Wednesday 12 June 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুই আধিকারিক সাময়িক বরখাস্ত : সেইলে দুর্নীতির স্বচ্ছ তদন্তের দাবিতে সিআইটিইউ সরব।

                                

দুর্গাপুর,১২ই জুন : দুর্গাপুর ইস্পাত কারখানায় দুই আধিকারিক সাময়িক বরখাস্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ যে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) এর অবসরপ্রাপ্ত শ্রমিক-আধিকারিকদের জন্য সেইল পেনশন ফাণ্ডের টাকা নয়ছয় হয়েছে । তিন কোটি টাকা তছরূপের অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার ফাইন্যান্স বিভাগের আধিকারিক পিনাকী মুখার্জি ও ধ্রুবজ্যোতি রায় কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবরে প্রকাশ।আরো জানা গেছে যে দুর্নীতির আরেক অভিযোগে সেইল এর ডাইরেক্টর ( কমার্সিয়াল ) ভি এস চক্রবর্তি কে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।এই বছরের জানুয়ারী মাসে লোকপালের অভিযোগের ভিত্তিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) কর্তৃপক্ষ সেইল এর ডাইরেক্টর ( কমার্সিয়াল ) ভি এস চক্রবর্তি, ডাইরেক্টর(ফাইন্যান্স ) এ কে তুলসীয়ানি সহ ছাব্বিশ জন শীর্ষ আধিকারিক কে সাময়িক ভাবে বরখাস্ত করে। সেইল এর এক জন প্রাক্তন চেয়ারম্যান এই দূর্ণীতির সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ।করোনা অতিমারীর সময় ভেঙ্কটেস ইনফ্রা প্রজেক্টস ও অ্যাভোন স্টিল ইনডাস্ট্রিজ নামে দুই বেসরকারি সংস্থা বেআইনীভাবে সুবিধা পাইয়ে দিতে সেইল এর কোটি কোটি টাকার লোকসান হয়েছে বলে সেন্ট্রাল ভিজলেন্স কমিশন ( সিভিসি)-র তদন্তের ভিত্তিতে লোকপাল এই অভিযোগ এনেছে । এরই মধ্যে সেইল পেনসন ফাণ্ডের টাকা নয়ছয় হওয়ার ঘটনা সামনে এল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি উভয় দুর্নীতির সঠিক তদন্ত এবং দুর্নীতিগ্রস্থ আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য পূর্ণাঙ্গ বেতন চুক্তি,৩৯ মাসের বকেয়া এরিয়ার,বাড়ী ভাড়া ভাতা সহ অন্যান্য বিষয়ে সেইল কর্তৃপক্ষ উদাসীন কিন্তু সেই সেইল কর্তৃপক্ষ আবার দুর্নীতিতে অভিযুক্ত আধিকারিকদের বাঁচাতে সুপ্রীম কোর্টে চলা মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবিদের আর্থিক খরচ জুগিয়ে যাচ্ছে। সেইল কর্তৃপক্ষ কে অবিলম্বে অভিযুক্তদের পক্ষালম্বন বন্ধ করতে হবে বলেও তিনি দাবি জানান।

No comments:

Post a Comment