Tuesday 18 June 2024

ইস্পাতনগরীতে নাগরিক পরিষেবায় ব্যাপক অব্যবস্থা,কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে টালবাহানা : প্রতিবাদে তুমুল বিক্ষোভ ।

  


দুর্গাপুর,১৮ই জুন : একদা সুন্দর করে সাজানো-গোছানো ইস্পাতনগরী জৌলুষ হারিয়ে নিষ্প্রভ হয়ে পড়ছে। ভাঙ্গাচোড়া রাস্তা-ঘাট,জঞ্জাল-আগাছায় যখন শহরের মুখ ঢাকছে,তখন শহরের কিছু ভিআইপি রাস্তার রোটারীতে রঙ্গীন আলো-ফোয়ারা বানিয়ে আর গাছের গুঁড়িতে রঙ করে ‘সৌন্দর্যায়ন’ এর ঢক্কানিনাদ চলছে নাগরিক পরিষেবায় ব্যাপক অব্যবস্থা কে আড়াল করার জন্য বলে অভিযোগ করেছে সিআইটিইউ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে আজ বিকালে ইস্পাতনগরীতে নাগরিক পরিষেবায় ব্যপক অব্যবস্থা ও কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে টালবাহানার অবিলম্বে অবসানের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি এ বিল্ডিং ) দলে দলে শ্রমিক ও নাগরিক বৃন্দ তুমুল বিক্ষোভ জানান। বিক্ষোভ সমাবেশ চলাকলীন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) সহ সিআইটিউ এর ইস্পাত সমন্বয়ের অন্যান্য ইউনিয়ন এর নেতৃবৃন্দ এর যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে  দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যাবলীর সমাধান না করলে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেন যে কর্তৃপক্ষ নিজেই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। লাইসেন্সিং নিয়ে ওঠা বিবিধ অভিযোগের সমাধানে কর্তৃপক্ষ ইউনিয়ন গুলির সাথে যৌথ ভাবে বসে সমাধানের প্রতিশ্রুতি রক্ষা করে নি। উন্নত জল ও বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি রক্ষা করে নি।উল্টে এক বেলায় জল সরবরাহ করছে। কোন দিন জল সরবরাহ বন্ধ থাকলে মাইকে প্রচার করে যে আগাম জানানোর প্রথা ছিল তা করা হচ্ছে না । প্রতিশ্রুতি দিয়েও ভুগর্ভস্থ বিদ্যুৎ ব্যবস্থা চালু না করার ফলে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ছে।মিটার রিডিং না করেই মনগড়া বিদ্যুৎের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।  লিজ ও লাইসেন্স কোয়ার্টারে মাসিক বিলের বদলে বছর শেষে বিপুল অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।জমি মাফিয়াদের হাতে বিপুল পরিমানের জমি দখল হয়ে আছে,বিদ্যুৎ চুরি হচ্ছে,ফাঁকা স্কুল বিল্ডিং সহ অন্যান্য ফাঁকা ঘর সমাজবিরোধীদের আড্ডাখানা হচ্ছে অথবা সাম্প্রদায়িক শক্তি কে ব্যবহার করতে দেওয়া হচ্ছে কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কর্তৃপক্ষ জমি উদ্ধার, ফাঁকা স্কুল বিল্ডিং সহ অন্যান্য ফাঁকা ঘরের সুষ্ঠ ব্যবহার করছে না। উল্টে লিজ ও লাইসেন্স কোয়ার্টারে মালিক সহ অনুমোদন প্রাপ্ত রাজনৈতিক – সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থার কার্যালয় কে কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। একই অব্যবস্থা দেখা যাচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবায়।নাগরিক পরিষেবার অব্যবস্থার মধ্যেই উঠে আসছে একের পর এক আর্থিক দূর্নীতির অভিযোগ ও তার সাথে কর্তৃপক্ষের উচ্চ-আধিকরিকদের যোগ। বিশ্বরূপ ব্যানার্জি পরিস্কার জানিয়ে দেন যে অব্যবস্থা দুর করে দাবি না মেটা পর্যন্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর নেতৃবৃন্দ।









No comments:

Post a Comment