিক বিক্ষোভ : দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালাতে সিআইটিইউ বদ্ধপরিকর।

 


দুর্গাপুর,১লা জুন : গত ৩০শে জুন দিল্লিতে সেইল ও ইউনিয়ন সমূহের দ্বিপাক্ষিক বৈঠকেও হোল না পূর্ণাঙ্গ বেতন চুক্তি । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর পূর্ণাঙ্গ বেতন চুক্তি বকেয়া আছে। শ্রমিক-বিরোধী বেতন চুক্তির ‘মৌ’ ( সিআইটিইউ সই করে নি ) বাতিলের দাবিতে জোরদার আন্দোলন গড়ে ওঠে। ইতিমধ্যে শ্রমিক আন্দোলনের চাপে কেন্দ্রিয় শ্রম কমিশনে সেইল কর্তৃপক্ষ নব্বই দিনের মধ্যে পূর্ণাঙ্গ বেতন চুক্তির ফয়সালার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে অথচ সেইল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি নিয়ে গত ৩০শে জুনের বৈঠকে কোন উচ্চবাচ্য করে নি। উল্টে নাইট শিফট ভাতার নামমাত্র বৃ্দ্ধির সাথে বাধ্যতামূলক বায়ো-মেট্রিক হাজিরা জুড়ে যে চুক্তিপত্র হাজির করে,সেই চুক্তিপত্রে সই করতে অস্বীকার করে সিআইটিইউ।এআইটিইউসি-ও সই করে নি। সিআইটিইউ থেকে এই চুক্তি কে শ্রমিক-বিরোধী বলে অভিহিত করেছে। সিআইটিইউ এর পক্ষ থেকে পূর্ণাঙ্গ বেতন চুক্তি,৩৯ মাসের বকেয়া এরিয়ার,বাড়ী ভাড়া ভাতা সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সালার দাবি জানিয়েছে ও আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার অবিলম্বে বাতিলের দাবি করেছে। এই দাবিতে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকরা। দুপুরে কারখানার প্ল্যান্ট সিভিলে শ্রমিক কনভেনশন হয়। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।


















 

No comments:

Post a Comment